প্রত্যাবর্তন
মুসলিমের ঘরে জন্ম নিয়েও আমি হয়ে পড়ি একজন নামকাওয়াস্তে, টাইটেলধারী, নাম সর্বস্ব মুসলমান। সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি পথ চলতে থাকি। আমার চারপাশ ঘন কালো অন্ধকারে ঢাকা। তবুও, আমার মনে হয় আমিই ঠিক পথে আছি। বাকিসব ভুল, মিথ্যা…
এরকম অন্ধকারের মধ্যে পথ চলতে চলতে একদিন আমার ঘুম ভাঙে। আমি বুঝতে পারি আমি ঠিক পথে নেই। আমার গন্তব্য যেটা হওয়া উচিত ছিলো, আমি সেই পথ থেকে বিচ্যুত। এতোদিন যেটাকে আমি আলো ভেবে এসেছি, সেটা আসলে আলেয়া। হাওয়া আসলেই নিভে যাবে। যেটাকে আমি জীবন মনে করেছি, সেটা আসলে নরক। এক বিশাল পাপের সাগরে হাঁবুডুবু খেতে খেতে আমি ভুলতেই বসেছি যে, বাঁচতে হলে আমাকে তীরে উঠতে হবে। আমি সেই তীরের সন্ধান না করে উল্টো অহংকার আর দর্পের জন্য পুরোপুরিই ডুবতে বসেছিলাম।
আমি চেতনা ফিরে পাই। চোখ মেলে সামনে তাকাই। আমি শুনতে পাই, অদূর থেকে, খুব করুণ আর মায়াভরা স্পর্শে কেউ একজন আমাকে ডাকছে। এই ডাক আমার খুব পরিচিত। আমার খুব চেনা। মনে হচ্ছে, কতো সহস্রবার আমি এই ডাক শুনেছি। কিন্তু কখনোই এই ডাক আমার কাছে এতো আবেদনময়ী মনে হয়নি। কিন্তু, আজকে কেনো যেন এই ডাকটাকে আমার খুব আপন মনে হচ্ছে। চির পরিচিত।
আমি অনুভব করলাম, এই ডাক আমার মধ্যে শিহরণ জাগিয়ে যাচ্ছে। আমার বুকের ভেতর, আমার মনের জগতে তোলপাড় শুরু হয়েছে। কে ডাকে? কে ডাকে আমায়? আমি ছটফট করতে থাকি। আমি শুনতে পাই, তখনও এক মধুর সুরে, এক নৈসর্গিক ঝঙ্কারে কেউ একজন আমায় ডেকে চলেছে…
‘হাই-আল- আস-সালাহহহ…’ ‘হাই-আল-আল ফালাহহহহ…’
আমাকে কল্যাণের পথে কেউ একজন ডেকে চলেছে। আমি সম্বিৎ ফিরে পাই। বুঝতে পারি, এ আমার চিরচেনা সুর। শৈশবের প্রথম কোলাহল। কৈশরের প্রথম ইবাদাতের ডাক… আর আমার যৌবন? হায়! আর একটু হলেই ডুবতে বসেছিলাম…
এভাবেই, মুসলিম হয়েও কতো হাজার হাজার মুসলিম যুবক-যুবতী আজ নিজেদের পথ ভুলে গেছে।
হারানো সেই পথ থেকে কেউ ফিরে আসে, কেউ হারিয়ে যায়। যারা ফিরে আসে, কেমন হয় তাদের গল্পগুলো? জাহিলিয়্যাত থেকে দ্বীনে ফিরে আসা সেই ভাই-বোনদের গল্পগুলো নিয়েই সংকলন হয়েছে- “প্রত্যাবর্তন”।
বইটি সম্পাদনা করেছেন ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ এবং আরজ আলী সমীপে বইয়ের লেখক শ্রদ্ধেয় আরিফ আজাদ ভাই।
বইতে ‘দ্বীনে ফেরা’র গল্প আছে যাদেরঃ
১। Mohammed Touaha Akbar – উল্টো নির্ণয় বইয়ের লেখক
২। ওমর আল জাবির – ‘পড়ো’ সিরিজের লেখক
৩। S M Nahid Hasan – ‘আল কুরআনের ভাষা’ বইয়ের লেখক এবং আল-কুরআনের শব্দসমূহ এর সম্পাদক
৪। Rehnuma Bint Anis – ‘নট ফর সেল‘, বিয়ে‘, জীবনের সহজ পাঠ‘ ‘ওপারে‘ বইয়ের লেখিকা
৫। Shamsul Arefin Shakti – ডাবল স্ট্যান্ডার্ড এবং কষ্টিপাথর বইয়ের লেখক
৬। আরিফুল ইসলাম – আর্গুমেন্টস অফ আরজু এবং প্রদীপ্ত কুটির বইয়ের লেখক
৭। রাফান আহমেদ – বিশ্বাসের যৌক্তিকতা বইয়ের লেখক
