কুররাতু আইয়ুন (যে জীবন জুড়ায় নয়ন)
এই লেখা শুধুমাত্র যারা ইসলাম অনুযায়ী পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে জীবনকে সাজাতে চান তাদের জন্য। এখানে ইসলাম মানে একটু বুঝার ব্যাপার আছে। ইসলাম মানে হল— কুরআন এবং কুরআনের ব্যাখ্যা যা নবীজী করেছেন (হাদিস), হাদিসের ব্যাখ্যা যা সাহাবীরা করেছেন (আছার), আছারের ব্যাখ্যা যা তাবেঈরা করেছেন, পূর্ববর্তী উলামাগণ (সালাফ) যার উপর ঐক্যমত পোষণ করেছেন। ইসলামকে বাঁকিয়ে পেঁচিয়ে নিজেদের মনমতো সংজ্ঞায়ন করে সাজিয়ে নিলে সেটা ইসলাম নয়। আল্লাহও যেন খুশি থাকে, আবার শয়তানও যেন নারাজ না হয়— এধরনের ইসলামের সাথে নিঃসম্পর্ক ঘোষণা করছি। মনের মত ব্যাখ্যা যাদের পছন্দ তারা এই বই পড়ে দ্বিমত করা ছাড়া বেশি উপকার পাবেন না।
এখানে সবকিছুই সুন্নাহ সাব্যস্ত, তা কিন্তু নয়। কিছু আছে দলিলসাব্যস্ত, কিছু আছে আলিমগণের নিরীক্ষিত কওল, কিছু আছে কমনসেন্স ও আদব। যদি খটকা লাগে ফিকহীভাবে আস্থাভাজন আলিমের তাহকীক ও পরামর্শ নিবেন। কিতাব যথেষ্ট না, কিতাবের সাথে রিজাল (ব্যক্তি) যুক্ত হলেই ইলম পূর্ণতা পায়। তাই এখানে যা-ই থাকুক, খটকা লাগলে নিজ পছন্দের মানহাজের আলিম থেকে যাচাই করে অনুমোদিত হলে আমল করবেন। ফিকহী বা দীনী যেটুকু শিখেছি পেয়েছি, আপনাদের খিদমতে আরজ করলাম। কারো উপকারে এলে আল্লাহ বান্দাকে সাদাকায়ে জারিয়ার বদলা দিবেন এই আশায় লিখে দিলাম। অভিজ্ঞতালব্ধ ও দীনী ও আদবগত জিনিসগুলোকে মেডিকেল সাইন্সে গুলিয়ে আপনাদের জন্য শরবত বানালাম। মন্দ লাগলে উলামা হযরতগণ তো আছেনই আমাদের সংশোধনে। আলহামদুলিল্লাহ।
-
-
hotপ্যারেন্টিং
প্রকাশনী : ইনস্টিটিউট অব ফ্যামিলি ডেভেলপমেন্ট270 ৳202 ৳আমাদের দেশে কোনো কোনো পিতা-মাতা সন্তানের ...
-
hotসন্তান গড়ার কৌশল
লেখক : জামিলা হোপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন150 ৳111 ৳সম্পাদক- ডা. শামসুল আরেফীন বাগানে ফুল ফুটুক, ...
-
hotনবীজির সংসার ﷺ
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ267 ৳198 ৳অনুবাদ: আয়াতুল্লাহ নেওয়াজ পৃষ্ঠা: ১৬৭ হার্ড কভার নবীজি! আমাদের ...
-
hotলাভ ক্যান্ডি (হার্ডকভার)
লেখক : জাফর বিপিপ্রকাশনী : নিয়ন পাবলিকেশন330 ৳244 ৳পৃষ্ঠা ১৭৬ কভার: হার্ড কভার একজন স্বামী কী ...
-
hotকুররাতু আইয়ুন ২ (যে জীবন জুড়ায় মনন)
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ270 ৳200 ৳ডা. শামসুল আরেফীনের পেশা চিকিৎসা। কিন্তু ...
