তুরস্কে পাঁচ দিন
লেখক : ড. মুসতফা কামাল
প্রকাশনী : নাশাত
বিষয় : ইসলামী সাহিত্য
অনুবাদ: যুবাঈর আহমাদ
শায়েখ নকশবন্দী। স্বপ্নযোগে নবীজির আদেশ পেয়ে বেরিয়ে পড়েন সফরে। আল্লাহভোলা মানুষদের আল্লাহমুখী করতে। একে একে ঘুরে ফেরেন আশিটির মতো দেশ। একদিন এসে পৌঁছান খিলাফতের দুর্গ ইস্তাম্বুলে। যোগ্য সহযোগীদের নিয়ে ইতিহাসের সোনালি বাঁকগুলোয় নজর বুলিয়ে যান শায়েখ। খুঁজতে থাকেন পতনের কারণ ও উত্তরণের পথ। কলব-কলম আর অসি-মসির মাঝখানের দূরত্বই উম্মাহকে লাঞ্ছনার চোরাবালিতে ডুবিয়েছে, দরদভরা কন্ঠে বলে যান শায়েখ। এদুটোর সমন্বিত ব্যবহারই আবার ফিরিয়ে আনতে পারে পূর্বের সোনালি ইতিহাস। মুহাম্মদ আল ফাতিহের ইস্তাম্বুল আর মাওলানা রুমির কোনিয়া সফর করে যেন প্রায়োগিকভাবে কথাটির প্রমাণ দিলেন শায়েখ নকশবন্দী।
তাসাওউফ সিলসিলার বিশ্বখ্যাত কিছু মাশায়েখের অনবদ্য এক সফরনামা ‘তুরস্কে পাঁচ দিন’।
অনুবাদ: যুবাঈর আহমাদ
শায়েখ নকশবন্দী। স্বপ্নযোগে নবীজির আদেশ পেয়ে বেরিয়ে পড়েন সফরে। আল্লাহভোলা মানুষদের আল্লাহমুখী করতে। একে একে ঘুরে ফেরেন আশিটির মতো দেশ। একদিন এসে পৌঁছান খিলাফতের দুর্গ ইস্তাম্বুলে। যোগ্য সহযোগীদের নিয়ে... আরো পড়ুন
-
-
hotকুরআন থেকে নেওয়া জীবনের পাঠ
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন330 ৳231 ৳এককথায়— কুরআন কীভাবে আমাদের জীবনের কথা ...
-
hotজীবন যেখানে যেমন
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন275 ৳192 ৳আরিফ আজাদের নতুন বই 'জীবন যেখানে ...
-
hotগল্পগুলো অন্যরকম
লেখক : সিহিন্তা শরীফা, আনিকা তুবা, আফিফা আবেদিন সাওদা, আরমান ইবন সোলাইমান, আরিফ আজাদ, আরিফ আবদাল চৌধুরী, আরিফুল ইসলাম, আলী আবদুল্লাহ, জাকারিয়া মাসুদ, নুসরাত জাহান, মাহমুদুর রহমান, যাইনাব আল-গাযি, শারিন সফি, শিহাব আহমেদ তুহিন, শেখ আসিফ, সাদিয়া হোসাইন, সানজিদা সিদ্দীক কথাপ্রকাশনী : সমকালীন প্রকাশন350 ৳245 ৳জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ ...
-
save offফেরা ২
লেখক : বিনতু আদিলপ্রকাশনী : সমকালীন প্রকাশন190 ৳133 ৳জাগতিক নিয়মে, সব পাখি নীড়ে ফেরে। ...
-
save offদুজন দুজনার
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার240 ৳120 ৳এক ছাদের নিচে একত্রে অনেক বছর ...
-
hotআই লাভ কুরআন
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার600 ৳420 ৳প্রতিটি মুমিনই কুরআন কারীমকে ভালোবাসে। সবাই ...
