মা, মা, মা এবং বাবা
সম্পাদনা : আরিফ আজাদ
পৃষ্ঠা : ১৭৬
মা, মা, মা এবং বাবা’ বইটির ফ্ল্যাপ থেকেঃ
পিতা-মাতা এবং সন্তানের মধ্যকার সম্পর্কটাই পৃথিবীর সবচেয়ে মধুর এবং সবচেয়ে সুন্দর সম্পর্ক। এই সম্পর্কের কোথাও কোনো খাঁদ নেই। নেই স্বার্থ কিংবা স্বার্পরতার ছোঁয়া। মায়া, মমতা, আদর, যত্ন এবং নিখাঁদ ভালোবাসার এক অদ্ভুত চক্রে আবর্তিত এই সম্পর্কের প্রতিটি মুহূর্ত। আমাদের জন্ম, বেড়ে ওঠা, শৈশব এবং কৈশোরের গল্পে, আমাদের যুবক হয়ে ওঠার চিত্রপটে তারাই থাকেন মূল ভূমিকায়।
.
অথচ নিয়তির নির্মম পরিহাসে আমাদের জীবনের সেই মহানায়ক আর মহানায়িকা, যারা নিজেদের সবটুকু ঢেলে দিয়ে আমাদের আগলে রাখেন, আমাদের মানুষ করেন, তাদেরকে আমরা আস্তাকুড়ে ছুঁড়ে ফেলি। পরিত্যক্ত জঞ্জালের ন্যায় ভাগাড়ে নিক্ষেপ করি। এমনসব কঠিণপ্রাণ সন্তান, যারা দুনিয়ার লোভ আর মোহে পড়ে বাবা-মা’কে ভুলে যায়, ভুলে যায় তাদের অবদান, ত্যাগ আর তিতিক্ষার গল্প, কেমন হয় তাদের পরিণতি?
.
অথবা, এমনসব সৌভাগ্যবান সন্তান, যারা সবকিছুর বিনিময়ে বাবা-মা’কে আগলে রাখে, ভালোবাসে, যেভাবে শৈশবে তাদের আগলে রেখেছিল তাদের পিতা-মাতা, কেমন হয় সেসকল সন্তানদের যাপিত জীবনের গল্প? সেরকম একঝুঁড়ি গল্পের সমাহার নিয়ে রচিত মা, মা, মা এবং বাবা।
-
-
hotআল-আদাবুল মুফরাদ (দুই খণ্ড)
প্রকাশনী : পথিক প্রকাশন1,000 ৳450 ৳তাহকিক: শাইখ নাসিরুদ্দীন আলবানি রহ. ও শাইখ শুআইব ...
-
hotপুরুষোত্তম (ইসলামের আলোকে মুসলিম পুরুষের বৈশিষ্ট্য)
লেখক : তাইমুল্লাহ আব্দুর রহমানপ্রকাশনী : সীরাত পাবলিকেশন167 ৳117 ৳অমরা রুটিন কেন করি? রুটিনে যে ...
-
hotপরিবার প্যাকেজ
লেখক : ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, মুফতী সাঈদ আহমদ পালনপুরী, মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, আরিফ আজাদ, উম্মে মুসআব, কবীর আহমদ কাসেমি, ফয়সাল বিন আলম, শাইখ ওয়াজদি গুনাইম1,324 ৳967 ৳পরিবার—সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম। পরিবারই হচ্ছে ...
-
hotঅপরের অনুভূতির প্রতি লক্ষ রেখো
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদপ্রকাশনী : রুহামা পাবলিকেশন128 ৳93 ৳কেউ আপনার খিদমতে নিয়োজিত, কখনো কি ...
-
save offসালাফদের আখলাক
লেখক : শাইখ আহমাদ ফরীদপ্রকাশনী : আযান প্রকাশনী178 ৳132 ৳ভাষান্তর ও সম্পাদনাঃঃ রাজিব হাসান শারঈ সম্পাদনাঃঃ ...
-
hotযেভাবে মা-বাবার হৃদয় জয় করবেন
প্রকাশনী : পথিক প্রকাশন200 ৳116 ৳অনুবাদ : সামী মিয়াদাদ চৌধুরী বইটি লেখার ...