-
featureভালোবাসার চাদর
লেখক : ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্সপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন195 ৳একটি গল্প শুনেছিলাম। দাম্পত্য অশান্তির তিক্ত ...
-
hotস্বামী স্ত্রীর অন্তরঙ্গ সম্পর্কের বিধি
লেখক : মুহাম্মাদ বিন আদাম কাউসারিপ্রকাশনী : ইলহাম ILHAM280 ৳204 ৳অনুবাদ: আবরার নায়িম পর্ন বা সিনেমায় যেমন ...
-
hotশিশুমনে ঈমানের পরিচর্যা
লেখক : ড. আইশা হামদানপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন300 ৳222 ৳অনুবাদ: আবু আব্দুল্লাহ সম্পাদনা- সাজিদ ইসলাম মোট পৃষ্ঠা ...
-
hotপারিবারিক বিপর্যয়ের কারণ
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদপ্রকাশনী : রুহামা পাবলিকেশন80 ৳59 ৳অনুবাদক : আব্দুল্লাহ ইউসুফ সম্পাদক : মুফতি ...
-
Mahira – :
.
★বিষয়বস্তুঃ
প্রফেশনালরা আপনার জীবনের সৌন্দর্যের পূজারী নয়। তারা শুধুমাত্র আপনার সার্ভিসিং নিয়েই তটস্থ। আপনার ছেলে মানুষ হলো কিনা, মেয়ে বিপথে চলে গেলো কিনা তা দেখা তাদের বিষয়বস্তুর মধ্যে পড়েই না। আপনার ডিভোর্সে তাদের কিচ্ছু আসে যায় না কিংবা আপনার মা-কে বৃদ্ধাশ্রমে কেন পাঠালেন তার কৈফিয়ত ও চাইতে আসবে না। স্রেফ আপনার কাজ নেওয়ার জন্যই তাদের এত রঙচঙা আয়োজন, এত এত….
এই বইটি আমাদের সিলেবাসের সেই অসূর্যম্পশ্যা অংশটুকু নিয়েই, যেগুলো কখনো আলোর মুখ দেখে নি।
সহজে বলা যেতে পারে, নয়ন জুড়ানো জীবনের সাবলীল প্রেশক্রিপশান। অতি সূক্ষ্ম চিন্তাধারা আর লেখকের অসাধারণ জীবনদর্শনকে গৎবাঁধা প্রবন্ধে মলাটবদ্ধ না করে বরং লেখক একে প্রাণবন্ত আড্ডার মতো করে পাঠকের সামনে তুলে ধরেছেন। যেন লেখক বলে চলেছেন আর আমরা শুনছি। বর্তমান পরিবার আর গুণে ধরা সমাজব্যবস্থার সমস্যাগুলোর সূক্ষ্মতম দিকটিও চিহ্নিত করে দেখিয়েছেন, যেসব নিয়ে আমাদের ভাবারই ফুরসত হয় না। সেইসাথে যুগপৎভাবে দেখিয়েছেন কুরআন-হাদিসের আলোকে যুগোপযোগী সমাধানের আলোকবার্তিকা।
.
ভূমিকা সহ বইটিতে মোট ১১টি টপিক
নিয়ে আলোচনা করেছেন লেখক। প্রতিটি টপিকের সাবলীল আলোচনা আর লেখকের নিজের জীবনের সাদৃশ্যতার সাথে সুকৌশল উপস্থাপন বইটির বিশেষত্ব আরো কয়েক চামচ বাড়িয়ে দিয়েছে।
.
