মা, মা, মা এবং বাবা
পিতা-মাতা এবং সন্তানের মধ্যকার সম্পর্কটাই পৃথিবীর সবচেয়ে মধুর এবং সবচেয়ে সুন্দর সম্পর্ক। এই সম্পর্কের কোথাও কোনো খাঁদ নেই। নেই স্বার্থ কিংবা স্বার্পরতার ছোঁয়া। মায়া, মমতা, আদর, যত্ন এবং নিখাঁদ ভালোবাসার এক অদ্ভুত চক্রে আবর্তিত এই সম্পর্কের প্রতিটি মুহূর্ত। আমাদের জন্ম, বেড়ে ওঠা, শৈশব এবং কৈশোরের গল্পে, আমাদের যুবক হয়ে ওঠার চিত্রপটে তারাই থাকেন মূল ভূমিকায়।
অথচ নিয়তির নির্মম পরিহাসে আমাদের জীবনের সেই মহানায়ক আর মহানায়িকা, যারা নিজেদের সবটুকু ঢেলে দিয়ে আমাদের আগলে রাখেন, আমাদের মানুষ করেন, তাদেরকে আমরা আস্তাকুড়ে ছুঁড়ে ফেলি। পরিত্যক্ত জঞ্জালের ন্যায় ভাগাড়ে নিক্ষেপ করি। এমনসব কঠিণপ্রাণ সন্তান, যারা দুনিয়ার লোভ আর মোহে পড়ে বাবা-মা’কে ভুলে যায়, ভুলে যায় তাদের অবদান, ত্যাগ আর তিতিক্ষার গল্প, কেমন হয় তাদের পরিণতি?
অথবা, এমনসব সৌভাগ্যবান সন্তান, যারা সবকিছুর বিনিময়ে বাবা-মা’কে আগলে রাখে, ভালোবাসে, যেভাবে শৈশবে তাদের আগলে রেখেছিল তাদের পিতা-মাতা, কেমন হয় সেসকল সন্তানদের যাপিত জীবনের গল্প? সেরকম একঝুঁড়ি গল্পের সমাহার নিয়ে রচিত মা, মা, মা এবং বাবা।
-
-
hotআল-আদাবুল মুফরাদ (দুই খণ্ড)
প্রকাশনী : পথিক প্রকাশন1,100 ৳528 ৳তাহকিক: শাইখ নাসিরুদ্দীন আলবানি রহ. ও শাইখ শুআইব ...
-
hotপুরুষোত্তম (ইসলামের আলোকে মুসলিম পুরুষের বৈশিষ্ট্য)
লেখক : তাইমুল্লাহ আব্দুর রহমানপ্রকাশনী : সীরাত পাবলিকেশন167 ৳125 ৳অমরা রুটিন কেন করি? রুটিনে যে ...
-
hotপরিবার প্যাকেজ
লেখক : ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, মুফতী সাঈদ আহমদ পালনপুরী, মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, আরিফ আজাদ, উম্মে মুসআব, কবীর আহমদ কাসেমি, ফয়সাল বিন আলম, শাইখ ওয়াজদি গুনাইম1,324 ৳993 ৳পরিবার—সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম। পরিবারই হচ্ছে ...
-
hotঅপরের অনুভূতির প্রতি লক্ষ রেখো
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদপ্রকাশনী : রুহামা পাবলিকেশন128 ৳96 ৳কেউ আপনার খিদমতে নিয়োজিত, কখনো কি ...
-
hotশামায়েলে তিরমিজি [নবিজি এমন ছিলেন] (দুই খণ্ড)
প্রকাশনী : পথিক প্রকাশন1,100 ৳528 ৳ব্যাখ্যাগ্রন্থটির বৈশিষ্ট্য * সহজ সাবলীল ভাষায় এবং ...
-
hotযেভাবে মা-বাবার হৃদয় জয় করবেন
প্রকাশনী : পথিক প্রকাশন200 ৳110 ৳অনুবাদ : সামী মিয়াদাদ চৌধুরী বইটি লেখার ...
-
hotউফ বলতে মানা
লেখক : শাইখ আব্দুল মালিক মুজাহিদপ্রকাশনী : দারুল আরকাম360 ৳198 ৳আল্লাহ তাআলা যত জায়গায় তাঁর ইবাদতের ...
-
hotযে ভালোবাসা আল্লাহর জন্য
প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳ভালোবাসা মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার এবং ...
-
hotপ্রিয় শত্রু! তোমাকে ধন্যবাদ
লেখক : ড. সালমান আল আওদাহপ্রকাশনী : সীরাত পাবলিকেশন200 ৳150 ৳বাংলা অনুবাদ: আশিক আরমান নিলয় ভাষা সম্পাদনা: ...
