কিয়ামুল লাইল
লেখক : শাইখ আহমাদ মুসা জিবরিল
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন
কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ সালাতের উপর এক হৃদয়স্পর্শী আলোচনা।
-
-
রমাদান প্ল্যানার
লেখক : শায়খ আহমাদুল্লাহপ্রকাশনী : আস-সুন্নাহ ফাউন্ডেশন পাবলিকেশন্স85 ৳এই প্লানারে রয়েছে রামাদ্বান মাসব্যাপী আত্মশুদ্ধি ...
-
hotধূলিমলিন উপহার রামাদান
লেখক : শাইখ আহমাদ মুসা জিবরিলপ্রকাশনী : সীরাত পাবলিকেশন300 ৳195 ৳রামাদানের আগমনধ্বনি শুনলে একজন মুসলিমের মনে ...
-
hotপ্রোডাক্টিভ রামাদান
প্রকাশনী : মাকতাবাতুল আসলাফ280 ৳196 ৳অনুবাদক: মুওয়াহহিদ মুহাম্মাদ আবদুল্লাহ, নাফিস নাওয়ার ...
-
save offপ্রতিদিন একটি আয়াত
লেখক : Ismail Kamdarপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন72 ৳53 ৳অনুবাদ: মাসুদ শরীফ নিরীক্ষণ: মুফতী মাহমুদুল হক মানুষ ...
-
hotমনের মতো সালাত
লেখক : ড. খালিদ আবু শাদিপ্রকাশনী : সন্দীপন প্রকাশন275 ৳203 ৳সালাত কোনো সাধারণ আয়োজন বা আনুষ্ঠানিকতা ...
-
save offসালাত জেনে বুঝে পড়ুন
প্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স54 ৳39 ৳ISBN 978984927755 প্রথম প্রকাশ: ২০১৮ পৃষ্ঠা: ৯৬ এতে রয়েছে ...
-
save offসালাত নবীজির শেষ আদেশ
লেখক : শাইখ আহমাদ মুসা জিবরিলপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন125 ৳92 ৳অনুবাদক : শাফায়েত উল্লাহ শারঈ নিরীক্ষণ : ...
-
sayed abdullah – :
লেখক:শাইখ আহমাদ মুসা জিবরিল
প্রকাশনী:সমর্পণ
প্রচ্ছদ মূল্য:৪৭টাকা
ক্রয় মূল্য:৩৩টাকা (অফারে)
পৃষ্ঠা:২৯ পৃষ্ঠা
➡বইটির ধরণ:
বইটি একদম ছোট পেইজের ওজন দেখেই বুঝা যাচ্চে, তবে এর মহাত্মা বিশাল,যা বর্ণনা করে শেষ করা যাবে না।
➡সারমর্ম:
বইটির নামে বাজারে অনেক বই আছে।তবে এই অল্প কথার বইটি আমার নিজের উপর অনেক প্রভাব ফেলেছে।যে কেউ পড়লেও আশা করি কিনচিৎ পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।
কারণ, আমরা অনেকই, শক্ত ভাবে নিয়ত করি যে,আজকে তাহাজ্জুদ পড়বোই কিন্তু তবুও হয় না, কারণ কি কেন হয় না?