★সারসংক্ষেপঃ
প্রথম টপিকটি হলো পরিবারের দাওয়াহ নিয়ে। গোড়াতেই লেখক তার দেখা একটি ঘটনার স্মৃতিচারণ করেন যেটি পরিবারের দাওয়াহ’র বিষয়টি আরো সুগভীর উপলব্ধির হেতু হয়ে যায়। আমরা অনেকেই বাইরে দাওয়াহ’র কাজে ভীষণ সচেতন। কিন্তু পরিবারের দাওয়াহ’র বিষয়ে বেখেয়াল অথবা কোথা থেকে শুরু করবো বুঝে উঠতে পারিনা। এই টপিকটি পড়লে আপনি আপনার সমাধান পাবেন ইনশাআল্লাহ। লেখক বিভিন্ন আঙ্গিকে চমৎকার কিছু কৌশল অবলম্বন করেছেন।
পৃথক পৃথকভাবে পিতামাতা, স্বামী-স্ত্রী, সন্তান সন্ততির মনোজগৎ বিশ্লেষণ করে দাওয়াহ’র কৌশল শিখিয়ে দিয়েছেন।
পরবর্তী টপিকে বিয়ে নিয়ে আলোচনা। আজকালকার বিয়ে মানেই ফ্যান্টাস্টি তথা ফিতনা! নিজেদের অবস্থান থেকে সরে গিয়ে আমরা পশ্চিমা ও হিন্দুয়ানী রুসুমের দিকে ঝুঁকে পড়েছি। এত্তোসব রেওয়াজের ভিড়ে তাই আজ পাত্রীর বাবারা কন্যা দায়গ্রস্ত আর পাত্রপক্ষ যৌতুক আর দেনাপাওনার লোভে বিভৎস!
অথচ, ইসলামে বিয়ে কত সহজ আর চক্ষুশীতলকারক। আমরাই আজ বিয়েকে কঠিন করে ফেলেছি, তাই তো চারিদিকে হারাম সম্পর্ক আর জিনার ছড়াছড়ি।
লেখক এই টপিকে ইসলামিক্যালি বিয়ে নিয়ে আলোচনা করেছেন। বিয়ের চেষ্টা ও নিয়ত, পাত্র-পাত্রী নির্বাচন, যৌতুক পরিহার, মাহর, পর্দা সহ বিয়ের সর্ববিষয় আলোচনা করেছেন। ‘মসজিদে বিয়ে’ কিংবা ‘খেজুর ছিটানো’র- মতো কিছু হারিয়ে যাওয়া সুন্নাহ’র কথা তুলে ধরেছেন
.
তৃতীয় টপিকটির শিরোনামঃ “বরফ গলবেই”!
এটা হলো পরিবারের অধিক গুরুত্বপূর্ণ অংশটি। বর্তমানে পারিবারিক মেলবন্ধনের অভাব পবিত্র সম্পর্কগুলোকে অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। প্রায় প্রতিটি পরিবারেই বইছে অশান্তির কালোবাতাস। এর কারণ ও প্রতিকারের বিষয়টিই হচ্ছে এই টপিকের আলোচ্য বিষয়।
ভাইয়েরা কিভাবে মা ও বউয়ের মাঝে ব্যালেন্স রেখে সংসার চালাবেন, বোনেরা কিভাবে শাশুড়ীর মন জয় করবেন, এমনকি শশুড়-শাশুড়ীরা কিভাবে সবকিছু মেইনটেইন করবেন, তারই সুস্পষ্ট ও চমৎকার দিকনির্দেশনা দিয়েছেন লেখক এই অংশে।
এর পরের আলোচ্য বিষয় সন্তান জন্মের আগে ও পরে মায়ের করণীয় বিষয়াবলী। সন্তান জন্মের আগেই সন্তানের তারবিয়াহ শুরু হয়। তাই গর্ভকালীন সময় মায়েরা কি কি আমল করবেন তথা সন্তানকে কি কি শেখাবেন, তার পদ্ধতিগুলো তুলে ধরা হয়েছে। যুগপৎ মেডিক্যাল সাইন্স ও ইসলামিক্যালি প্রসূতি মায়েদের যত্ন,খাবারদাবার গর্ভকালীন ও গর্ভপরবর্তী করণীয় ও বর্জনীয় বিষয়াদির প্রতি আলোকপাত করা হয়েছে।
.
এরপরে কবি মানবশিল্পীদের গান গেয়েছেন। নিশ্চয়ই ভাবছেন মানবশিল্পী কারা?