-
lightspreads – :
সম্পাদনায়: আরিফ আজাদ
প্রকাশনীঃ সমকালীন প্রকাশন
✅ গায়ের মূল্যঃ ২৩৫ টাকা
✅ পৃষ্ঠা সংখ্যাঃ ১৭৬
বই সম্পর্কে কমন কথাঃ মা, বাবা ও সন্তানদের জন্য পারফেক্ট একটা বই। এই বই পড়বে আর চোখের পানি বের হবে না এটা মনে হয় অষ্টম আশ্চর্য হবে। 😭 যারা সন্তানদের দেয়া কষ্টে মন খারাপ করে আছেন, যারা মা বাবার প্রতি সেভাবে লক্ষ্য রাখতে পারছেন না তাদের ফিরে আসার জন্য বইটি ওষূদের মত কাজ করবে ইনশা আল্লাহ।
🍁 মা, বাবা এর প্রতি ভালোবাসা, ভক্তি, তাদের প্রতি অবহেলার পর ফিরে আসার গল্প আছে এখানে। আবার মা বাবার প্রতি খারাপ আচরনের কারনে দুনিয়ায়তেই নানা বিপদে পড়ার উদাহরন পাওয়া যাবে।
🍁 সন্তানের প্রতি ভালবাসার নিদর্শন এখানে মিলবে। তাদের প্রতি নিজের সব বিলিয়ে দেয়ার গল্প পড়ে চোখ ভিজবে।
🍁 সন্তান লালন পালনের কিছু টিপস যেমন পাওয়া যাবে তেমনি মা বাবার জন্য চক্ষু শীতলকারী হবার নানা টোটকাও মিলবে এই বইয়ে।
🍁 যাদের মা বা বাবা অথবা দুজনেি মারা গিয়েছেন তারা কিছুটা আক্ষেপে ভুগবেন তাদের যথাযথ সম্মান দিতে পারেন নাই এমন অনুভূতি হবার কারনে। তাই যাদের সুযোগ আছে তারা অবশ্যই বইটি পড়ে নিন।
🍁 কয়েকটি গল্পের নাম দেখে নিনঃ মায়ের চিঠি, অনুশোচনার গল্পঃ হারিয়ে ফেলার পর, আনুগত্যের গল্পঃ সঠিক পথের দিশা, মায়ের অভিশাপ, অশুভ পরিনাম, সেতুবন্ধন ইত্যাদি।
🍁 এই বইয়ে কুর আন হাদীসের কিছু ঘটনাও বর্নিত হয়েছে শেষ অধ্যায়ে। নবী, সাহাবী ও অন্যান্য সালেহীনদের জীবনের ঘটনা এখানে দেয়া আছে সুন্দরভাবে।
🍁🍁🍁 পর্যালোচনাঃ বইটি এমন একটি বই যা সবার ঘরে, সব লাইব্রেরীতে থাকার দাবী রাখে। আপনি যদি ছেলে/মেয়ে হোন তাহলে মা বাবাকে। যদি মা বাবা হোন তাহলে ছেলে মেয়েকে বইটি গিফট দিতে পারেন। অথবা এটা এমন একটি বই যা সবাইকে গিফট দেওয়া বা পড়তে দেওয়া যায়। সব জায়গায় রাখা যায়।
✅ রেটিংঃ ১০/১০
Marium Rakib – :
জন্মের পরপর প্রত্যেকটি মানবশিশু থাকে খুবই অসহায়। সেই অসহায় অবস্থায় আমাদের লালন পালন করে বড় করে তোলেন আমাদের বাবা মা, জীবনের সবটুকু ঢেলে দিয়ে আমাদেরকে আগলে রাখেন তারা। আমাদের জন্ম, শৈশব, কৈশোর এবং যৌবনের গল্পে তারাই থাকেন মূল ভুমিকায়।
কিন্তু, বড় হওয়ার সাথে সাথে কিছু সন্তান হয়ে ওঠে অকৃতজ্ঞ, যারা দুনিয়ার লোভে পড়ে বাবা মাকে ভুলে যায়। আবার এমন কিছু সৌভাগ্যবান সন্তান ও আছে, যারা সবকিছুর বিনিময়ে বাবা মাকে আগলে রাখে, ভালবাসে, যেভাবে শৈশবে তাদেরকে আগলে রেখেছিলেন তাদের পিতা মাতা।
বইটিতে আছে কিছু সৌভাগ্যবান সন্তানের গল্প, আরো আছে কিছু অবাধ্য সন্তানের গল্প। অবাধ্য সন্তানদের পরিণতি কেমন হয় তাও আছে এই বইতে। বইটির শেষে আছে কুরআন ও হাদীস থেকে নেয়া কিছু ঘটনা।
বইটি কাদের জন্যঃ
