মেন্যু
tadabbure quran

তাদাব্বুরে কুরআন (কুরআন বোঝার রাজপথে আপনার প্রথম স্বপ্নযাত্রা)

পৃষ্ঠা : 520, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2021
আচ্ছা, আপনি কি কখনো কুরআনে কারিম পুরোপুরি বুঝে পাঠ করেছেন? ধরে নিলাম আপনি করেছেন। আচ্ছা, আপনি কি কখনো পুরো কুরআন পাঠ করে এর সমঝ (অর্থাৎ এর সকল মূল বক্তব্য অনুধাবন... আরো পড়ুন
পরিমাণ

523  707 (26% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

10 রিভিউ এবং রেটিং - তাদাব্বুরে কুরআন (কুরআন বোঝার রাজপথে আপনার প্রথম স্বপ্নযাত্রা)

4.2
Based on 10 reviews
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    আয়েশা সিদ্দিকা:

    📘শুরু কথাঃ
    ‘তাদাব্বুরে কুরআন’
    ‘কুরআন বোঝার রাজপথে আপনার প্রথম স্বপ্নযাত্রা’
    আমরা সবাই কম-বেশি তিলাওয়াত করি, কিন্তু কুরআনের সঙ্গে আমাদের বন্ধনটা কেমন যেন প্রাণহীন থেকে যায়। ১১৪টি সুরায় বিন্যস্ত ৩০ পারা কুরআনকে আমাদের কাছে অধরা রহস্যই মনে হয়। কিন্তু কেন? কখনো ভেবে দেখেছেন, কেন এমন হয়?
    আমরা সবাই কম-বেশি তিলাওয়াত করি; কিন্তু আমাদের অধিকাংশ তিলাওয়াতই হয় প্রাণহীন। তাই কুরআন আমাদের অনুভূতিতে নাড়া দেয় না, আমাদের মনোজগতে সাড়া ফেলে না, আমাদের হৃদয়ে হিদায়তের নুর সৃষ্টি করে না। কিন্তু কেন? কখনো ভেবে দেখেছেন, কেন এমন হয়।তাদাব্বুর ও ফাহমের জন্য এমন হয়।
    সেদিক থেকে কুরআনের ফাহম ও তাদাব্বুর নিয়ে শাইখ আদিল মুহাম্মাদ খলিল রচিত, ইফতেখার সিফাত অনূদিত রুহামা পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ❝তাদাব্বুরে কুরআন❞ নামক অনবদ্য বইটি।

    📔বই সম্পর্কে কিছু তথ্যঃ
    ৫২০ পৃষ্টার ৩০ পারা কুরআনের ১১৪টি সূরা নিয়েই বইটি রচিত অর্থাৎ সম্পুর্ণ কুরআনের ফাহম ও তাদাব্বুর।
    মূল পাঠে যাওয়ার আগে এবং পরের বিষয় নিয়ে মোট ১২৩ পাঠে সাবলীলভাবে সাজানো হয়েছে বইটি।
    লেখক বলেন, আমি বইটিতে প্রতিটি সূরাকে আটটি ভাগে আলোচনা করেছি। যথাঃ
    প্রথম পয়েন্টে জানা যাবে সূরাটির আয়াত সংখ্যা এবং এটি মাক্কি নাকি মাদানী যাতে করে সূরার আকার সম্পর্কে ধারণা পাওয়া যাবে। দ্বিতীয় পয়েন্টে জানা যাবে সূরার নাম। তৃতীয়ত সূরার নাম করনের কারণ। এই দুই পয়েন্টে সূরার পরিচয় জানা যাবে৷ চতুর্থ পয়েন্টে আসবে সূরার ফজিলত এবং গুরুত্ব অর্থাৎ কেন আপনাকে সূরাটি পড়তে হবে। পঞ্চম পয়েন্টে আসবে সূরার শুরুর সাথে শেষের মিল। ষষ্ঠ পয়েন্ট যেখানে জানতে পারবো সূরাটির কেন্দ্রীয় বিষয়বস্তু, যেটিকে ঘিরে পুরো সূরাটির আলোচনা আবর্তিত হয়েছে। সপ্তম পয়েন্টে আসবে, সূরাটির আয়াত নাম্বার উল্লেখ করে সূরাটির আলোচ্য বিষয়াদির ধারাবাহিক বিবরণ সর্বশেষ এবং অষ্টম পয়েন্টে আসবে, সূরাটি সম্পর্কে বিচিত্র সব তথ্য, তত্ত্ব, বিভিন্ন আয়াতের তাদাব্বুর, সুক্ষ্ম পর্যবেক্ষণ, শিক্ষা ও উপদেশ ইত্যাদি।

