মেন্যু
islam o adhunic orthonity

ইসলাম ও আধুনিক অর্থনীতি

পরিমাণ

190  380 (50% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

2 রিভিউ এবং রেটিং - ইসলাম ও আধুনিক অর্থনীতি

5.0
Based on 2 reviews
5 star
100%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    rabbinatahmid2017:

    একই সাথে সমসাময়িক অর্থনৈতিক বিভিন্ন সেক্টরের হালাল-হারাম বিষয়ে লেখা বইটি। মুফতি তাকী উসমানী হাফি. এর যেকোনো বই চোখ বন্ধ করে পড়া যায়। ইসলামিক অর্থনীতি সম্পর্কে জানতে বইয়ের বিকল্প দেখি না যদি তা মুফতি তাকী উসমানী সাহেবের হয়।
    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    nishu9ag:

    ইসলাম সমগ্র সৃষ্টিজগতের একমাত্র মালিক আল্লাহ্‌ পাকের পক্ষ থেকে মনোনীত একমাত্র ও চূড়ান্ত ধর্ম ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই শুধু ইবাদত শুধু ব্যক্তিগত কিংবা পারিবারিক না, এটা জীবনের প্রতিটি অংশেই রয়েছে। অর্থনৈতিক ব্যবস্থা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটার উপর ইসলামের নিজস্ব মতাদর্শ রয়েছে। অথচ আজকের সমাজে, রাষ্ট্রে অর্থনৈতিক ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় পুরোটা ইসলামের বিপরীতে চলছে। ইসলাম যে সুদ ব্যবস্থাকে শুধু নিষেধই নয়, বরং নিকৃষ্ট পাপ বলেছে, এ সমাজে অর্থনীতি ব্যবস্থা পুরোটাই সুদের উপর গঠন করা হয়েছে। তাহলে কি আমরা হালাল সুদবিহীন অর্থনীতি ব্যবস্থা দাঁড় করাতে পারবো না? কেউ কি নেই এই হারাম ব্যবস্থাকে পদতলীত করে ইসলামী অর্থনীতি ব্যবস্থা কায়েম করে?
    আছে, অবশ্যই আছে। আল্লাহ্‌ পাক অবশ্যই একদলকে হক্বের উপর রাখবেন। তাই তো মুফতি তকী উসমানী দা. বা. এর মতো মনীষীদের জন্ম হয়।
    উম্মতের এ দূরাবস্থার কথা ভেবে তিনি “মারকাযুল ইকতিসাদিল ইসলামী” নামে একটি প্রতিষ্ঠান গঠন করা করেন। এখানে অর্থনীতি বিষয়ক বিভিন্ন কোর্স চালু করা হয়। বিভিন্ন মহলের ব্যবসায়ীদের নিয়ে তাদের সামনে ইসলামী অর্থনীতির গুরুত্ব আলোচনা করা হয়। এসব বিষয় নিয়ে মুফতি তকী উসমানী দা.বা. এর ধারাবাহিক আলোচনা টেপরেকর্ড করে তা গ্রন্থাকারে প্রকাশ করা হয়। গ্রন্থের সূচীপত্র অনেক লম্বা যেখানে অর্থনীতির প্রাথমিক সব বিষয়গুলো উঠে এসেছে। এখানে বইয়ের সূচীপত্রের সংক্ষিপ্ত তালিকা দেয়া হলো।
    *অর্থনৈতিক দর্শন ও তার পর্যালোচনা
    *মৌলিক অর্থনৈতিক সমস্যা
    *ধনতান্ত্রিক ব্যবস্থা
    *সমাজতন্ত্র
    *অর্থনীতির ইসলামী বিধান
    *বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদ *উৎপাদন ও বণ্টন
    *ব্যবসার প্রকারভেদ
    *কোম্পানির সংজ্ঞা
    *লিমিটেড কোম্পানির ধারণা
    *ইজারা
    *শেয়ার বাজার
    *শরীয়তের দৃষ্টিতে কোম্পানি
    *শেয়ার বাজারের শরীয় ভিত্তি ও তার *ক্রয়-বিক্রয়
    *অর্থের সংজ্ঞা
    *বিশ্ব ব্যাংক
    *ব্যাংকিং
    *ব্যাংকের কার্যাবলি
    *ঋণ
    *সুদী ব্যাংকিংয়ের বিকল্প ব্যবস্থা
    *ব্যাংকিংয়ের শরীয়তসম্মত পন্থা
    *বিমা
    *বিমার বিকল্প
    এই গ্রন্থখানাতে প্রথমেই অর্থনীতির সংজ্ঞা ও এর সাথে সংশ্লিষ্ট মূল বিষয়গুলো আলোচনা করা হয়েছে, এর আলোকে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক ব্যবস্থার সামান্য সুবিধা ও অসীম অসুবিধাগুলো উদাহরণসহ ব্যাখ্যা করা হয়েছে। মুফতি সাহেব খুব হেকমতের সাথে প্রথমে বিষয়গুলো দুনিয়ার আলোকে বুঝিয়েছেন এবং পরে এর বিপরীতে ইসলামের দর্শন কি তা সুন্দরভাবে তুলে ধরেছেন। এখানে অর্থনীতির সাথে জড়িত মোটামোটি সববিষয়ের অল্প করে পরিচয় করানো হয়েছে। বিস্তর ব্যাখ্যা এখানে নেই। প্রত্যেকটা বিষয়ের ইংরেজীতে কোন শব্দ ব্যবহার হয় তা ব্রাকেট বন্ধনীতে দেয়া আছে। আবার কিছু বিষয় যা পাকিস্তানে আছে একরকম আবার বাংলাদেশে অন্যরকম সে ক্ষেত্রে অনুবাদক নীচে বিশেষ দ্রষ্টব্যে উল্লেখ করেছেন।

    বইয়ের শেষ অধ্যায়ে ইংরেজী শব্দগুলো ব্রাকেটের সাথে দেখানোর ক্ষেত্রে ফ্রন্ট পরিবর্তন না করায় বাংলা অক্ষরগুলো উঠে এসেছে। আশা করি পরবর্তি সংস্ককরণে ঠিক হবে। সাধারণ শিক্ষিত মানুষ হিসেবে ও বাণিজ্য বিভাগে না পড়েও এ বইখানা পড়ে অর্থনীতি বিষয়ে আমার মোটামোটি ধারণা এসেছে। অনুবাদ সহজ ও প্রাঞ্জল হওয়ায় আশাকরি যেকোন পাঠকই বিষয়গুলো সহজেই অনুধাবন করবে। অর্থনীতি বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়ার জন্য গ্রন্থখানা খুবই উপকারী হবে বলে মনে করি।

    4 out of 4 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top