ফিতনা থেকে বাঁচুন
অনুবাদক : মারগুব ইরফান
ফিতনা, এই নামটি শুনেই চমকে উঠলেন, চমকে উঠার কিছুই নেই। এটা তো মহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। শেষ যুগটা হবে ফিতনার যুগ। এখন আমরা সেই যুগেই দিনাতিপাত করছি। ফিতনার এই কালো থাবায় মানুষ একেবারেই কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়েছে। সবাইকে গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। ফিতনার এই ভয়াবহতা দিন দিন এতোই বেড়ে চলেছে যে, বিশেষ থেকে সাধারণ কেউই এর থেকে নিরাপদ নয়।
এখন এই নাজুক পরিস্থিতিতে ফিতনা থেকে কিভাবে বাঁচবো, পরিত্রাণের উপায় কি? লেখক বেশ গোছালোভাবে এখানে উপস্থাপন করেছেন। লেখক এখানে ফিতনাকে দু’ভাগে ভাগ করেছেন। ইলমী ফিতনা এবং আমলী ফিতনা। কোন্ ফিতনা কিভাবে প্রতিহত করতে হবে সেটাও অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন।
পাঠক! এ বইয়ের একেকটি লাইন যখন পড়বেন তখন মনে হবে এই ফিতনাগুলো প্রতিনিয়তই ঘটছে আমাদের সমাজে। যেমন-মনে করুন, দলের মধ্যে মতবিরোধ করা, অবাধে ফটো তোলা, বস্তুবাদীদের বস্তুবাদী ফিতনা, বিদ্বান ও কলামিস্টদের ফিতনা, নারী স্বাধীনতা ও বেপর্দার ফিতনা
ইত্যাদি। এ জাতীয় অনেক বিষয় এখানে উল্লেখ করছেন।
মোটকথা লেখক এ কিতাবে বর্তমান সমাজের যত অঙ্গনে ফিতনা ঢুকে পড়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন এবং এর থেকে উত্তরণের উপায় কি হতে পারে তাও বিশেষ ভঙ্গিমায় ব্যক্ত করেছেন।
-
-
hotচিন্তাপরাধ
লেখক : আসিফ আদনানপ্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন190 ৳180 ৳পৃষ্ঠা - ১৯২ 'যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳114 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotশিকড়ের সন্ধানে
লেখক : হামিদা মুবাশ্বেরাপ্রকাশনী : সমকালীন প্রকাশন430 ৳314 ৳পৃষ্ঠা সংখ্যা: ২৯৬ টি কভার: পেপার ব্যাক ‘Know ...
-
save offসাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ
লেখক : ড. আইশা হামদানপ্রকাশনী : সীরাত পাবলিকেশন334 ৳234 ৳অনুবাদ: সিফাত-ঈ-মুহাম্মদ সম্পাদনা: ডা. শামসুল আরেফীন পৃষ্ঠা সংখ্যা: ...
-
hotগল্পগুলো অন্যরকম
লেখক : সিহিন্তা শরীফা, আনিকা তুবা, আফিফা আবেদিন সাওদা, আরমান ইবন সোলাইমান, আরিফ আজাদ, আরিফ আবদাল চৌধুরী, আরিফুল ইসলাম, আলী আবদুল্লাহ, জাকারিয়া মাসুদ, নুসরাত জাহান, মাহমুদুর রহমান, যাইনাব আল-গাযি, শারিন সফি, শিহাব আহমেদ তুহিন, শেখ আসিফ, সাদিয়া হোসাইন, সানজিদা সিদ্দীক কথাপ্রকাশনী : সমকালীন প্রকাশন350 ৳245 ৳জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ ...
-
hotহিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব
লেখক : ইফতেখার সিফাতপ্রকাশনী : নাশাত220 ৳150 ৳সম্পাদক : মুহাম্মাদ আফসারুদ্দীন পৃষ্ঠাসংখ্যা : ১৬০ বাঁধাই ...
-
save offআল-কুরআনের শব্দসমূহ
লেখক : ইমরান হেলালপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন550 ৳440 ৳কুরআন বোঝার নিমিত্তে আমরা অনেক কোর্স ...
-
save offশয়তান যেভাবে ধোঁকা দেয় (তালবিসে ইবলিস)
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : দারুল আরকাম700 ৳385 ৳ভাষান্তর : মুফতি আবু সাআদ পৃষ্ঠা : ৪৮০ দ্বিতীয় ...
-
hotজিন ও শয়তানের জগৎ
লেখক : ড. উমার সুলায়মান আল আশকারপ্রকাশনী : সীরাত পাবলিকেশন280 ৳210 ৳জিন, শয়তান—এই দুটো বিষয় নিয়ে আমাদের ...