    📗বইটি পড়ে আমার অভিমতঃ
    মূল বিষয়বস্তুতে প্রবেশের আগে বরেণ্য কয়েকজন আলিমের দু’য়া এবং অভিমত সংযোজন করা হয়েছে, যাদের অভিমতের কাছে আমার অভিমত নিতান্তই নস্যি। তাদের অভিমতের রেশ ধরেই বলতে চাই বইটি তাদাব্বুরে কুরআনের প্রাথমিক ছাত্রদের জন্য অত্যন্ত উপকারী এবং উচ্চ স্তরের শিক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে ইন শা আল্লাহ।
    বইটির আলোচনা অত্যন্ত সাবলীল এবং সারগর্ভ। কুরআনের কোনো সূরা তিলাওয়াত করার আগে যদি এই বই থেকে উক্ত সূরার ৮টি পাঠ পড়ে নেওয়া যায় ইন শা আল্লাহ পাঠকের তিলাওয়াতকালে সূরাটির আদ্যোপান্ত অনেকটাই তার মানসপটে ভেসে উঠবে৷
    বইটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ পাঠ আমার নজরে এসেছে আর তা হচ্ছে “কিভাবে বইটি অধ্যয়ন করতে হবে” সাধারণত এই পাঠ অন্যান্য বইতে থাকে না। এই পাঠের একটি দারুণ অংশ হচ্ছে, “বৈচিত্র্য বিরক্তি নিরোধক” অর্থাৎ বইটি পাঠকালীন আপনার বিরক্তিবোধ হবে না। কেননা আপনাকে ধারাবাহিকভাবে পড়তে হবে এমন কোনো কথা নেই, আপনার কুরআনের যে সূরাটি ভালো লাগে সেটা দিয়ে শুরু করে এরপর যেয়া মনে চায় সেটায় চলে যান৷
    কুরআন বুঝতে চায় এমন সকল পাঠকের জন্য এটি হবে জ্ঞানের এক অসীম ভান্ডার। প্রতিটি মুসলমানের জন্যই বইটি খুব জরুরি।
    অনুবাদক সম্পর্কে শুধু এতটুকুই বলবো, আল্লাহ ﷻ তার হায়াতে, ইলমে এবং আমলে বারাকাহ দান করুন এবং উম্মাহর জন্য আজীবন কাজ করার তাওফিক দান করুন।
    পরিশেষে বলবো, প্রিয় পাঠক! তাদাব্বুরে কুরআন এর হাত ধরে কুরআন বোঝার রাজপথে আপনার প্রথম স্বপ্নযাত্রা বরকতময় হোক।

    6 out of 6 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    islamriyad2000:

    তাফসীর শুরু করার পূর্বে পড়ার জন্য অসাধারণ একটা বই।
    4 out of 4 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 3 out of 5

    মুহাম্মদ জাহেদ উল্লাহ:

    তাদাব্বুরে কুরআন একটি সুখপাঠ্য বই। কুরআন বুঝার জন্য এই বইটি উপকারী। কোনো সূরা পাঠ করার আগে সূরাটির মূল প্রতিপাদ্য বিষয় পড়ে নিলে এবং মনে রাখতে পারলে সূরাটি তেলাওয়াত করার সময় একটি অন্যরকম স্বাদ অনুভব হয়। বিশেষত ধীরে ধীরে ও বুঝে বুঝে তেলাওয়াত করলে স্বাদ অনুভব হয় অনেক বেশি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন তাদাব্বুর সহকারে তেলাওয়াত করার জন্য আহ্বান করেছেন। আসলে কুরআনের মর্মোপলব্ধি ছাড়া কুরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের জীবনে প্রত্যাশিত পরিবর্তন আসে না। আমি মনে করি, মুসলিম উম্মাহ পিছিয়ে পড়ার অনেকগুলো কারণের মধ্যে তাদাব্বুরবিহীন কুরআন তেলাওয়াত অন্যতম। এই পথে একটি সহায়ক গ্রন্থ ওয়াফী লাইফ নিয়ে এসেছে। ওয়াফী পরিবারকে ধন্যবাদ।
    7 out of 7 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    Faiz:

    Feeling like breath a fresh air..written in very concise way so that one can enjoy to learn the Quran
    2 out of 3 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 3 out of 5

    Shahriar Rahman Sadik:

    যে হিসেবে বিজ্ঞাপন, প্রচার প্রচারণা করা হয়েছে সেই হিসেবে তেমন কিছুই নেই ভেতরে । যারা তাফসীর পড়েন তাদেরকে টাকাটা অন্য বইয়ের খরচ করতে বলবো ।

    এটা জাস্ট একটা খুবই সংক্ষিপ্ত নোট প্রত্যেকটা সূরার । আরও অনেক কিছু করার ছিলো এই বইয়ে ।

    *নতুনরা অবশ্যই নিতে পারেন । আপনাদের জন্য ভালোই হবে ।

    12 out of 17 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No