স্বল্প আমলে অধিক নেকি
ভাষান্তর ও সংযোজন : শাইখ আব্দুল হাসীব বিন রইস উদ্দীন
স্বল্প আমলে অধিক নেকি – বইটি সম্পন্ন করতে পেরে আযান প্রকাশনী যারপরনাই আনন্দিত। এ আনন্দ আল্লাহর জন্য কিছু করতে পারার আনন্দ, বাংলাভাষী মানুষের জন্য দুনিয়া ও আখিরাতকেন্দ্রিক কল্যাণকর কিছু করতে পারার আনন্দ। লোক দেখানো আনন্দ থেকে আল্লাহর কাছে সর্বাত্মক পানাহ চাই।
‘স্বল্প আমলে অধিক নেকি’ বইটি মূলত উম্মাহর ঘরে ঘরে নেক আমলের প্রতি আগ্রহ সৃষ্টির নিমিত্তে রচিত হয়েছে। উম্মাতে মুহাম্মাদির জন্য এমনকিছু আমল রয়েছে যা পরিমাণে অল্প অথচ নেকি অনেক বেশি। বইটির মূল প্রতিপাদ্য বিষয় মূলত এটিই৷ কয়েকটি অধ্যায়ে বইটি শ্রেণীভুক্ত করা হয়েছে।
যেমন, পবিত্রতা অধ্যায়ে লেখক পবিত্রতা সম্পর্কে সুন্নাহভিত্তিক এমনকিছু আমলের আলোচনা এনেছেন যা অতি সহজেই ও অতি অল্প সময়েই করা সম্ভব অথচ এর অগণিত বিনিময় রয়েছে। একইভাবে কুরআন তিলাওয়াত, যিকর-আযকার, সালাত-সিয়াম-হজ্জ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও স্বল্প আমলে কী কী নেকির হাসিলের উপায়ন্তর রয়েছে, সেগুলোও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আমরা আশা করি, পাঠকমহলে বইটি সমাদৃত হবে। বইটি পড়ে পাঠকবর্গ ক্ষণস্থায়ী জীবনের প্রতিটি মুহূর্তকে আমলে ভরিয়ে তুলতে চাইবে। স্বল্প আমলে অধিক নেকি হাসিলের জন্য বেশি বেশি ফিকির করবে। সুন্নাহভিত্তিক উত্তম আমলের প্রতি উম্মাহ একধাপ এগিয়েও যাবে, ইন শা আল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ!
Out of stock
-
-
রমাদ্বান প্ল্যানার
লেখক : শায়খ আহমাদুল্লাহপ্রকাশনী : আস-সুন্নাহ ফাউন্ডেশন পাবলিকেশন্স75 ৳সাইজঃ 6.8x9.4 inch এই প্লানারে রয়েছে রামাদ্বান ...
-
save offফজর আর করব না কাজা (হার্ড কভার)
লেখক : ড. রাগিব সারজানীপ্রকাশনী : মাকতাবাতুল হাসান350 ৳210 ৳অনুবাদ- আবু মুসআব ওসমান পৃষ্ঠা সংখ্যা- ১৯২ বাধাই- ...
-
hotধূলিমলিন উপহার রামাদান
লেখক : শাইখ আহমাদ মুসা জিবরিলপ্রকাশনী : সীরাত পাবলিকেশন300 ৳225 ৳রামাদানের আগমনধ্বনি শুনলে একজন মুসলিমের মনে ...
-
hotপ্রোডাক্টিভ রামাদান
প্রকাশনী : মাকতাবাতুল আসলাফ240 ৳175 ৳অনুবাদক: মুওয়াহহিদ মুহাম্মাদ আবদুল্লাহ, নাফিস নাওয়ার ...
-
save offকিয়ামুল লাইল
লেখক : শাইখ আহমাদ মুসা জিবরিলপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন47 ৳35 ৳কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ সালাতের উপর ...
-
hotগুনাহ মাফের আমল
লেখক : ড. সায়্যিদ বিন হুসাইন আফফানীপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ147 ৳107 ৳আমরা সবাই কমবেশি গুনাহগার। মাঝেমাঝে খুব ...