বই দেখলেই পাবেন,কারণ এটা আল্লাহর খাস রহমত।
আল্লাহ তায়লা ইরশাদ করেন
“আর আল্লাহ কে অধিক স্মরণ কারী(যাকিরিন) পূরুষ ও নারীদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরষ্কার”
(সূরা আল আহযাব:৩৫আয়াত)
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
যখন একজন মানুষ তার স্ত্রীকে রাতে ঘুম থেকে জাগিয়ে তুলে এবং একাকী এবং জামায়াতে মাত্র দুই রাকাআত সালাত আদায় করে,তবে তাদের যাকিরিনের অন্তর্ভুক্ত করা হয়।
(আল হাদীস, সনদ সহীহ অভিমত শায়খ আলবানী রহিমাহুল্লা)
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম:
সেই নারী ওপর আল্লাহ সন্তুষ্ট হন,যে নিজে রাতে জাগে,ইবাদত করে এবং স্বামীকে ডেকে দেয়। আর যদি সে উঠতে অস্বীকৃতি জানায়,তাহলে তার মুখে পানির ছিটা দিয়ে ঘুম ভাঙ্গায়।
(আল হাদীস, সুনানে আবি দাউদ ১৩১০)
আল্লাহ তায়ালা ইরশাদ করেন:
তাদের কৃতকর্মের পুরষ্কার হিসাবে তাদের জন্য যেসব চোখ জুড়ানো বস্ত লুকিয়ে রাখা হয়েছে,তা কেউ জানে না।
(সূরা সাজদাহ:১৭ আয়াত)
আশা করি, অনেকটায় অনুধাবন আসেছে কতটা গুরুত্বপূর্ণ এই কিয়ামুল লাইল
আল্লাহ আমাদের সকল কে, আমলে জিন্দেগী গঠন করার তৌফিক দান করুক।
আমিন
mr.tahmid – :
★ পাঠ প্রতিক্রিয়াঃ আমরা মুখে বলি আল্লাহকে ভালবাসি। ফেসবুকে পোস্টও দেই ‘আই লাভ আল্লাহ’ লিখে। কেউ হয়ত গাড়ির বাম্পারে বা ঘরের দেয়ালে বা টিশার্টেও ব্যাপারটা লিখে রাখেন। কিন্তু দেখা যায় আমরা ইন্টারনেট ব্রাউজ করেই রাত পার করে দেই। ঘন্টার পর ঘন্টা অর্থহীন কাজে ডুবে থাকি। এই বই আমাদের জন্য ধাক্কা। এই ধাক্কা উপকারী ধাক্কা। বইটি সংগ্রহে রাখার মত বই। যখন ঈমান দুর্বল হবে এ ধরনের বই পড়ে ঈমান শক্ত করার উপায় পাবেন। শেষ রাত্রিতে আল্লাহর দরবারে কান্নাকাটি করে ঈমানের মিষ্টতা অর্জন করার মধুরতা বর্ণনা করা হয়েছে এ বইয়ে।
বইটি ছোট। কিন্তু লেখা হয়েছে অত্যন্ত উপকারী বিষয়বস্তু নিয়ে। অনুবাদও চমৎকার। প্রকাশনী হিসেবে সুবুত প্রশংসার যোগ্য। চমৎকার কলেবর, সুন্দর অনুবাদ, আর স্বল্প মূল্যে বই প্রকাশ করে সুবুত মন জয় করে নিচ্ছে সবার।
★ বিস্তারিত বই পরিচিতিঃ সম্পূর্ণ বইটিই উল্লেখ করার মত। তারপরেও ছোট্র কিছু অংশ শেয়ার করছি যাতে পাঠক উপকৃত হতে পারেন।
১/ তাহাজ্জুদ আপনাকে সাহায্য করবে যাতে আপনি আল্লাহকে ভালবাসতে পারেন। আর এই আমলের ফলে আল্লাহও আপনাকে ভালবাসবেন। এই আমল বান্দার অন্তর প্রশান্ত করে। বান্দা যখন বিপদে পড়ে তখন সালাত ও কিয়াম হয় তার বিপদের সমাধান।
২/ পাঁচ ওয়াক্ত ফরয সালাতের পর সবচেয়ে দামী সালাত হল কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। এটি মুমিনের সম্মান, হাশরের মাঠে উজ্জ্বলতা দিবে।
৩/ রাসূলুল্লাহ (সা) বলেন, ‘আল্লাহ সেই পুরুষের উপর সন্তুস্ট হন, যে রাতের বেলা ঘুম থেকে জাগে ও ইবাদাত করে এবং এরপর সে তার স্ত্রীকে ডেকে দেয়। আর সে যদি উঠতে অস্বীকৃতি জানায় তাহলে মুখে পানির ছিটা দিয়ে তার ঘুম ভাঙ্গায়। আল্লাহ সেই নারীর উপর সন্তুস্ট হন, যে রাতের বেলা ঘুম থেকে জাগে ও ইবাদাত করে এবং এরপর সে তার স্বামীকে ডেকে দেয়। আর সে যদি উঠতে অস্বীকৃতি জানায় তাহলে মুখে পানির ছিটা দিয়ে তার ঘুম ভাঙ্গায়।’ [মুসনাদে আহমাদ]
