রুকইয়াহ
যখন দেখতাম জিন শয়তানেরা মানুষকে নিয়ে যেমন ইচ্ছে খেলছে, মানুষ তাদের ভয়ে ফ্যাঁকাসে মুখ নিয়ে রাত কাটাচ্ছে, জীবন থেকে নিরাশ হয়ে যাচ্ছে; অপরদিকে মানুষ শয়তান— কবিরাজ-জাদুকরগুলো আল্লাহর জমিনে ইচ্ছেমত শয়তানি করে যাচ্ছে, এদের জন্য কারও ঘর ভাঙছে, কেউ বছরের পর বছর ধরে অসুস্থ হয়ে থাকছে, কারও বারবার মিসক্যারেজ হচ্ছে, অথবা প্রচণ্ড মেধাবী ছাত্রীর দিনে দিনে সব কিছু শেষ হয়ে যাচ্ছে; এত কিছুর পরেও কবিরাজদের কেউ কিছুই বলছে না। তাদের কুফরী-শিরকী কর্মকান্ডের ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছে না। সাধারণ মানুষ তো বটেই, সামান্য কিছু হলে মাদরাসাপড়ুয়ারা পর্যন্ত কাফির তান্ত্রিক-কবিরাজের দরজায় ধরণা দিচ্ছে। অবচেতন মনে পুরো সমাজ এই শয়তানগুলোকে বসিয়ে রাখছে রবের আসনে। আল্লাহর পানাহ! তখন এই বিষয়গুলো মেনে নিতে পারতাম না, হিসাব মিলত না, এমন কেন হবে?
আমার কাছে সবচেয়ে বেশী জঘন্য মনে হতো কাউকে নিজের ইচ্ছার বিপরীতে বাধ্য করার বিষয়টা। যেমন ধরুন, একটা মানুষের ওপর জিন ভর করে তার শরীর ব্যবহার করে কথা বলছে, যা খুশি করছে, অথবা কাউকে বশ করে যা ইচ্ছা করানো হচ্ছে, অথবা দুজনের মাঝে বিচ্ছেদ ঘটানো হচ্ছে। আরও খারাপ লাগত যখন দেখতাম মানুষ সেগুলো চেয়ে চেয়ে দেখছে, কিন্তু কিছুই করতে পারছে না। দিনের পর দিন, মাসের পর মাস কবিরাজদের দরজায় ঘুরে ঘুরে দুনিয়া-আখিরাত সব নষ্ট করছে। এগুলো আমার কাছে মনুষ্যত্বের অবমাননা মনে হতো। অনুভব করতাম এখানে অন্য কিছু হওয়া উচিত, যা হচ্ছে না।
যা হোক, আল্লাহর শোকর! দেরিতে হলেও আমাদের দেশে রুকইয়াহ শারইয়াহ নিয়ে ব্যাপকভাবে কাজ শুরু হয়েছে। আস্তে আস্তে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। এখন অনেকেই রুকইয়াহ শারইয়াহ বিষয়ে জানছে। ইসলাম সম্মত স্প্রিচ্যুয়াল হিলিং দিনদিন জনপ্রিয় এবং সহজলভ্য হচ্ছে। তবে এতটুকুতেই সন্তুষ্ট হলে চলবে না, শয়তান বসে নেই, আমাদেরও বসে থাকা যাবে না। সচেতন মানুষের সংখ্যা হাজার থেকে লাখে, লাখ থেকে কোটিতে নিয়ে যেতে হবে।
মানুষের মাঝে এমনই কিছু সচেতনতা সৃষ্টির জন্য ‘রুকইয়াহ’ বইটি
Out of stock
-
-
save offকুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন
প্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স70 ৳45 ৳অনুবাদ: হাফেয মাহমুদুল হাসান পৃষ্ঠা ৯৭ পকেট সাইজ ...
-
hotবান্দার ডাকে আল্লাহর সাড়া
লেখক : সাঈদ ইবনে আলী আল কাহতানীপ্রকাশনী : মাকতাবাতুল বায়ান500 ৳350 ৳দুআ, যিকর ও রুকইয়ার উপরে বিশ্বে ...
-
save offদৈনন্দিন দুআ ও রুকইয়াহ
লেখক : যাইনাব আল-গাযিপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ280 ৳196 ৳চার কালারে দৃষ্টিনন্দন ছাপা কুরআনের আয়াতগুলো তাজওইদের ...
-
hotফী আমানিল্লাহ (রুকইয়াহ পকেট হ্যান্ড নোট)
লেখক : হাফিজ আল মুনাদিপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন42 ৳29 ৳পৃষ্ঠা : ৯৬ সাইজ: পকেট সাইজ (৪.৫*৩.২৫) কভার: ...