-
hotতিনিই আমার রব (২য় খণ্ড)
লেখক : শাইখ ড. রাতিব আন-নাবুলুসিপ্রকাশনী : সমকালীন প্রকাশন260 ৳182 ৳সম্পাদনা : উস্তায আবুল হাসানাত কাসিম, ...
-
alommahi666 – :
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় যুগের কয়েক বছর পরই শুরু হয় ফেতনার মুখ।একে একে মুমিনদের পরীক্ষা ও হতে থাকে। কিন্তু নববী যুগের নিকটবর্তী হওয়ায় তাদের ঈমান এতটাই মজবুত ছিল যে,ফিতনার আধিক্যতা থাকা সত্ত্বেও এর পরিধি ছিল আমল পর্যন্ত সীমাবদ্ধ। অন্তরের দৃঢ় বিশ্বাস সুচারুরূপে সংরক্ষিত ছিল। কিন্তু কয়েক যুগ পর থেকেই শুরু হয় ইমান ও ইয়াকীনের মধ্যে দূর্বলতার জোয়ার।
ফিতনা ও এর থেকে বাঁচার উপায় সম্পর্কে জানতে হলে এই বইটি পড়া জরুরী।
বই:-ফিতনা থেকে বাঁচুন
লেখক:-শাইখ ইউসুফ বিন্নুরী রহ.
অনুবাদক:-মারগুব ইরফান
বিষয়:-ইসলামী জ্ঞান চর্চা
প্রকাশনী:-আয়ান প্রকাশন
প্রচ্ছদ মূল্য:-২৮০
বাঁধাই:-পেপার ব্যাক
পৃষ্ঠা:-১৮৪
Sara Binte Anwar – :
ফিতনা! বর্তমান সময়ের সবচেয়ে পরিচিত শব্দ। আরবি ভাষায় যার সামগ্রিক অর্থ পরিক্ষা। পরিভাষায় ফিতনা বলা হয় যেই জিনিস মানবিক জ্ঞান ও সংকল্পের কারন হয় এবং তাকে সরল পথ থেকে বিচ্যুত করে।
আজ থেকে প্রায় চৌদ্দশ বছর আগে আমাদের প্রিয় নবি (সাঃ) এর ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি বলেছিলেন শেষ যুগ হবে ফিতনার যুগ। আমরা এখন হয়তো সেই যুগেই পদার্পন করেছি। কারন সবাই এখন পাপের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। অনিয়মই হয়ে যাচ্ছে নিয়ম। ফিতনার এই নিকষ কালো থাবায় মানুষ হয়ে পড়ছে কান্ডজ্ঞানহীন। ফিতনার এই মহামারী ছড়িয়ে পড়েছে সর্বত্র। যার প্রভাব পড়ছে বিশেষ থেকে সাধারণ সবার মাঝে। চারিদিকে আজ শুধু ফিতনার ছড়াছড়ি।
খুন, গুম, হত্যা, অন্যায়-অবিচার, বেহায়াপনা, অশ্লীলতা রাহাজানি, অপহরণ সমাজে মারাত্মক আকার ধারণ করেছে।
মানবিকতা ও পাশবিকতা একাকার হয়ে গেছে। চারদিকে অশান্তি আর অরাজকতা বিরাজ করছে।
মানুষের ভেতর থেকে নৈতিকতা হারিয়ে গেছে।
প্রত্যেক জাতিই কমবেশি ফিতনার সম্মুখীন হয়েছেন।
সেই ধারাবাহিকতায় আমরা যে যুগে উপনীত হয়েছি মানুষ এটাকে ফিতনার যুগ বলে আখ্যায়িত করে।
আর এই ফিতনার যুগে ইমান টিকিয়ে রাখা আগুনের আঙ্গার হাতে রাখার মতো। এর কারন নবি কারীম (সাঃ) এর যুগ থেকে আমাদের দূরত্ব যতই বাড়ছে ফিতনার অন্ধকারও তত বাড়ছে।
আল্লাহর রাসূল (সাঃ) ইরশাদ করেছেন—আমি দেখছি তোমাদের ঘরে বৃষ্টির ফোটার ন্যায় ফিতনা আসছে।
পবিত্র কুরআনে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন।
ইরশাদ হয়েছে,
আল্লাহর কাছে ফিতনা হত্যা অপেক্ষা মারাত্মক। [সূরাঃ বাকারা, আয়াত —২১]
বইটি পড়া কেনো প্রয়োজনঃ
_________________________
নববী যুগ থেকে দুরত্ব যত বাড়বে, ফিতনাও তত প্রকট হতে থাকবে। দেখা যায় বর্ষাকালে বৃষ্টি হলে আলমারিতে রাখা কাপড়গুলোতেও এক ধরনের আদ্রতা চলে আসে। তদ্রুপ পাপাচার ও গুনাহের কারনে বদ আমলের ফিতনার সময়ে নেককারদের অন্তরও এর দ্বারা প্রভাবিত হয়।
তাই এসব ফিতনার সম্পর্কে জানতে, এসব ফিতনা থেকে বাঁচতে, এই ফিতনার সময়েও নিজের ইমান ঠিক রাখতে বইটি পড়া অতীব জরুরী।
কারন লেখক এ বইয়ে ফিতনা কি, কতো প্রকার থেকে শুরু করে সমাজের যত অঙ্গনে ফিতনা ঢুকে পড়েছে সেগুলো সম্পর্কে আমাদের অবগত করেছেন।
এবং তা উত্তরণের উপায় কি তাও তিনি সবিস্তারে আলোচনা করেছেন। এছাড়া বইটি লেখা হয়েছে অত্যন্ত সহজ সাবলীল ভাষায়। যে কোনো পাঠক সহজেই অনুধাবন করতে পারবেন।
পাঠকবৃন্দ যদি বইটি পড়েন, অনেক অজানা বিষয়ে জ্ঞান লাভ হবে। জানা হবে না জানা অনেক সমাধান।
বইটি পড়ে সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ।
বই পরিচিতিঃ
____________
বইঃ ফিতনা থেকে বাঁচুন
লেখকঃ শাইখ ইউসুফ বিন্নুরী রহ.
