দুআর মহিমা
মন খারাপের কথা, জীবনের সব চাওয়া-পাওয়ার কথা আপনার রবকে বলুন। মনের মাধূরী মিশিয়ে দু’আ করুন তাঁর কাছে। দুনিয়ার মানুষের কাছে বলে কি লাভ (!)
দুনিয়ার মানুষ তো কোনো উপকার করতে পারবে না। তারা আপনার কোন চাওয়া পূর্ণ করতে পারবে না। চাওয়া-পাওয়া তো আছে কেবল রবের কাছে, যিনি চাইলে অকল্পনীয়ভাবে মুহুর্তের মধ্যে সব ঠিক করে দিতে পারেন। তপ্ত মরুভূমিময় হৃদয়কে করে দিতে পারেন বৃষ্টিস্নাত সবুজ-সতেজ উদ্যান। হৃদয়ের দর্পণে লিখে রাখুন এই আয়াতকে-
‘অচিরেই আপনার রব আপনাকে এরূপ দান করবেন, যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। (সূরা আদ- দুহা: ৫)’ কখনো কখনো দেখবেনআপনার দু’আগুলো রব কবুল করছেন না। আপনি যা চেয়েছেন, তা আপনি পাচ্ছেন না। তখন আপনি হতাশ হবেন না। আপনি দু’আ করতেই থাকুন। দু’আতে দৃঢ় হোন। দেখবেন, একদিন হঠাৎ করে আপনার দু’আগুলো কবুল হয়ে যাবে। যে দু’আ করতে গিয়ে আপনার কন্ঠ হয়েছিল কান্না ভিজরিত। চোখ দিয়ে ঝরেছিল জলধারা। সেই দু’আ যখন হুট করে রব কবুল করে নিবেন, সেদিনও আপনার চোখ জোড়া ভিজে উঠবে আনন্দের অশ্রু-কণায়। সেদিন হয়ত ফিসফিস করে বলে উঠবেন ‘হে আমার রব, আমি তো আপনাকে ডেকে কখনো নিরাশ হইনি।
-
-
সকাল-সন্ধ্যার দুআ ও যিক্র ( দুআর বই, দুআ কার্ড একত্রে)
লেখক : শায়খ আহমাদুল্লাহপ্রকাশনী : আস-সুন্নাহ ফাউন্ডেশন পাবলিকেশন্স33 ৳পকেট সাইজের এই পুস্তিকায় সকাল-সন্ধ্যার বিভিন্ন ...
-
hotরাহে বেলায়াত
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স550 ৳385 ৳আল্লাহ কুরআনে বলেন, "তোমরা আমার যিকির ...
-
save offকুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন
প্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স70 ৳51 ৳অনুবাদ: হাফেয মাহমুদুল হাসান পৃষ্ঠা ৯৭ পকেট সাইজ ...
-
featureঘর সাজান দুআ দিয়ে (দুআ স্টিকার)
প্রকাশনী : মাকতাবাতুল বায়ান75 ৳সংখ্যা: ১০ টি দুআ স্টিকার (১০ ...
-
hotআস-সুন্নাহ প্যাকেজ (৩টি বই একত্রে)
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স1,290 ৳903 ৳উস্তাদ মুহাম্মাদ হুবলস বলেন, "আমরা রসূল ...
-
save offহিসনুল মুসলিম- যিকর, দো‘আ, চিকিৎসা
লেখক : সাঈদ ইবনে আলী আল কাহতানীপ্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স180 ৳130 ৳কুরআন-সুন্নাহ থেকে সংগৃহীত যিকর ও দো‘আ ...
-
hotশব্দার্থে হিসনুল মুসলিম (পকেট সাইজ)
লেখক : সাঈদ ইবনে আলী আল কাহতানীপ্রকাশনী : দারুস সালাম বাংলাদেশ150 ৳87 ৳আল্লাহ কুরআনে বলেন, "তোমরা আমাকে স্মরণ ...
