সংক্ষিপ্ত আত-তারগিব ওয়াত তারহিব (দুই খণ্ড)
বইটির বৈশিষ্ট্য:
১। ৮০০ বছর পূর্বে রচিত খুব গুরুত্বপূর্ণ একটি হাদিসের কিতাব।
২। প্রতিটি হাদিসে মুহাক্কিকদ্বয়ের আলাদা আলাদা তাহকিক ও তাখরিজ উল্লেখ করা হয়েছে।
৩। প্রতিটি হাদিসের একাধিক রেফারেন্স উল্লেখ করা হয়েছে।
৪। প্রতিটি দুআর উচ্চারণ ও অর্থ তুলে ধরা হয়েছে।
৫। হাদিসে বর্ণিত আয়াতসমূহের অনুবাদ তাফসিরে উসমানি থেকে নেওয়া হয়েছে।
৬। জয়িফ হাদিসগুলো দুর্বল হওয়ার কারণ উল্লেখ করা হয়েছে।
৭। বরকতের জন্য মতনে সনদ রাখা হয়েছে, আর সংক্ষিপ্ততার লক্ষ্যে অনুবাদে পূর্ণ সনদকে পরিহার করা হয়েছে।
৮। প্রতিদিন ঘরবাড়িতে তালিম করার মতো একটি কিতাব।
৯। সভা–সেমিনার ও ওয়াজ নসিহতের ময়দানে সহজে বহন করার মতো একটি কিতাব।
১০। দায়ি ইলাল্লাহদের জন্য খুবই জরুরি একটি কিতাব।
১১। সর্বসাধারণের উপযোগী সহজ–সরল অনুবাদ।
১২। হাদিসের ওপর প্রয়োজনীয় নোট।
১৩। দুর্বল হাদিসবিষয়ক সংক্ষিপ্ত ও জরুরি একটি প্রবন্ধের সংযুক্তি।
-
-
hotআল-আদাবুল মুফরাদ (দুই খণ্ড)
প্রকাশনী : পথিক প্রকাশন1,000 ৳450 ৳তাহকিক: শাইখ নাসিরুদ্দীন আলবানি রহ. ও শাইখ শুআইব ...
-
hotহাদীসের নামে জালিয়াতি
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স540 ৳367 ৳কুরআন কারীমের পরে রাসূলুলাহ (সাঃ)-এর হাদীস ...
-
hotইমাম মাহদী: রূপকথা নয়, সত্য
প্রকাশনী : সীরাত পাবলিকেশন200 ৳150 ৳অনুবাদক: মহিউদ্দিন রূপম, আশিক আরমান নিলয় সম্পাদনা: ...
-
hotনবীজির পাঠশালা ﷺ
লেখক : ড. আদহাম আশ শারকাবিপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ415 ৳257 ৳অনুবাদক – মুজাহিদুল ইসলাম মাইমুন সম্পাদনা – ...
-
hotবিষয়ভিত্তিক বিশুদ্ধ হাদিস সংকলন
লেখক : শাইখ ড. আওয়াদ আল-খালফপ্রকাশনী : সমকালীন প্রকাশন515 ৳360 ৳আমাদের যাপিত জীবনের যাবতীয় সমস্যার সুন্দর ...
-
hotনবিজির পরশে
লেখক : ইমাম ইবনু রজব হাম্বলি (রহঃ)প্রকাশনী : সত্যায়ন প্রকাশন242 ৳179 ৳মূল: জামিউল উলুমি ওয়াল হিকাম থেকে ...
-
hotসংক্ষিপ্ত সহীহ আল বুখারী
প্রকাশনী : আলোকিত প্রকাশনী1,500 ৳1,095 ৳'মুখতাসার / সংক্ষিপ্ত সহীহ এই বুখারী' ...
-
hotধেয়ে আসছে ফিতনা
লেখক : ইমাম আবু আমর উসমান আদ-দানিপ্রকাশনী : পথিক প্রকাশন720 ৳418 ৳অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা : মুফতি ...
-
hotকিতাবুল ফিতান (২য় খণ্ড)
লেখক : ইমাম নুআইম ইবনে হাম্মাদপ্রকাশনী : পথিক প্রকাশন600 ৳348 ৳বর্তমান যুগটি ফিতনার। যেন অন্ধকার রাতের ...
