মা, মা, মা এবং বাবা
সম্পাদনা : আরিফ আজাদ
পৃষ্ঠা : ১৭৬
মা, মা, মা এবং বাবা’ বইটির ফ্ল্যাপ থেকেঃ
পিতা-মাতা এবং সন্তানের মধ্যকার সম্পর্কটাই পৃথিবীর সবচেয়ে মধুর এবং সবচেয়ে সুন্দর সম্পর্ক। এই সম্পর্কের কোথাও কোনো খাঁদ নেই। নেই স্বার্থ কিংবা স্বার্পরতার ছোঁয়া। মায়া, মমতা, আদর, যত্ন এবং নিখাঁদ ভালোবাসার এক অদ্ভুত চক্রে আবর্তিত এই সম্পর্কের প্রতিটি মুহূর্ত। আমাদের জন্ম, বেড়ে ওঠা, শৈশব এবং কৈশোরের গল্পে, আমাদের যুবক হয়ে ওঠার চিত্রপটে তারাই থাকেন মূল ভূমিকায়।
.
অথচ নিয়তির নির্মম পরিহাসে আমাদের জীবনের সেই মহানায়ক আর মহানায়িকা, যারা নিজেদের সবটুকু ঢেলে দিয়ে আমাদের আগলে রাখেন, আমাদের মানুষ করেন, তাদেরকে আমরা আস্তাকুড়ে ছুঁড়ে ফেলি। পরিত্যক্ত জঞ্জালের ন্যায় ভাগাড়ে নিক্ষেপ করি। এমনসব কঠিণপ্রাণ সন্তান, যারা দুনিয়ার লোভ আর মোহে পড়ে বাবা-মা’কে ভুলে যায়, ভুলে যায় তাদের অবদান, ত্যাগ আর তিতিক্ষার গল্প, কেমন হয় তাদের পরিণতি?
.
অথবা, এমনসব সৌভাগ্যবান সন্তান, যারা সবকিছুর বিনিময়ে বাবা-মা’কে আগলে রাখে, ভালোবাসে, যেভাবে শৈশবে তাদের আগলে রেখেছিল তাদের পিতা-মাতা, কেমন হয় সেসকল সন্তানদের যাপিত জীবনের গল্প? সেরকম একঝুঁড়ি গল্পের সমাহার নিয়ে রচিত মা, মা, মা এবং বাবা।
-
-
hotআল-আদাবুল মুফরাদ (দুই খণ্ড)
প্রকাশনী : পথিক প্রকাশন1,000 ৳450 ৳তাহকিক: শাইখ নাসিরুদ্দীন আলবানি রহ. ও শাইখ শুআইব ...
-
hotপুরুষোত্তম (ইসলামের আলোকে মুসলিম পুরুষের বৈশিষ্ট্য)
লেখক : তাইমুল্লাহ আব্দুর রহমানপ্রকাশনী : সীরাত পাবলিকেশন167 ৳117 ৳অমরা রুটিন কেন করি? রুটিনে যে ...
-
hotপরিবার প্যাকেজ
লেখক : ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, মুফতী সাঈদ আহমদ পালনপুরী, মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, আরিফ আজাদ, উম্মে মুসআব, কবীর আহমদ কাসেমি, ফয়সাল বিন আলম, শাইখ ওয়াজদি গুনাইম1,324 ৳967 ৳পরিবার—সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম। পরিবারই হচ্ছে ...
-
hotঅপরের অনুভূতির প্রতি লক্ষ রেখো
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদপ্রকাশনী : রুহামা পাবলিকেশন128 ৳93 ৳কেউ আপনার খিদমতে নিয়োজিত, কখনো কি ...
-
save offসালাফদের আখলাক
লেখক : শাইখ আহমাদ ফরীদপ্রকাশনী : আযান প্রকাশনী178 ৳132 ৳ভাষান্তর ও সম্পাদনাঃঃ রাজিব হাসান শারঈ সম্পাদনাঃঃ ...
