মেন্যু
umorer sathe jokhon dekha holo

উমরের সাথে যখন দেখা হলো

পৃষ্ঠা : 384, সংস্করণ : 1st Published, 2022
উমর ইবনুল খাত্তাব⸺মানবজাতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। নবিদের বাদ দিয়ে গোটা মানবজাতির দিকে হাত বাড়ালে তার মতো ব্যক্তিত্ব দুয়েকজনের বেশি পাওয়া যায় না। ইনসাফের মূর্তপ্রতীক এই মহান মানুষটির ইসলামগ্রহণ থেকে... আরো পড়ুন
পরিমাণ

346  467 (26% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

2 রিভিউ এবং রেটিং - উমরের সাথে যখন দেখা হলো

5.0
Based on 2 reviews
5 star
100%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    মো: ছাইদুল ইসলাম শুভ:

    উমরের সাথে যখন দেখা হলো
    বইটা পড়ে শেষ করতে সময় নিয়েছি। একটা সময় পর পড়তে এলেই মনে হতো এটা বুঝি শেষ হয়ে যাবে এখনই। কিন্তু আমার ত আমিরুল মুমিনের সম্পর্কে আরোও জানার আছে। একটা একটা পেইজ পড়তে পড়তে দীর্ঘ ১ মাসের বেশি সময় নিয়ে শেষ করলাম।
    শেষের অংশটুকু আজকে যখন ভার্সিটি ক্লাস শেষে বাসে বসে বসে পড়লাম হৃদয়ের কোথায় যেনো আক্ষেপের সুর বেজে উঠলো। শুনতে পেলাম তোমার ঈমান উমরের ঈমানের সামনে ধূলোর মতো উড়ে যাবে 🥲

    বই থেকে কিছুটা,,
    “দূর থেকে কাউকে আসতে দেখা গেল। দীর্ঘকায় — উঁচু উঁচু খেজুর গাছের সাথে যেন তাঁর আত্মীয়তা আছে! শক্তপোক্ত—যেন শক্ত পাহাড়ের কোমর খোদাই করে তৈরি হয়েছে তাঁর অবয়ব !

    বাম হাতে শোভা পাচ্ছে একটি লাঠি। তবে মাটির ওপর যেভাবে লাঠি রাখছেন, তা দেখে তোমার মনে হবে, তিনি লাঠিটা স্রেফ মাটিতে গেঁথেই চলেছেন – যেন পৃথিবীকে আপন কক্ষপথে স্থির রাখতেই তিনি এটি ব্যবহার করছেন! লাঠিতে ভর দেওয়ার প্রয়োজন যে তাঁর নেই, তা চলার ভঙ্গিতে স্পষ্ট।

    মুখভর্তি ইহরামের পোশাকের মতো ঘন শুভ্র দাড়ি। গায়ের পুরোনো ও জীর্ণশীর্ণ পোশাক জানান দিচ্ছে তিনি একজন হতদরিদ্র বেদুইন। তবে দিবালোকের মতো তাঁর সুউজ্জ্বল মুখচ্ছবি এবং যুদ্ধপ্রান্তরের মতো প্রশস্ত আঁখিযুগল জানান দিচ্ছে ‘তিনি সাধারণ কেউ নন! সচরাচর যে ধরনের মানুষজনের সাথে আমাদের দেখা হয়, তিনি তাদের পর্যায়ে পড়েন না। বিরল কোনো ব্যক্তি অসাধারণ কোনো ব্যক্তিত্ব। তাঁর অবয়ব তাঁর আচরণ যেন নীরবতার ভাষায় জানিয়ে দিচ্ছে, লোকটির পেছনে কোনো কাহিনি আছে অথবা তিনি নিজেই একটি কাহিনি!

