রাতের আধাঁরে প্রভুর সান্নিধ্যে
অনুবাদ: আব্দুল আহাদ তাওহীদ
সম্পাদনা: ফেরদাউস মিক্বদাদ
“তারা কি দেখে না যে, আমি রাত্রি সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছি আলােকময়। নিশ্চয় এতে ঈমানদার সম্প্রদায়ের জন্যে নিদর্শনাবলী রয়েছে। প্রিয় পাঠক! রাত যখন ঘাের হয়, নিকষ কালাে অন্ধকার যখন ঢেকে নেয় সমগ্র পৃথিবীকে তখন আল্লাহ সুবহানাহু ওয়াতাআলার আহবান “কে আছ এমন যে, আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিব। কে আছ এমন যে, আমার কাছে চাইবে? আমি তাকে তা দিব। কে আছ এমন যে, আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। (সহীহ বুখারী: ১১৪৫)
দোআ সব সময়ই করা যায়। তবে নির্জন রাতের নিস্তব্ধ পরিবেশে তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে দোআ করার বিশেষ মর্যাদা রয়েছে।
রাসূলের ভাষ্য:
তাহাজ্জুদ সালাত তােমাদের নিয়মিতভাবে পড়া উচিত, কেননা এটা অতীতকালের সৎকর্মশীলদের পদ্ধতি ছিল এবং স্রষ্টার নৈকট্য লাভের মাধ্যম ছিল। এই অভ্যাস পাপকর্ম থেকে বিরত রাখে, মন্দকর্ম দূর করে আর শারীরিক রােগ-ব্যাধি থেকে রক্ষা করে। (তিরমিজি)
আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা তাঁর বান্দার প্রতি বিভিন্ন সময়ে গাফফার-গফুর, রহমান-রহীম নামের উসিলায় ক্ষমার অদৃশ্য হাত সম্প্রসারিত করেন। বিশেষ করে পবিত্র মাহে রামাদানে। কারণ, এ মাসটি হচ্ছে রহমত ও কুরআন অবতীর্ন হওয়ার মাস, ক্ষমা ও শবে কদরের রজনীর ফজীলতপূর্ণ মাস।
রাসূল সা. বলেন:
“দুর্ভাগা তারা, যারা মাহে রামাদান পেয়েও মাগফিরাত বা ক্ষমা লাভ করতে পারল না।”
পবিত্র মাহে রামাদানের শুরুতে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন এবং শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন। তাই শয়তানের কুমন্ত্রনা থেকে বেঁচে থাকা সহজ হয়। নেক কাজে অগ্রগামী হতে পারে। বান্দা যখন উপবাস থেকে দিবসের শেষ প্রহরে উপনীত হয় তখন তার মাঝে বয়ে যায় অনাবিল সুখ-শান্তি। কেননা সে সিয়াম সাধনার মাধ্যমে প্রভুর সন্তুষ্টি অর্জন করেছে।
হাদিস শরিফে বিতর সালাত পড়ার কয়েকটি পদ্ধতি আমরা দেখতে পাই। সেগুলাের আলােকে বিভিন্ন মাজহাবে একাধিক পন্থায় বিতর সালাত আদায়ের পদ্ধতি পরিলক্ষিতি হয় এবং তারাবী সালাতের সংখ্যা নিয়েও আমাদের সমাজে দেখা যায় তুমুল বিতর্ক-মতানৈক্য।
প্রিয় পাঠক! আর উপরােল্লিখিত এই সকল বিষয়ে কুরআন ও সুন্নাহর মাধ্যমে বিশদভাবে উল্লেখ করে মানুষের হৃদয়ে লালিত অসার মতানৈক্য নিরসন করে ইসলামের সঠিক জ্ঞান-ভাবনা মুসলিম উম্মাহর হৃদয়ে গেঁথে দেয়ার জন্য দলীল-প্রমাণ দিয়ে উত্থাপন করেছেন আরবের বিশিষ্ট দাঈ, গবেষক, কলামিষ্ট সাইদ ইবনে ওহাফ আল কাহতানী রহ.
-
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন335 ৳234 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotমনের ওপর লাগাম
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন173 ৳112 ৳বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে ...
-
hotএবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন340 ৳231 ৳প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে ...
-
hotটাইম ম্যানেজমেন্ট
লেখক : Ismail Kamdarপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন228 ৳160 ৳ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳114 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারিপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স300 ৳285 ৳ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত ...