-
save offআত-তিব্বুন নববি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
প্রকাশনী : দারুল আরকাম900 ৳432 ৳অনুবাদক: মুফতি আবুল ওয়াফা শামসুদ্দিন আযহারী, ...
-
hotমুখতাসার রুকইয়াহ (সারসংক্ষেপ রুকইয়াহ শরিয়াহ)
লেখক : আব্দুল্লাহ আল-মাহমুদপ্রকাশনী : চেতনা প্রকাশন70 ৳52 ৳ছোট্ট এক মলাটে সংক্ষেপে রুকইয়াহ শরিয়াহ ...
-
hotরুকইয়াহ
লেখক : আব্দুল্লাহ আল-মাহমুদপ্রকাশনী : সন্দীপন প্রকাশন460 ৳308 ৳‘রুকইয়াহ’ অর্থাৎ ইসলাম-সম্মত ঝাড়ফুঁক। তথা কুরআনের ...
-
save offরুকইয়াহ সিহর
লেখক : ওয়াহিদ বিন আব্দুস সালাম বালিপ্রকাশনী : বইপল্লি160 ৳144 ৳প্রথম পরিচ্ছেদ : যাদু পরিচিতি সিহ্র ...
-
save offকুরআন হাদিসের আলোকে জ্বীন কেন্দ্রিক অসুস্থতার প্রতিকার
প্রকাশনী : দারুস সালাম বাংলাদেশ300 ৳165 ৳অনুবাদ: মুফতি মুস্তফা আল মাহমুদ পৃষ্ঠা সংখ্যা: ...
-
hotরবের আশ্রয়ে
লেখক : হাফিজ আল মুনাদিপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন284 ৳210 ৳তুলা রাশি কোনো লোককে দিয়ে বাটি-চালান ...
-
নাজু – :
বই-রুকইয়াহ
লেখক-আব্দুল্লাহ আল মাহমুদ
সম্পাদনা-আলী আহসান উসামা
প্রকাশনী-মাকতাবাতুল আসলাফ
মূল্য-৩৭৫ টাকা।।
বই সম্পর্কে- ‘রুকইয়াহ’বইটি তে বিভিন্ন কুরআনের আয়াত,দোয়া ইত্যাদি দেয়া আছে।যা একজন মানুষের রোগমুক্তির জন্য পড়া হয়।মূলত এর আরবী শব্দ রুকাইয়াহ অর্থ কোনো ব্যাক্তি যখন কুরআনের আয়াত,দুআ;আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে নিজের সুস্থতার জন্য আল্লাহর সাহায্য চেয়ে পাঠ করে তাকেই রুকইয়াহ বলা হয়।
রুকইয়াহ মূলত শারীরিক,মানসিক,আত্নিক রোগের জন্য করা হয়।রুকাইয়াহ বইটিতে খুব সহজ ভাবে অনেকগুলো রোগ নির্মূল করার পদ্ধতি দেয়া আছে।তাছাড়া ও এ বইতে ৭ দিনের ডিটক্স প্রোগ্রাম এবং তা পালন করার পালন করার সম্পূর্ণ নিয়ন বিধি।এ বইয়ের শেষ ভাগে কিছু দুআ ও আয়াতে শিফা দেয়া আছে যা রুকইয়াহ করার ক্ষেত্রে খুবই উপকারি।
সর্বশেষ আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে রুকাইয়াহ করলে ইনশাআল্লাহ ফল পাওয়া যাবে।।
বইটিতে যা আছে-
১.রুকইয়াহ পরিচিতি
২.বদনজর
৩.জিনের স্পর্শ
৪.জাদুগ্রস্ত
৫.ওয়াসওয়াসা রোগ
৬.সাধারণ অসুস্থতার জিন্য রুকাইয়াহ এবং
সর্বশেষ কিছু দুআ,ডিটক্স প্রোগ্রাম রয়েছে
পাঠ প্রতিক্রিয়া-এ বইটি পড়ে অনেক উপকার পেয়েছি।এ বইটিতে থাকা বিভিন্ন রোগের দুআ অনেক উপকারে এসেছে।এ বইয়ে যে ৭ দিনের ডিটক্স প্রোগ্রাম দেয়া তা খুবই উপকারি।বাকি রইল আল্লাহর উপর বিশ্বাস।।ইনশাআল্লাহ সব মিলিয়ে ভালো ফল পাওয়া যায়।।
