মেন্যু
মুসলিম ডে প্ল্যানার

Muslim Day Planner (English)

পৃষ্ঠা : 152, সংস্করণ : 1st Published, 2022

Binding : Wiro
Premium Box for every Planner & Notebook
100 gsm paper & 600 gsm cover

ফজরের আযান শুরু হয়ে গেল। জেগে ওঠতে শুরু করেছে আল্লাহভীরু মুসলিম বান্দারা। শুরু হয়ে গেলো একজন মুসলিমের দিন। এরপর সালাত আদায়ের পালা। সালাত শেষে সে বসে পড়ে পবিত্র কুরআন নিয়ে। হৃদয় ভরে তা থেকে তিলাওয়াত করে। যিকিরে, দুআয় আর কুরআনের সুরে সূর্য উঁকি দিতে শুরু করে পুবাকাশে। ধীরে সকাল গড়িয়ে দুপুর হয়ে আসে। মাসজিদের মাইকে এলান হয় যোহরের সালাতের। মধুর সুরে একজন আহ্বানকারী যেন সংকেত দেয় সময়ের। একই রকম রিমাইন্ডার আসে আসর, মাগরিব এবং ইশার সময়ও।
.
একজন প্রাকটিসিং মুসলিমের গোটা দিন আবর্তিত হয় সময় মেনে, নিয়ম মেনে, পরিকল্পিত উপায়ে। তার হৃদয় পড়ে থাকে প্রিয় রবের স্মরণে। কিন্তু সে বাস্তবতা অগ্রাহ্য করে না। সময়ের সূক্ষ্ম ব্যবহার করে দ্বীন-দুনিয়ার দায় ও দায়িত্ব পালন করে। রাসূলের রেখে যাওয়া আদর্শকে সামনে রেখে ছক কষে চলে তার নিত্য দিনযাপন।
.
তবে শুরুতেই একজন মুসলিমের মধ্যে সবগুলো গুণের সমাবেশ থাকবে না এটাই স্বাভাবিক। শুরুতেই কেউ হয়তো পারে না পূর্ণ প্রাক্টিসিং হয়ে উঠতে। ইমান এনে রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেখে যাওয়া আদর্শকে প্রথম ও প্রধান গন্তব্য নির্ধারণ করে এগিয়ে গেলেই একজন এই মর্যাদায় পৌঁছায়। আর আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা’র পথে চলতে চলতে অন্যসব সব ভালো অভ্যাসের ক্রমবিকাশ ঘটে।
.
আমরা চেয়েছি আপনার হাতে এরকম একটা গাইডলাইন থাকুক, যা আপনার দ্বীন পালন সহজ করে তুলবে। একই সাথে পূর্ণতা পাবে আপনার দুনিয়ার জীবন। আপনার কাছে দুনিয়া ও আখিরাতের সমস্ত সফলতা ধরা দিক এই প্রত্যাশাকে সামনে রেখে ‘মুসলিম ডে প্লানার’-এর যাত্রা শুরু। আপনি এবং আমি পূর্ণ প্রাক্টিসিং মুসলিম হয়ে উঠি । আল্লাহ আমাদের ভালো কাজগুলো কবুল করে নিন। আমীন।

পরিমাণ

360 

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন
Get it on Google Play

 প্রথম রিভিউটি আপনিই লিখুন - "Muslim Day Planner (English)"

Your email address will not be published. Required fields are marked *

পাঠক অথবা ক্রেতাদের মন্তব্য