মেন্যু
the prophet

দ্য প্রফেট

প্রকাশনী : আদী প্রকাশন
পৃষ্ঠা : 280, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2021
আইএসবিএন : 9789849405337
এ বইটি এক অবাক করা মানুষের অনবদ্য জীবনকথন- যে মানুষটির প্রচারিত বাণী আজ প্রায় দেড় হাজার বছর পরে এসে পালন করছে প্রায় দেড়শ কোটিরও বেশি মানুষ। যে পৃথিবীর আলো বাতাসে... আরো পড়ুন
পরিমাণ

540  600 (10% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

7 রিভিউ এবং রেটিং - দ্য প্রফেট

4.8
Based on 7 reviews
5 star
85%
4 star
14%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    mahbubsrabon39:

    সীরাহ নিয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি বই
    মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের ভাবনাগুলো হয়তো কাছাকাছি কারণ আমরা সবাই মুসলিম। কিন্তু একজন অমুসলিম আমাদের নবিকে কীভাবে দেখে? কমন উত্তর হবে তারা খারাপ ধারণা পোষণ করে। হয়তো আপনার এই উত্তরটি ভুল হতে পারে অনেক বেশি। আর তা বুঝতে পারবেন এই বইটি পড়লেই।

    এই বইটির লেখক অনেক বেশি গবেষণা করেছেন বইটি লেখার আগে। সেই গবেষণা ছিল আমাদের নবিকে নিয়ে। গবেষণায় তিনি কী পেয়েছেন তাই তুলে ধরেছেন এই বইয়ে।

    3 out of 3 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    mohammadwahidur:

    একজন ভিন্ন ধর্মের মানুষ আমাদের প্রিয়নবীকে নিয়ে কীভাবে চিন্তা করেন এটা সত্যিই জানার মতো একটি বিষয়।

    আমরা ছোটোবেলা থেকে এমন এক সমাজে বেড়ে উঠি যেখানে ইসলামের শিক্ষা পাওয়াটা সহজ। কিন্তু যারা এমন সমাজে বেড়ে উঠেন যাদের জন্মের পর থেকেই শুধু ইসলামের প্রতি বিদ্বেষ দেখে থাকেন। সেই সমাজের একজন মানুষ ছোটো থেকে বড়ো হতে হতে ইসলামকে জানার কোনো সুযোগ পায় না, যেটুকু পায় সেটুকু মূলত ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা। সেই সমাজের একজন মানুষ হিসেবে লেখিকা গবেষণা করেছেন আমাদের প্রিয় নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে) নিয়ে। সেই গবেষণায় তিনি কী পেয়েছেন, কী তাকে আমাদের প্রিয় নবিকে নিয়ে লেখার জন্য উদ্বুদ্ধ করেছে, কেন তার কলমেও সেরা একজন মানুষ হিসেবে উপস্থাপন করতে বাধ্য হয়েছেন শেষ নবিকে, আর তার দৃষ্টিভঙ্গিতে কেমন ছিলেন মহামানব (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। তারই বিস্তারিত বর্ণনা পাবেন এই বইটিতে।

    5 out of 5 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    মোহাম্মদ ইউনুস।:

    মাশাআল্লাহ। অসাধারণ।
    4 out of 6 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    Md.Mahbub:

    বিশ্বজুড়ে মুসলিমদের কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আদর্শ মানুষ, তিনি নবী, তিনি আল্লাহর রাসূল। যদিও তাকে কুরআনে বার বার বলতে হয়েছে _”আমি তোমাদেরই একজন, কেবল মানুষমাত্র”।ধার্মিকতা আর সম্মান তাঁকে তুলে নিয়েছে আরও ওপরের স্থানে।

    _ বাবা মা হারা এক এতিম বালকের যাত্রা যে খুব একটা সহজ ছিল না। জীবনের প্রথম পাঁচটি বছর তিনি কুরাইশদের কাছে ছিলেন না,তখন তিনি বড় হন মরু প্রান্তরে ঘুরে বেড়ানো আরব বেদুইনদের কাছে_মক্কা থেকে বহু দূরে। সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের সমাজে মাথা উঁচু করে দাড়িয়েছেন তিনি।

    _এতিম এই শিশুটির নতুন ঠিকানা হয়ে দাঁড়ায় যাযাবর হালিমার মরুকুটির।বেদুইনদের সেই পাহাড়ি মরু উপত্যকায়। তাঁর শৈশবে গভীরভাবে ছাপ ফেলে বেদুইন জীবন।শৈশবের এই অভিজ্ঞতা তাঁকে সাহায্য করে বড় বেলার ব্যক্তিত্ব গড়ে উঠায়।

    _বেদুইন জীবনে বিলাসিতার স্থান নেই।দুধ পানের বয়স শেষ হবার পর তার নিয়মিত খাবার হয়ে দাঁড়ালো যবের সাথে উটের দুধ, আর শীতকালে জন্মানো ডাল।মুহাম্মাদ (সাঃ) একটু বড় হতেই, ঠিকমত হাঁটা চলা শিখে যেতেই তার দুধ-বোন শায়মার সাথে চলে যেতেন পশুর দেখভাল করতে।