৪/ আল্লাহ তার প্রিয় ও পছন্দের মানুষদেরকেই শেষ রাতে তার সান্নিধ্যে পার করার অনুমতি দেন। তাহাজ্জুদের মাধ্যমে।
৫/ বইয়ে সালাফদের জীবন থেকে বেশ কিছু সুন্দর গল্প আছে। শেষ রাতের গল্প। আল্লাহর কাছে আসার গল্প। সালাফগণ তাহাজ্জুদের মাধ্যমে শান্তি পেতেন। এটি ছিল দুনিয়াতে তাদের তৃপ্তির বড় মাধ্যম। তারা তাহাজ্জুদের মধুরতা অনুভব করতেন। তাহাজ্জুদ ছিল তাদের জীবন, এজনন্যই তারা বাঁচতেন। তাই তা মিস হয়ে গেলে অতিশয় বিচলিত হতেন। আল্লাহ তাদের উপর রহম করুন।
৬/ তাহাজ্জুদ গোপন আমল। এর প্রতিদান হিসেবে আল্লাহ সারপ্রাইজ গিফট রেখেছেন যা বান্দা জানেনা। উত্তম ও আনন্দদায়ক লুকায়িত প্রতিদান।
৭/ তাহাজ্জুদ সফলতার চাবিকাঠি। এজন্যই নবুওয়াতের প্রথম দিকের কঠিন সময়ে তাহাজ্জুদকে ফরয করে দেয়া হয়েছিল। এ আমলের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর আত্মিক সম্পর্ক স্থাপিত হয়।
৮/ তাহাজ্জুদগোজারদের চেহারা থেকে নূর ঠিকরে বের হতে থাকে, যা আল্লাহ তার জ্যোতি থেকে দান করেন। জান্নাতে যাবার সময় পুলসিরাত তাদের কিয়ামের আলোয় আলোকিত হয়ে উঠবে। তাহাজ্জুদ আদায়কারীদের জন্য জান্নাতে বিশেষ কক্ষ ও প্রাসাদ থাকবে।
৯/ গুনাহের কারণে বান্দা তাহাজ্জুদ পড়তে পারেনা।
১০/ তাহাজ্জুদগোজারদের অন্তরে নিফাক থাকতে পারেনা। এটি মুনাফিক হওয়া থেকে রক্ষা করে। আপনি কোন শহীদ বা হক্বপন্থী আলেম পাবেন না যিনি তাহাজ্জুদগোজার নন।
★ শেষ কথাঃ ঈমান স্থবির হয়ে গেছে? তাহাজ্জুদ পড়ুন। মনে কোন কিছুর প্রত্যাশা আছে? তাহাজ্জুদ পড়ুন। পাপ করে ফেলেছেন? তাহাজ্জুদ পড়ুন, কান্নাকাটি করে ক্ষমা চান। জীবনে পরীক্ষা ও ফিতনার সম্মুখীন হচ্ছেন? তাহাজ্জুদ পড়ুন। আল্লাহর কাছে সাহায্য চান। ইলম হাসিল করতে চান? তাহাজ্জুদ পড়ুন। আল্লাহর প্রিয় বান্দা হতে চান? তাহাজ্জুদ পড়াকে অভ্যাস বানান।
ইন্টারনেট, আড্ডা এগুলো কিছু সময়ের জন্য বন্ধ রাখুন। রাতে জাগতে না পারলে ইশার পর দু রাকাত সালাত পড়ে ঘুমান। কয়েক সপ্তাহ বা কয়েক মাস বা কয়েক দিন পর আপনার মনে হবে, আপনি ফজরের আগে আদায় করতে পারবেন। ধীরে ধীরে নামাজের রাকাত আর তিলাওয়াত বড় হতে থাকবে। আর এভাবেই বান্দা তাহাজ্জুদ উপভোগ করা শুরু করে।
এগুলো জানার পরও কী আল্লাহর সাথে একান্তে সাক্ষাত করতে ইচ্ছা হয়না? আসুন, আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি যে, আল্লাহর সাথে নিজেদের সম্পর্ক উন্নুয়ন করে নিবো।
Hasansifat1996 – :
–
এবার বইটি সম্পর্কে বলছিঃ—
–
✦ এমন একটা বই অনেক দিন ধরেই খুঁজছিলাম । অবশেষে তা পেলাম । অনেক ভাইদের কাছে তাহাজ্জুদ এর গুরুত্ব সম্পর্কে শুনতাম ,, প্রবল ইচ্ছা আছে তাহাজ্জুদ আদায় করার । কিন্তু প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও তা আদায় করতে পারছিনা । ঘুমিয়ে ঘুমিয়েই রাত পার করে দিচ্ছি । কেন পারছি না?কি কারনে পারছি না? তার উত্তর এই বইটাতে পেয়েছি ।
–
✦ বইটিতে বিবাহিত জীবন আর পারিবারিক জীবনকে সুখী আর সমৃদ্ধশালী করতে তাহাজ্জুদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে । আরেকটা নতুন বিষয় জেনেছি, সন্তানরা কিভাবে মেধাবী আর দুরদর্শী হিসেবে গড়ে উঠতে তাহাজ্জুদের সালাত ভূমিকা রাখে- তা !