-
save offপ্রতিদিন একটি আয়াত
লেখক : Ismail Kamdarপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন72 ৳53 ৳অনুবাদ: মাসুদ শরীফ নিরীক্ষণ: মুফতী মাহমুদুল হক মানুষ ...
-
save offএটাই হয়তো জীবনের শেষ রমজান
লেখক : ড. রাগিব সারজানীপ্রকাশনী : মাকতাবাতুল হাসান180 ৳108 ৳অনুবাদ: আবু মুসআব ওসমান পৃষ্ঠাঃ ৮৮ চলে ...
-
সাবিনা আকতার – :
পোস্ট নংঃ ২
বিসমিল্লাহির রাহমানির রাহিম
মহান রাব্বুল আলামীন আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। তার দেওয়া অফুরন্ত নিয়ামত আমরা ভোগ করছি।
আল্লাহর তায়ালার আদেশে আমাদের ইলম অনুযায়ী আমল করতে হবে।
“আযান প্রকাশনীর” সদ্য প্রকাশিত নতুন বই
“স্বল্প আমলে অধিক নেকি ” বইটি শর্ট পিডিএফ পড়ে আমি দেখতে পেলাম অনেক অজানা তথ্য নিখুঁতভাবে আলোচনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ
বইটির ভূমিকা খুবই সুন্দর করে বইটির সম্পর্কে সার্বিক ধারণা দেওয়া হয়েছে। সূচিপত্রের ভূমিকা সহ মোট ১০ টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। সূচিপত্রের চোখ বুলাতে বইটার প্রতি আগ্রহ যেন বেড়ে যাচ্ছে।
আমরা আমাদের জীবন -জীবিকা নিয়ে ব্যাস্ত।আমরা চিন্তা করি না কীভাবে আমল করলে আল্লাহ তায়ালা খুশি হবে।কীভাবে জীবন- যাপন করলে আল্লাহ তায়ালা অধিক নেকি পাব।
মহান আল্লাহ তায়ালা বলেছেন,
“যে ব্যক্তি সৎ আমল নিয়ে আসবে,সে তার (আমলের) চেয়ে উৎকৃষ্টতর প্রতিফল লাভ করবে।”
অতি সহজে অল্প সময়ে অগণিত নেকি পাওয়া যায় পবিত্রা অধ্যায়ে খুবই সাবলীলভাবে আলোচনা করা হয়েছ। বেশি বেশি কুরআন তেলাওয়াতের মাধ্যমেও অগণিত নেকি প্রদান করে থাকেন। সালাত,সাওম, যিকির,হজ্জ এবং দানের উছিলায় ও অধিক নেকি প্রদান করে থাকেন। । মহান আল্লাহ তায়ালার দয়া ও অনুগ্রহে স্বল্প আমলে অধিক নেকি প্রদান করে থাকেন।
অধিক নেক আমল আমাদের নেকির পাল্লা ভারি করে তুলে। তাই আমাদের বেশি বেশি নেক আমল করা অতন্ত্য জরুরি। “স্বল্প আমলে অধিক নেকি” বিষয়টি উম্মতের মুহাম্মাদীর জন্য রাব্বে কারীমের কাছ থেকে পাওয়া জন্য আমরা সৌভাগ্যবান।
শুকুরিয়া।
এভাবে আরো অজানা গুরুত্বপূর্ণ বিষয় গুলো জানতে হলে অবশ্যই “স্বল্প আমলে অধিক নেকি ” বইটি পড়তে হবে।
পরিশেষে আমি এতটুকু বলতে পারি, পাঠকগণের কাছে বইটি সুপাঠ্য মনে হবে। ইনশাআল্লাহ
আমি বইটির সাথে সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সাফল্যে কামনা করি।বইটির লেখক,সম্পাদক ও প্রকাশনীর সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ কবুল করে নিক। ইসলাম ও মুসলমানদের জন্য তাদের কাজে আল্লাহ সুবহানাহু সদগায়ে জারিয়া হিসেবে কবুল করুক।
একনজরে বই পরিচিতঃ
————————————
বইঃ স্বল্প আমলে অধিক নেকি
সংকলনঃ ইয়াযিদ ইবন মুহাম্মদ ইবন আব্দুল্লাহ আল রাদ’আন
