মেন্যু
songshoibadi

সংশয়বাদী

পৃষ্ঠা : 266, কভার : পেপার ব্যাক, সংস্করণ : ১ম
ড্যানিয়েল হাক্বিকাতযু। হালের একজন দা'ঈ ইলাল্লাহ। দীর্ঘদিন ধরেই বক্তব্য আর লেখালেখির মাধ্যমে লিবারেলিসম, সেক্যুলারিসম, ধর্মনিরপেক্ষতাবাদ, নারীবাদ সহ বিভিন্ন মতবাদগুলোর পেছনের ধারণা ও প্রস্তাবনাগুলোর ব্যবচ্ছেদ তিনি করে আসছেন। "সংশয়বাদী" বইটিতে নাস্তিকতা,... আরো পড়ুন
পরিমাণ

260 

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন
Get it on Google Play

16 রিভিউ এবং রেটিং - সংশয়বাদী

4.7
Based on 16 reviews
Showing 14 of 16 reviews (5 star). See all 16 reviews
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    Mst Halima Akter:

    “সংশয়বাদী” বইটিতে মোট ১৩ টি অধ্যায় স্থান পেয়েছে। নিচে অধ্যায়গুলো থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। যথাঃ

    গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ:
    গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ বর্তমান সময়ের বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বস্তুত গণতন্ত্র কখনোই আদর্শ শাসনব্যবস্থা নয়। কেবলমাত্র ভাসা ভাসা প্রয়োগ ছাড়া এই তত্ত্বের কোন বাস্তবতা নেই।

    সাম্য, মুক্তি, স্বাধীনতা:
    বর্তমান সময়ে সাম্য, মুক্তি, স্বাধীনতার যেসব ফাকা বুলি আওড়ানো হয় বাস্তবিকপক্ষে তার কোন ভিত্তি নেই। সবখানে নির্দিষ্ট গন্ডির মাঝেই সবকিছু চিন্তা করা হয়।

    নারীবাদ:
    অনেকেই মনে করে ইসলাম বুঝি নারীকে তার প্রাপ্য অধিকার দেয় নি। এক্ষেত্রে প্রধান প্রভাবক হিসেবে কাজ করে নারীবাদীদের থেকে পাওয়া সংশয় বিভিন্ন সংশয়গুলো।

    সংশয়বাদী:
    এটি বইয়ের সর্বশেষ অধ্যায়। এখান থেকেই বইটির নামকরণ করা হয়েছে। এখানে লেখক দেখিয়েছেন একজন মুসলিম কিভাবে সংশয়বাদী হয়ে ওঠে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে।

    বিষয়বস্তুর নিরিখে বইটি সেরা একটি বই। লেখক এখানে বিভিন্ন মতবাদের অসারতা বর্ণনার পাশাপাশি উক্ত বিষয়ে ইসলামের অবস্থান তুলে ধরেছেন। লেখকের প্রতিটি আলোচনাই যেন মন ছুঁয়ে যাওয়ার মত, প্রশান্তিময়। এমন খুব কম বই আছে যার প্রতিটি বাক্য ভালো লাগার, প্রতিটি পাতায় মিশে থাকে জ্ঞানের ছোয়া ও শিক্ষণীয় মেসেজ। “সংশয়বাদী” বইটি তার মাঝে অন্যতম।
    সব মিলিয়ে বইটি খুবই ভালো এবং উপকারী একটি বই।

    পরিশেষে সকলকে বলতে চাই “সংশয়বাদী” বইটি একবার হলেও পড়ুন। কারণ আল্লাহ তায়ালা দুনিয়াবাসীর জন্য যে কর্মপন্থা ঠিক করে দিয়েছেন নি:সন্দেহে সেটাই সর্বোত্তম।

    Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    mdmuhchin:

    ইসলামপূর্ব যুগের সামাজিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে আবুল হাসান আলী নদবী (রহঃ) বলেছেন, “তখন তাদের কাছে ধ্রুব সত্য বিষয়গুলো সংশয়যুক্ত ও সংশয়যুক্ত বিষয়গুলো প্রশ্নাতীত চূড়ান্ত সত্য হয়ে উঠেছিল। তাদের রুচি নষ্ট হয়ে গিয়েছিল।”

