ভালোবাসার চাদর
একটি গল্প শুনেছিলাম। দাম্পত্য অশান্তির তিক্ত অভিজ্ঞতার কারণে এক পিতা তার পুত্রকে ওসিয়াত করছিলেন যে, ‘বাবা আর যা-ই করো না কেন জীবনে বিয়ে করবে না’। ছেলে বাবাকে বলেছিল, ‘জ্বি বাবা, আপনি একটুও দুশ্চিন্তা করবেন না, আপনার এই ওসিয়াত নিশ্চয়ই আমি আপনার নাতীদের কাছে পৌঁছে দিয়ে যাব’।
আমাদের শিক্ষা ব্যবস্থায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, হিসাবরক্ষক—এমনকি কেরানি হওয়ার জন্যও কিছু না কিছু শেখানো হয়; কিন্তু স্বামী-স্ত্রী হওয়ার জন্য কোনো বিশেষ শিক্ষা নেই। অথচ আমরা আর যা কিছুই হই বা না হই, স্বামী-স্ত্রী হওয়ার আবশ্যকতা প্রায় শতভাগ।
দাম্পত্য জীবনকে মোটেই হাল্কাভাবে দেখলে চলবে না; কারণ আপনি চান কিংবা না চান এটা আপনার প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি রাতকে প্রভাবিত করবে। আপনার জীবনে সফলতা ব্যর্থতার গতিপথ নির্ধারণে প্রত্যক্ষ ভুমিকা রাখবে।
তাই এই জীবন যারা শুরু করেননি তাদের যেমন এ বিষয়ে জ্ঞান প্রয়োজন, যারা জ্ঞানহীন পথ চলে অনেক দূর এসেছেন ঠিকই, কিন্তু পথ ক্লান্ত-শ্রান্ত করে ছেড়েছে; কিংবা যারা ক্লান্ত হননি, তবে ভবিষ্যতে হতেও চান না তাদের সকলেরই প্রয়োজন। এমন সকলের জন্যই আমাদের এই বই “ভালোবাসার চাদর”।
-
-
hotকুররাতু আইয়ুন (যে জীবন জুড়ায় নয়ন)
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ195 ৳144 ৳এই লেখা শুধুমাত্র যারা ইসলাম অনুযায়ী ...
-
hotনবীজির সংসার ﷺ
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ267 ৳198 ৳অনুবাদ: আয়াতুল্লাহ নেওয়াজ পৃষ্ঠা: ১৬৭ হার্ড কভার নবীজি! আমাদের ...
-
hotলাভ ক্যান্ডি (হার্ডকভার)
লেখক : জাফর বিপিপ্রকাশনী : নিয়ন পাবলিকেশন330 ৳244 ৳পৃষ্ঠা ১৭৬ কভার: হার্ড কভার একজন স্বামী কী ...
-
hotকুররাতু আইয়ুন ২ (যে জীবন জুড়ায় মনন)
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ270 ৳200 ৳ডা. শামসুল আরেফীনের পেশা চিকিৎসা। কিন্তু ...
-
hotস্বামী স্ত্রীর অন্তরঙ্গ সম্পর্কের বিধি
লেখক : মুহাম্মাদ বিন আদাম কাউসারিপ্রকাশনী : ইলহাম ILHAM280 ৳204 ৳অনুবাদ: আবরার নায়িম পর্ন বা সিনেমায় যেমন ...
-
hotপারিবারিক বিপর্যয়ের কারণ
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদপ্রকাশনী : রুহামা পাবলিকেশন80 ৳59 ৳অনুবাদক : আব্দুল্লাহ ইউসুফ সম্পাদক : মুফতি ...
-
hotবিয়ের আগে : ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি
প্রকাশনী : উমেদ প্রকাশ186 ৳99 ৳স্পিডব্রেকারের কাজ কি মানুষকে গন্তব্যে পৌঁছতে ...
-
hotদ্য কেয়ারিং ওয়াইফ
লেখক : মোঃ মতিউর রহমানপ্রকাশনী : মিফতাহ প্রকাশনী300 ৳219 ৳শরঈ সম্পাদক : মুফতি নাজমুল ইসলাম কাসিমী বর্তমান ...
-
hotমিশন ইসলাম
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : সন্দীপন প্রকাশন290 ৳203 ৳আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয়ের ...