আরবী সম্পাদনাঃ আব্দুল আযীয ইবন মুহাম্মদ ইবন আব্দুল্লাহ আস-সাহদান
ভাষান্তর ও সংযোজনঃ আব্দুল হাসীব বিন রইস উদ্দীন।
প্রকাশনায়ঃ আযান প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যাঃ ১৪৪
মুদ্রিত মূল্যঃ ২০০৳
প্রি-অর্ডার মূল্যঃ ১৩০৳ (৩৫%ছাড়ে)
সিরাজাম বিনতে কামাল – :
❀ স্বল্প আমলে অধিক নেকি ❀
মহান রব্বুল আলামিনের এক নাম অনুগ্রহশীল। তিনি যাকে ইচ্ছা অনুগ্রহ করে থাকেন। তিনি উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আখ্যায়িত করেছেন এবং উম্মতে মুহাম্মাদীর জন্য স্বল্প আমল দ্বারা অধিক নেকি কুড়ানোর সুযোগ করে দিয়েছেন। আবার তিনি অনুগ্রহ করে কোন কোন ক্ষেত্রে নেকি বহুগুণে বৃদ্ধি করে দেন।
কিন্তু আফসোসের কথা হচ্ছে, আমরা উম্মতে মুহাম্মাদীরা এতটাই গাফেল কোন আমলে অধিক নেকি, কোন আমলে কতটুক নেকি আমরা তা জানি না। জানার চেষ্টাও করি না। আবার জানলেও গুরুত্ব দেয় এমন মানুষের সংখ্যাও কম।
আযান প্রকাশনীর এবারের বই “স্বল্প আমলে অধিক নেকি”। যেখানে অধিক নেকি সমৃদ্ধ ছোট ছোট আমলগুলো একসাথে লিপিবদ্ধ করে মলাটবন্দী করা হয়েছে। একজন ইসলামি বইয়ের পাঠক হিসেবে এমন একটি বই আমরা উপহার পাচ্ছি বলে আমি যারপরনাই আনন্দিত।
ইন শা আল্লাহ! এই বইটি আমাদের বাংলা ভাষাভাষী প্রত্যেক মুসলিম পাঠকের মনেই জায়গা করে নিবে।
🎯প্রিভিউ কথন:
———————–
বইয়ের সূচিপত্রে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই বইটি ১০টি অধ্যায়ে সাজানো হয়েছে।
১. পবিত্রতা অধ্যায় ২. কুরআনুল কারীম তিলাওয়াত অধ্যায় ৩. যিকর আযকার অধ্যায়
৪. সালাত অধ্যায় ৫. সিয়াম অধ্যায় ৬. হজ্ব ও উমরা অধ্যায় ৭. বিবিধ সৎকাজ সংক্রান্ত অধ্যায় ৮. দোয়া আধ্যায় ৯. দরুদ অধ্যায় ১০. ইস্তিগফার অধ্যায়।
বইয়ের কুরআনুল কারীম তিলাওয়াত অধ্যায়, যিকর আযকার অধ্যায়, বিবিধ সৎকাজ সংক্রান্ত অধ্যায়, দোয়া, দরুদ ও ইস্তিগফার অধ্যায়। এই অধ্যায়গুলোর আলোচনার টপিক ইতিমধ্যে মনে জায়গা করে নিয়েছে।
কিছু টপিক: সালাতে কুরআন তিলাওয়াতের ফজিলত, কুরআন শিক্ষা ও প্রশিক্ষণের ফজিলত, যিকর এর পরিচয়, বিরাট ফজিলতপূর্ণ যিকর আযকার, যিকর না করার পরিণতি, চাষাবাদ ও বৃক্ষরোপণ করা, পানি পান করানো, সর্বোত্তম সাদকা, বিধবাদের প্রতি সদাচরণ করা, সহাস্য মুখে দেখা সাক্ষাৎ ইত্যাদি।
🎯শর্ট পিডিএফ পড়ে মনে হয়েছে, এই বইয়ের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজের মাধ্যমে সহজেই নেকি অর্জন করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠতে পারব। যে কাজগুলো আমরা স্রেফ কাজ বা কর্তব্য হিসেবে সম্পন্ন করি, ঠিক এই কাজগুলোই আমরা আন্তরিকতার সাথে খুশিমনে আরও ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করব, ইন শা আল্লাহ!