অনুবাদকঃ মারগুব ইরফান
বিষয়ঃ সমকালীন ফিতনা ও তার প্রতিকার
প্রকাশনীঃ আয়ান প্রকাশন
প্রচ্ছদ মূল্যঃ ২৮০ টাকা।
বাঁধাইঃ পেপার ব্যাক
পৃষ্ঠাঃ ১৮৪
Tahmina Akter – :
মহানবি হযরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভবিষ্যৎবাণীতে বলেছেন – “শেষ যুগটা হবে ফিতনার যুগ”। আর আমরা সেই যুগটার মধ্য দিয়ে অতিবাহিত করছি।ফিতনার এই অশুভ থাবায় মানবজাতি তার মানবিক গুণগুলোকে খুইয়ে দিচ্ছে।নিজের নফসের উপর নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলেছে।
মহানবী (স.)হাদিসে ইরশাদ করেছিলেন -” আমি দেখছি তোমাদের ঘরে বৃষ্টির ফোঁটার ন্যায় ফিতনা আসছে”
(-ইবনে মাজাহ,হাদিস নং-৩৯৯৪)
আজকে আমাদের সমাজে সেই ভবিষ্যৎবাণীরই প্রতিফলন ঘটছে।
সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ফিতনা, ফিতনার কুফল এবং এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয় সে সম্পর্কেই বর্ণনা করা হয়েছে এই বইতে……
সবমিলিয়ে অসম্ভব সুন্দর এবং যুগোপযোগী বই এটি…….🍀🖤
মোহাম্মাদ মুসাব্বীর – :
.
বই:- ফিতনা থেকে বাঁচুন
মূল:- শাইখ ইউসুফ বিন্নুরী রহ.
অনুবাদ:- মারগুব ইরফান
মুদ্রিত মূল্য:- ২৮০৳
পৃষ্ঠা সংখ্যা- ১৮৪
বাইন্ডিং- পেপারব্যাক
.
ফিতনা আরবি শব্দ। এর অর্থ হলোঃ পরীক্ষা। এর অবশ্য আরও অর্থ রয়েছে যেমনঃ নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা, অন্তর্ঘাত, চক্রান্ত, বিপর্যয়, প্রভৃতি। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মানুষ কি মনে করে যে, ‘আমরা ঈমান এনেছি’ বললেই তাদের ছেড়ে দেওয়া হবে, আর তাদের পরীক্ষা করা হবে না?’’ (সুরা আনকাবুত, আয়াত : ২)
উল্লিখিত আয়াতে ‘য়ুফতানুন’ শব্দটি ‘ফিতনা’ থেকে এসেছে, যা পরীক্ষার অর্থে ব্যবহৃত হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। ইরশাদ হয়েছে, আল্লাহর কাছে ফিতনা হত্যা অপেক্ষা মারাত্মক। (সুরা বাকারা, আয়াত : ২১৭) .