    আসতে আসতে তিনি একদম আমার কাছে চলে এলেন। মুখে উচ্চারণ করতে চাইলাম, ‘আপনি কে?’ কিন্তু কিছু মানুষ আছেন, যাদের ভাবগাম্ভীর্যের কারণে তাদের সামনে কথা বের হয় না; বুকের ভেতর কোথাও আটকে থাকে! তিনি তেমনই একজন।

    আমি হতভম্বের মতো বিস্ফারিত চোখ মেলে তাঁর দিকে তাকিয়ে রইলাম। অজানা আতঙ্ক আর কৌতূহল যেন আমাকে হাতকড়া পরিয়ে দিয়েছে! খানিক পর তিনিই আমাকে বন্দিদশা থেকে মুক্তি দিলেন। বললেন, ‘আস-সালামু আলাইকুম!'”

    উমরের সাথে যখন দেখা হলো
    -ড. আদহাম আশ শারকাবি
    -আমিমুল ইহসান অনূদিত

    ঘটনা প্রবাহের শুরু এখানেই। সংলাপের সাথে সাথে এগিয়ে চলে এই প্রবাহ। উমর[রা:] এর ইনসাফ,ওনার ধর্মীয় নীতি,ওনার শাসন আপনাকে মোহিত করতে বাধ্য। রাসূল সঃ প্রতি ভালোবাসা, আল্লাহর একত্মবাদে অনড় থাকা কাকে বলে সব যেনো নিজ চোখে দেখলাম।

    শেষ অংশে ওনার শহীদ হওয়ার ঘটনাটা ঘটার সময় সেই জামায়াতে আমিও যেনো উপস্থিত ছিলাম। খঞ্জরের প্রতিটি আঘাত যেনো আমার হৃদয় ছিন্ন করে বেরিয়েছে।

    হে উমর!
    আপনার মতো শাসক, আপনার মতো ইনসাফ, আপনার মতো প্রজ্ঞার অধিকারী কোথায় পাবো?
    হে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত!
    আপনি জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও কতটা ভয়ে থাকতেন।
    হায় আফসোস! যদি আমরা আপনার মতো ভয় পেতাম। হায় আফসোস! আমাদের হৃদয় যদি আপনার মতো বলিষ্ঠ হতো।
    হায় আফসোস! আমাদের কন্ঠ যদি ন্যায় এবং ইনসাফের পক্ষে সাক্ষ্য দিতো 🥲🥲।
    হে আমার নবীর সহচর!
    আপনি আমার নবী(সঃ) কত নিকটে ছিলেন। আপনার চোখগুলো আমার প্রিয় নবীকে কতশত হাজারবার দেখেছে।

    হে আমার রব! আপনি আমাদের উমরের রা: মতো ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করুন।

    2 out of 2 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    উমিদ:

    Subha’n Allah, আল্লাহ্ তায়ালার কাছে হাজার হাজার শুকরিয়া কেননা তিনি আমাকে বইটি কিনার তাওফীক দিয়েছেন । সত্যি কথা বলতে আমি বই অর্ধেক পড়ার পর মাঝরাতে রিভিউ অপশনে বাকিদের রিভিউ দেখার জন্য এসেছিলাম, কারণ আমি সুন্দর করে নিজের ভালোলাগা আবেগ ব্যাক্ত করতে পারিনা , ভেবেছিলাম দক্ষ ব্যাক্তিদের রিভিউ দেখে মন জুড়াবো । কিন্তু এসে হতাশ হলাম , এখন অব্দি কেউ লিখেনি তা দেখে !!!!
    Subha’n Allah বইটি অসম্ভব সুন্দর , সুন্দর বইটির প্রত্যেকটি লাইন ।
    বইটির প্রত্যেকটি লাইন আপনার চোখ দিয়ে অস্রু ঝরানোর ক্ষমতা রাখে যদি আপনি আসলেই বইটি পড়ে এখনকার জামানা আর আমাদের পূর্ব পুরুষদের যামানার মধ্যে পার্থক্য ধরতে পারেন, উমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্র থেকে অনুপ্রাণিত হতে পারেন ।
    আমার বইটি সম্পূর্ণ পড়া শেষ হলে এবং কখনো রিভিউ দেয়ার যোগ্যতা হলে আমি অবশ্যই আবার ফিরে আসবো এবং লিখবো আমার ভাঙ্গা শব্দতেই
    ইং শা আল্লাহ্
    2 out of 2 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No