সর্বোপরি, কোন কোন ছোট আমলের দ্বারা, কাজের মাঝে থেকেও আমরা কীভাবে অধিক নেকি অর্জন করতে পারবো তা সবিস্তারে আলোচনা করা হয়েছে বইয়ের দশটি অধ্যায়ে। বইয়ে উল্লিখিত হাদীস সমূহের রেফারেন্সও এড করা হয়েছে, যা দেখে আমরা নিঃসন্দেহে আমল করতে পারবো। মনে কোন কনফিউশান থাকবে না আমলটি সহীহ কি না!
আশা করি বইটি উম্মতে মুহাম্মাদীর জন্য খুবই উপকারী হবে। এই বই পড়ে উম্মাহের প্রত্যেক ঘরে নেক আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। স্বল্প আমলে অধিক নেকি অর্জনের জন্য বেশি বেশি ফিকির করবে। সুন্নাহভিত্তিক উত্তম আমলের প্রতি উম্মাতে মুহাম্মাদী আরও একধাপ এগিয়ে যাবে, ইন শা আল্লাহ!
🎯বই পরিচিতি:
———————–
বই: স্বল্প আমলে অধিক নেকি
লেখা: ইয়াযিদ ইবন মুহাম্মদ আলে- রাদআন
ভাষান্তর ও সংযোজন: শাইখ আব্দুল হাসীব বিন রইস উদ্দীন
প্রকাশনায়: আযান প্রকাশনী
পৃষ্ঠা: ১৪৪
মূল্য: ২০০/-
প্রি অর্ডার: ৩৫% ছাড়ে ১৩৫/-
Jannatul Ispsha – :
★কিছুদিন হলো আযান প্রকাশনীর একটি সদ্য নতুন বইয়ের প্রি-অর্ডার নিচ্ছেন। প্রি-অর্ডার নেয়ার পাশাপাশি তারা বইটির কিছু অংশ পিডিএফ আকারে শেয়ার করেছেন আলহামদুলিল্লাহ। আমি সেই পিডিএফ টি দেখেই উক্ত বইটির ব্যাপারে আমার ধারণাটা ছোট প্রিভিউ আকারে পেশ করছি।
➤বইটির নামঃ স্বল্প আমলে অধিক নেকি।
উক্ত বইটির পিডিএফ দেখে যা বুঝলাম বইটি মোট দশটি(১০টি) অধ্যায় এ বিভক্ত। আর অধ্যায় গুলো বেশ গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে গুছিয়ে লিখা হয়েছে। আলহামদুলিল্লাহ।
★সময় আল্লাহর দেয়া অনেক বড় নেয়ামত। আর আমাদের সবার জীবনেই ব্যস্ততা রয়েছে। সেই ব্যস্ত সময়ের মধ্যে আমরা যখন কিছুটা অবসর সময় পাই এবং সেই সময়ে যদি আমরা এমন কিছু আমল করি যেগুলো হয়তো সংখ্যার দিক দিয়ে অল্প হবে কিন্তু নেকির ক্ষেত্রে অধিক হবে।তো সেক্ষেত্রে উক্ত বইটি উম্মাহর জন্য বেশ উপকারী একটি বই হিসেবে গণ্য হবে।إن شاء الله। উক্ত বইটি পাঠকে নেক আমলের প্রতি আগ্রহ বৃদ্ধি করবে আশা রাখি। অধিক নেক আমাল আমাদের জান্নাত লাভ করার পাথেয় হিসেবে কাজ করবে। إن شاء الله। অধিক নেক আমল আমাদের নেকির পাল্লা খুব সহজেই ভারি করে তুলে। তাই আমাদের সকল উম্মাহর উচিৎ বেশি বেশি নেক আমল করা। আর আমরা কিভাবে স্বল্প আমলে অধিক নেকি পেতে পারি উক্ত বইটি পড়লেই আমরা জানতে ও বুঝতে পারবো। উক্ত বইটি পরলে সুন্নাহভিত্তিক উত্তম আমলের প্রতিও উম্মাহ একধাপ এগিয়েও যাবে, ইন শা আল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ! বইটি আল্লাহ রাব্বুল আলামীন সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করুক।(آمين)