প্রিয় নবী হযরত মুহাম্মদ﴾ﷺ﴿ স্বীয় উম্মতদের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। রাসুল (সা.)-এর বিভিন্ন হাদিসে ফিতনার বিভিন্ন আলামত সম্পর্কে ধারণা পাওয়া যায়। হাদীসে রাসূল সা. বলেছেন, নিশ্চয়ই ফিতনা আসবে, তখন বসে থাকা ব্যক্তির চেয়ে শয়নকারী এবং দাঁড়ানো ব্যক্তির চেয়ে হেঁটে চলা ব্যক্তি উত্তম হবে। তিনি বলেন, যার উট আছে সে যেন তার উটের সঙ্গে, যার বকরী আছে সে তার বকরীর সঙ্গে এবং যার জমি আছে সেতার জমি নিয়ে ব্যস্ত থাকে। এক সাহাবী তাকে প্রশ্ন করলেন, যার এসব কিছুই নেই? তিনি বললেন, সে যেন তার তলোয়ারের দিকে মনোনিবেশ করে এবং পাথরের আঘাতে তরবারির ধার চূর্ণ করে দিয়ে নিরস্ত্র হয়ে যায়। অতঃপর যথাসাধ্য চেষ্টা করে সেই ফিতনা হতে বাঁচার। (আবু দাউদ, হাদীস নং ৪২৫৬)
.
শেষ যুগটা হবে ফেতনার যুগ এটাই হযরত মুহাম্মদ﴾ﷺ﴿ এর ভবিষ্যদ্বানী।এখন আমরা সেই যুগেই দিনপাত করছি। এ ফেতনার যুগে মানুষ একেবারে কান্ডজ্ঞানহীন হয়ে পড়েছে। ফিতনার এই ভয়াবহতা দিন দিন এতই বেড়ে গেছে যে, কেউই এর থেকে নিরাপদ নয়। এই ফিতনার কারনে সমাজে বিশৃঙ্খনা লেগেই আছে। বেহায়পানা অশ্লীলতা সাধারন হয়ে গেছে। এমন কোন অপরাধ নেই যা এখন হচ্ছে না । সাধারন মানুষ ও নৈতিকতা হারিয়ে ফেলছে। চারদিকে শুধু অশান্তি আর অশান্তি ।
.
তাই আমাদেরকে এ থেকে বাচার জন্য ফিতনার আলামত সম্পর্কে জানতে হবে এবং উত্তরণের উপায় বের করতে হবে। যা ফিতনা থেকে বাচুন এ বই এ লেখক তার সাধ্যমত অত্যন্ত চমৎকার ভাবে সমাজের যত অঙ্গনে ফিতনা ঢুকে পড়েছে সেগুলা সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন এবং এ ফিতনা থেকে উত্তরণের উপায় কী তাও তিনি বিশেষ ভঙ্গিমায় ব্যক্ত করেছেন। এছাড়াও আর নানা বিষয় লেখক এই বই এ অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাষায় তুলে ধরছে। তাই সবার বইটা একবার হলেও পড়া উচিত।
ফাহিম – :
‘ফিতনা আরবি শব্দ।আরবিতে এর অর্থ হলো পরীক্ষা।সব ধরণের পরীক্ষাকেই ফিতনা বলে।যে কোনো কিছু যা হেদায়াতের পথ থেকে বিচ্যুত করে তাই ফিতনা’
আমাদের আগের উম্মতের মধ্যে যেরকম ফিতনা ছিল,উম্মতে মুহাম্মদীও ফিতনার সম্মুখীন হবে।এসকল ফিতনার সব রাসুল সা. বলেছেন এবং এ থেকে কিভাবে বাচতে হয় তাও শিক্ষা দিয়েছেন।
রাসুল সা. বলেছেন,”তোমরা পূর্ববর্তী উম্মত তথা ইহুদি,খ্রিস্টান, মুশরিকদের পদাঙক অনুসরণ করে চলবে।এবং তাদের অনুকরণ ও অনুসরণ এতো বেশি হবে যে,যদি তাদের কেউ গুইশাপের গর্তে প্রবেশ করে তাহলে তোমারাও তাতে প্রবেশ করবে,অর্থাৎ অনর্থক কাজ-কর্মে পরিপূর্ণ ভাবে তাদের অনুসরণ করবে।”(মুসলিম শরীফ, ২৬৬৯)
হাদিসটি দেখে বুঝা যায় এই উম্মতের মাঝে ফিতনা কিভাবে মাথা চাড়া দিয়ে বসবে।
আমরা যদি না জানি যে কিভাবে ফিতনা কি এবং কিভাবে তাথেকে বাঁচতে হয় তাহলে আমরা কিভাবে হেদায়াত প্রাপ্ত হবো?অথচ ১৪০০ বছর আগেই বাচার উপায় বলেছিলেন রাসুল সা.।উক্ত বইটি মূলত এই বিষয়েই লেখা।
বইটির বৈশিষ্ট্য সমূহ –
১.সকল হাদিসের রেফারেন্স যুক্ত।
২.ফিতনা সংক্রান্ত হাদিস নিয়ে বিস্তারিত আলোচনা।
৩.ফিতনা হতে বাচার উপায়।
৪.ফিতনার সময় হেদায়েতের পথে থাকাত মাপকাঠি বিশ্লেষণ
সমসাময়িক ফিতনা সমূহ নিয়ে লেখা একটি অসাধারণ বই।😊