তালিবে ইলমে জীবন পথের পাথেয়
লেখক : সাইয়েদ আবুল হাসান আলী নদভী
প্রকাশনী : দারুল কলম
বিষয় : ইসলামী জ্ঞান চর্চা
পৃষ্ঠা : 223, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2002
আইএসবিএন : 9789849066378
বইটি সম্পর্কে খ্যাতিমান সাহিত্যিক মাওলানা আবু তাহের মিছবাহ বলেন,
“আমার ছাত্রজীবনের শেষদিকে বইটি যেদিন হাতে এলো এবং পড়ার সৌভাগ্য হলো সেদিনকার অনুভূতি প্রকাশ করার সাধ্য আমার নেই। মনে হলো, দৃষ্টির সামনে চিন্তার নতুন দিগন্ত উন্মোচিত হলো। অজানা বহু রহস্য উদ্ঘাটিত হলো। আমি যেন আমার আত্মপরিচয় আবিষ্কার করলাম এবং জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য খুঁজে পেলাম। আফসোস হলো যে, এতদিন কেন এ সম্পদের সন্ধান পেলাম না! আরো আগে কেন এ পাথেয় আমার হাতে এলো না!”
বইটি সম্পর্কে খ্যাতিমান সাহিত্যিক মাওলানা আবু তাহের মিছবাহ বলেন,
“আমার ছাত্রজীবনের শেষদিকে বইটি যেদিন হাতে এলো এবং পড়ার সৌভাগ্য হলো সেদিনকার অনুভূতি প্রকাশ করার সাধ্য আমার নেই। মনে হলো, দৃষ্টির সামনে... আরো পড়ুন
Out of stock
পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন
-
-
featureচিন্তাপরাধ
লেখক : আসিফ আদনানপ্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন190 ৳পৃষ্ঠা - ১৯২ 'যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotহিফজ-যাত্রা (একজন সাধারণ মানুষ যেভাবে ৬ মাসে হাফিজ হবেন)
লেখক : কারি মুবাশ্শির আনওয়ারপ্রকাশনী : ইলহাম ILHAM152 ৳ – 182 ৳অনুবাদ: মাসুদ শরীফ পৃষ্ঠা: ১৬০ ম্যানচেস্টারে বেড়ে ওঠা ...
-
hotশিকড়ের সন্ধানে
লেখক : হামিদা মুবাশ্বেরাপ্রকাশনী : সমকালীন প্রকাশন430 ৳292 ৳পৃষ্ঠা সংখ্যা: ২৯৬ টি কভার: পেপার ব্যাক ‘Know ...
-
save offসাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ
লেখক : ড. আইশা হামদানপ্রকাশনী : সীরাত পাবলিকেশন334 ৳250 ৳অনুবাদ: সিফাত-ঈ-মুহাম্মদ সম্পাদনা: ডা. শামসুল আরেফীন পৃষ্ঠা সংখ্যা: ...
-
hotগল্পগুলো অন্যরকম
লেখক : সিহিন্তা শরীফা, আনিকা তুবা, আফিফা আবেদিন সাওদা, আরমান ইবন সোলাইমান, আরিফ আজাদ, আরিফ আবদাল চৌধুরী, আরিফুল ইসলাম, আলী আবদুল্লাহ, জাকারিয়া মাসুদ, নুসরাত জাহান, মাহমুদুর রহমান, যাইনাব আল-গাযি, শারিন সফি, শিহাব আহমেদ তুহিন, শেখ আসিফ, সাদিয়া হোসাইন, সানজিদা সিদ্দীক কথাপ্রকাশনী : সমকালীন প্রকাশন350 ৳238 ৳জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ ...
-
hotহিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব
লেখক : ইফতেখার সিফাতপ্রকাশনী : নাশাত220 ৳161 ৳সম্পাদক : মুহাম্মাদ আফসারুদ্দীন পৃষ্ঠাসংখ্যা : ১৬০ বাঁধাই ...
-
save offআল-কুরআনের শব্দসমূহ
লেখক : ইমরান হেলালপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন550 ৳440 ৳কুরআন বোঝার নিমিত্তে আমরা অনেক কোর্স ...
-
save offশয়তান যেভাবে ধোঁকা দেয় (তালবিসে ইবলিস)
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : দারুল আরকাম700 ৳406 ৳ভাষান্তর : মুফতি আবু সাআদ পৃষ্ঠা : ৪৮০ দ্বিতীয় ...
-
hotজিন ও শয়তানের জগৎ
লেখক : ড. উমার সুলায়মান আল আশকারপ্রকাশনী : সীরাত পাবলিকেশন280 ৳210 ৳জিন, শয়তান—এই দুটো বিষয় নিয়ে আমাদের ...