    নিঃসন্দেহে আমারা এমন এক সময়ে বাস করছি যেখানে পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি পুরো বিশ্বব্যবস্থা জাহেলি যুগের মতই ‘শিরক ও কুফর’ এর উপর প্রতিষ্ঠিত। বর্তমান বিশ্বে মানুষের আকিদা, দৃষ্টিভঙ্গি, রুচি, চিন্তাচেতনা সবই জাহিলি যুগের মতোই। এই সমাজে মহাপরাক্রমশালী আল্লাহর অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করা গেলেও লিবারেলিজম, ডেমোক্রেসি, সেক্যুলারিজম, মর্ডানিটি, সাইন্টিজম বা ব্যাক্তিস্বাধীনতা-সমতার মত অস্পষ্ট সব ধারনাগুলোকে মনে করা হয় প্রাকৃতিক ও ‘ধ্রুব সত্য’ হিসাবে। এগুলো নিয়ে কোন প্রকার সংশয় বা প্রশ্ন থাকতে পারে, এ কথা ভুলেও মাথায় আসে না নিজেকে মুক্তচিন্তক দাবি করা লোকটার। সব প্রশ্ন, সব সংশয় কেবল যেন ধর্মের জন্য বরাদ্দ। এগুলো নিয়ে সংশয় প্রকাশের কোন সুযোগ নেই। একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারবো যে বর্তমানে মুসলিম যুবক -যুবতীদের রিদ্দার বড় একটা কারণ এই অস্পষ্ট স্লোগান গুলোর তাত্ত্বিকতা ও বাস্তবতা কোনটাই না বুঝা। আবার অনেক সময় এই বিকৃত মতবাদগুলোকে না বুঝার দরুন এগুলোকেই ইসলামিকরণ করার চেষ্টা করা হয়। ফলে জন্ম নেয় আরেক ফিতনা। তাই মুসলিম সমাজে ইরতিদাদ ও ইলহাদের সয়লাব ঠেকানোর জন্য ধর্মনিরাপেক্ষতা,ব্যাক্তি স্বাধীনতা, আধুনিকতা,প্রগতিরবাদ, উদারনৈতিকতা মত জাহিলি মতবাদের তাত্ত্বিক ভুল ও বাস্তবতা নিয়ে আলোচনা বেশ গুরুত্ব রাখে। লেখক ও বক্তা ড্যানিয়েল হাক্বিকাতযু এই কাজটাই করছেন অনেকদিন ধরে। “সংশয়বাদী” বইটা তারই প্রবন্ধ সংকলন।যা ইতিপূর্বে “The Modernist Menace To Islam” নামে ইংরেজিতে প্রকাশিত হয়। বইটা তারই বঙ্গানুবাদ। পুরো বইতে একে একে উঠে এসেছে নাস্তিক, মর্ডানিস্টদের বিভিন্ন প্রতারণা, আত্মপ্রতারণা এক বিশাল ফিরিস্তি। তাত্ত্বিক ভুলে পাশাপাশি বাস্তবতাও বর্ণনা করেছেন।নাস্তিকতা কেন অত্মঘাতী, নিরপেক্ষতা নামক ভন্ডামি,নারীবাদ কীভাবে মুসলিম নারীদের রিদ্দার কারণ, পশ্চিমাদের যৌন দূর্দশা, ব্যাক্তিস্বাধীমতার অতিরঞ্জন অনূভুতি ইত্যাদি নিয়ে আলোচনার করেছেন।তাছাড়া ইসলাম নিয়ে সংশয় মোকাবিলার ক্ষেত্রে কীভাবে বুঝে না বুঝে জাহিলি মতবাদের আশ্রয় নেয় মুসলিমরা তার সমালোচনা করেছেন পাশাপাশি সংশয় মোকাবিলা সঠিক পদ্ধতি বাতলে দিয়েছেন। জাহিলি মতবাদ গুলো যে জাস্ট কিছু অর্থহীন স্লোগানের উপর গড়ে উঠেছে পাঠক তা সহজেই বুঝতো পারবে।বইটা পড়লে কোন নাস্তিক মুসলিম হয়ে যাবে এমন দাবি করছি না কিন্তু তারা যে ওয়ার্ডভিউর জন্য আল্লাহর আদেশকে প্রশ্নবিদ্ধ করছে সেগুলোর যৌক্তিক ভিত্তি কতটা নড়বড়ে তা উপলব্ধি করতে পারবে। অন্তত সে কিছুটা হলেও সংশয়ে পড়বে তার নামবিহীন “ধর্ম” নিয়ে।