**বইটি সকল মুসলমানের ঘরে থাকা প্রয়োজন।।শুধু মাত্র ডাক্তারের ওষুধ এর উপর নির্ভর করে থাকলে হয় না।সবসময় রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে ও চাইতে হয়।আর আল্লাহ তায়ালা আমাদের জন্য কুরআনুল কারীমে রোগ মুক্তির অনেকগুলো উপায় বলে দিয়েছেন।।আল্লাহ চাইলে ইনশাআল্লাহ সব রোগ থেকে মুক্তি পাওয়া যায়।।।
Marium Rakib – :
◽রিভিউঃ
রুকইয়্যাহ শারইয়্যাহ এর সাথে আমার প্রথম পরিচয় ফেসবুক গ্রুপ ‘Ruqyah Support BD’ এর মাধ্যমে। এই গ্রুপে প্রতিদিন অনেক মানুষ তাদের সমস্যার (বদনজর, জ্বিন, জাদু, ওয়াসওয়াসা বা অন্যান্য শারীরিক সমস্যা) লিখে পোস্ট করেন, এবং এডমিনগন যথাসাধ্য সমাধান দেন। এই গ্রুপের একজন এডমিন, (যিনি নিজেও একজন রাক্কী) আব্দুল্লাহ আল মাহমুদ এই বইটি লিখেছেন। এই বইতে সেল্ফ রুকইয়াহ্ এর দিকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে। জ্বিন-যাদু-বদনজর সংক্রান্ত সমস্যা যাদের আছে, বেশিরভাগই এই বই দেখেই নিজের এবং অন্যের রুকইয়াহ করতে পারবেন। বইটি প্রকাশ করেছে ‘মাকতাবাতুল আসলাফ’।
◽বইটির বিষয়বস্তুঃ
✔রুকইয়াহ কি?
✔রুকইয়াহ কেন করবেন?
✔রুকইয়াহর সাপ্লিমেন্টারী কি কি?
✔একজন ভালো রাক্কীর বৈশিষ্ট্য কি?
✔রুকইয়াহর পর পার্শ্বপ্রতিক্রিয়া সামলাবেন কিভাবে?
✔রুকইয়ার অডিও নিয়ে জিজ্ঞাসিত কিছু প্রশ্ন উত্তর
এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
পাঠের সুবিধার জন্য বইটিকে সাতটি অধ্যায়ে বিন্যস্ত করা হয়েছে। প্রথম অধ্যায়ে ছিল রুকইয়ার পরিচিতি।
২য় অধ্যায়ে বদনজরের লক্ষন, চিকিৎসা, এবং বদনজর সংক্রান্ত আলোচনা।
৩য় অধ্যায়ে রয়েছে জিনের স্পর্শ সংক্রান্ত আলোচনা।
৪র্থ অধ্যায়ে জাদুগ্রস্ত হওয়া, ৫ম অধ্যায়ে ওয়াসওয়াসা, ৬ষ্ঠ অধ্যায়ে সাধারন অসুস্থতার রুকইয়াহ।
অত্যন্ত উপকারী কিছু বিষয় নিয়ে সাজানো হয়েছে ৭ম অধ্যায়। আগ্রহী পাঠক বইয়ের পাতা থেকেই দেখে নেবেন বিষয়গুলো।
◽পাঠকের জন্য পরামর্শঃ
১. বইটিতে সেল্ফ রুকইয়াহ এর দিকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে, বেশিরভাগ মানুষ বই দেখেই নিজের রুকইয়াহ নিজে করতে পারবেন। শুধু জিনগ্রস্ত রোগীদের জন্য নিজের রুকইয়াহ নিজে করতে নিরুৎসাহিত করা হয়েছে।
২.একান্তই পরামর্শের দরকার হলে Ruqyah Support BD গ্রুপে আপনার সমস্যা লিখে পোস্ট করুন।
৩.Ruqyah Support BD এর একটি ওয়েবসাইট ও আছে, সেখানে রুকইয়াহ বিষয়ক বিভিন্ন প্রবন্ধ, অডিও, ভিডিও, পিডিএফ, অ্যাপস, ইত্যাদি প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যাবে।
◽ভাললাগার বিষয়ঃ
১.বইটির শেষে রুকইয়াহর প্রসিদ্ধ আয়াতগুলো দেয়া আছে। কুরআনের এই আয়াতগুলো পড়ে আপনি নিজে নিজেই রুকইয়াহ করতে পারবেন।
২.আয়াতে শিফা, আয়াতুল,হারক, এবং রুকইয়াহর উপযোগী দু’আগুলো সংযুক্ত করা হয়েছে।