আপনার ঘরে মমতাময়ী মা কিংবা আপনার আপনার স্ত্রী-ই আপনার উত্তর, যারা গৃহস্থালীর প্রতিটি কর্ম প্রত্যহ নিখুঁত ভাবে করে। যার নিপুণ হাতে গড়ে উঠে পৃথিবীর নিপুণতম শিল্প। লেখক তার নাম দিয়েছেন মানবশিল্প।
লেখক আহবান করেছন ভোগবাদীর দাসত্ব থেকে বেরিয়ে এসে দুনিয়া দেখতে। ক্যারিয়ারিজম কখনোই ঐতিহ্যবাহী মানবশিল্পের আরাধ্য হতে পারেনা। ইসলাম নারীদের আয় করার সুযোগ দিয়েছে, তবে তা নিজস্ব সত্তাকে ভুলে নয়। এই মানবশিল্পের খাতিরেই ইসলাম নারীদের অব্যহতি দিয়েছে রোজগারের বাধ্যবাধকতা, যুদ্ধের দায়িত্ব কিংবা শাসন থেকে!
নারীবাদীর চক্করে নিজ শিল্পকে বেখেয়াল বুয়ার হাতে তুলে দিয়ে আনফিট একটা প্রজন্ম গড়ার জবাবদিহি নারীরা কিভাবে করবে? সেটাই সময়ের দাবী।
৬ষ্ঠ টপিক সন্তানের তারাবিয়াহ নিয়ে। সন্তানের দীক্ষার ব্যাপারে আজকাল মা-বাবারা উদাসীন বলা চলে। বুঝতে শিখার আগেই কিন্ডারগার্টেনে পাঠিয়ে দিয়ে নিজেরা বেমালুম বেখেয়াল হয়ে যায়। এই টপিকে সন্তানদের দীক্ষাগুরু হয়ে মা-বাবার করণীয় পদ্ধতিগুলোই হাইলাইট করেছেন লেখক।
.
এর পরের টপিকটি সমাজের সেই অংশটিকে নিয়ে, যারা দ্বীন সম্পর্কে বেখবর! এদের দুনিয়ার মোড়কে দীন গিলানোর অসাধারণ ও ভিন্ন কর্মপন্থার উল্লেখ করেন লেখক। আমরা মাদ্রাসাকে ইসলামিক শিক্ষা অর্জনের একমাত্র উৎস হিসেবে মনে করি। অথচ একটা বৃহৎ অংশ, যারা কিনা জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তাই লেখক প্রস্তাব করেছেন দ্বীনী স্কুল-কলেজ, দ্বীনী হাসপাতাল দ্বীনী মার্কেট তৈরী করার যেগুলো এই বেখেয়াল অংশটা ব্যবহার করে। এতে করে দুনিয়ার মোড়কে এদের ইসলামের মৌলিক বিষয়গুলো জানানোর কাজ হয়ে হয়ে যাবে।
.
এরপরের টপিক নাস্তিক্যবাদ নিয়ে। নাস্তিক্যবাদ বর্তমানের বহুল আলোচিত বিষয়ের মধ্যে একটি। এদের ভিত্তিহীন ও আক্রমণাত্মক কথাবার্তার জবাব না দেওয়ার অনুরোধ করেছেন লেখক। আর যারা জানতে আগ্রহী, তাদের লিংক, বই ইত্যাদি দেওয়ার সাজেস্ট করেছেন। সাথে আরো অনেকগুলো টিপস ও দিয়েছেন।
পরের টপিকটি হলো অর্থময় জীবন। নিজের আখলাক দ্বারা অন্যকে প্রভাবিত করার ভূমিকা যে কতটা ফলদায়ক তা’ই এখানে আলোচ্য। দাওয়াহ’র ক্ষেত্রে একজন দাঈ’র ধৈর্য্য আর নমনীয়তা কিভাবে মানুষকে প্রভাবিত করে, তার বাস্তব উদাহরণ হিসেবে লেখক দেখিয়েছেন মুফতী তালহার দাওয়াতের সাফল্য। নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন আপনার আদর্শে আকৃষ্ট হয়ে মানুষ আপনার সান্নিধ্য কামনা করে। দ্বীন এমনই, যা কিনা মানুষকে পাগল করে দিতে পারে যেমনটি মহামানব নবীজি (সঃ) এর আখলাকের গুণে মুমিন-মুশরিক সবাই পাগল ছিলো। লম্বা বয়ানে বোঝানোর জিনিস না, দেখানোর জিনিস। ঠিকঠাক দেখিয়ে দিতে পারলেই কেল্লাফতে!