    __চলতে চলতে শিশু মুহাম্মাদ (সাঃ) এর পা ব্যথা হয়ে গেলে শায়মা তাঁকে কোলে তুলে নিতেন, বয়ে নিয়ে চলতেন।শায়মার সাথে থেকে থেকে তিনি শিখে গেলেন,,কীভাবে উট বকরীর পাল চরাতে হয়।

    _বেদুইন বালকের সমস্ত গুনাবলী তার মাঝে চলে এলো,তবে দিনশেষে তাকে”কুরাইশি””ই ডাকা হতো, কারণ তার আগমন সম্ভান্ত্র কুরাইশ বংশ থেকে।

    বইটি পড়া শুরু করলে রাখবার উপায় নেই আর, চোখের সামনে যেনো কল্পনা করা যাচ্ছে কী হচ্ছে, এত চমৎকার বর্ণনা।ইসলামের অতুলনীয় নবীকে জলজ্যান্তভাবে ফুটিয়ে তুলেছেন।

    মূল বইটির লেখিকা হেজলি হেইজেলটন একজন আগনস্টিক অর্থাৎ অজ্ঞেয়বাদী ইহুদি। যারা সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত না। এটা জানার পর আমারও মনে হয়েছে এই ইহুদি লেখিকার বইটি পড়া অনুচিত। সেখানে তো বিশ্বাস-অবিশ্বাসের থাকবে, থাকবে ইহুদি দৃষ্টিভঙ্গি।

    কিন্তু তবুও বইটা কিনলাম পড়লাম। তবে কি মনে হলো জানেন??
    রুক্ষ মরুর বুকে পদে পদে এতসব বাধা-বিপত্তি ডিঙ্গিয়ে একজন মানুষ কীভাবে কীভাবে,,,,, পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে উঠলেন।পড়তে পড়তে চোখটা ভিজে উঠবে।ধাক্কা দিয়ে যাবে,দেখতে বাধ্য করবে ভিন্নভাবে । ইহুদি লেখিকা হেইজেলটন সম্মানের সাথে মানবিক চোখে দেখবার চেষ্টা ও ফুটে উঠেছে তার পূর্নাঙ্গ এক রূপায়ণ””।

    _৬৩ বছরের এক অসম্ভব সুন্দর আর রীতিমতো এক রোমাঞ্চকর উপাখ্যান নিয়ে তাঁর গল্প। মনের ভিতর শিহরণ জাগার মতো গল্প। কিন্তু গল্প সত্যি ই কখনো আদর্শবাদী, কখনো বাস্তববাদী,কখনো দীন-প্রচারক,কখনো অহিংসার আদর্শ……

    “…..চমৎকার অনুবাদ! কেউ যদি সেই সময়কার অবস্থা অনুভব করতে চান।এই বইটি তার জন্য একটি ভালো চয়েস।

    8 out of 8 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 4 out of 5

    rifatrayhan19962003:

    কল্পনা করুন তো, একজন ইহুদী বংশোদ্ভূত ব্যক্তি মুহাম্মাদ (ﷺ)-কে কিভাবে দেখবেন। স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখবার কথা নয়। তবে লেজলি হেইজেলটন ব্যতিক্রম। তার লেখায় উঠে এসেছে মুহাম্মাদ (ﷺ)-এর চমৎকার জীবনী। তিনি মুহাম্মাদ (ﷺ)-কে দেখেছেন মহানুভব একজন মানুষ হিসেবে। কি অবাক লাগছে, তাই না? আসলেই একজন ইহুদী বংশোদ্ভূত ব্যক্তির কাছ থেকে এমনটা পাওয়া কল্পনাতীত। লেজলি হেইজেলটন মানুষ হিসেবে মুহাম্মাদ (ﷺ)-কে বিচার করেছেন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। যা একজন ইহুদির কাছ থেকে আশা করা বেমানান বৈ কিছুই নয়।

    ইসলামের ইতিহাসে ইহুদী হত্যাকাণ্ড লেখিকা কিভাবে ভাবে নিয়েছেন- এটা খুবই আগ্রহ উদ্দীপক। এছাড়া বইটির চমক জাগানিয়া বৈশিষ্ট্য হলো- এর সাহিত্যিকতা। বইটি অনেকটা সাহিত্যিক ধাঁচের সিরাত। এটি আমার কাছে মনে হয়েছে। বিজ্ঞ পাঠক মাত্রই আমার সাথে একমত নাও হতে পারেন।

