আতর : হুগো বস
এক ক্রেতাভাইয়ার জবানীতেই বলিঃ
আমার র্যাংকিংয়ে প্রথমেই Hugo Boss কে রাখলাম। এই ব্যাপারে একটা ছোট্ট কাহিনি বলি। ইন্টার লাইফে আমার মুখে প্রচুর ব্রণ উঠছিল। মুখ অনেক তৈলাক্ত ছিল, এইজন্য আমার বড় বোন আমারে Hugo Boss ফেসওয়াশ দিসিলো। আমিও ব্যবহার করে উপকার পাইতেসিলাম। তাই শেষ হওয়ার আগেই একদিন নিউমার্কেটে গিয়া খুঁজতে শুরু করি। খুঁজি আর খুঁজি! কিন্তু পাইনা! এক দোকানে গিয়ে জিজ্ঞেস করার পর আমারে কইলো, পারফিউম নাকি বডিস্প্রে? পারফিউমের প্রতি আগ্রহ আমার আগে থেকেই। তাই জিগাইলাম, কোনটা কত? উত্তর দিল, বডিস্প্রে ১১০০ টাকা আর পারফিউম ১১ হাজার টাকা! আমার কলেজ লাইফের ঘটি-বাটি বেইচা দিলেও কিনতে পারতাম না।ভাবলাম, কারা এইসব কিনে?!
পারফিউমেন্সের এই প্রোডাক্ট টার কথা শুইনা তাই আমি প্রায় ৭ বছর আগে চইলা গেলাম এবং অর্ডার দিলাম। গন্ধ শুঁকে বুঝলাম কেন মানুষজন এত টাকা দিয়াও কিনে! অসাধারণ একখান পারফিউম। দাম অবশ্য ১১০০০ টাকা না!
.
খুব হালকা ঘ্রাণ কিন্তু অবাক করা স্নিগ্ধতায় মুড়ানো ঘ্রান-টা । হিউগো বস পারফিউম-টার সাথে বড্ড মিল সম্পন্ন, ঠান্ডামেজাজি ভাইদের জন্য ” অবশ্যই কিনতে হইবেক” টাইপ সুবাস।
আতরের স্থায়িত্বকথন:
এই ক্যাটেগরির আতরগুলো ৩-৪ ঘন্টার মতন থাকবে। তবে তা আবহাওয়া, কোন কাপড়ে ব্যবহার করছেন ইত্যাদির উপর নির্ভর করবে। যেমন গরম, আর্দ্রতা ও অতিরিক্ত ঘামের কারণে গ্রীষ্ম ও শরতের আবহাওয়ায় আতরের ঘ্রাণ কম স্থায়ী হবে আবার যেসব ঋতুতে আবহাওয়া তুলনামূলক ঠাণ্ডা থাকে সে সময়ের আতরে স্থায়িত্ব তুলনামূলক বেশি পাবেন।
তাছাড়া এই আতরগুলো পুরোপুরি অর্গানিক না হওয়াতে আমরা স্কিনে আতর না মাখতে সাজেস্ট করি। আর স্কিনে আতর বেশিক্ষণ স্থায়ী হয় না। আরেকটি বিষয় না বললেই না। একটি আতর নিয়মিত ব্যবহার করলে আপনি আতরে ঘ্রাণে অভ্যস্ত হয়ে যাবেন। দেখা যাবে আপনি অল্প কিছুক্ষণ পর আতরের ঘ্রাণ আর পাবেন না কিন্তু আপনার চারপাশের মানুষ ঠিকই পাবে।আমাদের প্রতিটা আতরের ঘ্রাণ যার যার ক্ষেত্রে সেরা ও অনন্য। রুচি, পছন্দ ও আতরের প্রকারভেদ অনুযায়ী একেকটি আতর একেকজনের কাছ একেক রকম লাগবে। আবার সব আতরের স্থায়িত্ব সমান হবে না। তবে আমরা চেষ্টা করি যাচাই- বাছাই করে সেরা আতরটিই আপনাদের কাছে নিয়ে আসার।
গুড – :
mdjahanurrahmanzayed111 – :
কিন্তু এটার সুবাস নেই বললেই চলে, এমনকি ব্যবহারের পর আপনি নিজেও বুঝতে পারবেন না ??