-
muhammad.mahfuj103 – :
আমাদের সমাজে আজ হালালকে কঠিন করে দেওয়া হয়েছে আর সহজ করে দেওয়া হয়েছে হারামকে।
বিয়ে করা যেমন কঠিন আবার বিয়ে পূর্ববর্তী ও পরবর্তী কাজগুলোকে এত উদ্ভট আকারে ছেলে-মেয়েদের সামনে উপস্থাপন করা হচ্ছে যে, তারা বিয়ে ও এর সাথে জড়িত (তথাকথিত) এই কঠিনটা দেখে এর থেকে দূরে সরে যাচ্ছে।
অথচ বিয়ে অনেক সহজ একটি ব্যাপার এবং বিয়ে পরবর্তী জীবন হল অত্যন্ত বরকতয়।
অবশ্যই বিয়ে-শাদি খেল তামাশার জিনিস নয়, দায়িত্বশীলতা, পরিশ্রম ও অধ্যবসায়ের সমন্বয় হল বিয়ে।
তবে, তার মানে এই না যে, এটি অত্যন্ত জটিল একটি কাজ।
আল্লাহর বিধান মত সামনে আগালে, সমাজের চোখে এই কঠিন কাজটিও, বেশ সহজ হয়ে যাবে।
কেন বিয়ে করবেন,
কাকে বিয়ে করবেন,
কিভাবে বিয়ে করবেন এবং
কিভাবে বিয়ে পরবর্তী জীবন পরিচালনা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে
আর দাম্পত্য জীবন সহজ ও বরকতয় হবে, তার অত্যন্ত সুন্দর বর্ণনা দেওয়া আছে বইটিতে।
বিয়ের প্রস্তাব থেকে শুরু করে দাম্পত্য জীবনের আগা গোরা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে।
সুশৃঙ্খলভাবে বিষয়ভিত্তিক আলোচনা এবং মার্জিত ভাষায় ভাব প্রকাশ বইটির অন্যতম গুণ।
নারী – পুরুষ উভয়েই অত্যন্ত উপকৃত হবে বইটি থেকে ইনশা আল্লাহ।
Wahida Akhtar Sanna – :
বইয়ের প্রচ্ছদের সৌন্দর্য, পৃষ্ঠা-প্রিন্টের মান – এসব দিক থেকে ‘সিয়ান পাবলিকেশন’ বরাবরই অতুলনীয়। কিন্তু এই বইয়ের প্রচ্ছদটা আমার একটু বেশিই প্রিয়।
বইয়ের শুরু হয়েছে চৌধুরী সাহেব ছদ্মনামে এক বাস্তব দুনিয়ার রক্তমাংসে গড়া অন্ধকার জগতের বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ এক ব্যক্তির জীবণের এক রাতের ঘটনা দিয়ে, যে রাতের জন্য তিনি হোটেলে একজন শয্যাসঙ্গিনীসহ রুম বুকিং দেন। এই ঘটনা এবং চৌধুরী সাহেবের জীবনের একই ধরনের আরও একাধিক ঘটনার আলোকে দেখা যায় পতিতাবৃত্তি ব্যবসায় মূল প্রতিদ্বন্দ্বী হলো সুখী পরিবার-ব্যবস্থা ও সুখী দাম্পত্য-জীবণ, কারণ এদেরকে খদ্দের বানানো যায় না সহজে। তাই পতিতাদেরকে অনুগত ও মনোহরা স্ত্রীসুলভ আচরণের শিক্ষা দেয়া হয় নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে, যেন স্ত্রীদের বিপরীতে একজন পুরুষ এদের কাছে এসেই অধিক প্রশান্তি লাভ করে।
আজকের দুনিয়ায় অমুসলিম এবং নামকাওয়াস্তে মুসলিম দম্পতিদের জন্য পরিবারকে ধরে রাখা হয়ে দাঁড়িয়েছে এক বড় রকম চ্যালেঞ্জ। মানুষ যে সমাজে বাস করে তার প্রভাব থেকে সে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখতে কখনোই পারে না, তাই নির্দেশনা প্রয়োজন প্র্যাক্টিসিং মুসলিমদের জন্যও। তাদের জন্যই এই বইটি।