লেখক বলেন, নিশ্চয়ই এ দ্বীন বিজয়ী হওয়ার জন্য এসেছে। দেখার বিষয় এটাই যে, এই বিজয়ে আপনার-আমার ভূমিকা কতটুকু!
.
সর্বশেষে লেখক একজন অমুসলিমের প্রশ্নের যৌক্তিক ও আবেগী উত্তর দিয়েছেন। প্রশ্নোত্তরের ভূমিকক শেষে লেখক বলেন, অন্য ধর্মমত তিনি সম্মান করেন না, আবার অবমাননাও করেন না। কিন্তু একটা কুকুর বিড়ালে পুড়তে থাকলে,তাকে বাঁচানো মানবতার দাবী! সেখানে আমারই অমুসলিম ভাই ভুল উত্তরের কারণে নরকের ৭০ গুণ তেজের আগুনে পুড়বে, এটা আমরা কিভাবে সহ্য করি?
আরো দু’ চামচ আবেগ মিশ্রিত করে দেন লেখক শেষটায়, “এবার বলুন, দাওয়াত কি অপমান, নাকি আকুতি-সম্পর্কের দাবী-শেষ চেষ্টার আবেগ?
.
★বই সম্পর্কে কিছু কথাঃ
– ১১৮ পৃষ্ঠার এই ছোট্ট বইয়ে আছে নয়ন জুড়ানো জীবন প্রাপ্তির মূল্যবান সব থিওরী। আপনি বইটি পড়বেন আর নিজেদের জীবনের অন্তঃসারশূন্যতার কথা উপলব্ধি করবেন, সেই সাথে পেয়ে যাবেন পরিবর্তনের আলোকছটা; একটা কম্পলিট গাইডলাইন।
-বইয়ের ফুডনোটে টীকা ব্যবহার আলোচনাকে আরো বোধগম্য করেছে। সেইসাথে লেখকের শব্দচয়নের বৈচিত্র্যতা আর পটু লিখনশৈলী প্রসঙ্গ’কে আরো উপভোগ্য করে তুলেছে।
– বইয়ের প্রচ্ছদটা ভীষণ সুন্দর। প্রচ্ছদ দেখেই যে কারো পড়তে ইচ্ছে করবে বইটা।
সম্পর্কের বন্ধনের মতো কুররাতু আইয়ুন-কে দুটো সেফটিপিন আটকে রেখেছে একত্রে আর উপর দিয়ে বইছে রহমতের বারিধারা। মাশাআল্লাহ ♥
– বইয়ের বাইন্ডিং যথেষ্ট ভালো ও পেপারব্যাক কোয়ালিটির।
★নেতিবাচক দিকঃ
– বস্তুত, বইটি অনেকাংশেই ফেইসবুকীয় স্টাইলে লেখা, যেটা লেখক নিজেই স্বীকার করেছেন। তাই, সাধারণ মানুষরদের কিছু বিষয় সাবলীলভাবে বুঝাটা সময়সাপেক্ষ হতে পারে! আর, দু-একটি বানান ভুল (হয়তো টাইপিং মিসটেক) ছাড়া সবকিছুই আকর্ষণীয় বইটার।
.
★শেষকথাঃ
অত্যন্ত প্রয়োজনীয় এই বইটি পড়ার অনুরোধ সবাইকে। আল্লাহ আমাদের দ্বীনী জীবনযাপনে অভ্যস্ত হওয়ার তাওফিক দান করুন।
.
★রেটিং- ১০/৯
halimabdullah019 – :
.
