মা, মা, মা এবং বাবা
সম্পাদনা : আরিফ আজাদ
পৃষ্ঠা : ১৭৬
মা, মা, মা এবং বাবা’ বইটির ফ্ল্যাপ থেকেঃ
পিতা-মাতা এবং সন্তানের মধ্যকার সম্পর্কটাই পৃথিবীর সবচেয়ে মধুর এবং সবচেয়ে সুন্দর সম্পর্ক। এই সম্পর্কের কোথাও কোনো খাঁদ নেই। নেই স্বার্থ কিংবা স্বার্পরতার ছোঁয়া। মায়া, মমতা, আদর, যত্ন এবং নিখাঁদ ভালোবাসার এক অদ্ভুত চক্রে আবর্তিত এই সম্পর্কের প্রতিটি মুহূর্ত। আমাদের জন্ম, বেড়ে ওঠা, শৈশব এবং কৈশোরের গল্পে, আমাদের যুবক হয়ে ওঠার চিত্রপটে তারাই থাকেন মূল ভূমিকায়।
.
অথচ নিয়তির নির্মম পরিহাসে আমাদের জীবনের সেই মহানায়ক আর মহানায়িকা, যারা নিজেদের সবটুকু ঢেলে দিয়ে আমাদের আগলে রাখেন, আমাদের মানুষ করেন, তাদেরকে আমরা আস্তাকুড়ে ছুঁড়ে ফেলি। পরিত্যক্ত জঞ্জালের ন্যায় ভাগাড়ে নিক্ষেপ করি। এমনসব কঠিণপ্রাণ সন্তান, যারা দুনিয়ার লোভ আর মোহে পড়ে বাবা-মা’কে ভুলে যায়, ভুলে যায় তাদের অবদান, ত্যাগ আর তিতিক্ষার গল্প, কেমন হয় তাদের পরিণতি?
.
অথবা, এমনসব সৌভাগ্যবান সন্তান, যারা সবকিছুর বিনিময়ে বাবা-মা’কে আগলে রাখে, ভালোবাসে, যেভাবে শৈশবে তাদের আগলে রেখেছিল তাদের পিতা-মাতা, কেমন হয় সেসকল সন্তানদের যাপিত জীবনের গল্প? সেরকম একঝুঁড়ি গল্পের সমাহার নিয়ে রচিত মা, মা, মা এবং বাবা।
-
-
hotআল-আদাবুল মুফরাদ (দুই খণ্ড)
প্রকাশনী : পথিক প্রকাশন1,150 ৳575 ৳তাহকিক: শাইখ নাসিরুদ্দীন আলবানি রহ. ও শাইখ শুআইব ...
-
hotপুরুষোত্তম (ইসলামের আলোকে মুসলিম পুরুষের বৈশিষ্ট্য)
লেখক : তাইমুল্লাহ আব্দুর রহমানপ্রকাশনী : সীরাত পাবলিকেশন167 ৳125 ৳অমরা রুটিন কেন করি? রুটিনে যে ...
-
hotপরিবার প্যাকেজ
লেখক : ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, মুফতী সাঈদ আহমদ পালনপুরী, মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, আরিফ আজাদ, উম্মে মুসআব, কবীর আহমদ কাসেমি, ফয়সাল বিন আলম, শাইখ ওয়াজদি গুনাইম1,324 ৳920 ৳পরিবার—সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম। পরিবারই হচ্ছে ...
-
hotঅপরের অনুভূতির প্রতি লক্ষ রেখো
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদপ্রকাশনী : রুহামা পাবলিকেশন128 ৳95 ৳কেউ আপনার খিদমতে নিয়োজিত, কখনো কি ...
-
hotযেভাবে মা-বাবার হৃদয় জয় করবেন
প্রকাশনী : পথিক প্রকাশন200 ৳100 ৳অনুবাদ : সামী মিয়াদাদ চৌধুরী বইটি লেখার ...
-
hotশামায়েলে তিরমিজি [নবিজি এমন ছিলেন] (দুই খণ্ড)
প্রকাশনী : পথিক প্রকাশন1,100 ৳550 ৳ব্যাখ্যাগ্রন্থটির বৈশিষ্ট্য * সহজ সাবলীল ভাষায় এবং ...
-
hotউফ বলতে মানা
লেখক : শাইখ আব্দুল মালিক মুজাহিদপ্রকাশনী : দারুল আরকাম360 ৳180 ৳আল্লাহ তাআলা যত জায়গায় তাঁর ইবাদতের ...
