কিশোরদের প্রিয় মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
পৃষ্ঠা সংখ্যা ৩৮৩
ইসলাম সম্পর্কে অজ্ঞ থেকে শুরু করে সংশয়বাদী কিংবা আজকের এই হলিউড প্রজন্মের মানুষের ধারণা আমাদের রসূল ﷺ এর জীবনটা তাদের দেখা আজগুবি হলিউড মুভির মতো কিছু একটা। সেখানে গল্পের চরিত্রের মতো প্রিয় নবির জীবনটাকেও এরা ফ্যান্টাসি মনে করে। কিন্তু বাস্তবতা আমাদের এই হলিউড প্রজন্মের মতো এত ফ্যান্টাসিতে ভরা ছিল না। কেমন মানুষ?
.
ভুলে যাওয়া সেই মানবের স্মরণে যুগে যুগে রচিত হয়েছে অসংখ্য সীরাত। কিন্তু অল্পবয়স্কদের কাছে কিছু উপস্থাপনায় বিশেষ শিল্প-বৈশিষ্ট্যের প্রয়োজন। তাদের সঙ্গে একাত্ম হয়ে, তাদের মনের ভেতর প্রবেশ করে তাদের প্রাণের কথাটি টেনে বের করা একটি বিশেষ আর্ট। ‘কিশোরদের প্রিয় মুহাম্মদ’ ﷺ এমনি একটি সীরাত গ্রন্থ, যেখানে রসূলুল্লাহ ﷺ এর জীবনী সরল সহজ, বর্ণনাভঙ্গি সাবলীল ও বিষয়ানুগ ভাষায় ফুটে ওঠেছে। লেখক শিশু কিশোরদের মনস্তাত্ত্বিক আর্টকে সর্বোত্তম পন্থায় ব্যবহার করে তাদের উপযোগী করে লিখেছেন এই বইটি। যেন, ফ্যান্টাসির এই জগত থেকে বেড়িয়ে সামান্য সময়ের জন্য হলেও তারা আসল হিরোকে জানবে, তাঁর আদর্শে বেড়ে ওঠার তীব্র আগ্রহ পাবে।
-
-
hotআর রাহীকুল মাখতূম
প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্স750 ৳487 ৳আর রাহীকুল মাখতূম: একটি অনবদ্য সীরাত-গ্রন্থ। ...
-
hotনবি জীবনের গল্প
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন245 ৳159 ৳আরিফ আজাদের নতুন বই 'নবি জীবনের ...
-
hotছোটদের ঈমান সিরিজ
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন960 ৳787 ৳বই: ৬টি পৃষ্ঠা: প্রতি বইয়ে ৩৬ পৃষ্ঠা গল্প: ...
-
save offএসো জান্নাতের গল্প শুনি
লেখক : তানবীর হাসান বিন আব্দুর রফিকপ্রকাশনী : পরিশুদ্ধি প্রকাশন115 ৳109 ৳সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া পৃষ্ঠা: ...
-
শিশু আকিদা (১-১০ খন্ড)
লেখক : মাওলানা আবু তাহের মেসবাহপ্রকাশনী : দারুল কলম300 ৳শিশু আকিদা ১ - আল্লাহ শিশু আকিদা ...
-
উসওয়াতুল লিল আলামিন
লেখক : ড. রাগিব সারজানীপ্রকাশনী : মাকতাবাতুল হাসান980 ৳অনুবাদ: শামিম আহমেদ রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ...
-
save offগল্পে গল্পে আল কুরআন সিরিজ (১-৫ খন্ড)
লেখক : মুহাম্মদ শামীমুল বারীপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স450 ৳427 ৳অভিভাবকগণ, আপনার শিশু নিশ্চয়ই গল্প শোনার ...
-
শিশু সীরাত খণ্ড (১ -১০)
লেখক : মাওলানা আবু তাহের মেসবাহপ্রকাশনী : দারুল কলম350 ৳মাওলানা আবু তাহের মিছবাহ লিখিত এই ...
-
hotহাদীস শিখি ইউশার সাথে
লেখক : মাদরাসাতুল ইলমপ্রকাশনী : ফিউচার উম্মাহ বিডি105 ৳ – 135 ৳সম্পাদনা ও সহযোগিতা: শাইখ ইসমাইল হোসেন ...