    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    আবু মুহাম্মদ:

    চমৎকার।
    2 out of 2 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    মুহাম্মাদ মাহদী:

    অস্থির একটা বই।
    2 out of 2 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 5 out of 5

    nishatnuha17:

    সংশয়বাদী, যে সমাজে প্রচলিত সত্য-মিথ্যার সংজ্ঞাকে প্রশ্নবিদ্ধ করে, প্রতিটি অন্ধ বিশ্বাসকে চ্যালেঞ্জ জানায়, নিজের বুদ্ধিমত্তাকে প্রশ্নবিদ্ধ করে সত্য খোঁজার কাঁটা ভরা পথে পা মাড়ায়; একজন মুসলিম সংশয়বাদী, যার সিদ্ধান্তের চূড়ান্ত মানদন্ড ওয়াহী।

    লেখক পরিচিতি:
    কোনো বই পড়ার আগে বইয়ের লেখক সম্পর্কে জানা জরুরি। এতে লেখকের আদর্শ সম্পর্কে আবছা ধারণা তৈরি হয়, আবার বই থেকে কী আশা করা যায় সেটাও কিছুটা পরিষ্কার হয়। সংশয়বাদী বইটির মূল লেখক ড্যানিয়াল হাকিকাতযু একজন আমেরিকার বাসিন্দা। ইসলামকে আদর্শ হিসেবে কবুল করার আগে উনি একজন লিবারেল সেক্যুলার মুসলিম ছিলেন। মোটাদাগে তার পড়াশোনার বিষয় দর্শন, এছাড়াও আলিমদের তত্ত্বাবধায়নে তিনি দ্বীন ইসলাম সম্পর্কে পড়াশোনা করছেন। উনার কাজ মূলত পশ্চিমা দর্শন ও ইসলামের দর্শন নিয়ে। নাস্তিকতা, লিবারেলিজম, মডার্নিটি, নারীবাদসহ আরো বিভিন্ন বিষয়ে উনার উল্লেখযোগ্য কাজ রয়েছে।
    উনার দুটি ওয়েবসাইট আছে, মুসলিম স্কেপটিক ও আল আসনা ইন্সটিটিউট। উনার কাজ সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই দুটি ওয়েবসাইট ভিজিট করা যেতে পারে।

    বইটি কী নিয়ে লিখা:
    শারিরীক দাসত্ব এখন ইতিহাসের পাতায় চলে গেলেও মানসিক দাসত্ব আমাদের আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। ভয়াবহ ব্যাপার হচ্ছে আমরা এই দাসত্বের কথা জানি না, অথবা জেনেও স্বীকার করতে চাই না।
    পশ্চিমা দর্শন আজ আমাদের উপর একের পর এক বুদ্ধিবৃত্তিক আঘাত হানছে। মুসলিম হিসেবে অনেকে এই দর্শনগুলোর মুখোমুখি হলে খেই হারিয়ে ফেলে। বিজয়ীদের অন্ধ অনুসরণের ফলে একদল ইসলামের সাথে এর সংঘর্ষ বুঝতে পেরে রিদ্দা করে। অন্যদল এসবকে ইসলামের সাথে সম্পর্কযুক্ত প্রমাণ করতে গিয়ে ভুল যুক্তির পসরা সাজায়। বইটি তাদের জন্য উপকারী যারা এই ফিতনাময় পরিবেশে প্রকৃত অর্থে ইসলামকে বুঝতে চাইছেন।
    বইটিতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যাকে আমরা আলাদা দর্শন হিসেবেই ভাবি না। নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা, নারীবাদের পাশাপাশি বিজ্ঞানবাদ, প্রগতিবাদ, আধুনিকতাবাদ ও নফসের দাসত্বের মতো বিষয়ে আলোচনা করার জন্য এই বইটি এই বিষয়ে বাকী বইগুলো থেকে আলাদা হয়ে উঠেছে।
    এতে হাল জামানায় প্রচলিত বিভিন্ন দর্শন ও তাদের প্রচলিত শ্লোগানের প্রকৃত অর্থ দেখানো হয়েছে। বিশ্লেষণ করে তাদের কুটিলতা ও দুর্বলতা খুব সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। এই বইটি আমাদেরকে নব্য ফিতনাগুলোর ব্যাপারে একজন মুসলিমের দৃষ্টিভঙ্গি কেমন হবে তা শেখায়। এটি আমাদেরকে পশ্চিমা দর্শনের স্ববিরোধিতা ও প্রতারণার কথা জানায়। কেন ও কীভাবে আল্লাহর দ্বীন এসব দর্শন থেকে উত্তম সেটাও এই বই পড়ে জানা যাবে। এছাড়াও বইটিতে ইসলামের সাথে পশ্চিমা দর্শন মিশিয়ে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্র এবং এর অসাড়তা তুলে ধরা হয়েছে।
    কুরআন, সুন্নাহ, ইতিহাস, যুক্তি, প্রমাণ ও বিজ্ঞান ব্যবহারের মাধ্যমে বইটিতে বর্তমানে জনপ্রিয় বিভিন্ন দর্শনের নড়বড়ে বাস্তবতা দেখানো হয়েছে।