বই: কুররাতু আইয়ুন : যে জীবন জুড়ায় নয়ন
লেখক: ডা. শামসুল আরেফীন
.
প্রাককথন:
কিছু বই পড়লে লেখকের জন্য বারবার দু’আ আসে। কখনো সেটি ঠোঁট নেড়ে, কখনো হৃদয়ের গভীর থেকে। কুররাতু আইয়ুন এমন এক বই, যা শুধু সমস্যা চিহ্নিত করেই থামেনি, বরং সমাধানের প্র্যাক্টিক্যাল পথটি দেখিয়ে দিয়েছে।
.
বই পর্যালোচনা:
আমরা অনেকেই পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য নোট খাতা তৈরি করতাম। আলোচ্য বইটিকে আমার কাছে তেমনই একটি নোট খাতার মত মনে হয়েছে। বইটির গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটু পরিচিতি দেওয়া যাক।
.
অধ্যায়: পরিবারে দাওয়াহ
যদি পিতা-মাতা ও স্ত্রী ইসলাম থেকে বিমুখ থাকে, তবে তাঁদের দাওয়াত দিতে হবে নিজের আমল-আখলাকের দ্বারা। শুধু মুখের কথায় তাঁদের পরিবর্তনের সম্ভাবনা কম। লেখক তার দাবির পক্ষে একাধিক উদাহরণ দেখিয়েছেন—নিজ পরিবার ও অন্যদের। স্বামীকে পরিবর্তনের ক্ষেত্রে তাকে কীভাবে বোঝাতে হবে, সে আলোচনাও এসেছে।
.
অধ্যায়: বিয়ে
বিয়ের আগেই বিয়ের প্রস্তুতি নিতে হবে সুচারুরূপে। পর্ন, হস্তমৈথুনসহ সকল বদ-অভ্যাস ত্যাগ করতে হবে।
লেখক বিয়ের নিয়ত ও উদ্দেশ্য উল্লেখ করেছেন ৬ টি পয়েন্টে। কিছু আমলের কথা বলেছেন, যেগুলোর মাধ্যমে নেককার জীবনসঙ্গী পাওয়া যায়। এরপর তিনি পাত্রী দেখার ক্ষেত্রে উল্লেখযোগ্য দিক ও নিয়মাবলী আলোচনা করেছেন পয়েন্ট আকারে। তারপর বিয়ে কীভাবে করতে হবে সে আলোচনা।
.
অধ্যায়: বরফ গলবেই
প্রথম অংশে ভাইদের উদ্দেশ্যে অনেক কথা বলা হয়েছে—কীভাবে স্ত্রীর সাথে উত্তম দাম্পত্য কায়েম করতে হবে, কীভাবে স্ত্রী এবং শাশুড়ি মায়ের সাথে সম্পর্কটা ভালো করবে, এক্ষেত্রে ভাইদের কী করণীয় ইত্যাদি।
এরপর বোনদের উদ্দেশ্যেও লেখক কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সর্বশেষ হবু শ্বশুর-শাশুড়িদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু রিমাইন্ডার (স্মরণিকা) দেওয়া হয়েছে।
.
অধ্যায়: আঁতুড়ঘর : ভেতরে ও বাইরে
এই অধ্যায়টির প্রায় সবটাই গর্ভবর্তী মায়েদের উদ্দেশ্যে। গর্ভাবস্থায় জীবনযাত্রা কেমন হবে, খাদ্যাভ্যাস কেমন হবে, রাত্রিকালিন সময়টা কীভাবে কাটবে ইত্যাদি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে। এরপর তিনি প্রসবকালীন ও প্রসবের পরবর্তী অবস্থা ও নবজাতকের ব্যাপারে কী করণীয় তাও বলে দিয়েছেন চিকিৎসাবিজ্ঞান এবং ইসলামের আলোকে। (উল্লেখ্য, লেখক একজন রেজিস্টার্ড ডক্টর)
.
