মেন্যু
songshoibadi

সংশয়বাদী

পৃষ্ঠা : 266, কভার : পেপার ব্যাক, সংস্করণ : ১ম
ড্যানিয়েল হাক্বিকাতযু। হালের একজন দা'ঈ ইলাল্লাহ। দীর্ঘদিন ধরেই বক্তব্য আর লেখালেখির মাধ্যমে লিবারেলিসম, সেক্যুলারিসম, ধর্মনিরপেক্ষতাবাদ, নারীবাদ সহ বিভিন্ন মতবাদগুলোর পেছনের ধারণা ও প্রস্তাবনাগুলোর ব্যবচ্ছেদ তিনি করে আসছেন। "সংশয়বাদী" বইটিতে নাস্তিকতা,... আরো পড়ুন
পরিমাণ

260 

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

16 রিভিউ এবং রেটিং - সংশয়বাদী

4.7
Based on 16 reviews
Showing 1 of 16 reviews (4 star). See all 16 reviews
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 4 out of 5

    আবু নাঈম:

    আমরা বর্তমান এমন সভ্যতায়, সমাজব্যবস্থায় অবস্থান করছি যেটা পুরোদস্তুর পাশ্চাত্য বিভিন্ন টক্সিক ধ্যান-ধারণা মতাদর্শ দ্বারা ব্যাপকভাবে জর্জরিত। একদিকে নিজেদের মুসলিম পরিচয় দিচ্ছি আবার অন্যদিকে দেদারসে গ্রহণ করছি উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদীদের কলুষিত চিন্তাভাবনা। ইউরোপের আলোয় আলোকিত হয়ে জাতে ওঠতে ব্যতিব্যস্ত রেখেছি নিজেদেরকে।

    লিবারেল সেক্যুলার প্রগতিবাদীদের লাইফস্টাইল আর ব্যাপক অগ্রগতি দেখে অনেক মুসলিমের নিজের ধর্ম বিশ্বাস নিয়ে তীব্র হীনম্মন্যতা কাজ করে। ইসলামের বিভিন্ন মৌলিক বিধি-বিধান নিয়ে মনন ও মগজে তৈরি হয় ‘সংশয়ের’ বীজ। সংশয়ের শৃঙ্খলে আটকে পড়ে সচেতন বা অবচেতনে বরণ করে নেয় বুদ্ধিবৃত্তিক পরাজয়। অথচ একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের উচিত ছিলো তাদের ভ্রান্ত মতবাদের অন্তঃসারহীনতা তুলে ধরা। ওদের প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্ন করা। তাদের মতাবাদগুলার উপর্যুপরি ক্রিটিক করা‌।

    ইসলাম একটি পূর্ণাঙ্গ সম্পূর্ণ স্বতন্ত্র ও স্বাধীন জীবনব্যবস্থা। প্রত্যেকটি জিনিসের ব্যাপারে ইসলামের রয়েছে নিজস্ব দৃষ্টিভঙ্গি। কিন্তু আমরা যখন পাশ্চিমের মতবাদ মতাদর্শগুলাকে স্টান্ডার্ড ধরে ইসলামকে জাজ করতে যাই তখন নারীস্বাধীনতা, ব্যাক্তিস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, বাকস্বাধীনতার, মুক্তচিন্তার মতো ধারণাগুলোর ব্যাপারে ইসলামের অবস্থানকে মনে হয় অযৌক্তিক।
    আর পশ্চিমের দেওয়া আধুনিকতার সংজ্ঞাকে মনে হয় প্রগতিশীলতা! আর তাই পাশ্চাত্য এসব ধ্যান-ধারণার ব্যাপারে আমাদের উচিত সংশয়বাদী মনোভাব পোষণ করা।

    ইসলামের সাথে পাশ্চাত্য সভ্যতার বিভিন্ন মতবাদের মৌলিক যে সূক্ষ সংঘাত রয়েছে সেটি বুঝতে আমাদেরকে অনেকটা সাহায্য করবে ড্যানিয়েল হাকিকাতযুর ‘সংশয়বাদী’ ব‌ইটি। ব‌ইটি মূলত লেখকের বিভিন্ন প্রবন্ধের সংকলন। মূল ব‌ই ‘The Modernist Menace to Islam’ থেকে অনুবাদ করেছেন ‘চিন্তাপরাধ’ ব‌ইয়ের লেখক অনলাইন এক্টিভিস্ট আসিফ আদনান। আসিফ আদনান অনলাইন জগতে একজন জনপ্রিয় মুখ। ভাইয়ের প্রত্যেকটি লেখায় যথেষ্ট রসদ ও চিন্তার খোরাক পাওয়া যায়।

    মোট ১৩টি অধ্যায়ে সাজানো ‘সংশয়বাদী’ ব‌ইটি। উল্লেখযোগ্য কয়েকটা অধ্যায়গুলো– নাস্তিকতা, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ, স্বাধীনতা’, নারীবাদ, হিজাব, বিজ্ঞানবাদ, লিবারেলিসম, নৈতিকতা ও প্রগতিবাদ, মডার্নিটি। প্রত্যেকটি টপিকের আলোচনা স্বতন্ত্র। একজন সচেতন মুসলিম হিসেবে উল্লেখিত প্রত্যেকটি ভ্রান্ত আইডিওলজি সম্পর্কে আমাদের জানাশুনা থাকাটা অতীব জরুরি এবং না হলে নিজের অজান্তেই এমন আকীদা বিশ্বাসের ফাঁদে পড়তে হবে যা মোটাদাগে ইসলামের সাথে সাংঘর্ষিক।

    ব‌ইটিতে পাশ্চাত্য লিবারেল আইডিওলজিগুলো ক্রিটিক করা হয়েছে, ব্যবচ্ছেদ করা হয়েছে আধুনিকতার অসারতা। লেখক অনেক তাত্ত্বিক আলোচনা অত্যন্ত সহজবোধ্য ভাবে তুলে ধরেছেন। আলোচনার প্রয়োজনে রেফারেন্স সংযুক্ত করেছেন প্রচুর। ব‌ইয়ের প্রচ্ছদ বেশ মিস্টিরিয়াস। স্যুট টাই পড়া মর্ডানিটির খাঁচায় বন্দি একজন মানুষ যে নিজেকে মুক্তচিন্তক মনে করে! আসলে ভেতরে সব ফাঁকা। তাই একজন মুসলিম সংশয়বাদীর কাজ হলো লিবারেল-সেক্যুলারদের ধারণাগুলোকে ভেঙে খান খান করে সত্য উন্মুক্ত করা।

    আমাদের ইসলাম বুঝতে হবে ঠিক সেইভাবে যেভাবে বুঝেছেন সর্বশ্রেষ্ঠ প্রজন্ম–নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাহাবীগণ। আল্লাহ তা’আলা আমাদের সঠিকভাবে সত্য বুঝবার তৌফিক দিন। আমীন।

    4 out of 4 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top