৮। Muhammad Mushfiqur Rahman Minar – অন্ধকার থেকে আলোতে বইয়ের লেখক
৯। Ashraful Alam – অ্যান্টিডোট বইয়ের লেখক
১০। Jakaria Masud – ‘সংবিৎ‘ এবং ভ্রান্তিবিলাস বইয়ের লেখক
১১। মাসুদ শরীফ – বিশিষ্ট অনুবাদক ও সম্পাদক। তার অনূদিত কিছু বই: উমার ইবন আল-খাত্তাব রা. ১ম খণ্ড, মনের ওপর লাগাম
আছে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে মলিকুলার বায়োলজি নিয়ে পিএইচডি রত শ্রদ্ধেয় Saifur Rahman ভাইয়ের গল্প, আছে ঢাকা মেডিকেল কলেজ এর Abdullah Saeed Khan ভাইয়ের গল্প, আছে রাজশাহী মেডিকেল কলেজের Nishat Tammim আপুর গল্প, বুয়েটের Kabir Anwar ভাই, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের Ruhul Amin ভাই, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Shihab Ahmed Tuhin ভাই, অষ্ট্রেলিয়া প্রবাসী Mahmudur Rahman ভাই, Armaan Ibn Solaiman ভাই, বুটেক্সের Faisal Bin Yousuf ভাই এবং কলকাতার কিছু রিভার্টেড ভাইদের ইসলামে আসার গল্প নিয়েই লেখা। আশা করছি বইটি উঠতি জেনারেশন, যারা দ্বীন থেকে দূরে আছে, তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, ইন শা আল্লাহ্।
-
-
hotপ্যারাডক্সিক্যাল সাজিদ
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স225 ৳220 ৳কভার: হার্ড কভার পৃষ্ঠা: ১৬৮ বর্তমান যুগ হলো ...
-
featureচিন্তাপরাধ
লেখক : আসিফ আদনানপ্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন190 ৳পৃষ্ঠা - ১৯২ 'যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার ...
-
hotডাবল স্ট্যান্ডার্ড
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আযহার400 ৳280 ৳কিছু লোক ইসলামকে সে শত্রু হিসেবে ...
-
hotডাবল স্ট্যান্ডার্ড ২.০
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন392 ৳290 ৳দ্বীন নিয়ে অজ্ঞতা আমাদের সমাজের রন্ধে ...
-
hotআরজ আলী সমীপে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন260 ৳182 ৳আরজ আলী মাতুব্বর। জন্মেছেন বরিশালে। প্রাতিষ্ঠানিক ...
-
hotজবাব (পেপার ব্যাক)
লেখক : আরিফ আজাদ, জাকারিয়া মাসুদ, ডা. শামসুল আরেফীন, মহিউদ্দিন রূপম, মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার, রাফান আহমেদ, শিহাব আহমেদ তুহিনপ্রকাশনী : সমকালীন প্রকাশন315 ৳220 ৳আমরা হয়ত অনেকেই জানি না, জনপ্রিয় ...
-
hotকষ্টিপাথর
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আযহার360 ৳252 ৳আরবীতে একটা প্রবাদ আছে, كل شيء يرجع ...
-
সংশয়বাদী
লেখক : ড্যানিয়েল হাকিকাতজুপ্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন260 ৳ড্যানিয়েল হাক্বিকাতযু। হালের একজন দা'ঈ ইলাল্লাহ। ...
-
hotহোমো স্যাপিয়েন্স রিটেলিং আওয়ার স্টোরি
লেখক : রাফান আহমেদপ্রকাশনী : সন্দীপন প্রকাশন392 ৳286 ৳মোট পৃষ্ঠা : ১৮৪ (৪ কালার) কভার: ...