-
mim – :
nishu9ag – :
বর্তমান বিশ্বে মুসলমানদের যে দূরদশা সেখান থেকে পরিত্রাণ পেতে আজকের শিশু কিশোরকেই ইসলামী আদর্শ ও মূল্যবোধে গড়ে তুলতে হবে। তাহলেই অদূর ভবিষ্যতে আমরা একটা উন্নত মুসলিম জাতি পাবো, যারা নির্যাতিত তো হবেই না। বরং অপরের নির্যাতন রোধ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে। যেমন করেছিলেন নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরবর্তীতে তাঁর অনুসারীরা। আর এই প্রয়োজনবোধ থেকেই মাওলানা মুহাম্মাদ আসাদুজ্জামান কিশোরদের সামনে রেখে উক্ত গ্রন্থখানা রচনা করেছেন।
প্রথম অধ্যায়ে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে পিতার ইন্তেকাল, হালিমা সা’দিয়ার ঘরে দুধপানের জন্য যাওয়া। সেখানে আলৌকিক ঘটনা ঘটে। এরপর একটু বড় হলে মদীনা ভ্রমণে গিয়ে সেখানে তাঁর মায়ের ইন্তেকাল হয়। লেখক এখানে তার নিজের বেশ দরদের সাথে তার শোকার্ত প্রতিক্রিয়া তুলে ধরেছেন। এরপর দাদার মৃত্যু এবং চাচা আবু তালেবের ঘরে পালিত হতে থাকেন। এই অধ্যায়ে নবুয়তের পূর্ব পর্যন্ত ঘটনাগুলো পর্যায়ক্রমে তুলে ধরেছেন।
দ্বিতীয় অধ্যায়ে সৃষ্টিজগতের সেই চির কাঙ্ক্ষিত নবুয়ত প্রাপ্তির ঘটনা এসেছে। এরপর শুরু হয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যাচারিত, নিপীড়িত হওয়ার ঘটনা এসেছে৷ কিভাবে তৎকালীন মক্কার কুরাইশরা নেতারা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট ও তাকে নিয়ে ষড়যন্ত্র করতে লাগল, মদীনায় হিজরত করার আগ পর্যন্ত সেসব বর্ণনা এসেছে।
তৃতীয় অধ্যায়ে মদীনায় হিজরত করার ঘটনা থেকে শুরু হয়ে মসজিদ নির্মাণ ও কেবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ হয়েছে৷
চতুর্থ অধ্যায়ে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ জীবনের ঘটনাগুলো এসেছে। বদর যুদ্ধের ঐতিহাসিক বিজয় ও বড় বড় কুরাইশ নেতাদের নিহত হওয়া, ওহুদ যুদ্ধের ভয়াবহতা এবং খন্দকের যুদ্ধের আলৌকিক বিজয়ের ঘটনা বর্ণিত হয়েছে।
পঞ্চম অধ্যায়ে এসে হুদাইবিয়ার সন্ধি থেকে মক্কা বিজয়, খয়বরের বিজয়, হুনাইনের যুদ্ধ, তাবুক যুদ্ধের বিবরণ উঠে এসেছে। এরপর বিদায় হজ্বের পর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত ঘটনাগুলো বর্ণিত হয়েছে।
বইটির পৃষ্ঠার মান ও বাঁধাই খুব সুন্দর হয়েছে। প্রচ্ছদ যদিও ভাল হয়েছে৷ তবে কিশোর-কিশোরীদের আকর্ষণ করার জন্য আরও ভাল হতে পারে।
বইটির সবচেয়ে ভাল দিক হলো, খুদে পাঠকদের মনেই হবে না যে, সে বই পড়ছে। লেখক এত সুন্দর বর্ণনা ভঙ্গিতে লেখেছেন যে, মনে হবে তিনি সামনে বসে সবার দৃষ্টি আকর্ষণ করে ঘটনাগুলো বলে যাচ্ছেন। যেখানেই ঘটনা বড় হয়েছে, সেখানেই তিনি বিনয়ের সাথে ক্ষমা চেয়েছেন বা বড় হওয়ার কারণে বিরক্ত হতে মানা করেছেন। ঘটনাগুলোর গুরুত্ব বোঝাতে বেশ চেষ্টা করেছেন। লেখক মাঝে মাঝেই মুসলমানদের চেতনা সমন্ধে পাঠকদের অবগত করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে তাঁদের এ মুসলিম জাতির কর্ণধার হওয়ার আহবান জানিয়েছেন।
আমরা প্রায়ই আমাদের স্কুলে পড়া ছেলেমেয়েদের নবী জীবনীর বই খুঁজতে থাকি। আমার মনে হয় এটা বেশ উপযুক্ত বই, একজন কিশোর-কিশোরীকে তাঁর আদর্শিক মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য যথেষ্ট।
জালাল উদ্দিন – :
খাদিজা – :