-
hotবান্দার ডাকে আল্লাহর সাড়া
লেখক : সাঈদ ইবনে আলী আল কাহতানীপ্রকাশনী : মাকতাবাতুল বায়ান500 ৳365 ৳দুআ, যিকর ও রুকইয়ার উপরে বিশ্বে ...
-
Rahath Ahmed – :
যে জিনিসটা আল্লাহর কাছে সম্মানিত আমরা ওই জিনিসটা “খালি দুয়া করলে কি হবে” বলে ইগো দেখিয়ে (নাউজুবিল্লাহ) অবহেলা করি।
আমরা বর্তমানে খুব বেশি বস্তুবাদি হয়ে পড়ছি,আমরা আদ্ধাতিকতা থেকে দূরে সড়ে যাচ্ছি।
অতচ একমাত্র দুয়াই তকদির চেঞ্জ করতে পারে,আপনার আগত এবং চলমান বিপদকে একমাত্র দুয়াই মোকাবেলা করে অস্ত্রের মতো।
কিন্তু আমরা মনে করি আমাদের বুদ্ধি,প্রচেষ্টা,পরিকল্পনা আমাদের জন্য যথেষ্ট তাই তো দুয়া শুনলেই আমরা কেন নাক সিটকাই।
অতচ এই দুয়ার মাধ্যমে কত অসম্ভব যে সম্ভব হয়েছে তা আপনার আমার কল্পনার বাইরে।
আমরা কত ভুলে আছি।
যে আল্লাহর কাছে দুয়া করে না তাকে নিজের কাছে সোপর্দ করা হয়,
নিজের কাছে সোপর্দ করার মানে হচ্ছে বাস্তবতার হাতে ছেড়ে দেওয়া অর্থাৎ দুনিয়া যেভাবে চলছে সেভাবেই পাবেন ওইভাবে না করলে পাবেন না।
এর জন্যই তো আমাদের লাইফে এতো হতাশা,সমস্যা যার মুল কারন আল্লাহর রহমতকে ছোট করে দেখা আর এই শাস্তি হিসেবে আল্লাহ আমাদের নিজের হাতে আমাদের ছেড়ে দেন।
“দুয়ায় মহিমা” বইটি পড়লে এই দুয়া নামক অস্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে পারবেন।
খুবই ভালো একটি বই।
sayful islam – :
বইটি পড়তে গিয়ে আমি বার বার থেমে গিয়েছি
একেকটা লেখা বারবার পড়েছি পত্যেক বারই অন্তরে ধাক্কা খেয়েছে কখনো কখনো চোখ বেয়ে পানি পড়েছে।
বইটি পড়ার সময় মনে হয়েছে আল্লহই আমার আপন। আমার সকল কিছুর চাওয়া পাওয়া একমাত্র তিনিই মিটিয়ে দিতে পারেন অন্য কেউ নয়।সব কিছুর জন্যই তার কাছে চাইতে হবে। দু’আ কবুল হোক বা না হোক বা বিলম্ব হোক তার কাছেই চাইতে হবে নিরাশ হওয়া যাবে না।বইটি পড়লে বার বার শুধু দু’আ করতে মনে চাইবে।দুআ করার প্রতি আগ্রহ বেড়ে যাবে। আমরা যারা ভিবিন্ন পেরেশানীতে রয়েছি আল্লাহর নিকট তাওবা ইসতিগফার ও দু’আর মাধ্যমেই সকল পেরেশানী মুক্ত হওয়া সম্ভব এটা বুজতে সহজ হবে। বইটি পড়লে বইটিতে দুআর আজমত গুরুত্ত্ব ফজিলত দুআ কবুলের কিছু ঘটনা সহ গুরুত্ত্বপুর্ণ অনেক বিষয় নিয়ে আসা হয়েছে । বইটি দাওয়ার কাজেও অনেক গুরুত্তপূর্ণ ভুমিকা পালন করবে।