    কেন পড়বেন:
    একটি বইয়ের পেছনে পয়সা খরচের আগে জানা থাকা উচিত “এতে আমার জন্য কী আছে।” বইটি পড়ার চারটি কারণ উল্লেখ করছি।
    প্রথমত, অনলাইনে প্রায়শ নারীবাদী, নাস্তিক, ধর্মনিরপেক্ষতাবাদী, বিজ্ঞানবাদীদের বিভিন্ন কনটেন্ট আমাদের সামনে আসে। কিছু বিষয় আমরা পাত্তা না দিয়ে স্ক্রল করতে থাকি। আবার কিছু বিষয় হয়তো পাত্তা না দিতে চাইলেও পাত্তা পেতে থাকে, মনে একধরণের সংশয় কাজ করে। এই বই আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে পারে।
    দ্বিতীয়ত, কিছু নির্দিষ্ট কারণে উপরের মহল থেকে ইসলামের সাথে মডার্নিটি, নারীবাদ, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি জুড়ে দেয়ার বড় রকমের প্রচারণা চালানো হয়। এর বাস্তবতা বুঝতে এবং এ বিষয়ে সতর্ক হতে আপনার এই বই পড়া জরুরি।
    তৃতীয়ত, হয়তো আপনার বন্ধু অথবা বান্ধবীটি পশ্চিমা ফিতনায় ডুবে যাচ্ছে। বইটি পড়ে আপনি মোটামোটি গাইডলাইন পাবেন যে আপনার কীভাবে তার সাথে কথা বলতে হবে। একটি বই পড়ে আপনি কোনো এক্সপার্ট হয়ে যাবেন না, তবে এটি আপনাকে সাহায্য করবে ইন শা আল্লাহ্।
    চতুর্থত, পশ্চিমা দর্শনের সামনে ইসলামের সুপিরিয়রিটি সম্পর্কে জানতে পারলে আপনার ঈমাণ বৃদ্ধি পাবে ইন শা আল্লাহ্।

    ব্যক্তিগত অনুভূতি:
    দ্বীন ইসলাম অনুসরণ শুরু করার পর বিভিন্ন ওয়েবসাইট, ওয়েবিনারো, লেকচার সিরিজ, ভিডিও, বই ঘেঁটে যা জেনেছি এই বইয়ে সবগুলো বিষয়কে যেন এক মলাটে আবদ্ধ করা হয়েছে।
    বইটির ভাষা প্রাণবন্ত, যে শব্দকে কঠিন মনে হয়েছে টিকাতে তা সহজবোধ্যভাবে বুঝিয়ে দেয়া হয়েছে। হাদিসের নম্বর এবং মান যুক্ত করা হলে বইটি আরো প্রাণোজ্জ্বল হতো বলে মনে করি।
    ইসলাম, ইতিহাস, যুক্তি ও বিজ্ঞানের সমন্বয়ে তৈরি বইটি যেকোনো বয়স ও পেশার পাঠকের জন্য সহজপাঠ্য। এটি একজন মানুষের চিন্তার কাঠামো পরিবর্তনের ক্ষমতা রাখে। আশা করা যায় পাঠকদের জন্য বইটি মুফিদ হবে।

    4 out of 4 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top