-
hotচার বন্ধুর সমুদ্র অভিযান
লেখক : আলী আবদুল্লাহপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন200 ৳164 ৳ইশকুলের এক বাচ্চাকে পর্ণ দেখা অবস্থায় ...
-
save offজীবন জাগার গল্প ১৩ঃ ওগো শুনছো
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার260 ৳130 ৳বইটি পড়লে অবিবাহিতদের মনে হবে এখনি ...
-
hotমেঘ রোদ্দুর বৃষ্টি
প্রকাশনী : সমকালীন প্রকাশন300 ৳210 ৳লেখক: রৌদ্রময়ী পেইজ থেকে সংকলিত মেঘ, রোদ্দুর ...
-
সিরাজাম বিনতে কামাল – :
এই সবকিছুর চেয়ে বইয়ের অন্য একটা অংশ আমার মন কেড়েছে। আগে বই সম্পর্কে কিছু বলি।
.
মাওলানা জুলফিকার আহমাদ নকশবন্দির তুরস্কে পাঁচদিন সফরের গল্প নিয়েই বইটি। সফরসঙ্গী ছিলেন ড. মুসতফা কামাল৷ জুলফিকার আহমাদ নকশবন্দি নামটা শুনেছি, পড়েছি আগে, কিন্তু বিস্তারিত জানা নেই। বইয়েও তেমন সন্তোষজনক পরিচয় পেলাম না। অল্প করে কিছু থাকলেও ভালো হতো, আমার মতো পাঠকদের জন্য।
বইয়ের যে বিষয়টা আমার মন কেড়েছে সেটা হলো, ভ্রমণের চতুর্থ দিন একটি মসজিদে উপস্থিত সকলে হজরতকে ঘিরে বসে, বিভিন্ন প্রশ্ন করতে থাকে। আর তিনি সেসব প্রশ্নের উত্তর দেন। এই প্রশ্নোত্তর পর্বটা আমার বেশ ভালো লেগেছে, মনে হচ্ছিলো আরও যদি কিছু আলোচনা থাকতো। এখনো মূলত আত্মশুদ্ধি, আল্লাহর প্রিয় হওয়ার, গুনাহ মাফের উপায়, পূর্ববর্তী ব্যক্তিবর্গের চেয়ে এখনকার যুগের মানুষ কত সহজেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, নিজেকে পরিশুদ্ধ করতে পারে- সেগুলোই আলোচনা করা হয়েছে।
আলোচনাপ্রসঙ্গে শায়খ চমৎকার সব উদাহরণ দিয়েছেন। এছাড়া মাওলানা রুমী ও শামস তাবরিজের পরিচয়, মুহাম্মদ আল ফাতিহের ইস্তাম্বুল বিজয়, উসমান গাজির গল্প, আবু আইয়ুব আনসারি রা. জীবন ও কর্ম- এই টপিকগুলো কিছু আগে জানতাম কিছু নতুন জানলাম। এগুলো পড়তে খুব ভালো লাগছিলো।
সবমিলিয়ে পুরো বইটাই পড়তে ভালো লেগেছে। বইয়ের অনুবাদও সহজবোধ্য ছিলো। কবিতার অনুবাদগুলোও সুন্দর ছিলো। দু’একটা বানান ভুল ছিলো, তবে কিছু শব্দে স্পেস দেওয়া নেই। বিশেষ করে, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যেখানে যেখানে লেখা সেখানেই স্পেস ছাড়াই পরের শব্দটা যুক্ত। এছাড়া বইয়ে তেমন ভুল ছিলো না। ছোট ছোট টীকাগুলো নতুন শব্দ বুঝতে সাহায্য করেছে।
শেষদিকে মনে হচ্ছিলো, বইটা আরেকটু বড় হলেও পারতো। কিন্তু তাঁদের ভ্রমণ যে ছিলো পাঁচদিনের, পাঁচ দিন বর্ণনা শেষে বইয়ের ইতি তো টানতেই হয়, তাই না!