হাদীসের নামে জালিয়াতি
কুরআন কারীমের পরে রাসূলুলাহ (সাঃ)-এর হাদীস ইসলামী জ্ঞানের দ্বিতীয় উৎস ও ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় ভিত্তি। মুমিনের জীবন আবর্তিত হয় রাসূলুলাহ (সাঃ)-এর হাদীসকে কেন্দ্র করে। হাদীস ছাড়া কুরাআন বুঝা ও বাস্তাবায়ন করাও সম্ভব নয়। হাদীসের প্রতি এই স্বভাবজাত ভালবাসা ও নির্ভরতার সুযোগে অনেক জালিয়াত বিভিন প্রকারের বানোয়াট কথা ‘হাদীস’ নামে সমাজে প্রচার করেছে। সকল যুগে আলিমগণ এসকল জাল ও বানোয়াট কথা নিরীক্ষার মাধ্যমে চিহ্নিত করে মুসলমানদেরকে সচেতন করেছেন।
আমাদের দেশে যুগ যুগ ধরে হাদীসের পঠন, পাঠন ও চর্চা থাকলেও সহীহ, যয়ীফ ও বানোয়াট হাদীসের বাছাইয়ের বিষয়ে বিশেষ অবহেলা পরিলক্ষিত হয়। যুগ যুগ ধরে অগণিত বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা কথা হাদীস নামে আমাদের সমাজে প্রচারিত হয়েছে ও হচ্ছে। এতে আমরা রাসূলুলাহ (সাঃ)-এর নামে মিথ্যা বলার কঠিন পাপের মধ্যে নিপতিত হচ্ছি। এছাড়াও দুইভাবে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। প্রথমত, এ সকল বানোয়াট হাদীস আমাদেরকে সহীহ হাদীসের শিক্ষা, চর্চা ও আমল থেকে বিরত রাখছে। দ্বিতীয়ত, এগুলির উপর আমল করে আমরা আলাহর কাছে পুরস্কারের বদলে শাস্তি পাওনা করে নিচ্ছি।
এই পুস্তকের প্রথম পর্বে হাদীসের পরিচয়, হাদীসের নামে মিথ্যার বিধান, ইতিহাস, হাদীসের নির্ভুলতা নির্ণয়ে সাহাবীগণ ও পরবর্তী মুহাদ্দিসগণের নিরীক্ষা পদ্ধতি, নিরীক্ষার ফলাফল, মিথ্যার প্রকারভেদ, মিথ্যাবাদী রাবীগণের শ্রেণীভাগ, জাল হাদীস নির্ধারণের পদ্ধতি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করা হয়েছে। আশা করি এই আলোচনা পাঠকের মনের দ্বিধা ও অস্পষ্টতা দূর করবে এবং হাদীসের নির্ভুলতা রক্ষায় মুসলিম উম্মাহর অলৌকিক বৈশিষ্ট্য পাঠকের কাছে স্পষ্ট হবে।
দ্বিতীয় পর্বে আমাদের সমাজে প্রচলিত বিভিনড়ব ভিত্তিহীন, বানোয়াট ও জাল হাদীসের বিষয়ভিত্তিক আলোচনা করা হয়েছে। উল্লেখ্য যে, জাল হাদীসের বিষয়ে লেখকের মূলত নিজের কোনো মতামত উলেখ করা হয়নি। দ্বিতীয় হিজরীর তাবেয়ী ও তাবে- তাবেয়ী ইমামগণ থেকে শুরু করে পরবর্তী যুগের অগণিত মুহাদ্দিস রাসূলুলাহ (সাঃ)-এর নামে প্রচারিত সকল হাদীস সংকলন করে, গভীর নিরীক্ষা ও যাচাইয়ের মাধ্যমে সে সকল হাদীস ও রাবীদের বিষয়ে যে সকল মতামত প্রদান করেছেন লেখক মূলত সেগুলির উপরেই নির্ভর করেছেন এবং তাঁদের মতামতই উল্লেখ্য করা হয়েছে।
-
-
hotআল-আদাবুল মুফরাদ (দুই খণ্ড)
প্রকাশনী : পথিক প্রকাশন1,000 ৳450 ৳তাহকিক: শাইখ নাসিরুদ্দীন আলবানি রহ. ও শাইখ শুআইব ...
-
hotইমাম মাহদী: রূপকথা নয়, সত্য
প্রকাশনী : সীরাত পাবলিকেশন200 ৳150 ৳অনুবাদক: মহিউদ্দিন রূপম, আশিক আরমান নিলয় সম্পাদনা: ...
-
hotগল্পে আঁকা চল্লিশ হাদিস
লেখক : প্রফেসর ড. ইয়াসার কাঁদেমীরপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ320 ৳237 ৳অনুবাদক: কামরুল হাসান নকীব কখনো কি ভেবেছি, ...