-
hotএপিটাফ
লেখক : সাজিদ ইসলামপ্রকাশনী : বুকমার্ক পাবলিকেশন228 ৳155 ৳ধরণ: লেকচার সংকলণ পৃষ্ঠা: ১৪৪ কভার: পেপার ব্যাক উস্তাদ ...
-
hotনফসের বিরুদ্ধে লড়াই
লেখক : মাহমুদ বিন নূরপ্রকাশনী : রাইয়ান প্রকাশন220 ৳143 ৳কতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি ...
-
save offফজর আর করব না কাজা (হার্ড কভার)
লেখক : ড. রাগিব সারজানীপ্রকাশনী : মাকতাবাতুল হাসান350 ৳175 ৳অনুবাদ- আবু মুসআব ওসমান পৃষ্ঠা সংখ্যা- ১৯২ বাধাই- ...
-
Fabiha binte kashem – :
যুগে যুগে কবি সাহিত্যিকদের কলমে বারংবার উঠে এসেছে রাতের গুণগান আর উপমা। রাতের আলাদাই একটা আবেদন-মহিমা আছে। রবের সৃষ্টির মধ্যে অন্যতম একটি সুন্দর সৃষ্টি এই রাত। ২৪ ঘন্টার দিন আবর্তনের মধ্যকার সবচেয়ে নিবিড়, একান্ত, নীরব আর প্রগাঢ় প্রহর হলো রাত। রাতের যে কোন আবেদন,নিবেদন, প্রার্থনাই তাই কোন প্রেমাষ্পদের জন্য অমূল্য পেশকাশ। আর এমনই নিবিড় পেশকাশ যদি বান্দা পেশ করে তার প্রেমাষ্পদের (আল্লাহ) সান্নিধ্য লাভের জন্য তবে তো তা হবে সর্বশ্রেষ্ঠ।
যে বান্দা আল্লাহর যত সান্নিধ্য লাভ করতে পারে তার ইহকাল – পরকাল তত বেশি বরকতপূর্ণ হয় । আর গভীর রাতের সালাত যদি হয় সেই একান্ত সান্নিধ্য লাভের প্রচেষ্টা , তবে তার থেকে উত্তম আর কিইবা হতে পারে ! আল্লাহ রাব্বুল আল – আমীন কুরআনুল কারীমে ইরশাদ করেন –
” হে বস্ত্রাবৃত ( রাসূল) ! রাতে (সালাতে) দন্ডায়মান থাকুন, কিছু অংশ ছাড়া , (দন্ডায়মান থাকুন) অর্ধ রাত ,অথবা তা থেকে কিছুটা কমান, কিংবা তার চেয়ে বাড়িয়ে নিন এবং কুরআন পাঠ করুন ধীরে ধীরে স্পষ্ট করে।”. (সূরা মুজ্জাম্মিল : ১-৪)
অন্য একটি আয়াতে আল্লাহ পাক মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বলেছেন –
” তারা রাতে স্বল্পই ঘুমায় , এবং রাতের শেষ প্রহরগুলিতে ক্ষমা প্রার্থনা করে। ” ( সূরা যারিআত : ১৭-১৮)
যখন গভীর রাতে সবাই নিদ্রাবিলাসে ডুবে থাকে , তখন যে বান্দা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য সেই আরাম ত্যাগ করে সে আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপ্রাপ্ত হয়। এই গভীর রাতটুকুই প্রেমাষ্পদের সাথে তাঁর বান্দার একান্ত আলাপনের মোক্ষম সময়। আল্লাহ দিনকে সৃষ্টি করেছেন কর্মব্যস্তার মাধ্যমে রিজক আহরণের জন্য । আর রাতকে সৃষ্টি করেছেন বিশ্রামের জন্য। সেই মহান স্রষ্টাই আবার বলছেন –
” কে আছ এমন যে ,আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিবো। কে
আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব।”. (সহীহ বুখারী : ১১৪৫)
গভীর রাতের ইবাদাতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সালাতে তাহাজ্জুদ। ফরজ নামাযের পরই সর্বপ্রথম গুরুত্বপূর্ণ সালাত হিসেবে তাহাজ্জুদকেই গণ্য করা হয়। এছাড়াও রয়েছে শেষ রাত্রির অন্যতম বিশেষ আরেকটি সালাত সালাতুল বিতর। আরও রয়েছে রমাদান মাসের সালাতুত তারাবিহ।