–
✦ ”তাদের পিঠ বিছানা থেকে পৃথক হয় । ভয় ও আশা নিয়ে তারা তাদের রবকে ডাকে এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি,তা থেকে ব্যয় করে”-”তাদের কৃতকর্মের পুরুষ্কার হিসেবে তাদের জন্য যেসব চোখ জুড়ানো বস্তু লুকিয়ে রাখা হয়েছে,তা কেউ জানে না”–(সূরা আস সাজদাহ্)—– এ ধরনের অনেকগুলো অন্তর প্রশান্তকারী আয়াত বইটিতে উল্লেখ করা হয়েছে,,যেগুলো পড়ার পর তাহাজ্জুদ আদায় করার ইচ্ছে দশগুন বেড়ে যায় ।
–
✦ নিজেদের দুঃখ- দুর্দশার কথা অন্য মানুষকে বলে বেড়াই । একটু খানি ভরসা পাবার আশায়,সমাধান পাবার আশায় । অথচ বিশ্ব জাহানের অধিপতি, যার কাছে সব সমস্যার সমাধান রয়েছে । যিনি আমাদের প্রতি রাতেই ডেকে যাচ্ছেন । আমাদের সব সমস্যা গুলোর সমাধান দিতে চান বলে ,সব প্রয়োজন গুলো মিটিয়ে দিতে চান বলে । কিন্তু সে সময়টাতে ঘুমিয়ে কাটাচ্ছি । অবজ্ঞা করছি সেই মহিমান্বিত ডাকটিকে । এ নিয়ে বইটিতে একজন সালাফিয়ার দুআ উল্লেখ করা হয়েছে যিনি কয়েকদিনের জন্য ‘রাতের সালাত’ করতে পারেননি । তারপর তিনি আল্লাহর কাছে এই বলে দুআ করলেন,” হে আল্লাহ্,আমাকে রাতের সালাত আদায়ের তৌফিক দিন আর যদি এটা আমার তাকদিরে না থাকে, তবে আমাকে দুনিয়ার বুক থেকে উঠিয়ে নিন”—– এই ঘটনটা পড়ার পর অবাক হয়ে গেলাম যে,আমি তো সেই সালাফিয়াদের চিন্তা-চেতনার ধারে কাছেও নেই । বছরের পর বছর তাহাজ্জুদ বাদ দেই,,মনের মধ্যে এ নিয়ে বিন্দু মাত্র অনুশোচনাও জাগে না । আর উনারা মাত্র কয়েকটা দিন আদায় করতে পারেন নি, তাতেই আল্লাহর কাছে এই দুআ করেন!! তাহলে আমাদের কি করা উচিত!!
—
পরিশেষে বলতে চাই,,আমার মতো যারা তাহাজ্জুদ আদায় করবো-করবো করে আর করা হয় না কিংবা যারা তাহাজ্জুদ আদায় করেন কিন্তু নিয়মিত করেন না, তাদের সংগ্রহে রাখার মতো একটা বই–“কিয়ামুল লাইল” । ৩২ পৃষ্ঠার ছোট একটা বই অথচ এটার থেকে শেখার আছে অনেক কিছু । আল্লাহর সাথে সম্পর্কটাকে আরো দৃঢ় করতে,,ইহকাল- পরকাল দুটোকেই সাফল্যমন্ডিত ও সমৃদ্ধ করতে ‘তাহাজ্জুদ’- এর গুরুত্ব সত্যিই অপরিসীম । আল্লাহর কাছে নিজের অবস্থান অনেক উঁচুতে নিয়ে যেতে তাহাজ্জুদের কোনো বিকল্প নেই । তাহাজ্জুদকে জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে বইটা সত্যিই অনেক উপকারী…||
Maruf – :
তা বুক টা পড়ায় আরো ভালোভাবে বুঝা যাই
এক কথায় অসাধারণ
আকরাম – :