অধ্যায়: মানবশিল্প
লেখকের এই প্রবন্ধটি মুসলিম বোনদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করবে। এই প্রবন্ধে তিনি নারীদেরকে মানবশিল্পী তথা মানুষকে গড়ে তোলার কারিগর হিসেবে মূল্যায়ন করেছেন। ক্যারিয়ারিস্টিক মা-বোনেরা নিরপেক্ষ মন নিয়ে পড়লে তাদের চোখ খুলে যাবে।
.
এরপর দুটো অধ্যায়ে সন্তানের দীক্ষা (নৈতিকতা) এবং শিক্ষা কীভাবে হবে, তা নিয়ে আলোকপাত করা হয়েছে। অতপর যারা দ্বীনের জন্য আর্থিকভাবে বড় কিছু করতে চান তাদের জন্য নির্দেশিকা এবং কিছু আইডিয়া শেয়ার করেছেন।
.
আরো কয়েকটি প্রবন্ধের বিষয়বস্তু বলা থেকে বিরত থাকতে হচ্ছে, কারণ রিভিউ বড় হয়ে যাচ্ছে।
.
পাঠ-প্রতিক্রিয়া:
এককথায় বলতে গেলে বইটি পড়ে আমি মুগ্ধ। লেখক বইটি কথ্য ভাষার ঢঙে সাজিয়েছেন, বাক্যগুলো যত পারা যায় সংক্ষিপ্ত করেছেন। আবেগ ঢেলেছেন বিভিন্ন স্থানে স্থানে। সম্পাদক মাওলানা আব্দুল্লাহ্ আল মাস’ঊদ সাহেবের কথা আলাদা করে বলতে হয়। বইটিকে সুখপাঠ্য করার জন্য তাঁর সমৃদ্ধ টীকাগুলো অসাধারণ ভূমিকা রেখেছে। পাঠককে প্রায় কোনো প্রশ্নই করার সুযোগ রাখেননি।
.
আসলে তাত্ত্বিক বই বাজারে বহু পাওয়া যায়, কিন্তু এমন প্র্যাক্টিক্যাল বইয়ের দেখা পাওয়া যায় না। অথচ অনেকগুলো তাত্ত্বিক বইয়ের চেয়েও এমন একটি প্র্যাক্টিক্যাল বই অধিক কার্যকর (ওয়াল্লাহু আলাম)।
.
বইটিকে সাহিত্য হিসেবে পাঠ না করে গাইড বুক হিসেবে পাঠ করলে ভালো হবে। কারণ এখানে কথ্য ভাষায়, আলোচনার ঢঙে অনেক কথা এসেছে। স্টাইলটা ভালোই লেগেছে পড়তে। বইয়ের পাতার মান, প্রচ্ছদ ও বাইন্ডিং—সবকিছুই ভালো হয়েছে; কোনো অভিযোগ নেই।
.
নেতিবাচক দিক:
কিছু স্থানে লেখক সংক্ষিপ্ত করতে গিয়ে এমনভাবে বাক্য তৈরি করেছেন, যার ফলে বাক্যগুলো খাপছাড়া মনে হয়েছে। কোথাও কোথাও শব্দচয়ন ভালো লাগেনি। তাছাড়া বইটির লেখা কখনো ফেইসবুকের স্ট্যাটাসের মত মনে হবে। যারা “ফেইসবুকীয় দ্বীনি কমিউনিটি” থেকে দূরে, তারা কিছু স্থান সহজে বোঝে ওঠতে পারবে না।
.
একনজরে বই পরিচিতি:
• বই: কুররাতু আইয়ুন
• লেখক: ডা. শামসুল আরেফীন
• সম্পাদনা: আব্দুল্লাহ্ আল মাস’ঊদ
• বইয়ের ধরণ: মোটিভেশনাল
• প্রকাশনী: মাকতাবাতুল আসলাফ
• পৃষ্ঠা: ১১৮ (মান ভাল)
• মুদ্রিত মূল্য: ১৭৫ টাকা
• বাইন্ডিং: পেপারব্যাক
• প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি, ২০১৯
হাফিজুর রহমান সালেহী – :
মাসুদুর রহমান – :
নাদিয়া ইকবাল – :