আতর : এক্সসেসিভ মাস্ক
এটি পারফেক্ট তাদের জন্যই, যারা পরিচিত হতে চাচ্ছেন এরাবিয়ান পারফিউম জগতের সাথ ! বেইজ নোটের উডি স্মেলের সাথে মিডল নোটের ফ্লাওয়ারি, আর শুরুতে রিফ্রেশমেন্টময় ঘ্রাণ—- বোতলের ক্যাপ খুলে কিছুক্ষণ পর পর ঘ্রান নেয়া, ক্রমেই এডিক্টেড হয়ে পড়বো বোধহয় !এক বাক্যে বলতে গেলে, গ্রামের বাড়িতে শীতের শেষ দিকে এসে কর্পূরমাখা কম্বলের ভেতরে পা গলিয়ে তেরচাভাবে মুখকাটা কচিডাব উপুত করে ঢকঢক শব্দ তুলে আর ঠোঁটেরকিনার-গলা ভিজায়ে ডাবের পানি খাওয়ার অনুভূতি ! এখন ভেজা গলা মুছি কিভাবে? পাশেই ছোটভাইএর জামাটা পরে আছে, এদিক অদিক তাকায়ে সেটা দিয়েই ভেজা শরীর মুছে ফেলা, সেই জামাতে লেগে থাকা বেবিপাওডার-ও কি কিছু অংশে লেপ্টে গেলো আপনার গায়ে? কে জানে!
.
এক্সসেসিভ মাস্ক এ অতিরিক্ত পরিমাণে মেশকের পাওডারী ঘ্রাণ আছে, সাথে এনিমেলিক অদ্ভুত ঘ্রাণ মিলে একে নিয়ে যায় ক্যাম্ফোরাস বা কর্পূরীয় ঘরানাতে। নারিকেলপানির ফ্রেশনেস দিব্যি টের পাবেন ঘন্টাখানেক পরে।
আতরের স্থায়িত্বকথন:
মেশক ঘরনার এই আতরগুলোর ঘ্রাণ সাধারণত ৪-৬ ঘন্টা থাকবে থাকতে পারে। তবে তা আবহাওয়া, কোন কাপড়ে ব্যবহার করছেন ইত্যাদির উপর নির্ভর করবে। যেমন গরম, আর্দ্রতা ও অতিরিক্ত ঘামের কারণে গ্রীষ্ম ও শরতের আবহাওয়ায় আতরের ঘ্রাণ কম স্থায়ী হবে আবার যেসব ঋতুতে আবহাওয়া তুলনামূলক ঠাণ্ডা থাকে সে সময়ের আতরে স্থায়িত্ব তুলনামূলক বেশি পাবেন।
তাছাড়া এই আতরগুলো পুরোপুরি অর্গানিক না হওয়াতে আমরা স্কিনে আতর না মাখতে সাজেস্ট করি। আর স্কিনে আতর বেশিক্ষণ স্থায়ী হয় না। আরেকটি বিষয় না বললেই না। একটি আতর নিয়মিত ব্যবহার করলে আপনি আতরে ঘ্রাণে অভ্যস্ত হয়ে যাবেন। দেখা যাবে আপনি অল্প কিছুক্ষণ পর আতরের ঘ্রাণ আর পাবেন না কিন্তু আপনার চারপাশের মানুষ ঠিকই পাবে।আমাদের প্রতিটা আতরের ঘ্রাণ যার যার ক্ষেত্রে সেরা ও অনন্য। রুচি, পছন্দ ও আতরের প্রকারভেদ অনুযায়ী একেকটি আতর একেকজনের কাছ একেক রকম লাগবে। আবার সব আতরের স্থায়িত্ব সমান হবে না। তবে আমরা চেষ্টা করি যাচাই- বাছাই করে সেরা আতরটিই আপনাদের কাছে নিয়ে আসার।
আদ্বদ্বীন আহমেদ আরজু – :