মেন্যু
eso arbi shikhi tamrin

এসো আরবি শিখি তামরীন(আত তামরিন আল কিতাবী আলা তারেকু ইলাল আরাবীয়াহ)

প্রকাশনী : দারুল কলম
পরিমাণ

120 

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

1 রিভিউ এবং রেটিং - এসো আরবি শিখি তামরীন(আত তামরিন আল কিতাবী আলা তারেকু ইলাল আরাবীয়াহ)

5.0
Based on 1 review
5 star
100%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    আবু বকর সিদ্দিক:

    আরবি ভাষা শিক্ষার সবচে’ সহজলভ্য বইটি হচ্ছে ‘এসো আরবি শিখি’— যা প্রাথমিক পর্যায়ের ছাত্রদের জন্য বেশ উপকারীই বলা চলে। আর তার সহায়ক রূপেই রচিত হয়েছে এই ‘আত্ তামরীনুল কিতাবী’ বইটি।

    তামরীন— একটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে, অনুশীলন। আর এ বইটি যে ‘এসো আরবি শিখি’র অনুশীলনের জন্যই মূলত লেখা হয়েছে— এটা বইয়ের নামেই সুস্পষ্ট।

    সারসংক্ষেপঃ—

    বইটির আদ্যোপান্ত পুরোটাই অনুশীলনে ঠাসা। সাথে রয়েছে বিভিন্ন কঠিন ও নতুন শব্দার্থ। বইয়ের প্রথম দিকের অনুশীলনগুলো বেশ সহজ। তারপরের গুলো একটু কঠিন। তারপরের গুলো আরও একটু। এভাবেই লেখক পুরো বইটিকে সাজিয়েছেন। আর ছাত্রদের যাতে পড়তে বা বুঝতে কোনো সমস্যা না হয়— সেদিকটার খেয়ালও রেখেছেন।

    লেখক সম্মন্ধেঃ—

    (লেখক সম্মন্ধে আমি ‘এসো আরবি শিখি’র রিভিউতে লিখেছিলাম। আর এ বইটিও যেহেতু তারই লেখা— তাই আগেরটাই এখানে অনুলিপি করছি।)

    মাওলানা আবু তাহের মিসবাহ— বর্তমান সময়ের একজন সেরা ও দক্ষ কলম সৈনিক। এককালে যখন আমাদের কওমী অঙ্গন বাংলা সাহিত্যের ভালো একজন লেখকের অভাবে হা-হুতাশ করছিল— ঠিক সে সময়ে তিনি জাতির “মিসবাহ” রূপে আবির্ভূত হন। সাইয়্যেদ আলী নাদাবীর দেখানো পথে অগ্রসর হয়ে তিনি জাতির বড়সড় একটা ঘাটতি পূরণ করেন। তিনি একে একে রচনা করেন বহু মৌলিক কিতাব। শুধু যে মৌলিক কিতাবেই তিনি সীমাবদ্ধ ছিলেন— তা নয়। বরঞ্চ, তার পাশাপাশি তিনি বেশ কিছু বইয়ের অনুবাদও করেছেন। যেগুলো ইতোমধ্যে পাঠকমহলে বেশ সুনাম অর্জন করেছে।

    হুজুরের কয়েকটি মৌলিক বই (দরসী)
    ১| এসো আরবি শিখি
    ২| এসো কুরআন শিখি
    ৩| এসো সরফ শিখি
    ৪| এসো নাহু শিখি
    ৫| এসো ফিকহ্ শিখি— ইত্যাদি।

    হুজুরের কয়েকটি মৌলিক বই (গায়রে দরসী)
    ১| এসো কলম মেরামত করি
    ২| বাইতুল্লাহর ছায়ায়
    ৩| বাইতুল্লাহর মুসাফির
    ৪| তুরস্কে তুর্কিস্তানের সন্ধানে
    ৫| দরদী মালীর কথা শোনাে— (১ – ৩) ইত্যাদি।

    হুজুরের কয়েকটি অনুবাদ গ্রন্থ
    ১| তোমাকে ভালবাসি হে নবী
    ২| মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো? ইত্যাদি।

    এছাড়াও হুজুরের আরও অনেক বই রয়েছে।

    আমার ব্যক্তিগত অভিমতঃ—

    আরবি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা কমবেশি সকলেরই জানা। আর এ ভাষা শিক্ষা করা (সওয়াবের নিয়তে) অবশ্যই পূণ্যের বিষয়। কারণ, তা স্বয়ং আল্লাহর নিজস্ব ভাষা। আমাদের প্রিয় নবীজির ভাষা। কুরআন ও সুন্নাহর ভাষা। অতএব, একজন মুসলিম হিসেবে সকলেরই এ ভাষা শিক্ষা করা আবশ্যক বলে আমি মনে করি।

    আর আরবি ভাষা শিক্ষার প্রাথমিক পর্যায়ের যে বইগুলো আছে— তন্মধ্যে সবচে’ সহজ ও উপকারী বইটি হলো ‘এসো আরবি শিখি’। এর সাথে অন্য কোনো বইয়ের তুলনা করা বোকামি বৈ কিছুই নয়।

    এই ‘এসো আরবি শিখি’র সহায়ক হিসেবেই লেখা হয়েছে এই বইটি (তামরীনুল কিতাবী)। এর মাধ্যমেই ‘এসো আরবি শিখি’ বইটি আরও সহজলভ্য হয়েছে। সুতরাং, আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে এ বইটিরও কোনো বিকল্প নেই।

    আল্লাহ তায়ালা আমাদের সকলকে আরবি ভাষা শেখার তাওফিক দান করুন। আমিন।

    22 out of 22 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top