-
hotযেভাবে মা-বাবার হৃদয় জয় করবেন
প্রকাশনী : পথিক প্রকাশন200 ৳116 ৳অনুবাদ : সামী মিয়াদাদ চৌধুরী বইটি লেখার ...
-
hotউফ বলতে মানা
লেখক : শাইখ আব্দুল মালিক মুজাহিদপ্রকাশনী : দারুল আরকাম360 ৳196 ৳আল্লাহ তাআলা যত জায়গায় তাঁর ইবাদতের ...
-
hotপ্রিয় শত্রু! তোমাকে ধন্যবাদ
লেখক : ড. সালমান আল আওদাহপ্রকাশনী : সীরাত পাবলিকেশন200 ৳150 ৳বাংলা অনুবাদ: আশিক আরমান নিলয় ভাষা সম্পাদনা: ...
-
save offআদর্শ মুসলিম
লেখক : ড. মুহাম্মাদ আলী আল হাশেমীপ্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স300 ৳216 ৳সত্যিকারের ইসলামী ব্যক্তিসত্তার স্বরূপ নির্ণায়ক একটি ...
-
ratul.nowkhoir – :
#মা_মা_মা_এবং_বাবা
পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হওয়ার পরেই হয়তো মা এর ছোয়ার অনুভূতি পাই। তারপর বাবার। তারা না থাকলে হয়তো এই পৃথিবীর আলোই দেখতে পেতাম না।
মা-বাবা পরম যত্নের ছায়াতলে আমাদের বড় করে তোলেন। আমরা হয়তো ঠিকই বড় হতে থাকি। কিন্তু তাদের কাছে আমরা ঠিক ওই ছোট্ট শিশুটিই থাকি তাদের চোখের মধ্যে। তারা প্রতিটা সময়ই আমাদের চাহিদা পূরণ করেছেন তাদের সাধ্যের মধ্যে থেকে। কিন্তু আমরা কি কখনো পেরেছি তাদের চাহিদা পূরণ করতে? হয়তো পরিনি। শুধু পেরেছি তাদের রাগ দেখাতে, তাদেরকে অকথ্য ভাষায় গালি দিতে।
আল্লাহ্ আমাদের সবাইকে মাফ করুক এবং হেদায়াত দান করুক। আমিন।
আমরা যেমনই হই না কেনো তাদের ভালোবাসার অন্ত নেই। হয় আমরা প্রতিবন্ধী অথবা অন্ধ, বা আমরা একজন সুস্থ মানুষ। তাদের ভালোবাসা ওই সবার জন্যই একই থাকে। তাদের দৃষ্টিভঙ্গি সবার জন্যই সমান। কারণ তারা মা-বাবা।
এই বইটি “শাইখ আবদুল মালিক মুজাহিদের” ‘Loving Our Parents’ বইটি থেকে বেশ কিছু গল্প নেওয়া হয়েছে। আসলে এগুলো তো গল্প নিয়, জীবন থেকে নেওয়া গল্প। আরিফ আজাদ ভাই এই বইটি অনেক দক্ষতার সাথে সম্পাদনা করেছেন।
ভাইয়ের যেমন কীবোর্ড ভিজেছিল তার চোখের পানিতে, আমারও চোখে এক পশলা বৃষ্টি নেমেছিল এই বইটি পড়তে পড়তে। বইটি পড়ে যদি আমরা মা-বাবা কে জড়িয়ে ধরে একবার বলতে না পারি যে, মা-বাবা আমাদের মাফ করে দিও। তাহলে আমাদের হয়তো বুকের মধ্যে কোনো হৃদয় নেই।
আমরা কখনোই তাদের ঋণ পরিশোধ করতে পারবো না। পুরো জীবনে বেশির ভাগ মা-বাবারা আমাদের কর্মকাণ্ডে বিরক্ত হন না। কিন্তু আমরা ঠিকই তাদের প্রতি বিরক্তবোধ দেখাই।