-
hotউফ বলতে মানা
লেখক : শাইখ আব্দুল মালিক মুজাহিদপ্রকাশনী : দারুল আরকাম360 ৳196 ৳আল্লাহ তাআলা যত জায়গায় তাঁর ইবাদতের ...
-
hotপ্রিয় শত্রু! তোমাকে ধন্যবাদ
লেখক : ড. সালমান আল আওদাহপ্রকাশনী : সীরাত পাবলিকেশন200 ৳150 ৳বাংলা অনুবাদ: আশিক আরমান নিলয় ভাষা সম্পাদনা: ...
-
save offআদর্শ মুসলিম
লেখক : ড. মুহাম্মাদ আলী আল হাশেমীপ্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স300 ৳216 ৳সত্যিকারের ইসলামী ব্যক্তিসত্তার স্বরূপ নির্ণায়ক একটি ...
-
redwannabil116 – :
বইঃ মা, মা, মা এবং বাবা,
সম্পাদকঃ আরিফ আজাদ,
#প্রথম_কথাঃ
বর্তমান আধুনিকতার যুগে মা-বাবার প্রতি অবহেলা একটি চরম পর্যায়ের সামাজিক বিপর্যয়। প্রায়ই সংবাদপত্রে দেখা যায় মা-বাবাকে বিভিন্ন যায়গায় ফেলে রেখে চলে যায়। যা খুবই হৃদয়বিদারক। অাজকের সন্তানেরা জানেই না যে মা-বাবাকে কিভাবে সম্মান করতে হয়, তাদেরকে কীভাবে বৃদ্ধ বয়সে সাহায্য করতে হয়।
আল্লাহ সুবনাহু ওয়া তায়ালা বলেন,
তোমার রাব্ব নির্দেশ দিয়েছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য কারও ইবাদাত করবেনা এবং মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার করবে; তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে বিরক্তিসূচক কিছু বলনা এবং তাদেরকে ভৎর্সনা করনা; তাদের সাথে কথা বল সম্মানসূচক নম্রভাবে।
(সূরা বানী-ইসরাঈল, আয়াতঃ ২৩)
তাই সর্বদা তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। বিশেষ করে বৃদ্ধ বয়সে উপনিত হলে। তারা আমাদের জন্য কত ত্যাগ স্বীকার করেন। আমাদের জ্বর হলে সারারাত জাগেন। কিন্তু সেই মা-বাবাকে ছেড়ে আমরা পারি দেই বিদেশে। আবার কেউ বিয়ে করে মা-বাবাকে ছেড়ে চলে যাই। বিষয়টা খুবই লজ্জাজনক।
#বইটির_বিষয়বস্তুঃ
বইটি মূলত একঝাঁক গল্পের সমন্বয়ে তৈরি। লেখক বইটি সম্পাদনার মাধ্যমে গল্পগুলোকে আকর্ষনীয় করে তুলেছেন। বইটি বর্তমান যুগের জন্য একটি উপযোগী বই।
বাংলা ভাষায় মা-বাবার প্রতি সন্তানের দায়িত্বের অনেক বই আছে। কিন্তু এই বইটি অন্যসব বই থেকে আলাদা। বইটিতে ভিন্ন অাঙ্গিকে গল্পগুলো সাজানো।
#আমার_অনুভূতিঃ
আমি যতই গল্প গুলো পড়েছি ততই চোখ ভিজে যাচ্ছিল। সত্যিই গল্পগুলো এককথায় অসাধারণ। আমার কাছে অনেক ভালো লেগেছে।
প্রত্যেক সন্তানের যাদের মা-বাবা এখনো জীবিত আছেন তাদের বইটি পড়া উচিত। যাতে তারা মা-বাবার প্রতি দায়িত্ব সম্পর্কে সঠিকভাবে জানতে পারে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা-বাবার সাথে উত্তম ব্যবহার করার তৌফিক দিন। আমিন।
Nusrat Lubna – :
বই : মা , মা , মা এবং বাবা
সম্পাদনা : আরিফ আজাদ
প্রকাশনী : সমকালীন প্রকাশন