-
আহমাদ রিফআত – :
আত-তারগিব ওয়াত তারহিব কিতাবের ভূমিকায় ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ রচনার প্রেক্ষাপট সম্পর্কে বলেন, ‘একদিন আমার কাছে কয়েকজন উৎসাহী বন্ধু উপস্থিত হলেন। তাদের প্রত্যেকেই ছিলেন দুনিয়াবিমুখ, ইলম ও আল্লাহওয়ালা। তারা আমার কাছে আবেদন করলেন, আপনি তারগিব তথা আল্লাহর রহমতের প্রতি উৎসাহ ও তারহিব তথা শাস্তি থেকে ভীতিপ্রদর্শনমূলক একটি সমৃদ্ধ কিতাব রচনায় হাত দিন। তাদের বারবার আবেদনের পরিপ্রেক্ষিতে আমি ইসতিখারা (উদ্দিষ্ট কাজে আল্লাহর কল্যাণ কামনা) শুরু করি।
ইসতিখারায় ইতিবাচক ফলাফল পেয়ে আমি কিতাবটি রচনার কাজে আত্মনিয়োগ করি। ডুব দিই হাদিসের ভান্ডারে এবং মূল্যবান মণিমুক্তো একত্র করার প্রয়াস চালাই। দীর্ঘ গবেষণার মাধ্যমে হাদিসের সারনির্যাস তুলে আনার চেষ্টা করি। ফলে ছোটো ভলিয়মের হাদিসের এই ভান্ডারখানা তৈরি হয়। প্রতিটি হাদিস উল্লেখ করার পর আমি তার রেফারেন্স যুক্ত করে দিয়েছি। এটি কি সহিহ না-কি হাসান, না জয়িফ, সেই মানও উল্লেখ করেছি। তবে হ্যাঁ, দুটো কারণে হাদিসের ইল্লত উল্লেখ করা থেকে বিরত থেকেছি।
এক. বইয়ের কলেবর বড়ো না-করে সংক্ষিপ্ত করা ছিল আমার লক্ষ্য।
দুই. উলামায়ে কিরাম তারগিব তথা আল্লাহর রহমতের প্রতি উৎসাহদান ও তারহিব তথা আল্লাহর শাস্তি থেকে ভীতিপ্রদর্শন-বিষয়ক হাদিস সংকলনে শিথিলতা করেছেন। আল্লাহ তাআলা কিতাবটি সকলের জন্য উপকারী করুন।
সংক্ষেপণ
মূল কিতাবে হাদিসের সংখ্যা ৫৭৬৬। তবে আমাদের এই সংক্ষিপ্ত কিতাবে রয়েছে মোট ১২০০ (বারোশত) হাদিস। ইমাম ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ১০1০ হাদিস সংক্ষেপণ করেছেন। বাকি হাদিস সংক্ষেপণ করেছেন উস্তাজ ড. সায়িদ বাকদাশ হাফিজাহুল্লাহ।
যেহেতু ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ সংক্ষেপণের কারণ বা এক্ষেত্রে তার কর্মপদ্ধতি উল্লেখ করে কোনো ভূমিকা লিখে যাননি, তাই উস্তাজ ড. সায়িদ বাকদাশ হাফিজাহুল্লাহ-এর ভূমিকাটি নিচে হুবহু তুলে ধরা হচ্ছে :
‘দীর্ঘদিন যাবৎ ফিকহের কিতাবাদির তাহকিক-তাখরিজের সাথে জড়িত থাকায় আমি খুব ভালো করেই জানি, উলুমুল হাদিসের ছাত্র ব্যতীত হাদিসের ময়দানে বিচরণের সুযোগ খুব কম লোকেরই হয়ে থাকে। ফিকহের ছাত্রগণ যদিও হাদিসের এক বিশাল জগৎ নিয়ে ডুবে থাকেন, কিন্তু সেগুলোর সবই হয়ে থাকে ফিকহ-সংক্রান্ত। হাদিসের অন্যান্য ময়দানে তাদের বিচরণের সুযোগ খুব কমই হয়ে থাকে। (এ ছাড়া বাকিদের কথা বাদই দিলাম।) এজন্য আমার মনে বারবার উঁকি দিচ্ছিল যে, এমন একটি কিতাব রচনার প্রয়োজন, যেখানে আলিম ও গায়রে আলিম সকলে যেন হাদিসের ময়দানে বিচরণের কিছুটা সুযোগ পায়। তারা যেন আমলের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারে, এবং রুহানি খোরাক পেয়ে যায়।
আমি এই বিষয়ের কিতাবাদি অনেকদিন যাবৎ খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। অবশেষে হাদিসের গুরুত্বপূর্ণ কিতাব মুখতাসার তারগিব ওয়াত তারহিব কিতাবটি হাতে পেয়ে যাই। আলহামদুলিল্লাহ।’
উস্তাজ ড. সায়িদ বাকদাশ আরও বলেন, ‘মূল তারগিব তারহিব কিতাবের কলেবর অনেক বড়ো হওয়ায়, এবং বিষয়-বিবেচনায় গুরুত্বপূর্ণ ও সর্বসাধারণের উপকারী হওয়ায় অনেক মুহাদ্দিস রচনাকাল থেকেই কিতাবটির সংক্ষেপণের কথা ভেবে আসছিলেন। অতঃপর ইমাম ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ গুরুত্বপূর্ণ এই কাজটি সুসম্পন্ন করেছেন। তিনি চাক থেকে মধু সংগ্রহ করে সবার সামনে পরিবেশন করেছেন। সংক্ষেপণের ক্ষেত্রে তার কর্মপদ্ধতি ছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি প্রতিটি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যাপক অর্থবহ এবং তুলনামূলক ছোটো হাদিসগুলো নিয়ে এসেছেন। পাশাপাশি শিরোনাম সাজিয়েছেন নতুন করে। অনেক জায়গায় অতিরিক্ত কিছু শব্দ-বাক্য এনেছেন, যা সবার জন্যই উপকারী হয়েছে।
মূল কিতাবের নোটগুলো যথাযথ রাখার পাশাপাশি আমি নিজেও কিছু টীকা যুক্ত করেছি। (বলে রাখা ভালো, প্রয়োজন অনুপাতে আমরা অনুবাদকদ্বয়ও কিছু পাদটীকা যুক্ত করেছি।) ফলে কিতাবটি আরও পুষ্ট হয়েছে, এবং পাঠকদের জন্য উপস্থিত হয়েছে উপাদেয় খাদ্য হিসাবে।’
Shakil mia – :