আল্লাহর দোহাই লাগে, আপনারা মা-বাবার প্রতিদিন খোজ করুন, এক মিনিট হলেও কথা বলুন। কেননা, ব্যস্ততার দোহাই দিয়ে তাদের অবহেলা করতে পারেন না।
সময় ফুরিয়ে যাওয়ার আগেই তাদেরকে ভালোবাসুন। এবং তাদের কাছে মাফ চেয়ে নিন আপনার ভুলের জন্য।
বইটি সব সন্তানদের পড়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
#MRHR
saiful islam – :
lightspreads – :
সম্পাদনায়: আরিফ আজাদ
প্রকাশনীঃ সমকালীন প্রকাশন
✅ গায়ের মূল্যঃ ২৩৫ টাকা
✅ পৃষ্ঠা সংখ্যাঃ ১৭৬
বই সম্পর্কে কমন কথাঃ মা, বাবা ও সন্তানদের জন্য পারফেক্ট একটা বই। এই বই পড়বে আর চোখের পানি বের হবে না এটা মনে হয় অষ্টম আশ্চর্য হবে। 😭 যারা সন্তানদের দেয়া কষ্টে মন খারাপ করে আছেন, যারা মা বাবার প্রতি সেভাবে লক্ষ্য রাখতে পারছেন না তাদের ফিরে আসার জন্য বইটি ওষূদের মত কাজ করবে ইনশা আল্লাহ।
🍁 মা, বাবা এর প্রতি ভালোবাসা, ভক্তি, তাদের প্রতি অবহেলার পর ফিরে আসার গল্প আছে এখানে। আবার মা বাবার প্রতি খারাপ আচরনের কারনে দুনিয়ায়তেই নানা বিপদে পড়ার উদাহরন পাওয়া যাবে।
🍁 সন্তানের প্রতি ভালবাসার নিদর্শন এখানে মিলবে। তাদের প্রতি নিজের সব বিলিয়ে দেয়ার গল্প পড়ে চোখ ভিজবে।
🍁 সন্তান লালন পালনের কিছু টিপস যেমন পাওয়া যাবে তেমনি মা বাবার জন্য চক্ষু শীতলকারী হবার নানা টোটকাও মিলবে এই বইয়ে।
🍁 যাদের মা বা বাবা অথবা দুজনেি মারা গিয়েছেন তারা কিছুটা আক্ষেপে ভুগবেন তাদের যথাযথ সম্মান দিতে পারেন নাই এমন অনুভূতি হবার কারনে। তাই যাদের সুযোগ আছে তারা অবশ্যই বইটি পড়ে নিন।
🍁 কয়েকটি গল্পের নাম দেখে নিনঃ মায়ের চিঠি, অনুশোচনার গল্পঃ হারিয়ে ফেলার পর, আনুগত্যের গল্পঃ সঠিক পথের দিশা, মায়ের অভিশাপ, অশুভ পরিনাম, সেতুবন্ধন ইত্যাদি।
🍁 এই বইয়ে কুর আন হাদীসের কিছু ঘটনাও বর্নিত হয়েছে শেষ অধ্যায়ে। নবী, সাহাবী ও অন্যান্য সালেহীনদের জীবনের ঘটনা এখানে দেয়া আছে সুন্দরভাবে।
🍁🍁🍁 পর্যালোচনাঃ বইটি এমন একটি বই যা সবার ঘরে, সব লাইব্রেরীতে থাকার দাবী রাখে। আপনি যদি ছেলে/মেয়ে হোন তাহলে মা বাবাকে। যদি মা বাবা হোন তাহলে ছেলে মেয়েকে বইটি গিফট দিতে পারেন। অথবা এটা এমন একটি বই যা সবাইকে গিফট দেওয়া বা পড়তে দেওয়া যায়। সব জায়গায় রাখা যায়।
✅ রেটিংঃ ১০/১০
আব্দুল বারী – :
রাকিব হোসেন – :