বিষয় : আদব,আখলাক
পৃষ্ঠা সংখ্যা : ১৭৫
মুদ্রিত মূল্য : ২৩৫
____________________________________
পিতা-মাতা এবং সন্তানের মধ্যকার সম্পর্কটাই পৃথিবীর সবচে মধুর এবং সবচে সুন্দর সম্পর্ক ৷ এই সম্পর্কের কোনো খাদ নেই , নেই কোনো স্বার্থ কিংবা স্বার্থপরতার ছোঁয়া ৷
____________________________________
[ বিষয়বস্তু ও রিভিউ ]
যাদের ছায়ায় আমরা বাচঁতে শিখেছি , যাদের হাত ধরে আমরা হাঁটতে শিখেছি ৷একসময় আমরা যখন বড় হই তখন সেই হাত, সেই ছায়া ছেড়ে বাইরে বের হয়ে দুনিয়াকে দেখতে থাকি সাদা-কালো-রঙিন চশমার ফ্রেমে ৷ তখন সবকিছু রঙিন মনে হলেও বাবা-মাকে মনে হয় পুরোনো জরাজীর্ণ এক উটকো ঝামেলা যা আমাদের মাথার উপর চাঁপিয়ে দেয়া হয়েছে কোনোরকমে ওটাকে ভাগাড়ে নিক্ষেপ করতে পারলেই বাঁচি ৷ যার দরুণ শোনা যায় প্রায়ই সন্তানেরা বাবা-মাকে রাস্তায় ফেলে দিয়েছে নয়তো পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে ৷ কিন্তু আমরা একবারও কি ভাবি আমাদের সন্তানেরা আমাদের সাথে কি করবো ? ভাবি না , কারণ আমরা জানি আমাদের মাথার উপর একটি ছাদ আছে, জীবনকে উপভোগ করার মতো কারি কারি টাকা আছে ৷ কি হবে আমাদের ! কিচ্ছু হবে না ৷ এমন মনোভাবাপন্ন মানুষদের শেষ পরিণতি ঠিক কেমন হয় ? যার প্রতিফলন ঘটেছে মা,মা,বাবা বইটিতে ৷ আমাদের বাবা-মা আমি/আপনি নামক ছোট একটি চারাগাছকে কতই না আদর, যত্ন, ভালোবাসা, মায়া, মমতা এবং নিখাঁদ ভালোবোসা দিয়ে চারাগাছ থেকে রূপান্তর করেছেন একটি গাছে ৷ আমরা যখন বড় হই তখন এই গাছের ছায়া থেকে বাবা-মাকে দূরে সড়িয়ে সেখানে তৈরি করি আমাদের আপন ভূবন ৷ আমাদের তৈরি করা সেই আপন ভূবনের পরিণতি শেষ পর্যন্ত কি হয় ? জানতে হলে বইটি আপনাকে পড়তে হবে ৷ বইটি না পড়লে হয়তো অজানায় থেকে যেতো , আর আমি তৈরি করে যেতাম আমার আপন ভূবন যেখানে একসময় আলো, বাতাসের অভাবে দমবন্ধ হয়ে মরে যাওয়ার উপক্রম হতো নয়তোবা মরেই যেতাম ৷
কিন্তু সবাই আমার বা আপনার মতো গাছের ছায়ায় আপন ভূবন তৈরি করে না ৷ কেউ কেউ সেই গাছের ছায়ায় বাবা-মাকে নিয়ে থাকে ৷ ছুড়ে ফেলে দেয় না ৷ আচ্ছা তাদের কি আলো-বাতাসের অভাব হয় ! না হয় না, কারণ তারা যে দুনিয়ার বুকে জান্নাতে থাকে ৷ জান্নাতে কোনো কিছুরই অভাব থাকে না ৷ তারা আমাদের মতো দুনিয়ার বুকে জান্নাত খোঁজে না, খোঁজার প্রয়োজন পড়ে না কারণ তারা তো দুনিয়া নামক জান্নাতে আছে ৷
মা , মা , মা এবং বাবা বইটি সাজানো আমার- আপনার জীবনের টুকরো গল্প নিয়ে, যেসব ঘটনার জন্ম দিচ্ছি প্রতিনিয়ত আমরা নিজেরাই ৷
____________________________________
[ পাঠ প্রতিক্রিয়া]
