মাযহাব বিরোধিতার খণ্ডন
এই দ্বীন পরিপূর্ণ। জীবনের সার্বিক পরিচালনায় সুস্পষ্ট দিক-নির্দেশনা আছে এতে। আর এই দ্বীনের সার্বিক দিক-নির্দেশনার মূল উৎস হচ্ছে কুরআন ও সুন্নাহ্। যুগ যুগ ধরে মহান উলামা হাক এই দ্বীনের প্রচার ও প্রসারে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। অন্য কোনো দ্বীন বা মতবাদের প্রচার ও সংরক্ষণে এতো সাবধানতা ও ইখলাসের নমুনা ইতিহাস প্রত্যক্ষ করেনি। কুরআন ও সুন্নাহ্র গাঠনিক সংরক্ষণের নিয়মতান্ত্রিক কাঠামোই হলো ফিকহ বা মাযহাব। মাযহাব কোনো দ্বীন নয়, বরং দ্বীন পালনের সহজতম পথ ও পদ্ধতিই হচ্ছে মাযহাব। কালের ক্রমান্বয়ে উম্মাহ্ আজ চারটি সুবিন্যস্ত মাযহাবের গর্বিত অধিকারী। দুঃখজনক ব্যাপার, এই মাযহাবকে কেন্দ্র করে আমাদের মাঝে রয়েছে চরম গোঁড়ামি ও অন্ধত্ব। কেউ কেউ মাযহাবকে হারাম কিংবা শির্ক বলে দিচ্ছেন, কেউ বা নির্দিষ্ট একটি মাযহাব মানাকেই ওয়াজিব বা ফরজ বলে দিচ্ছেন; প্রতিপক্ষকে এজন্য রীতিমতো ফাসিকও বলে যাচ্ছেন। ফলে প্রান্তিকতা কমছে তো নয়ই, বরং বেড়েই চলেছে।
.
ইমাম ইবনু রজব হাম্বলি— হাম্বলি মাযহাবের বিদগ্ধ একজন ফকিহ্, মুজতাহিদ ইমাম। এ বিষয়ের ওপর তাঁর লেখা ‘اَلرَّدُّ عَلٰى مَنِ اتَّبَعَ غَيْرَ الْمَذَاهِبِ الْأَرْبَعَة’ এর অনুবাদই হলো ‘মাযহাব বিরোধিতার খণ্ডন’।
Out of stock
-
-
featureচিন্তাপরাধ
লেখক : আসিফ আদনানপ্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন190 ৳পৃষ্ঠা - ১৯২ 'যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotশিকড়ের সন্ধানে
লেখক : হামিদা মুবাশ্বেরাপ্রকাশনী : সমকালীন প্রকাশন430 ৳314 ৳পৃষ্ঠা সংখ্যা: ২৯৬ টি কভার: পেপার ব্যাক ‘Know ...
-
hotগল্পগুলো অন্যরকম
লেখক : সিহিন্তা শরীফা, আনিকা তুবা, আফিফা আবেদিন সাওদা, আরমান ইবন সোলাইমান, আরিফ আজাদ, আরিফ আবদাল চৌধুরী, আরিফুল ইসলাম, আলী আবদুল্লাহ, জাকারিয়া মাসুদ, নুসরাত জাহান, মাহমুদুর রহমান, যাইনাব আল-গাযি, শারিন সফি, শিহাব আহমেদ তুহিন, শেখ আসিফ, সাদিয়া হোসাইন, সানজিদা সিদ্দীক কথাপ্রকাশনী : সমকালীন প্রকাশন350 ৳255 ৳জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ ...
-
hotহিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব
লেখক : ইফতেখার সিফাতপ্রকাশনী : নাশাত220 ৳161 ৳সম্পাদক : মুহাম্মাদ আফসারুদ্দীন পৃষ্ঠাসংখ্যা : ১৬০ বাঁধাই ...
-
save offসাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ
লেখক : ড. আইশা হামদানপ্রকাশনী : সীরাত পাবলিকেশন350 ৳259 ৳অনুবাদ: সিফাত-ঈ-মুহাম্মদ সম্পাদনা: ডা. শামসুল আরেফীন পৃষ্ঠা সংখ্যা: ...
-
save offশয়তান যেভাবে ধোঁকা দেয় (তালবিসে ইবলিস)
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : দারুল আরকাম700 ৳385 ৳ভাষান্তর : মুফতি আবু সাআদ পৃষ্ঠা : ৪৮০ দ্বিতীয় ...
-
hotজিন ও শয়তানের জগৎ
লেখক : ড. উমার সুলায়মান আল আশকারপ্রকাশনী : সীরাত পাবলিকেশন280 ৳210 ৳জিন, শয়তান—এই দুটো বিষয় নিয়ে আমাদের ...
-
hotতিনিই আমার রব (২য় খণ্ড)
লেখক : শাইখ ড. রাতিব আন-নাবুলুসিপ্রকাশনী : সমকালীন প্রকাশন275 ৳201 ৳সম্পাদনা : উস্তায আবুল হাসানাত কাসিম, ...