বিশেষ এসব সালাত সম্পর্কে আমরা কতটা জ্ঞান রাখি? যেটুকু জানি সেই জানাটুকু কি পরিশুদ্ধ ? এই গুরুত্বপূর্ণ সালাতসমূহের আদব,নিয়ম – কানুন,ফযীলত,শ্রেষ্ঠত্ব,সময়,রাত্রি জাগরণের আদব ও মাহাত্ম্য ইত্যাদি ব্যাখ্যা – বিশ্লেষণ সহকারে জানার জন্য পড়তে হবে ‘হিসনুল মুসলিম’ খ্যাত ইমাম ও লেখক শাইখ সাঈদ ইবনে আলী আল কাহতানী – র ” রাতের আঁধারে প্রভুর সান্নিধ্যে” বইটি। বইটির অনুবাদে নিযুক্ত ছিলেন আব্দুল আহাদ তাওহীদ। আমাদের হাতে চমৎকার এই বইটি তুলে দিতে যাচ্ছে আয়ান প্রকাশন।
বইটির শর্ট পিডিএফ থেকে আমরা জানতে পারি যে বক্ষ্যমান বইটি তিনটি পরিচ্ছেদে বিভক্ত। যেখানে আলাদাভাবে তিনটি সালাত নিয়ে সহজ ভাষার সুন্দর আলোচনা করা হয়েছে। বইটি আমাদের অনেক দ্বিধান্বিত প্রশ্নের সমাধান করে সবার জন্য কল্যাণ বয়ে আনবে , ইনশাল্লাহ।
বই : রাতের আঁধারে প্রভুর সান্নিধ্যে
মূল : শাইখ সাঈদ ইবনে আলী আল কাহতানী
অনুবাদ : আব্দুল আহাদ তাওহীদ
মূল্য : ২৪০ টাকা
প্রকাশনায় : আয়ান প্রকাশন।
পরিবেশনায় : মাকতাবাতুন নূর
প্রথম প্রকাশ : মার্চ ২০২১
লাইবা আলম – :
চারদিকে সুনসান নীরবতা। অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসে রাত জাগা পাখিরা। ঘুমন্ত মানুষের নিশ্বাসে ভারী হয় বাতাস। কোনো কোনো ক্লান্ত শরীরের কাজের ভারে নুইয়ে পড়তে দেখা যায়। এই সময়ে রহমানের এক বিশেষ শ্রেণীর বান্দা নিজেদের দুনিয়াবি কাজ থেকে মুক্ত রেখে রব্বের সামনে নিজেকে উপস্থাপন করে। মাথা নত করে আত্মসমর্পণ করে, চাহিদা পূরণে কাকুতি মিনতি করে, গুনাহের ভারে নুইয়ে আসা শরীরকে অশ্রুস্রোতে ভাসিয়ে দেয়। রব্বের কাছে কি তারা অধিক পছন্দনীয় হবে না তাদের থেকে যারা নিশ্চিন্তে ঘুমিয়ে রাত পার করে দেয়?
“আর আল্লাহর প্রিয় বান্দা তারা, যারা তাদের রবের দরবারে সেজদা করে এবং দাঁড়িয়ে থেকেই রাত কাটিয়ে দেয়।” (সূরা ফুরকান, আয়াত : ৬৪)
🔖বইটি কেন পড়বেন:
রাত্রি জেগে ইবাদতের বিশেষ গুরুত্ব আছে বৈ কি! এ গুরুত্ব এত বেশি যে তা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে অধিক পছন্দনীয় হতে সাহায্য করবে। বইটি থেকে আপনি রাত্রি জেগে ইবাদতের ফযীলত সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও রাত্রি জেগে আদায় করা নামাজের ধরন এবং নিয়মও বইটিতে সুস্পষ্ট করে দেওয়ার আছে। এমনকি রাত্রি জাগরণের আদবও আপনি শিখতে পারবেন এই বইটি থেকে।
🔖প্রিভিউকথন:
কোনো আমল সম্পর্কে অবগত হলে সেই আমলটির ব্যাপারে খুঁটিনাটি জানা আমলটি পালনে উৎসাহিত করে। যেমন আপনাকে যদি কেউ তাহাজ্জুদ পড়ার উপদেশ দেয়; আপনার উচিত হবে তাহাজ্জুদের গুরুত্ব, ফযীলত, নিয়ম ও আদব সম্পর্কে জেনে নেওয়া। এতে আপনি নিজে থেকে আগ্রহ বোধ করবেন আমলটি করার। রাত্রি জেগে ইবাদত করা নিঃসন্দেহে উত্তম আমল। আর এই উত্তম আমলটি পালনে উৎসাহিত করতেই এই বইটির আবির্ভাব। বইটির তিনটি পরিচ্ছদে আপনি পাবেন:
•তাহাজ্জুদের গুরুত্ব
•তাহাজ্জুদের ফযীলত
•তাহাজ্জুদের নামাজ কোন শ্রেণীর ইবাদত
•তাহাজ্জুদের নিয়ম
•রাত্রি জাগরণের আদব
•রাত্রি জাগরনের কারণ
•নফল নামাজের গুরুত্ব
•তারাবির নামাজের গুরুত্ব
•বিতরের নামাজের গুরুত্ব
🔖এক নজরে বইটি:
বই- রাতের আধাঁরে প্রভুর সান্নিধ্যে
মূল- শাইখ সাঈদ ইবনে আলী আল কাহতানী রহ.