    অনেকগুলো ঘটনাতে লেখিকা কল্পনা করেছেন ঠিক ঐ মুহূর্তে মুহাম্মাদ (ﷺ) কী ভেবে থাকতে পারেন, কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, ঐ অবস্থায় মানুষের মানসিক অবস্থা কী হতে পারে। এ ব্যাপারগুলো অবশ্যই কোনো সীরাত গ্রন্থে থাকবে না, কারণ সীরাত গ্রন্থে ইতিহাস আর তথ্যের সম্মিলন হয়, মনোবিজ্ঞান নয়। কিন্তু লেজলি সেই ঘটনাগুলোর সময় চৌদ্দশ বছর আগে গিয়ে সে জায়গায় দাঁড়িয়ে এতিম অনাথ অবস্থা থেকে উঠে আসা একজন মানুষের মানবিক দৃষ্টিভঙ্গির আলোকে বুঝতে চেয়েছেন বিশ্বের দেড় বিলিয়ন লোকের আদর্শ মুহাম্মাদ (ﷺ)-কে। [অনুবাদকের আলোচনা থেকে কিঞ্চিৎ অংশ]

    বইটি সম্পর্কে ‘পাবলিশার্স উইকলি’ লিখেছেন, ❝পড়া শুরু করলে রাখবার উপায় নেই আর, চোখের সামনে যেন কল্পনা করা যায় কী হচ্ছে, এত মনোমুগ্ধকর বর্ণনা, ইসলামের মহান বার্তা আর তাঁর বার্তাবাহককে কাছ থেকে অনুভব করবার জন্য অমূল্য এক বই।❞

    বইটি মোট তিন খণ্ড। যা একই সাথে প্রকাশিত।
    ১ম খণ্ড: এতিম বালক।
    ২য় খণ্ড: হিজরত।
    ৩য় খণ্ড: অধিনায়ক।
    ২১টি অধ্যায়ে বিভক্ত এবং এর অধীনে কিছু পরিচ্ছদ। তবে অধ্যায় ও পরিচ্ছদগুলো নামবিহীন।

    ❝বইটির চমকপ্রদ কিছু উক্তি❞
    ⤵️⤵️

    1️⃣) মুহাম্মাদ (সা) এর পূর্ণাঙ্গ জীবনী যেন রূপকথাকেও হার মানায়, এতই চমকপ্রদ৷ ‘কিংবদন্তি’ শব্দটি যদি কারও ক্ষেত্রে আক্ষরিক অর্থেই খাটে, তবে সেটি সেটি মুহাম্মাদ (ﷺ)-এর ক্ষেত্রেই।

    2️⃣) আজকের দুনিয়ার চার দেয়ালে বন্দী কম্পিউটার স্ক্রিনে বসে থাকা বালকের চেয়ে চৌদ্দশ বছর আগে দামেস্কের বাজারে ঘুরে ঘুরে কোনো বালক ঢের বেশি কিছু শিখতে পারত।

    3️⃣) বিজ্ঞান অবস্থাগুলো ব্যাখ্যা করতে পারে, কিন্তু অনুভূতিগুলো তুলে ধরতে পারে না। সীমাবদ্ধতা এখানেই।

    4️⃣) মানবজাতি পরিবর্তন পছন্দ করে না। তখনও করেনি, আজও করে না। অন্তত একটা নির্দিষ্ট বয়সের পর করে না আর কী।

    5️⃣) নিষিদ্ধের প্রতি তো লোকের চিরকালই তীব্র আকর্ষণ। নেতিবাচক প্রচারণাও আসলে ভালো প্রচারণা।

    6️⃣) প্রত্যেকটি মানুষের হিজরতের (দেশত্যাগ) পেছনে এরকম একেকটি গগনবিদারী হাহাকার।

    7️⃣) আয়িশা (রা) মুহাম্মাদ (ﷺ) এর প্রিয় স্ত্রী হতে পারেন, কিন্তু তিনি কোনোদিনই খাদিজা (রা)-এর পর্যায়ে যেতে পারেননি।

    ❝বই থেকে ব্যক্তিগত উপলব্ধি❞
    জিহাদ শব্দের বিবর্তন নিয়ে লেখিকা ঈষৎ আলোচনা করেছেন। লেখিকা জিহাদ শব্দের সঠিক মর্মার্থ উদ্ধার করতে পারলেও আমরা মুসলিমরা জিহাদ নিয়ে এখনও বিভ্রান্তিতে নিপতিত। আমরা এখনও জিহাদের সঠিক সংগা জানতে পারিনি যা একজন ইহুদী পেরেছেন। পশ্চিমারা জিহাদের অর্থ করে থাকে ‘ধর্মযুদ্ধ’। যা আদতে সঠিক নয়। আমরা তাদেরই দেওয়া জিনিস গলাধঃকরণ করে থাকি।

    ❝সমালোচনা❞
    সূচীপত্র যুক্ত করলে এবং সেই সাথে মূল বইয়ের মধ্যে অনুবাদকের সংযোজন না করে পাদটীকায় উল্লেখ করলে মানানসই হতো।

    ❝একনজরে বই❞
    বই: দ্য প্রফেট
    মূল বই: দ্য ফার্স্ট মুসলিম
    লেখক: লেজলি হেইজেলটন
    অনুবাদক: আব্দুল্লাহ ইবনে মাহমুদ
    প্রকাশনী: আদী প্রকাশনী
    পৃষ্ঠা সংখ্যা: ২৮৪
    প্রচ্ছদ মূল্য: ৫৫০

    11 out of 13 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No