নবিজির পরশে
মূল: জামিউল উলুমি ওয়াল হিকাম থেকে চয়নকৃত
অনুবাদ: হাফিজ আল মুনাদি, ফারহীন জান্নাত মুনাদি
মোট পৃষ্ঠা: ১৬০
রাসূলুল্লাহ ﷺ-এর কথা ছিল সংক্ষিপ্ত তবে ব্যাপক অর্থবোধক। আর এরকমই কিছু মৌলিক হাদীসের আলোচনা নিয়ে মাজলিস করেছিলেন আবূ আমর ইবনুস সালাহ রহ.। তিনি সেখানে ছাব্বিশটি মৌলিক হাদীস বর্ণনা করেছেন। বলা হতো, সমগ্র দ্বীন এ ছাব্বিশটি হাদীসে অন্তর্ভুক্ত। পরবর্তীকালে ইমাম নববি রহ. প্রয়োজনের দিকে লক্ষ করে যুক্ত করলেন আরও কয়েকটি হাদীস। এতে করে হাদীস সংখ্যা গিয়ে দাঁড়াল বিয়াল্লিশে। মুসলিম-বিশ্বে যুগ যুগ ধরে ইমাম নববি সংকলিত এ হাদীসগুলো ‘ইমাম নববির চল্লিশ হাদীস’ নামে খুব সমাদৃত হয়ে আসছে। আরও পরে ফিকহ-শাস্ত্রের বিখ্যাত ইমাম ও মুহাদ্দিস ইবনু রজব হাম্বলি রহ. তাঁর অনুসারীদের বারংবার অনুরোধে বুঝতে পারলেন, ইমাম নববি সংকলিত বিয়াল্লিশটি হাদীসের উপর একটি আলাদা ব্যাখ্যাগ্রন্থ প্রয়োজন। তিনি ‘জামিউল উলুমি ওয়াল হিকাম’ নামে সহস্রাধিক পৃষ্ঠার একটি ব্যাখ্যাগ্রন্থ প্রণয়ন করলেন। এ গ্রন্থে তিনি ইমাম নববি সংকলিত বিয়াল্লিশটি হাদীসের সাথে আরও আটটি হাদীস জুড়ে দিলেন। মোট হাদীসের সংখ্যা দাঁড়াল পঞ্চাশ-এ।
কালোত্তীর্ণ এ গ্রন্থটি শতাব্দীর-পর-শতাব্দী পাঠকদের প্রিয়-গ্রন্থের তালিকায় স্থান করে আছে অনুবাদকদ্বয় এই সুবিশাল গ্রন্থ থেকে প্রতিটি হাদীসের সপেক্ষে সালাফদের বাণীগুলো চয়ন করে ক্রমান্বয়ে সাঁজিয়েছেন। অনেকটা রাসূল-ﷺ-এর হাদীসের ব্যাখ্যা সালাফদের মুখে শোনা। ফলে পাঠক একই সাথে নবিজির হাদীস, এবং এগুলোর ব্যাখ্যা সালাফদের বাণী থেকে শিখবে এবং আত্মন্নায়নে ব্যাপক ভূমিকা রাখবে।
-
-
hotআল-আদাবুল মুফরাদ (দুই খণ্ড)
প্রকাশনী : পথিক প্রকাশন1,100 ৳528 ৳তাহকিক: শাইখ নাসিরুদ্দীন আলবানি রহ. ও শাইখ শুআইব ...
-
hotহাদীসের নামে জালিয়াতি
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স540 ৳378 ৳কুরআন কারীমের পরে রাসূলুলাহ (সাঃ)-এর হাদীস ...
-
hotইমাম মাহদী: রূপকথা নয়, সত্য
প্রকাশনী : সীরাত পাবলিকেশন200 ৳150 ৳অনুবাদক: মহিউদ্দিন রূপম, আশিক আরমান নিলয় সম্পাদনা: ...
-
hotগল্পে আঁকা চল্লিশ হাদিস
লেখক : প্রফেসর ড. ইয়াসার কাঁদেমীরপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ320 ৳234 ৳অনুবাদক: কামরুল হাসান নকীব কখনো কি ভেবেছি, ...
-
featureফাযায়েলে আমাল (তাহকীক-তাখরীজ যুক্ত) দাওয়াহ ভার্সন
প্রকাশনী : দারুল ফিকর400 ৳পূর্ণ তাহকীক-তাখরীজ যুক্ত, সাবলীল চলিত ভাষায় ...
-
save offনবীজির পাঠশালা ﷺ
লেখক : ড. আদহাম আশ শারকাবিপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ415 ৳303 ৳অনুবাদক – মুজাহিদুল ইসলাম মাইমুন সম্পাদনা – ...
-
hotবিষয়ভিত্তিক বিশুদ্ধ হাদিস সংকলন
লেখক : শাইখ ড. আওয়াদ আল-খালফপ্রকাশনী : সমকালীন প্রকাশন515 ৳376 ৳আমাদের যাপিত জীবনের যাবতীয় সমস্যার সুন্দর ...