অনুবাদ- আব্দুল আহাদ তাওহীদ
মুদ্রিত মূল্য- ২৪০৳
পৃষ্ঠা সংখ্যা- ১৪৪৳
বাইন্ডিং- পেপারব্যাক
Monira khatun – :
“রাতের আধারে প্রভুর সান্নিধ্যে” বইটিতে লেখক শাইখ সাইদ ইবনে আলী আল কাহতানি এ কথাই সুস্পষ্ট করেছেন যে,শেষ রাতের ইবাদতে বান্দা তার প্রভুর ঠিক কতটা নিকটবর্তী হয় প্রিয় হয়,কোন কোন ইবাদতের মাধ্যমে রাতের অন্ধকারে প্রভুর সান্নিধ্যে যাওয়া সম্ভব এটাই স্থান পেয়েছে তার সাবলিল বর্ননাতে।
শর্ট পিডিএফ আলোচনা: বইটি মূলত রাতের আধারে ইবাদতের মাধ্যমে কিভাবে আমরা রবের আরো সান্নিধ্যে পৌছাবো,কিভাবে আল্লাহ তায়ালার আরো প্রিয় বান্দা হয়ে উঠবো সেই পথ নিয়ে লেখা হয়েছে।শুরুতেই সুন্দর সূচনা দিয়ে বইটি শুরু।এরপর রয়েছে লেখক পরিচিতি। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করা হয়েছে।বইটির মূল লেখক সাঈদ ইবনে আলী ইবনে ওয়াহাফ আল-কাহতানী।তার লেখা বইটির সূচিপত্র রয়েছে যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে ধারনা করি।বইটিতে,
তাহাজ্জুদ সালাতের বিস্তারিত
তারাবির সালাত বিস্তারিত
বিতরের সালাত বিস্তারিত
উপরিউক্ত বিষয় নিয়ে বিষদ আলোচনা করা রয়েছে।
Robin – :
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য,
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা দেখানো ফরয বিধান মেনে এবং রাসূল (সাঃ) সুন্নাত মেনে চলার মাঝেই তো রয়েছে সঠিক সফলতা।
তেমনি কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাযে আমাদের জন্য রয়েছে মহা সাফল্য।
আমরা বেশিরভাগ মানুষ তাহাজ্জুদের নামায নিয়ে উদাসীন।
এমন একটি ইবাদত আল্লাহর সাথে চুপিচুপি সাক্ষাৎ কেউ দেখছে না, মানুষ দেখানো ইবাদত হওয়ার চিন্তায় আসবে না ইনশা আল্লাহ।
আর এই তাহাজ্জুদ নামায সম্পর্কে যত জানবো ততই তো আগ্রহ বৃদ্ধি পাবে তাই না?
আয়ান প্রকাশনি থেকে প্রকাশিত হবে “রাতের আাধারে প্রভুর সানিধ্যে” বইটি।
এই বই পড়লে রাতের আধারে প্রভুর সানিধ্যে যাওয়ার আগ্রহ বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ। বইটি পাঠক মনে আলাদা এক ভাবনার সৃষ্টি করবে ইনশা আল্লাহ।
যুব সমাজের পরিবর্তনের নতুন একটি চিন্তাধারা হবে ইনশা আল্লাহ।
বই টি তে কুরআন সুন্নাহর আলোকে রাতের নামায সম্পর্কে বিষধ আলোচনা করা হয়েছে।
বই- রাতের আধাঁরে প্রভুর সান্নিধ্যে
মূল- শাঈখ সাঈদ ইবনে আলী আল-কাহতানী রহ.