-
মুশতাক আহমাদ – :
–
বক্তৃতা কেমন হবে সেটা বক্তা সম্বন্ধে জানাশোনা থাকলে সহজেই ধারণা করা যায়। সহজে বোঝার জন্য বলি, আব্রাহাম লিংকন বলেন কিংবা নেলসন ম্যান্ডেলার বক্তৃতাসংকলনের কথা এলে, যারা তাকে চিনেন তারা সহজেই ধরে নিতে পারবেন এই বক্তৃতাগুলো কেমন হবে। কিংবা যারা উর্দুসাহিত্যের খোঁজখবর রাখেন অথবা ভারতের স্বাধীনতা আন্দোলনের সঠিক ইতিহাস জানা থাকে, তাহলে মৌলানা আবুল কালামের বক্তৃতাসংকলন বললেই সহজে অনুধাবন করতে পারবেন কেমন ঝাঁঝালো আর পাণ্ডিত্য টইটুম্বুর হতে পারে তার বক্তৃতাগুলো।
–
‘তালিবে ইলমের জীবন পথের পাথেয়’ হচ্ছে মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে দেওয়া মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর বক্তৃতাসংকলন। কে ছিলেন এই মুফাক্কিরে ইসলাম?
তার পরিচয় সংক্ষিপ্তভাবে এটুকুই যথেষ্ট যে ‘মুসলিম উম্মাহর পতনে বিশ্ব কী হারালো?’ বইয়ের মতো যুগান্তকারী বইয়ের লেখক তিনি। তার লিখিত আরবি প্রথম বই-ই আরববিশ্বে তোলপাড় সৃষ্টি করেছিল। যেখানেই গেছেন সেখানেই তাকে আসন ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এই বইয়ের লেখক জানামাত্রই। এছাড়া আরবের বাইরে (আমার জানামতে) তিনিই প্রথম যে নিজ হাতে চাবি দিয়ে তালা খুলে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করেছেন। এই সৌভাগ্য আরব-আজমে হাতেগোনা কয়েকজনের হয়েছিল। তার টাকশালি আরবি সাহিত্যের কাছে মাথানত করেছেন আরববিশ্বের বাঘা সাহিত্যিকরাও। বাদশাহ ফয়সল এয়ার্ড দিয়ে ভূষিত করা হয়েছিল তাকে। ভারতের অন্যতম দ্বীনী প্রতিষ্ঠান নদওয়াতুল উলামার রেক্টর ছিলেন। দারুল উলূম দেওবন্দের মজলিসে শুরার সদস্য ছিলেন। কারি তাইয়েব সাহেবের ইন্তেকালের পর ভারতের মুসলমানদের সবচে’ বড় প্লাটফর্ম ও আস্থার কেন্দ্র ‘মুসলিম পার্সোনাল ল বোর্ডের’ আজীবন সভাপতি ছিলেন। সারা বিশ্বের আলেমদের সবচে’ বড় সংগঠন রাবেতা আলমে ইসলামির প্রতিষ্ঠাকালীন থেকে আমরণ সদস্য ছিলেন তিনি। এছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তাকে জানার জন্য এটুকুই যথেষ্ট মনে করি।
–
এই বইয়ে তেরোটি বক্তৃতা সংকলন করা হয়েছে। বক্তৃতাগুলোতে উঠে এসেছে মাদ্রাসার লক্ষ্য-উদ্দেশ্য, অধ্যয়নের সঠিক পথ ও পন্থা, তালেবে ইলমের মর্দাযা ও দায়িত্ব, আধুনিক যুগের চ্যালেঞ্জ ও তার জবাবসহ একজন প্রকৃত আলেম ও প্রকৃত আল্লাহওয়ালা হওয়ার পথ ও পন্থা, তাদের কাছে কওমের আশা ও প্রতাশা। লেখকের বিস্তৃত অধ্যয়ন, ইতিহাসসচেতনতা থেকে তিনি মাদ্রাসার ছাত্রদের আগামী দিনের চ্যালেঞ্জ ও তার মোকাবেলার তাদের কর্মপন্থা কী হবে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
মাদ্রাসার পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন,