-
hotসংক্ষিপ্ত সহীহ আল বুখারী
প্রকাশনী : আলোকিত প্রকাশনী1,500 ৳1,095 ৳'মুখতাসার / সংক্ষিপ্ত সহীহ এই বুখারী' ...
-
hotছোটদের ৫০ হাদীস (দুই খণ্ড একত্রে)
লেখক : ডা. নিশাত তামমিমপ্রকাশনী : সন্দীপন প্রকাশন320 ৳240 ৳আজকের যুগের বাচ্চারা দ্বীনের শিক্ষায় যে ...
-
featureফাযায়েলে আমাল (তাহকীক-তাখরীজ যুক্ত) প্রিমিয়াম ভার্সন
প্রকাশনী : দারুল ফিকর550 ৳পূর্ণ তাহকীক-তাখরীজ যুক্ত, সাবলীল চলিত ভাষায় ...
-
Touqeer Ahmed – :
Montasir Mamun – :
লেখকঃ ইমাম ইবনু রজব হাম্বলী
প্রকাশনীঃ সমর্পন প্রকাশন
গায়ের দামঃ ২৪২ টাকা
পৃষ্ঠা সংখ্যাঃ ১৬০
বইটি কাদের জন্য?
বইটি সমসাময়িক যুগের জন্য শুধু নয়, বরং সব সময়ের জন্যই দাওয়াত ও আত্মগঠনে সহায়ক। ইসলামের বেসিক বেশ কিছু বিষয় সম্পর্কিত হাদীসের সংকলন বিধায় বইটি নিজের জন্য যেমন প্রয়োজন তেমনি আশেপাশের মানুষের জন্য, সমাজের জন্যও সমান ভাবে প্রয়োজন। এক কথায় অবশ্যপাঠ্য একটি বই।
বইয়ের বিষয়েঃ
শুরুতেই অনুবাদক দুজনের (হাফিজ আল মুনাদী, ফারহীন জান্নাত মুনাদী) কিছু কথা বর্নিত হয়েছে। এখানে লেখক, তার বই ও সেই বইয়ের বৈশিষ্ট্য নিয়ে আলোচিত হয়েছে।
গুরুত্বপূর্ন ৫০ টি হাদীসের এক অসাধারন সমন্বয় এই বই। ঈমানের মূল বিষয় থেকে শুরু করে দৈনন্দিন নানা আচার ব্যবহারের অতি প্রয়োজনীয় হাদীস এর সংকলনের এই বইটি প্রত্যেক নরনারীর জন্য উপকারী। নবিজির কথার সাথে সাথে যুগে যুগে সালাফদের উপলব্ধি এখানে লিপিবদ্ধ করা আছে। নববী জীবনের নানা উপদেশ যেমন এই বইতে পাওয়া গিয়েছে তেমনি সালাফদের গুরুত্ব পুর্ন মতামত ও সেই সব হাদীসের ব্যাখ্যার মাধ্যমে মানব জীবনে হাদিস গুলোর প্রয়োগিকতা ফুটে উঠেছে। তারা যে নবীর আদেশ, উপদেশ কত গভীরভাবে আবেগের সাথে মেনে চলতেন তা উপলব্ধি করা গিয়েছে।
পাঠ উপলব্ধিঃ
এই বইয়ে যে সুন্দর সুন্দর ৫০ টি হাদীসের দরস রয়েছে তা নিজে আগে পড়ে নিজের জীবনে বাস্তবায়ন করা উচিৎ। নিয়ত শুদ্ধিকরন, ইসলামের মূল ভিত্তি ও ঈমানের বিষয়গুলো জানা, আত্মশুদ্ধি, সুন্দর গুনাবলী অর্জন, জীবন গঠনে প্রয়োজনীয় কার্যাবলী, কর্মপদ্ধতি, জীবনের লক্ষ্য নির্ধারন ও সেই অনুযায়ী সামনে এগিয়ে চলে পরকালীন কল্যাণে ও মুক্তিতে কাজ করা এমন সব মূল বিষয় জানা যায় বইটি থেকে।
বইয়ের উপযোগিতাঃ
সব বয়সের সকল শ্রেনী পেশার মানুষদেরকে এই বইটি উপহার দেয়া যেতে পারে। যেকোন উপলক্ষ্যে এই বইটি হতে পারে সুন্দর গিফট। এমন একটি বই ঘরের সৌন্দর্য্য যেমন বৃদ্ধি করে তেমনি জ্ঞানের আলোকবর্তিকা হয়ে মানুষের হৃদয়ে থেকে যায় প্রজন্ম থেকে প্রজন্ম।
রেটিং ৯/১০
Tasnim Binte Muhammad Selim – :
————————————————————–