পাত্র-পাত্রী দেখা থেকে শুরু করে বিয়ের আনুষ্ঠানিকতা, দাম্পত্য জীবনের সমস্যাবলি, স্বামী-স্ত্রীর একে-অপরের প্রতি দায়িত্ব-কর্তব্য এবং তালাকের বিধান পর্যন্ত প্রতিটি স্তর আলোচনা করা হয়েছে এই বইটিতে। এখানে কোনো অতিরঞ্জন বা অতিকথন নেই, আছে প্রত্যেকটি ক্ষেত্রে কুরআন-হাদীসের রেফারেন্স।
কল্যাণময় বন্ধন, স্বামী-স্ত্রী নির্বাচন পর্ব, বিয়ের প্রস্তাব, আকদ অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, একসাথে পথচলা, বাসর রাত, দৈহিক মিলন, স্ত্রী যখন একাধিক, ওয়ালীমা বা বৌভাত, নিষিদ্ধ বিয়ে, স্ত্রীর অর্থনৈতিক নিরাপত্তা, স্ত্রীর অধিকার স্বামীর কর্তব্য, স্বামীর অধিকার স্ত্রীর কর্তব্য, শেষ কথা – এভাবে করা হয়েছে বইটির অধ্যায় বিন্যাস। যার প্রতিটিতে আমাদের সমাজের প্রচলিত কুপ্রথাগুলো চিহ্নিত করার পাশাপাশি ইসলামিক চর্চা কি হওয়া উচিত, তা তুলে ধরা হয়েছে।
বিয়ের মধ্য দিয়ে দুজন মানুষের একটি নতুন জীবনের সূচনা হয়।অতএব এই জীবনে পদার্পণটা যেন সর্বোত্তম পন্থায় হয়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। তাই এই জীবনে যারা যাত্রা শুরু করেননি তাদের যেমন এ বিষয়ে জ্ঞান প্রয়োজন, যারা পথ চলতে চলতে ক্লান্ত; কিংবা যারা ক্লান্ত হতে চান না, তাদের সকলের জন্যই ‘ভালোবাসার চাদর’। নিজেকে জড়িয়ে রাখুন, সঙ্গীকেও!
Mahbuba Islam Disha – :
অবশ্যই না।
কিন্তু দুজন ভিন্ন দুটি মানুষ, ভিন্ন মন, ভিন্ন মতের হয়েও এক সাথে সারা টা জিবন চলবে একে অন্যের অর্ধাঙ্গ হয়ে, একি কম বড় পরিক্ষা? কিন্তু অবাক করার বিষয় হলো এই পরিক্ষা দেওয়ার আগে প্রস্তুতি জিনিষ টা কেউ নেয় ই না বললে চলে।
এখন একটা বই সম্পর্কে বলি যেটা পড়লে পরিক্ষার হলে গিয়ে মাথায় হাত ঠেকিয়ে বসে থাকতে হবে না, ইনশাআল্লাহ।
ড. বিলাল ফিলিপস এবং মুস্তাফা আল-জিবালির “ভালোবাসার চাদর”।
এই ভালোবাসার চাদরের গায়ে যা যা লেখা থাকছে (অধ্যায় গুলোর নাম) তা হলো,
“কল্যাণময় বন্ধন, স্বামী-স্ত্রী নির্বাচন পর্ব, বিয়ের প্রস্তাব, আকদ অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, এক সাথে পথচলা, বাসর রাত, স্ত্রী যখন একাধিক, ওয়ালীমা বা বৌভাত, নিষিদ্ধ বিয়ে, স্ত্রীর অর্থনৈতিক নিরাপত্তা, স্ত্রীর অধিকার স্বামীর কর্তব্য, স্বামির অধিকার স্ত্রীর কর্তব্য, শেষ কথা”
ইসলামের দৃষ্টিকোণ থেকে নতুন জীবন শুরুর আগে যা যা জানার প্রয়োজন সব কিছু আছে এই বইতে। আল্লাহ সুব হানাহু তায়ালা ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের আনুগত্যের একজন আদর্শ এবং সৎ কর্মশীল
হ ওয়ার জন্য যা ক রনীয় সব কিছু পাবেন এই এক বইতে ইনশাআল্লাহ। এক কথায় চমৎকার একটা বই।
জড়িয়ে রাখুন নিজেদেরকে “ভালবাসার চাদরে”
বি.দ্র: “ভালোবাসার চাদর” বইটা কিন্তু শুধুমাত্র অবিবাহিতদের জন্য না, বিবাহিতদের ক্ষেত্রেও সমান প্রযোজ্য।
mahdi hasan shakil – :
মাসুদ খান – :