-
Mohammad Mayen uddin Robayet – :
আমাদের চারপাশে এমন অনেক আছে যাদের জীবন ঘড়ির সময়টুকু এই অন্ধকার কবরে কেমন যেন দিব্যি কেটে যায়। অনেকে আছে যারা জীবনটাকে হেলে-দুলে রং তামাশার মধ্যে পার করে দিচ্ছে। করছে এক লক্ষ বিহীন জীবন যাপন। বাহ্যিক দিক দিয়ে আমাদের মনে হতে পারে এরা অনেক সুখি কিন্তু আদৌ এরা সুখী নয়। এদের মনের গহীনে ঠিকি একটা হতাশা কাজ করে। রবের স্মরণ না থাকলে কেমনে সে অন্তর সুখে থাকে বলুন? কিন্তু এই নিকষ কালো অন্ধকারের পর্দা ভেদ করে করে যারা আলোর দেখা পায়; কেমন হয় তাদের সেই যাত্রাটা? আর ফিরে আসার পর কেমন হয় তাদের অনুভূতি? প্রত্যাবর্তন বইতে ঠিক এমন কিছু গল্প পাবেন যারা একসময় ফিরে এসেছে নিড়ে। তাদের আপন ঠিকানায়। তারা বুঝতে পারে তাদের জন্য সবকিছু সেক্রিফাইস করা কত মধুর। যারা অনুভব করে ঈমানের এক মিষ্টি স্বাদ। যে স্বাদ পাওয়ার জন্য পরিশ্রম করে সে যুগে যুগে কত আবেগ কত আবিদ আল্লাওয়ালা।
প্রত্যাবর্তন বইয়ের প্রায় প্রতিটি গল্প পড়ার পর আপনার এটাই মনে হবে আসলে আমিও কি সঠিক পথে আছি? নাকি আমারও নিজেকে শোধরানোর দরকার! যারা আমরা গতানুগতিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি কিন্তু প্রাক্টিসিং ইসলাম পালন করি না তাদের জন্য গল্পগুলো দারুন অনুপ্রেণার হবে। আপনার ঈমানকে মজবুত করতে আরও সাহায্য করবে। বিশ্বাস হচ্ছে না তো? একবার পড়ে দেখুন।
rafiqulislamratul18 – :
মোহ আর মিথ্যের মধ্য দিয়ে পথ চলতে চলতে একটা সময় আত্মাগুলো নিমজ্জিত হয় অন্ধকারের অতল গহ্বরে । সেই ভয়ার্ত অন্ধকার কূপ থেকে কেউ আলোর দেখা পায় , কেউ পায় না । কেউ নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নেয়ার সুযোগ লুফে নেয় , কেউ নিজেকে হারিয়ে ফেলে অতল থেকে অতলে । যারা ফিরে আসে , কেমন হয় তাদের গল্পগুলো ? সে রকম একঝাক পরিশুদ্ধ আত্মার গল্প নিয়ে সাজানো হয়েছে বই টি ।
বই টি তে দুই টি অধ্যায় রয়েছে
১ – আলোর পথে যাত্রা
সেখানে তুলে ধরা দেশের শীর্ষ মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, বুয়েট , কুয়েট , অক্সফোর্ড সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আমাদের এক ঝাঁক তরুণ ভাই বোনদের দ্বীনে ফিরে আসার গল্প । এদের কেউ ই মাদ্রাসায় পরেন নি । তবু ও তারা বেলা ফুরাবার আগে ফিরেছেন নীড়ে ।
বইতে ‘দ্বীনে ফেরা’র গল্প আছে যাদেরঃ
১। Mohammad Touaha Akbar – উল্টো নির্ণয় বইয়ের লেখক
২। ওমর আল জাবির – ‘পড়ো’ সিরিজের লেখক
৩। S M Nahid Hasan – ‘আল কুরআনের ভাষা’ বইয়ের লেখক
৪। Rehnuma Bint Anis – ‘নট ফর সেল’, বিয়ে’, জীবনের সহজ পাঠ’ ‘ওপারে’ বইয়ের লেখিকা
৫। Shamsul Arefin Shakti – ডাবল স্ট্যান্ডার্ড এবং কষ্টিপাথর বইয়ের লেখক
৬। আরিফুল ইসলাম – আর্গুমেন্টস অফ আরজু বইয়ের লেখক
৭। রাফান আহমেদ – বিশ্বাসের যৌক্তিকতা বইয়ের লেখক
৮। জাকারিয়া মাসুদ – ‘সংবিৎ’ বইয়ের লেখক
৯। মাসুদ শরীফ – বিশিষ্ট অনুবাদক
বই এ রয়েছে শামসুল আরেফিন ,রাফান আহমেদ ,জাকারিয়া মাসুদ ,শিহাব আহমেদ তুহিন ভাই সহ আরও ভাইদের দ্বীনের পথে ফেরার গল্প ।