“মাদ্রাসাকে আমি মনে করি সবচে’ সুরক্ষিত ও শক্তিশালী কেন্দ্র এবং গতি ও প্রগতির উচ্ছলতায় এবং উদ্যম ও প্রাণচাঞ্চল্যে পরিপূর্ণ একটি প্রতিষ্ঠান। এর এক প্রান্তের সংযোগ হলো নবুয়তে মুহাম্মদীর সঙ্গে, অন্য প্রান্তের সংযোগ হলো জীবন ও জগতের সাথে। মাদ্রাসা একদিকে নবুয়তে মুহাম্মদীর চিরন্তন ঝরনাধারা থেকে ‘জলসঞ্চয়’ করে, অন্যদিকে জীবনের ফসলভূমিতে ‘জলসিঞ্চন’ করে। এটা দ্বীনী মাদ্রাসার সর্বক্ষণের দায় ও দায়িত্ব। মুহুর্তের জন্য যদি সে তার দায়িত্ব ও কর্তব্যে অবহেলা করে তাহলে জীবনের ফসলভূমি শুকিয়ে যাবে, মানুষ ও মানবতা নির্জীব হয়ে পড়বে এবং জীবন ও জগতের সব কিছুতে স্থবিরতা আসবে।”
অন্য জায়গায় মাদ্রাসার পরিচয়ে দিতে গিয়ে বলেন,
” মাদ্রাসা তো সেই পবিত্র স্থান যেখানে- আগেও আমি বলেছি- তালিবে ইলমের মাঝে এবং আল্লাহর মাঝে একটি প্রত্যক্ষ ও সুদৃঢ় সংযোগসূত্র সৃষ্টি হয়, যার একপ্রান্ত এদিকে, অন্য প্রান্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীনের কুদরতি হাতে।”
পৃথিবীকে নেতৃত্ব দিতে হলে যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা অর্জনের জন্য আগে ত্যাগ ও কুরবানি করতে হবে। ত্যাগ ও কুরবানির মহাশক্তি বর্ণনা করতে গিয়ে বলেন,
“ত্যাগ ও কুরবানী এবং পণ ও প্রতিজ্ঞা এমনই মহাশক্তি যে, তা যদি ব্যক্তির মাঝে জাগ্রত হয় তাহলে তাকে আকাশের উচ্চতায় পৌঁছে দেয়; যদি প্রতিষ্ঠান বা সম্প্রদায়ের মাঝে জাগ্রত হয় তাহলে পৃথিবী তার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিতে বাধ্য হয়।”
যোগ্যতা থাকলে যে কেউ স্বীকৃতি দিত্ব বাধ্য। আলী নদভীর ভাষায়,
অযোগ্যদের তো প্রশ্নই আসে না, সময় এত নির্মম যে, যোগ্য ব্যক্তির পরিবর্তে যোগ্যতরের এবং উপযোগীর পরিবর্তে অধিকতর উপযোগীর সে পক্ষপাতী। প্রয়োজনীয় যোগ্যতা ও উপযোগিতা যদি থাকে তাহলে যে কোন সময় ও কাল আপনার অনুকূল এবং যে কোন সমাজ ও সম্প্রদায় আপনার জন্য ব্যাকুল। সময়ের বিরুদ্ধে অভিযোগ আসলে নিজের অযোগ্যতা ও দুর্বলতাকে আড়াল করার ব্যর্থ প্রচেষ্টা এবং হিনমন্যতা ছাড়া আর কিছু নয়।”
–
বইয়ের প্রতিটি পাতাই লেখকের দরদমাখা হৃদয়কাড়া কথায় ভরপুর। প্রতিটি পৃষ্ঠাই গুরুত্বপূর্ণ। যার পরতে পরতে ছড়িয়ে আছে লেখকের দরদ আর উত্তাপ। এখানে তার দুয়েকটা নমুনা দিলাম মাত্র। নয়তো এরকম বাছাই করা কথাগুলো দিতে গেলে কয়েকপর্বের দরকার হয়ে যাবে। জীবনের বদলে দেওয়ার মতো একটা বই।
বইটা অনুবাদ করেছেন আদীব হুযুরখ্যাত আবু তাহের মিসবাহ দা.বা.। তার লেখা যারা পড়েছেন তাদের কাছে তাকে নতুন করে পরিচয়ে করিয়ে দেওয়ার কিছু নেই। বাইতুল্লাহর। মুসাফির, বাইতুল্লাহর ছায়ায়, তুরস্কে তুর্কিস্তানের সন্ধানে তার আলোড়নসৃষ্টিকারী ভ্রমণকাহিনি। তার অনূদিত বইয়ের মাঝে যে দুটির অনুবাদ সবচে’ সুন্দর ও অতুলনীয় তন্মধ্যে এটি একটি। বইটি আপনাকে নাড়া দেবে, চিন্তা-চেতনা ও জীবনের লক্ষ্য-উদ্দেশ্য নতুন করে চেনাবে।