পৃষ্ঠা – ১৪৪
মুদ্রিত মূল্য- ২৪০
বাইন্ডিং – পেপারব্যাক
sazzadais – :
রাত আল্লাহ সুবহা’ন ওয়া তাআ’লার অন্যতম এক বিশেষ নেয়ামত। মানুষ সারাদিনের কাজ শেষ করে বিশ্রাম নেয়, প্রশান্তি খুঁজে যাতে করে সে আবার নতুন উদ্যমে কাজ করতে পারে। আর মুমিন বান্দার জন্য সবচে বড় পাওয়া হল আল্লাহ সুবহা’ন ওয়া তাআ’লার আনুগত্য, সান্নিধ্য ও প্রিয়বান্দা হওয়া। রাত্রি জাগরণ বান্দাকে সেই পাওয়াগুলোর সুযোগ করে দেয়। তাহাজ্জুদ হল সেই মাধ্যম যার দ্বারা বান্দা সেই সুযোগ পেতে পারে।
বই সজ্জাঃ
বইটি তিনটি পরিচ্ছদে বিভক্তঃ
প্রথম পরিচ্ছদঃ তাহাজ্জুদ ও রাত্রি জাগরণ
এতে নয়টি পাঠ আছে।
দ্বিতীয় পরিচ্ছদঃ তারাবির সালাত
তৃতীয় পরিচ্ছদঃ বিতিরের সালাত
এতে তেরোটি পাঠ আছে।
প্রিভিউ পিডিএফ অনুভূতিঃ
বান্দা তার আরামের ঘুম, প্রিয়তমা স্ত্রীর সান্নিধ্য – এসব বিসর্জন দিয়ে আল্লাহ সুবহা’ন ওয়া তাআ’লার আনুগত্য ও সান্নিধ্য পাবার জন্য রাতের শেষাংশে তাহাজ্জুদের জন্য জাগ্রত হলে আল্লাহ সুবহা’ন ওয়া তাআ’লা খুশি হন। মুমিন বান্দার অন্যতম একটি গুণাবলি এটি। আল্লাহ সুবহা’ন ওয়া তাআ’লা বলেনঃ
(২৫:৬৪) وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا
অপর আয়াতে আল্লাহ সুবহা’ন ওয়া তাআ’লা বলেনঃ
١٧ كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ
١٨ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ
(৫১:১৭-১৮)
রাসূল (ﷺ) নিয়মিতই তাহাজ্জুদ আদায় করতেন আর আল্লাহ সুবহা’ন ওয়া তাআ’লার কাছে কান্নাকাটি করতেন। অনেক সময়ই এমন হয়েছে যে রাসূলের ( ﷺ) পা ফুলে গেছে তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে।
তাহাজ্জুদ নিয়ে এক দীর্ঘ আলোচনা প্রিভিউ সর্ট পিডিএফ এ স্থান পেয়েছে। সূচিপত্র থেকে বাকী বিষয়গুলো নিয়ে কিছুটা হলেও ধারণা পাওয়া যায়। পাপ মোচন, সম্মান লাভ, বরকত লাভ – সবই পাওয়া যায় তাহাজ্জুদের মাধ্যমে।
রাত্রি জাগরণেরও আদব আছে অন্যান্য সবের ন্যায় – এটি নিয়ে বিস্তারিত আলোচনা আছে বইটিতে। মোট ১৩টি আদবের সন্নিবেশ ঘটানো হয়েছে বক্ষ্যমাণ বইয়ে। এছাড়া কেন রাত্রি জাগরণ – সেটিরও একটি বিস্তারিত আলোচনা আছে এখানে। বিতিরের সালাত নিয়ে এক সুবিস্তার আলোচনা – কয় রাকাআত, কোন রাকাআতে কখন কি কি পড়তে হয়, কিভাবে পড়তে হয়; কিভাবে আদায় করলে উত্তম হয় – এসবই স্থান পেয়েছে। দো’আ কুনুত নিয়েও এক চমৎকার বর্ণনা এতে রয়েছে।
কেন পড়বেনঃ
আসমান ও যমীনে আল্লাহ সুবহা’ন ওয়া তাআ’লার অসংখ্য নিয়ামতের মধ্যে তাহাজ্জুদ আদায় কেবল আল্লাহ সুবহা’ন ওয়া তাআ’লা যেসব বান্দাদের পছন্দ করেন তাদেরকেই এই নিয়ামত দিয়ে থাকেন। বান্দা যদি তেমন প্রিয় বান্দা হতে চায়, তবে বান্দার এ নিয়ে বিস্তারে জানা আবশ্যক। এই আবশ্যকতা পূরণ করবে ইনশাআল্লাহ এই বইটি।