২- স্রষ্টার সন্ধানে
সেখানে রয়েছে চারজন নও মুসলিম এর ইসলামের ছায়া তলে আসার গল্প । তাদের একজন ছিলেন ভারতীয় নাস্তিক ।
বই টি তে মোট ২৬ টি প্রত্যাবর্তনের গল্প রয়েছে ।
বই টি যাদের জন্য –
স্কুল , কলেজ , ইউনিভার্সিটি তে পড়া কিশোর , যুবক রা যেন দ্বীনের পথে ফিরতে পারে , তাই তাদের উচিত বই টি পড়া ।
বইটির বিশেষত্ব –
দ্বীনের পথে ফেরার অসাধারণ এক ঝাঁক গল্পের জন্য ই বই টি অনন্য ।
সকলের ই বই টি পড়া উচিত ।
rafiqulislamratul18 – :
বই টি তে দুই টি অধ্যায় রয়েছে
১ – আলোর পথে যাত্রা
সেখানে তুলে ধরা দেশের শীর্ষ মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, বুয়েট , কুয়েট , অক্সফোর্ড সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আমাদের এক ঝাঁক তরুণ ভাই বোনদের দ্বীনে ফিরে আসার গল্প । এদের কেউ ই মাদ্রাসায় পরেন নি । তবু ও তারা বেলা ফুরাবার আগে ফিরেছেন নীড়ে ।
বই এ রয়েছে শামসুল আরেফিন ,রাফান আহমেদ ,জাকারিয়া মাসুদ ,শিহাব আহমেদ তুহিন ভাই সহ আরও ভাইদের দ্বীনের পথে ফেরার গল্প ।
২- স্রষ্টার সন্ধানে
সেখানে রয়েছে চারজন নও মুসলিম এর ইসলামের ছায়া তলে আসার গল্প । তাদের একজন ছিলেন ভারতীয় নাস্তিক ।
বই টি তে মোট ২৬ টি প্রত্যাবর্তনের গল্প রয়েছে ।
বই টি যাদের জন্য –
স্কুল , কলেজ , ইউনিভার্সিটি তে পড়া কিশোর , যুবক রা যেন দ্বীনের পথে ফিরতে পারে , তাই তাদের উচিত বই টি পড়া ।
বইটির বিশেষত্ব –
দ্বীনের পথে ফেরার অসাধারণ এক ঝাঁক গল্পের জন্য ই বই টি অনন্য ।
সকলের ই বই টি পড়া উচিত ।
Md Rezaul Hossain – :
(আল আসর ১০৯:০২)
.
প্রত্যাবর্তন হলো কোনো কিছুর পথে ফিরে আসাকে বোঝায়। এই বই এও তেমন বেশ কিছু ছোট ছোট গল্পের মাধ্যমে আল্লাহ পথে ফিরে আসার কথা উঠে এসেছে।
বেশির ভাগ গল্পগুলোই সচরাচর ঘটে যাওয়া ঘটনাগুলোর মতোই। এখানে লেখকরা সবাই তাদের নিজেদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে ধরেছেন। ঘটনাগুলো আমার কাছে তেমন অভূতপূর্ব কিছু মনে হয় নি। কিছু ঘটনা বাদে মোটামুটি সবই সচরাচর ঘটনার মতোই। গল্পগুলো আমার কাছে অনেকটা অসম্পূর্ণই মনে হয়েছে কিছু গল্প বাদে। যেগুলো আমার কাছে ভাল লেগেছে সেগুলো অসাধারণ।
.
বইটি পড়ে যা পেয়েছি, নিজের আমলের প্রতি গুরুত্ব এর পথ খুঁজে পেয়েছি। বইটি পড়ে নিজেকেও আল্লাহর দিকে প্রত্যাবর্তনের কিছু সুযোগ এর কথা জানতে পেরেছি।
বইটির জনপ্রিয়তা অনেক। কিন্তু আমার কাছে তেমন আহামরি কিছু মনে হয়নি। কেননা গল্পগুলো বেশিরভাগই অসম্পূর্ণ মনে হয়েছে।
সবশেষে, বইটি আমাদের আল্লাহর দিকে প্রত্যাবর্তনের জন্য কিছুটা হলেও সাহায্য করতে পারে।
জাজাকুমুল্লাহ।
#MRHR
Nusrat Lubna – :
মোহ আর মিথ্যের মধ্য দিয়ে পথ চলতে চলতে একটা সময় আত্নাগুলো নিমজ্জিত হয় অন্ধকারের অতল গহ্বরে ৷ সেই ভয়ার্ত অন্ধকার কূপ থেকে কেউ আলোর দেখা পায়,কেউ পায় না ৷ কেউ নিজের আত্নাকে পরিশুদ্ধ করে নেওয়ার সুযোগ লুফে নেয়,কেউ নিজেকে হারিয়ে ফেলে অতল থেকে অতলে ৷ যারা ফিরে আসে, কেমন হয় তাদের গল্পগুলো ?