-
nahedujjaman – :
তাই আল্লাহ নিজেই এই দ্বীন হেফাজতের দায়িত্ব নিয়েছেন৷ প্রতি যুগেই এ দ্বীনের জন্য এমন কিছু ধারক-বাহক সৃষ্টি করেছেন, যারা এই দ্বীনের ইলমকে ধারণ করবেন৷ তাঁরা একে সীমালঙ্ঘনকারীদের বিকৃতি, বাতিলপন্থীদের মিথ্যাচার এবং মূর্খদের অপব্যাখ্যা থেকে মুক্ত রাখবেন৷
এই দ্বীন পরিপূর্ণ৷ জীবনের সার্বিক পরিচালনায় সুস্পষ্ট দিক-নির্দেশনা আছে এতে৷ আর এই দ্বীনের সার্বিক দিক-নির্দেশনার মূল উৎস কুরআন ও সুন্নাহ৷ কুরআন ও সুন্নাহর গাঠনিক সংরক্ষণের নিয়মতান্ত্রিক কাঠামোই হলো ফিকহ বা মাযহাব৷ মাযহাব কোনো দ্বীন নয়, বরং দ্বীন পালনের সহজতম পথ ও পদ্ধতিই হচ্ছে মাযহাব৷
লেখক পরিচিতি:
ইমাম ইবনু রজব হাম্বলি(৭৩৬-৭৯৫ হি.)ইরাকের বাগদাদে জন্মগ্রহণ করেন৷ তিনি ছিলেন— হাম্বলি মাযহাবের বিদগ্ধ একজন ফকিহ্, মুজতাহিদ৷ তার প্রসিদ্ধ উস্তাদ ছিলেন: ইমাম ইবনুল কাইয়্যিম, ইমাম ইমনুল হাদি৷ কাসায়িনে অবস্থিত মাদ্রাসায়ই তিনি সবসময় পড়ে থাকতেন৷রাষ্ট্রীয় ক্ষমতাধর ব্যক্তিবর্গ ও কোনো মানুষের কাছে ছুটাছুটি করার অভ্যাস তার ছিলো না৷ তার সম্পর্কে ইনবা-উল-গামর্ -এ ইবন হাজার রহিমাহুল্লাহ্ বলেন, “তিনি হাদীসশস্ত্রে অত্যন্ত দক্ষ ব্যক্তি ছিলেন৷ উসুলুল হাদীস, সনদ-মতন,রিজালশাস্ত্র, হাদীসের ব্যাখ্যা সম্পর্কিত জ্ঞানে পারদর্শী ছিলেন।”
বই পর্যালোচনা:
—শুরুর কথা
—আল্লাহ কর্তৃক দ্বীন সংরক্ষিত
—আল-কুরআনের সাত হারফ
—সুন্নাহও কুরআনের মতোই সংরক্ষিত
—ফিকহ সংকলন
—কিছু আপত্তি ও খণ্ডন
—ইমাম আহমাদের ইলমি অবস্থান
—ইমাম আহমাদের অসাধারণ কিছু বৈশিষ্ট্য
—আমলের ক্ষেত্রে সালাফদের রীতি
—তালিবুল ইলমের প্রতি নাসিহাহ্
এই টপিকগুলোকে কেন্দ্র করেই মূলত বইয়ের সম্প্রসারণ৷ প্রতিটি টপিকেই কুরআন ও সুন্নাহ কে সামনে রেখে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় টিকা যুক্ত করা হয়েছে এবং শেষ টপিকে লেখক অত্যন্ত দরদমাখা হাতে তালিবে ইলমের প্রতি প্রয়োজনীয় উত্তম নাসিহাহ্ দিয়েছেন৷
কেন পড়বেন বইটি:
এক সময়ে অনেক মাযহাব ছিলো৷ কালের ক্রমান্বয়ে উম্মাহ আজ চারটি সুবিন্যস্ত মাযহাবের গর্বিত অধিকারী৷ কিন্তু দুঃখের বিষয় এটাই যে, এই মাযহাবকে কেন্দ্র করে আমাদের রয়েছে চরম গোঁড়ামি ও অন্ধত্ব৷ আবার কেউ কেউ মাযহাব মানাকে হারাম কিংবা শির্ক বলে দিচ্ছেন; প্রতিপক্ষকে এজন্য রীতিমতো ফাসিকও বলে যাচ্ছেন৷ ফলে প্রান্তিকতা কমার বদলে বরং আরও বহুগুণে বেড়েই চলেছে৷ তাই মাযহাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে এবং যারা মাযহাবের বিরোধিতা করে তাদের বক্তব্যের খণ্ডন সম্পর্কে জানতে বইটি পড়ুন৷
অনুভূতি ও মন্তব্য:
আলহামদুলিল্লাহ, পুস্তিকা আকারের বই হওয়ায় এক বসাতেই বইটি পড়ে শেষ করেছি৷ বইটি পড়ার পর এটাই মনে হয়েছে যে, যে এই রিসালাহটির ব্যাপারে জানবে, তা পড়বে এবং তার আলোকে আমল করবে তার জন্য এই টপিকে এই রিসালাহ্-ই ইনশাআল্লাহ যথেষ্ট হবে৷
দুঃখজনক হলেও সত্য যে, বইটি এখন স্টক আউট৷ প্রকাশনি কর্তৃক বইটি এখন আর ছাপানো হয়না৷ পিডিএফ ও নাই৷ অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বইটি শীঘ্রই আবার বাজারে আনা প্রয়োজন৷