খুব ছোট করে বলতে গেলে কিছু ঘটনা পড়ে মনে হয়েছে আরে এইতো সেদিন আমার আশেপাশে বা আমার সাথেই ঘটেছে ঘটনাগুলো ৷ যার জন্য দায়ী আমি নিজে আর কেউ তো নয় ৷
____________________________________
[ বইটি কাদের জন্যঃ ]
১ ৷ বইটি প্রত্যেক বাবা-মা এবং সকল সন্তানের পড়া জরুরি মানে খুব জরুরি ৷ অত্যন্ত নিজের উপলব্ধির জন্য হলেও ৷
____________________________________
[ ভালোলাগা ]
বইটা ঠিক কেমন তা আমি বলে বা লিখে প্রকাশ করলেও তা অসম্পূর্ণ রয়ে যাবে ৷ বইটা পড়ে তা উপলদ্ধি করতে হবে , আমাদের উপলব্ধির উপর নির্ভর করছে আমাদের করা নিজেদের ভুল সংশোধন করার ৷
Montasir Mamun – :
ratul.nowkhoir – :
#মা_মা_মা_এবং_বাবা
পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হওয়ার পরেই হয়তো মা এর ছোয়ার অনুভূতি পাই। তারপর বাবার। তারা না থাকলে হয়তো এই পৃথিবীর আলোই দেখতে পেতাম না।
মা-বাবা পরম যত্নের ছায়াতলে আমাদের বড় করে তোলেন। আমরা হয়তো ঠিকই বড় হতে থাকি। কিন্তু তাদের কাছে আমরা ঠিক ওই ছোট্ট শিশুটিই থাকি তাদের চোখের মধ্যে। তারা প্রতিটা সময়ই আমাদের চাহিদা পূরণ করেছেন তাদের সাধ্যের মধ্যে থেকে। কিন্তু আমরা কি কখনো পেরেছি তাদের চাহিদা পূরণ করতে? হয়তো পরিনি। শুধু পেরেছি তাদের রাগ দেখাতে, তাদেরকে অকথ্য ভাষায় গালি দিতে।
আল্লাহ্ আমাদের সবাইকে মাফ করুক এবং হেদায়াত দান করুক। আমিন।
আমরা যেমনই হই না কেনো তাদের ভালোবাসার অন্ত নেই। হয় আমরা প্রতিবন্ধী অথবা অন্ধ, বা আমরা একজন সুস্থ মানুষ। তাদের ভালোবাসা ওই সবার জন্যই একই থাকে। তাদের দৃষ্টিভঙ্গি সবার জন্যই সমান। কারণ তারা মা-বাবা।
এই বইটি “শাইখ আবদুল মালিক মুজাহিদের” ‘Loving Our Parents’ বইটি থেকে বেশ কিছু গল্প নেওয়া হয়েছে। আসলে এগুলো তো গল্প নিয়, জীবন থেকে নেওয়া গল্প। আরিফ আজাদ ভাই এই বইটি অনেক দক্ষতার সাথে সম্পাদনা করেছেন।
ভাইয়ের যেমন কীবোর্ড ভিজেছিল তার চোখের পানিতে, আমারও চোখে এক পশলা বৃষ্টি নেমেছিল এই বইটি পড়তে পড়তে। বইটি পড়ে যদি আমরা মা-বাবা কে জড়িয়ে ধরে একবার বলতে না পারি যে, মা-বাবা আমাদের মাফ করে দিও। তাহলে আমাদের হয়তো বুকের মধ্যে কোনো হৃদয় নেই।
আমরা কখনোই তাদের ঋণ পরিশোধ করতে পারবো না। পুরো জীবনে বেশির ভাগ মা-বাবারা আমাদের কর্মকাণ্ডে বিরক্ত হন না। কিন্তু আমরা ঠিকই তাদের প্রতি বিরক্তবোধ দেখাই।
আল্লাহর দোহাই লাগে, আপনারা মা-বাবার প্রতিদিন খোজ করুন, এক মিনিট হলেও কথা বলুন। কেননা, ব্যস্ততার দোহাই দিয়ে তাদের অবহেলা করতে পারেন না।
সময় ফুরিয়ে যাওয়ার আগেই তাদেরকে ভালোবাসুন। এবং তাদের কাছে মাফ চেয়ে নিন আপনার ভুলের জন্য।
বইটি সব সন্তানদের পড়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
#MRHR
saiful islam – :