__________________
বই: প্রত্যাবর্তন
সম্পাদক : আরিফ আজাদ
প্রকাশনী: সমকালীন প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা: ২২১
__________________
হাইয়ার স্টাডি করা ছেলেমেয়েরা প্র্যাকটিসিং মুসলমান হয় না! বিজ্ঞান জানলে, শিক্ষা অর্জন করলে ধর্মের পথ থেকে সরে আসতে হয়- এমন ফালতু যুক্তির চল এখন আর নেই। আর সেটি প্রমাণ করতে ‘প্রত্যাবর্তন বইটি শুনিয়েছে এমনই কিছু প্রত্যাবর্তনের গল্প ৷’
মুসলিম হয়ে ধর্ম থেকে সরে গিয়ে আবার প্র্যাকটিসিং মুসলিম হওয়ার কিছু পবিত্র অনুভূতি গল্প ৷কেমন ছিল তাদের জীবনের গল্প ?
প্রত্যেকের জীবনে কিছু গল্প থাকে ৷ কারও ক্ষেত্রে তা সাদা-কালো,কারো ক্ষেত্রে তা রঙিন ৷ সেই সাদা-কালো,রঙিন চশমার ফ্রেমে তখন দুনিয়া দেখতে চাওয়া তরুণ-তরুণীরা হঠাৎ করেই সন্ধান পায় সত্য ও সরল পথের ৷ খোঁজ পেয়ে বসে আলোর ৷ সত্যের অমৃত সুধা পানের জন্য তাদেরকে ছাড়তে হয় সাদা-কালো,রঙিন চশমার ফ্রেমের দুনিয়া ৷ সেই পথ পাড়ি দিতে গিয়ে হতে হয়েছে শত শত প্রতিকূলতার মুখোমুখি , হতে হয়েছে অপমান-অপদস্থ ৷ চলার পথে ধোকাঁয় পড়েছে তবুও তারা সড়ে দাড়ায় নি ,অটল থাকার চেষ্টা চালিয়ে গেছে ৷
শুধু কি তাই ?যার জন্মই হয়েছে অন্য ধর্মে, সে কি কখনো সন্ধান পায় সিরাতুল মুসতাকিমের ?সেও কি পারে তার পূর্বপুরুষদের ধর্ম,দেবতা,প্রিয়জনের সাথে বিচ্ছেদ, যশ,খ্যাতির বিলাশবহুল জীবন কে তুচ্ছজ্ঞান করে চিরাচরিত এক মহাসত্যের দিকে ধাবমান হতে ?কেউ কেউ পারে ৷ সেই পবিত্রতম আত্মাগুলোর গল্পগুলো পড়তে গিয়ে অশ্রুশিক্ত হয়েছি ৷ তাদের এই পথে তাদের বন্ধু, আশ্রয়দাতা,সাহায্যদাতা একমাত্র আমাদের রব ৷ তাদের গল্পগুলো পড়তে গিয়ে বারবার নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছি কি করেছি আমার ধর্মের জন্য ?
একজন মানুষ চাইলে অল্প সময়েই ইসলামের বাণী মানুষের হৃদয়ে পৌছে দিতে পারে ৷ তার আচরণ দ্বারা এর যথার্থতা প্রতিষ্ঠিত করতে পারে কয়েকটি মূহুর্তেই এক জীবনের খোরাক বিলিয়ে দিতে পারে ৷ তার প্রতিফলন নীড়ে ফিরে আসা আত্মাগুলোর গল্প ৷
নীড়ে ফিরে আসার এই গল্পগুলো নিজের সীমাবদ্ধতা যেন বার বার আমার সামনে ফুটে উঠেছে ৷নিজের পরিবর্তন করসেই আশেপাশের পরিবর্তন সহজ হয়ে যাওয়ার মতো এমন অনেক ঘটনা সম্পাদক? উদ্ধৃত,করেছে ৷ খুব সহজেই নিজের মনমানসিকতা পরিবর্তন এবং নিজেকে খুঁজে পেতে বইটা পড়ার অনুরোধ ৷
যারা বেলা ফুরাবার আগে বইটা পড়ে নিজেকে পরিবর্তন চেষ্টা করছেন তাদের আরো সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবে এই বইটি ইন-শা-আল্লাহ ৷