৩. এই বইতে সাত দিনের রুকইয়াহর ডিটক্স প্রোগ্রাম আছে। এতে ডিটক্স সম্পর্কিত খুঁটিনাটি সব কিছুর আলাচনা আছে।
৪. বইটির লেখক নিজেই একজন রাক্কী হওয়ায় ভীষন বাস্তবসম্মতভাবে প্রত্যেকটি বিষয়ের আলোচনা হয়েছে।
৫.বইটি হার্ডকভার হওয়াতে সংরক্ষনে সুবিধা, এবং কভারটি খুবই সুন্দর, মাশাআল্লাহ।
◽শেষকথাঃ
নববী চিকিৎসার একটি পদ্ধতি হল রুকইয়াহ। ডাক্তারের চিকিৎসা নেয়ার পাশাপাশি সব রোগের জন্যই রুকইয়াহ করা যায়। আর অবশ্যই আল্লাহর কাছে তাহাজ্জুদ এবং অন্যান্য সালাত পড়ে বেশি বেশি দু’আ করা এবং দান করা। ইনশাআল্লাহ সুস্থতার জন্য এগুলোই যথেষ্ট হবে।
ony432 – :
robiul.techman – :
Mahbuba Islam Disha – :
কবিরাজ বা জাদুকরেরা তাদের কুফরি ও শির্কি কর্মকান্ড দ্বারা এসব ঘটিয়ে থাকেন।
এসব থকে পরিত্রাণের একমাত্র উপায় হলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো পদ্ধতিতে রুকইয়াহ করা। এখন প্রশ্ন হচ্ছে “রুকইয়াহ” কি?
“রুকইয়াহ” শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে ঝাড়ফুঁক, মন্ত্র, সম্মোহন,জাদু ইত্যাদি। তবে ব্যবহারিক অর্থে রুকইয়াহ শব্দটি দ্বারা সাধারণত ঝাড়ফুঁক বোঝানো হয়। কোনো ব্যক্তি যখন কুরআনের আয়াত, দু’আ বা আল্লাহর কোনো নাম দ্বারা নিজের বা অন্যের সুস্থতার জন্য একমাত্র আল্লাহর সাহায্য চেয়ে এগুলো পাঠ করে শরীয়াহর পরিভাষায় তখন সেটাকে রুকইয়াহ বলা হয়।
শারীরিক, মানসিক এবং আত্মিক রোগের জন্য রুকইয়াহ করা হয়। মেডিকেল সাইন্সে কোনো রোগের চিকিৎসা থাকুক বা না থাকুক। সর্বাবস্থায় যেকোনো রোগের জন্য রুকইয়াহ করা যায়।
তবে মনে রাখতে হবে রুকইয়াহ মনের আশা পূরণের কোনো জাদুমন্ত্র বা ব্যবসায় লাভ করার কোনো তদবির নয়। এটা একটা চিকিৎসা পদ্ধতি মাত্র, যার মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়।
জীন, জাদুর সমস্যা গুলো আমাদের সমাজে মহামারির মতো ছড়িয়ে গিয়েছে, শুধু তাই নয় এই রোগের চিকিৎসা দেওয়ার সঠিক চিকিৎসক এর অভাব এখনো অপূরনীয়।
বদনজর, জাদু, জীনের আছর ইত্যাদির শারঈ চিকিৎসা বিষয়ক এক অনবদ্য গ্রন্থ হচ্ছে “রুকইয়াহ”বইটা। আল্লাহ সুবহানাহু তায়ালা লেখক কে উত্তম প্রতিদান দান করুন। লেখক নিজেই একজন রাক্বী (যিনি রুকইয়াহ করেন) তাই রুকইয়াহর প্রতিটা ধাপ ভীষণ বাস্তব সম্মত ভাবে বর্ননা করেছেন। এই বইটিতে সেলফ রুকইয়াহ – তথা প্রফেশনাল কারও সহায়তা ছাড়া, নিজেই নিজের জন্য বা পরিবারের জন্য রুকইয়াহ করার ওপর সর্বাধিক গুরত্ব দেওয়া হয়েছে। তবে হ্যাঁ! এর পাশাপাশি প্রফেশনাল রাক্বীদের জন্যও এটি একটি গাইডবুকের কাজ করবে বা কেউ প্রফেশনাল রাক্বী হতে চাইলে তার জন্যও ইনশাআল্লাহ।
আমার মতে এই বইটা প্রত্যেক মুসলিমের কাছে থাকা উচিত। মানুষ শয়তান ও জীন শয়তান থেকে রক্ষার ঢাল হিসেবে।