➤এক নজরে বইটিঃ
বইঃ স্বল্প আমলে অধিক নেকি
মূলঃ : ইয়াযিদ ইবন মুহাম্মদ আলু-রাদআন
ভাষান্তর ও সংযোজনঃ শাইখ আব্দুল হাসীব বিন রইস উদ্দীন।
পৃষ্ঠাঃ ১৪৪/-
প্রচ্ছদ মূল্যঃ ২০০/-
প্রি-অর্ডার মূল্যঃ ১৩০/- (৩৫% ছাড়ে)
ফাবিহা বিনতে কাশেম – :
এই পৃথিবীতে কখনও স্বল্প পরিশ্রমে অধিক প্রাপ্তির কথা শুনেছেন? হাড়ভাঙ্গা খাটুনির পরেও যে পৃথিবীতে বেশির ভাগ ক্ষেত্রেই ন্যায্য প্রাপ্তির দেখা মেলাই ভার ; সেখানে অধিক প্রাপ্তির আশা করা নিতান্তই বোকামি। অথচ, মহাপরাক্রমশালী রব বলছেন –
” যে ব্যক্তি সৎ আমল নিয়ে আসবে , সে তার ( আমলের ) চেয়ে উৎকৃষ্টতর প্রতিফল লাভ করবে। ”
একমাত্র রাব্বে কারীমের কাছেই স্বল্প পরিশ্রমে অধিক প্রাপ্তির আশা করা সম্ভব। অধিক নেকী প্রাপ্তির জন্য সবসময় অঢেল আমল করার প্রয়োজন পড়ে না। বিন্দু বিন্দু জল যেমন মহাসাগর গড়ে তোলে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা যেমন মহাদেশ সৃষ্টি করে ; ঠিক তেমনি বান্দার ছোট ছোট আমলগুলো আল্লাহর কাছে তাকে প্রিয় করে তোলে। বোধ করি , অধিকাংশ মানুষই সে বিষয়ে বেগাফিল। তাই আযান প্রকাশনীর এবারের আয়োজন ” স্বল্প আমলে অধিক নেকি ” বইটি। বইটি সংকলনের নেক প্রয়াস করেছেন শাইখ ইয়াযিদ ইবন মুহাম্মদ ইবন আব্দুল্লাহ আল রাদ’আন।
প্রকাশিতব্য এই বইটি পাঠকদের জন্য বিশেষ উপকারী হবে বলে আমার বিশ্বাস। আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক ছোট আমল আছে যেগুলোর ফজিলত সুবিশাল। অথচ , আমাদের অজ্ঞতার কারণে সেগুলো আমরা ছেড়ে দেই। এই বইটি আমাদের সেই আমলগুলোর সাথে পরিচয় করিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আল আমীনের মহানুভবতাও আমরা উপলব্ধি করতে পারবো বইটি পড়লে। একমাত্র আল্লাহ সুবহানাহু তা’আলাই বিশাল অনুকম্পা,অনুগ্রহ এবং দয়ার মালিক। ইনশাল্লাহ আমরা পাঠকরা এটাও উপলব্ধি করতে পারবো যে আল্লাহর এই অনুকম্পা যে আমাদের জন্য কত বড় নেয়ামাত। তিনি যে শুধু স্বল্প আমলে অধিক প্রতিদান দেন , তাই নয়। বরং, অনেক সময় এই অধিক প্রতিদানকেও আরও দ্বিগুণ করে দেন। তার সাথে আমরা আরও জানতে পারবো, স্বল্প আমলে অধিক নেকির বিষয়টি উম্মাতে মুহাম্মাদীর জন্য রাব্বে কারীমের বিশেষ অনুদান। এই বিষয়টি জানার পর ইনশাল্লাহ আমরা এটা অনুভব করতে পারবো যে আমরা কত সৌভাগ্যবান। আজকের সময়ে ফিতনা আমাদের জীবনটা