আমার মনে হয়, সব সন্তানদের বইটি একবার অন্তত পড়া উচিত। যাদের বাবা মা জীবিত আছেন, বইটি পড়ার পর বাবা মায়ের প্রতি তাদের আচরণ বদলে যাবে। যাদের বাবা মা ইন্তেকাল করেছেন, তারা সালাতে দাঁড়িয়ে বাবা মায়ের জন্য হুহু করে কাঁদবে।
বইটির ভাষা খুবই প্রাঞ্জল। সমকালীন প্রকাশন এর অন্যান্য বইয়ের মত এই বইটিরও কভার, বাইন্ডিং, পেজ মেকাপ খুব চমৎকার।
বইটির পেছনে যারা মেহনত করেছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।
mr.tahmid – :
আল্লাহ সুবহানাহুওয়াতালা আমাদেরকে যেসব অসংখ্য নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলেন আমাদের পিতামাতা। তারা শত ঝড়ঝাপ্টায় পরম মমতায় আমাদেরকে আগলে রেখে তিল তিল করে বড় করে তুলেন। পিতামাতার জন্যে সন্তান হচ্ছে চোখের শীতলতা। আর সন্তানের জন্যে পিতামাতা হলেন আকাশের জ্বলজ্বলে নক্ষত্র, প্রথম বন্ধু, প্রথম শিক্ষক। আমাদের জান্নাতে যাওয়ার অন্যতম অবলম্বন হলেন আমাদের পিতামাতা। তাইতো নবীজির (ﷺ) হাদিস থেকে জানতে পারি, যে ব্যাক্তি তার পিতা ও মাতা উভয়কেই বৃদ্ধ অবস্থায় পেলো অথচ তাদের সেবা করে জান্নাতে যেতে পারলো না, তার জন্যে ধ্বংস। [1]
.
মানুষের একটি বৈশিষ্ঠ্য হল, সে সহজেই কোন নিয়ামত পেলে তার কদর করেনা। যখন সে জিনিসের অভাব বোধ করে, তখন তার মূল্য বোঝে। অথচ মাতাপিতার মত এত বিশাল নিয়ামতের কদর অনেক মানুষ বোঝেনা। মাতাপিতা মারা যাওয়ার পর তাদের কদর বুঝে সেবা না করার আক্ষেপ নিয়ে সারাজীবন ডুকড়ে কেঁদেছে এমন লোক সমাজে অনেক পাওয়া যাবে। তাই প্রতিনিয়ত মাতাপিতার কর্তব্য স্মরণ করিয়ে দেয়ার জন্যে এমন একটি বইয়ের প্রয়োজন ছিল অনেক।
.
বইয়ের কিছু গল্প শায়খ আব্দুল মালেক মুজাহিদের ‘Loving our parents’ বই থেকে নেয়া হয়েছে। কিছু গল্প আরব শায়খদের রচনা থেকে, কিছু গল্প ইন্টারনেট থেকে প্রয়োজনীয় সম্পাদনা করে নেয়া হয়েছে। আছে অন্যান্য জায়গা থেকে নেয়া সুন্দর সব গল্পের সমাহারও।
.
বইটিকে দুইভাগে ভাগ করা যায়। প্রথম অংশে আছে জীবন থেকে নেয়া বিভিন্ন গল্পের সমাহার।
.
প্রথম গল্প হচ্ছে এক মায়ের চিঠি। এ যেন প্রত্যেক মায়ের মনের কথা। সন্তান গর্ভে ধারণ থেকে পৃথিবীর আলো বাতাসে বেড়ে উঠা পর্যন্ত মায়েদের অবদান যে কত বিরাট তা এই লেখাটি পড়ে আরেকবার স্মরণ হবে, চোখ অশ্রুসিক্ত হবে। ইচ্ছে করবে নিজের মাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানাতে।
.
এই বইটা শুধুই মায়েদের গল্প নিয়ে নয়, আছে বাবাদের গল্প, সন্তানের গল্প, সফল পরিবারের গল্প, ব্যর্থ পরিবারের গল্প। বইয়ের গল্পগুলো পড়ে আপনার বোধোদয় ঘটবে। উপলব্ধি করবেন কত বড় নিয়ামতকে আপনি অবহেলা করছেন। নিজের পরিবারকে দেখবেন অন্য রকম মমত্ববোধ থেকে।
.