-
hotনবীজির পাঠশালা ﷺ
লেখক : ড. আদহাম আশ শারকাবিপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ415 ৳290 ৳অনুবাদক – মুজাহিদুল ইসলাম মাইমুন সম্পাদনা – ...
-
hotবিষয়ভিত্তিক বিশুদ্ধ হাদিস সংকলন
লেখক : শাইখ ড. আওয়াদ আল-খালফপ্রকাশনী : সমকালীন প্রকাশন515 ৳360 ৳আমাদের যাপিত জীবনের যাবতীয় সমস্যার সুন্দর ...
-
hotনবিজির পরশে
লেখক : ইমাম ইবনু রজব হাম্বলি (রহঃ)প্রকাশনী : সত্যায়ন প্রকাশন242 ৳179 ৳মূল: জামিউল উলুমি ওয়াল হিকাম থেকে ...
-
hotসংক্ষিপ্ত সহীহ আল বুখারী
প্রকাশনী : আলোকিত প্রকাশনী1,500 ৳1,095 ৳'মুখতাসার / সংক্ষিপ্ত সহীহ এই বুখারী' ...
-
hotছোটদের ৫০ হাদীস (দুই খণ্ড একত্রে)
লেখক : ডা. নিশাত তামমিমপ্রকাশনী : সন্দীপন প্রকাশন320 ৳224 ৳আজকের যুগের বাচ্চারা দ্বীনের শিক্ষায় যে ...
-
hotধেয়ে আসছে ফিতনা
লেখক : ইমাম আবু আমর উসমান আদ-দানিপ্রকাশনী : পথিক প্রকাশন720 ৳418 ৳অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা : মুফতি ...
-
Md Nazmul Hasan – :
sklina552 – :
জাল হাদীস আমলের ভয়াবহতা- কুরআনে কারীমের পরে রাসূলুল্লাহ(স) এর হাদীস ইসলামী জ্ঞানের দ্বিতীয় উৎস। হাদীসের প্রতি আমাদের ভালবাসা ও নির্ভরতার সুযোগে অনেক জালিয়াত যুগ যুগ ধরে অগণিত বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা কথা আমাদের সমাজে “হাদীস” নামে প্রচারিত করছে। এর ফলে আমরা যেমন রাসূলুল্লাহ(স) এর নামে মিথ্যা বলার কঠিন পাপের মধ্যে নিমজ্জিত হচ্ছি পাশাপাশি এ সকল বানোয়াট হাদীস আমাদেরকে সহীহ হাদীসের শিক্ষা থেকে বিরত রেখেছে আর এগুলোর উপর আমল করে আমরা আল্লাহর কাছে পুরস্কার বদলে শাস্তি পাওনা করে নিচ্ছি। এর থেকে বাঁচার একটাই উপায় তা হল- সত্য অন্বেষণ করা।
এ বইয়ের মাধ্যমে আমরা জানতে পারবো- হাদিসের সনদ সম্পর্কে , কিভাবে হাদীসের নামে ভ্রান্ত মিথ্যে কথাগুলো সমাজে ছড়িয়েছে, আল্লাহ, নবী-রাসূল, তাবেয়ীগণ, আউলিয়া কেরাম সম্পর্কে মিথ্যে ভিত্তিহীন কথা। এছাড়া বার চাঁদের সালাত ও ফযীলত, মৃত্যু, শুভ-অশুভ, বিবাহ-পরিবার, সমাজ সম্পর্কিত ভিত্তিহীন ও বানোয়াট কথা। যা সমাজে প্রচলিত এবং প্রসিদ্ধ কিন্তু সনদের দিক থেকে কোনো সহীহ, যয়ীফ বা মাঊযূ সনদেও এই কথা রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত হয়েছে বলে জানা যায় না।
এই বই পড়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে- অনির্ভরযোগ্য, ভিত্তিহীন ও বানোয়াট হাদীসের পরিবর্তে সহীহ হাদীসগুলির উপর নির্ভর করে নিজেদের কর্ম ও বিশ্বাসকে আরো উন্নত করা। সহীহ হাদীস পালনের করার চেষ্টা করা ও অন্যকে উৎসাহিত করা। জাল হাদীসের বিষয়ে যা জানতে পারব সেগুলি কখনোই আর হাদীস হিসেবে না বলা বা পালন না করা। কেউ তা করলে সম্ভব হলে ভালবাসা ও শ্রদ্ধাবোধের সাথে সংশোধনের চেষ্টা করা এবং নিজেদের ও তাদের কবুলিয়াতের জন্য দুয়া করা।