কে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরেছে। এমন অবস্থায় ” স্বল্প আমলে অধিক নেকি ” র মত একটি বই খুব বেশি প্রয়োজন। শুধু তাই নয় এই বইটি মানুষকে সৎ কাজে অধিক পরিমাণে উদ্বুগ্ধ করবে বলে আশা রাখছি। মানুষ মাত্রই কাজের বিনিময় আশা করে। সেজন্যই মানুষের জানা প্রয়োজন সৎকাজের বিনিময় যে রাব্বে কারীমের কাছে কত বেশি। প্রকাশিতব্য ” স্বল্প আমলে অধিক নেকি ” বইটি আমাদের সেই বার্তাই দেবে।
শাইখ ইয়াযিদের সংকলনে এবং শাইখ আব্দুল আযীয ইবন মুহাম্মদ ইবন আব্দুল্লাহ আস-সাহদানের আরবী সম্পাদনায় আমরা নির্ভুল কুরআন ও সুন্নাহ ভিত্তিক একটি বই পেতে যাচ্ছি। আযান প্রকাশনীর অন্যান্য বইয়ের মত প্রকাশিতব্য এই বইটিও ভাষাগত ও অন্যান্য দিক থেকে সাবলীল ও ব্যাপকভাবে গ্রহনযোগ্য হবে বলে আশা রাখছি। বইটি প্রকাশের পেছনে প্রকাশনীর যে মহতী উদ্দেশ্য রয়েছে আল্লাহ পাক যেন তা কবুল করেন। আমীন।
এক নজরে বই পরিচিতি-
বই : স্বল্প আমলে অধিক নেকি
সংকলন : ইয়াযিদ ইবন মুহাম্মদ ইবন আব্দুল্লাহ আল রাদ’আন
আরবী সম্পাদনা : আব্দুল আযীয ইবন মুহাম্মদ ইবন আব্দুল্লাহ আস – সাহদান
ভাষান্তর ও সংযোজন : আব্দুল হাসীব বিন রইস উদ্দীন
পৃষ্ঠাসংখ্যা : ১৪৪
মুদ্রিত মূল্য : ২০০ টাকা
প্রকাশনায় : আযান প্রকাশনী
Sabbir – :
আযান প্রকাশনির নতুন একটি বই প্রি অর্ডানের ঘোষণা দিয়েছে,
বইঃ স্বল্প আমলে অধিক নেকি।
একজন মুসলিম এর উচিৎ অধিক পরিমানে নেক আমল করা,
নেক আমলের মধ্যমে ভালো কাজের পাল্লা ভারি করা।
স্বল্প আমলে অধিক নেকি বইটি প্রতিটি মানুষের ঘরে,ঘরে নেক আমলে প্রতি আগ্রহ বৃদ্ধি করার জন্য বইটি রচিত।
এমন অনেক আমল রয়েছে যেই গুলো পরিমাণে সামান্যয় মাত্র কিন্তু নেকির পাল্লার জন্য অনেক ভারি।
মানুষের নেক আমল গুলো অধিক পরিমানে বেশি,বেশি অর্জন করা উচিৎ।
নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, আর নেক আমল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে আমাদের জানতে হবে,পড়তে হবে।
বেশি,বেশি নেকি অর্জনের আমল করতে হবে স্বল্প আমলে অধিক নেকি বইটি তেমনি একটি বই।
বই থেকে উপকারী শিক্ষাঃ
বই থেকে উপকারী অনেক কিছু রয়েছে,
বইটি উম্মার উপকারী হিসেবে তৈরি করা হয়েছে,বইটি থেকে পাঠক বিন্দু সহজেই স্বল্প আমলে অধিক নেকি সম্পর্কে জানতে পারবে এবং সেই আমল গুলো বাস্তবে করে অধিক পরিমাণে সোওয়াব অর্জন করতে পারবে ইনশা আল্লাহ।
বইটিতে সহজেই আমল যোগ্য আমল গুলো তুলে ধরা হয়েছে ১০ টি অধ্যায়ের মাধ্যমে।
বইটি সকল উম্মার জন্য উপকারী একটি বই হবে।