-
hotপ্রিয় শত্রু! তোমাকে ধন্যবাদ
লেখক : ড. সালমান আল আওদাহপ্রকাশনী : সীরাত পাবলিকেশন200 ৳150 ৳বাংলা অনুবাদ: আশিক আরমান নিলয় ভাষা সম্পাদনা: ...
-
save offআদর্শ মুসলিম
লেখক : ড. মুহাম্মাদ আলী আল হাশেমীপ্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স300 ৳216 ৳সত্যিকারের ইসলামী ব্যক্তিসত্তার স্বরূপ নির্ণায়ক একটি ...
-
rahenajat7 – :
নাঈম হাসান – :
চিঠি পোষ্ট করতে অপারেটর ব্যাস্ত থাকায় পড়তে বসে গেলাম।
অপারেটর কাজ শেষ করে যকন ডাকলেন—
পৃষ্টার দিকে তাকিয়ে দেখলাম সত্তুর পৃষ্টা শেষ||
পড়ার মত একটি বই||
ছোট বড় সবাই পড়তে পারবে||
S M Osman – :
মো জসিম উদ্দীন – :
বইটিতে মোট ৪৪ টি অধ্যায় রয়েছে যা শুরু হয়েছে প্রকাশকের দোয়ার মাধ্যমে এবং শেষ হয়েছে এক ইয়েমেনির ঘটনা দিয়ে।এর মাঝে সম্পাদকের মনোভাব থেকে শুরু করে মা এবং বাবাকে নিয়ে প্রতিটি অধ্যায়,প্রতিটি বাক্য সাজানো হয়েছে।
সম্পাদক আরিফ আজাদের কথা গুলো সত্যি মন ছুঁয়ে গেছে। ওনি নিজে বলেছেন, এই বইটি সম্পাদন করার সময় ওনার চোখ গড়িয়ে কত অশ্রু ঝরেছে এবং তার সামনে থাকা ল্যাপটপের কি বোর্ড ভিজেছে সেই অশ্রুতেই বুঝা যায় বইটির গুরুত্ব কতখানি। সালেম পাঠ অধ্যায়টির মাধ্যমে একটি সন্তানের জন্ম,তার সুন্দর ভাবে বেড়ে উঠা এবং বাবা মায়ের করা কাজকর্মের ফল স্বরুপ তার ফলাফল কি হতে পারে সুগভীর ভাবে তা বুঝনো হয়েছে। অন্য মানুষ কে নিয়ে ঠাট্টা করা,এবং মানুষদের হেও করা,হিংসা করা সবকিছুর পরিনাম কি হতে পারে তাও বুঝানো হয়েছে এই অধ্যায়ে।আবার যে সন্তান কে দুচোখে দেখতে পারে না,যাকে একটুও আদর করে না,সেই সন্তানের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা তার বাবার তাকদিরে কত সুন্দর হেদায়াত লিখে রেখেছেন। এরপর আছে সন্তান বড়ো হলে নিজের বৃদ্ধ মা কে বৃদ্ধাশ্রমে পাঠানোর মত মর্মান্তিক ঘটনা।
ব্যক্তিগত মতামতঃ
ব্যক্তিগত ভাবে বইটি আমার খুব ভালো লেগেছে। বইয়ের প্রতিটি ঘটনা থেকেই আমাদের কিছুনা কিছু জানার আছে। এই বইটি পরার পরে নিজেদের করা এমন এমন কিছু কাজের কথা মনে হবে যেগুলো আমাদের করা উচিত হয়নি। অন্যদের মনে হবে কি না আমার জানা নেই। তবে আমার মনে হয় বইটি পড়ার পরে প্রত্যেকেরই একটু হলেও নিজের করা কাজের কথা বা ব্যাবহারের কথা মনে পড়বে। সর্বশেষে বলবো লেখক আরিফ আজাদের মা, মা,মা এবং বাবা বইটি সকল সন্তান এর পড়া উচিত। সবার জানা উচিত মা বাবার মূল্য কতটুকু আমাদের জীবনে।ওনাদের অবদান আকাশ ছোঁয়া তা অনুধাবন করুক সকল সন্তান।
সবশেষেঃ
আমি মনে করি আল্লাহ চান তো এই বইটি পড়ে সকল সন্তান তাদের বাবা মায়ের দায়িত্ব পালনে যথাযথ ভুমিকা পালন করবে ইনশাআল্লাহ।
হে আমার রব, আপনি তাদের প্রতি সেভাবে দয়া করুন, যেভাবে তারা শৈশবে আমাকে প্রতিপালন করেছেন। [ সূরা: বনি ইসরাইল, আয়াত:২৪ ]