কিছু গল্প পড়ে আবারও বুঝতে পারবেন, বাবা মায়ের এই ঋণ কখনো শোধ হবার নয়। আমরা যতই উত্তম আচরণ আর খেদমত করিনা কেন, আমরা আমাদের মায়ের একটি দীর্ঘশ্বাসের প্রতিদানও দিতে পারবোনা, ঠিক যেমনটি আব্দুল্লাহ ইবনে উমার (রা) বলেছিলেন (১৭৪ পৃ.)। নেককার সন্তানরাও পিতামাতার জন্যে আশীর্বাদস্বরুপ। সালেম নামক আবিদ সন্তানের কাহিনী পড়েও চোখ মুছতে হতে পারে আপনার।এধরনের অসংখ্য হৃদয়ছোঁয়া গল্পের সমাহার এই বই।
.
কখনো অনুশোচনার আর আক্ষেপের গল্পগুলো পড়ে চোখ মুছবেন। মনে হবে নিজের পিতামাতার সাথেও তো কত বেয়াদবি, অবহেলা করেছি। কখনো সফল পিতামাতার সন্তানের গল্প পড়বেন। উপলব্ধি করবেন তাদের সেবা করার গুরুত্ব, উপলব্ধি করবেন নিজেদের শিশুদেরও সঠিকভাবে লালনপালনের প্রয়োজনীয়তাও।
.
কিছু গল্প পড়ে হয়ত আপনি থেমে যাবেন, সামনে এগুতে পারবেন না। ‘অনুশোচনার গল্পঃ হারিয়ে ফেলার পরে’ গল্পটি ছিল আমার জন্যে তেমনই একটি গল্প। ‘বাবা-মায়ের স্মৃতি’ লেখাটাও অসাধারণ ছিল, লেখক নিজের জীবন থেকে আমাদের বাস্তব উপদেশ দিয়ে গেলেন কীভাবে বাবা মায়ের সাথে সদাচার করতে হবে। ‘সিলাহ রেহমী’ লেখাটি তো দিকনির্দেশনামূলক উপদেশে রচিত এমন রচনা যে বারবার পড়া উচিত। বইয়ের কিছু গল্পে অবাধ্য সন্তান, অবাধ্য ছেলের বউ আর দুঃখ অনুশোচনার কাহিনী পড়ে সেসব থেকে শিক্ষা নেয়ার খোরাক যেমন আছে, তেমনি বাধ্য সন্তান, লক্ষী ছেলের বউদের গল্পও আছে যেগুলো পড়ে অনুপ্রাণিত হবেন। মোটকথা, এতদূর পড়ে মনে হবে, বইটি কমপ্লিট প্যাকেজ, শুধু কুরআন হাদীসের কিছু গল্প জুড়ে দিলেই স্বয়ংসম্পূর্ণ হয়ে যেতো।
.
আর সেজন্যেই হয়ত ২য় অংশে আছে কোরআন-হাদিস থেকে নেয়া কিছু রচনার সংকলন, সালাফদের মাতাপিতার প্রতি ভক্তির কিছু সুন্দর গল্প, হাদীস থেকে নেয়া ঘটনা এবং পিতার সাথে ইব্রাহীম (আ) এর ঘটনা। সব মিলিয়ে সম্পূর্ণ বইটি পরিণত হয়েছে সংগ্রহে রাখার মত একটি অনবদ্য রচনাসম্ভারে।
.
বইটি প্রকাশনীর ড্রিম প্রজেক্ট ছিল। তারা ভালো একটি কাজ উপহার দিতে চেস্টার কমতি করেনি। নজরকাঁড়া প্রচ্ছদ, সুন্দর পৃষ্ঠাসজ্জা, পাঠোপযোগী সুন্দর ও শ্রুতিমধুর লেখনী সবকিছুতেই ছিল যত্নের ছোঁয়া। বানান বিভ্রাট প্রায় চোখেই পড়েনি (৯৭ পৃষ্ঠায় ‘স্বঃপ্ন’ বানানটি ছাড়া)।
.
তবু তারপরেও আমরা যেহেতু মানুষ, ক্রুটিবিচ্যুতিবিহীন কিছু প্রকাশের দাবী আমরা করতে পারিনা। আমার এ বইতে দুটি বড় রকমের অসংগতি নজরে এসেছে। বলে রাখি, অসঙ্গগতিগুলো ফতওয়ার অসম্পূর্ণতা নিয়ে, ভুল নয়। ফুটনোটে সম্পূর্ণ ফতওয়া সংক্ষেপে উল্লেখ করলেই সেগুলো আর অসঙ্গগতি হিসেব থাকবেনা ইনশাআল্লাহ
আব্দুল বারী – :
রাকিব হোসেন – :