◼বইকথন:রাসুল (সা:) এক আলো;যে আলোর বিচ্ছুরণ সর্বত্র ___কথায় কাজে,চলনে-মননে।জীবনের সর্বক্ষেত্রে রয়েছে তাঁর অনুপম শিক্ষা ও অনুসরণীয় বৈশিষ্ট্য।তাঁর অন্যতম বৈশিষ্ট্য ও মুজিযা হলো ‘জাওয়ামিউল কালিম’।’জাওয়ামিউল কালিম’ অর্থ ____অল্প কথায় ব্যাপক অর্থ প্রকাশ।ইমাম যুহরি বলেন, আল্লাহ্ পূর্ববর্তী জাতিকে যে-জ্ঞান ও প্রজ্ঞা আসমানি কিতাবের মাধ্যমে দিয়েছেন, রাসুল (সা:) এর মাধ্যমে এ উম্মাতকে সে জ্ঞান ও প্রজ্ঞা দিয়েছেন এক শব্দে বা এক লাইনে।নবিজির সেই প্রজ্ঞাময় বাণী থেকে মোটামুটি পঞ্চাশটি হাদিস ও অজস্র সালাফদের দরস নিয়ে,আত্নগঠনে উৎসাহী করে তোলার মতো একটি বই”নবিজির পরশে সালাফের দরশে ”
—————————————————————
◼কেন পড়বেন:আল্লাহ তায়লা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা) কে যে হেকমাত ও প্রজ্ঞা দান করেছেন তা উপলব্ধি করা মুসলমানদের জন্য অপরিহার্য।নবিজিকে উপলব্ধি করার মাঝে নিহিত রয়েছে জীবনের সকল সফলতা।বলা চলে,একজন মুসলিমের সমগ্র দ্বীন রয়েছে বইটির এই পঞ্চাশটি হাদিসে।
————————————————————-
◼অনুভূতি:বইটি পড়তে পড়তে কখনো হোঁচট খেয়েছি,সালাফদের কথাগুলো এতটাই গভীর যা আপনাকে থমকে দেয়ার মতো।নিজেকে নিয়ে ভাবতে উৎসাহী করবে বইটি।আত্মপ্রবঞ্চনা থেকে বেরিয়ে,সালাফদের দিকে উৎসাহী করবে পাঠককে।বইটি ইমান সিরিজ হিসেবে পারফেক্ট।
Khaleda Mubasshera – :
“নবিজির পরশে সালাফের দরশে ”
ইমাম ইবনু রজব হাম্বলী
কেমন ছিল সালাফদের জীবন,কেমন অনূভূত হতো যদি তাদের দরসে নবীর হাদিস শোনা যেত।কখনো কি কল্পনা করেছেন সালাফদের দরসে বসে নবিজির দেয়া উপদেশগুলো শোনার সৌভাগ্য হবে।এই বইটির প্রতিটি পাতা আপনাকে অনুভব করাবে কেমন ছিল সালাফদের দরস।
●বিষয়বস্তু:এই বইয়ের বিষয়বস্তু বলে বোঝানোর মতো নয়।রাসুল (সা:) এর হাদিস আর সালাফদের উপদেশ,,এই দুইয়ের সমন্বয়ে পরিচ্ছন্ন জীবন গঠনে বইটির জুড়ি নেই।বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে,,,জীবনকে কিভাবে ইসলামের পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
○ ইসলামের সৌন্দর্য: আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা:)ইরশাদ করেছেন, ইসলামের সৌন্দর্য হলো, অপ্রয়োজনীয় সবকিছু পরিহার করা।(তিরমিজি:২৭১৭)
এই বইয়ের একটি গুন হলো,বইটি পড়া মাত্রই আপনার হৃদয়ে সাড়া জাগাবে,,,,,,যেকোনো কাজে আপনাকে মনে করিয়ে দেবে রাসূলের বানীগুলো।বইটি আমাদের জীবনের সকল অপ্রয়োজনীয় কাজ ও কথা পরিহার করতে সাহায্য করবে।
●পাঠ অনুভূতি: দ্বীনের পথে ফিরে আসাটা সহজ কিন্তু এ পথে অবিচল থাকাটা কঠিন।এই বইটি যতবার পরবেন মন থেকে একটা সাহায্য পাবেন,আত্মবিশ্বাস ফিরে আসবে,ইনশা আল্লাহ্।শয়তান আমাদের ওয়াসওয়াসা দেবেই,,,,কিন্তু এই বইটি সবসময় সাথে থাকলে শয়তানের ফাঁদ থেকে বাঁচা সম্ভব হবে।
●কাদের জন্য বইটি: নবমুসলিম ভাইবোন ও প্র্যাকটিসিং মুসলিমাহদের জন্য বইটি খুবইগুরুত্বপূর্ণ।
●বইটি কেন আর্কষনীয়:কীভাবে আল্লাহর প্রিয় হবে? এই প্রশ্নটা প্রায় সবার মনেই থাকে,,,,বইটিতে আছে সালাফদের,,,আল্লাহর প্রিয় হওয়ার গল্প
শেষ কথা:বইটি একদিকে যেমন আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবেন,,,,তেমনি জীবন সম্পর্কে ভাবাবে।আল্লাহ্ আমাদের সকলকে সঠিক বোঝার তাওফিক দান করুন।আমিন
নিয়াজ – :