সহীহ ওযীফার জন্য এই বইটা অসাধারন। বেশ ভালো লেগেছে। কলেবর খুব বড় না হওয়ায় সহজের হাতের কাছে রাখা যায়, বহন করে বিভিন্ন জায়গায় নেয়াও যায়। মুরুব্বীদের জন্য এই বইটা খুবই ভাল, তারা এই ধরনের বই বেশি পছন্দ করেন।
6 out of 6 people found this helpful. Was this review helpful to you?
এই বইটিতে আছে বিভিন্ন প্রকারের দুআ। যা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার রয়েছে্। লেখক ড.আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহের দুআ যিকির। তিনি এখন নেই পৃথিবীতে কিন্তু তার রেখে যাওয়া বই রয়ে গেছেৃ
3 out of 3 people found this helpful. Was this review helpful to you?
বইটি কেন পড়বেন?
অনেক প্রচলিত জাল হাদীস, বানোয়াট আমলের ভীড়ে সহীহ আমলের বই পড়তে চাইলে এই বইটি পড়া আবশ্যক। ছোট ছোট দোয়া, দৈনন্দিন ওযীফার সমাহার এই বইটি। দলীল দিয়ে, সুন্দরভাবে বুঝিয়ে খুব আবেগের সাথে লেখা বইটি সবার ঘরেই থাকা উচিৎ। প্রতিদিনের আমলের একটি দিকনির্দেশনা হিসাবে কাজে লাগবে এই অসাধারন কর্মটি
কি কি আছে বইয়ের ভিতর?
প্রথমেই বেসিক কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে। তাযকিয়া, বেলায়েত, ইবাদাত, ফরয নফল ইত্যাদি। অবহেলিত কিছু ফরয ও হারামের কথা লেখক মন একরিয়ে দিয়েছেন। আত্মশুদ্ধির বিষয়ে বিস্তারিত এসেছে এর পর। ২য় পরিচ্ছেদ মূলত ওযীফা নিয়েই। সাধারন নেক আমলের কিছু ওযীফা বর্ননা করে তার গুরুত্ব বোঝানো হয়েছে। নামাজের ওযীফা, রোযার, ইলমের দাওয়াতের ওযীফা ও খিদমাতে খালক মানে সৃষ্টির সেবার ওযীফা দিয়েই সাজানো হয়েছে ঐ পরিচ্ছেদ।
৩য় পরিচ্ছেদে এসেছে যিকরের ওযীফা। ফযিলত বর্ননা করে প্রত্যেকটি যিকরের ওযীফার অসাধারন বর্ননা হৃদয় কাড়ে। ৫ ওয়াক্ত নামাজের পরের ওযীফা, দরুদের ওযীফা এছাড়া মাসনুন কয়েকটি দোয়া অর্থসহ তুলে ধরা হয়েছে এখানে।
৪র্থ পরিচ্ছেদ মূলত ভালোবাসা, সাহচর্য ও মাজলিস বিষয়ে। আল্লাহর জন্য ভালোবাসা ও সাহচর্য নিবেদন করতে হবে এবং এর ফযিলত সহজ, প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী ভাষায় বর্ননা করে অনুপ্রাণিত করা হয়েছে।
সবশেষে যিকিরের মাজলিসের কিছু মাসনুন, সহীস জিকিরের বিবরন এসেছে যা করা যেতে পারে নিয়মিতভাবে।
বই সম্পর্কে মতামতঃ
সহীহ ওযীফার জন্য এই বইটা অসাধারন। বেশ ভালো লেগেছে। কলেবর খুব বড় না হওয়ায় সহজের হাতের কাছে রাখা যায়, বহন করে বিভিন্ন জায়গায় নেয়াও যায়। মুরুব্বীদের জন্য এই বইটা খুবই ভাল, তারা এই ধরনের বই বেশি পছন্দ করেন। গিফট হিসাবেও এই ছোট অথচ গুরুত্বপূর্ন বইটি খুব ভাল।
রেটিংঃ ৮/১০
8 out of 9 people found this helpful. Was this review helpful to you?
Esrat jahan – :
Esrat jahan – :
Montasir Mamun – :
লেখকঃ ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
প্রকাশনীঃ আস সুন্নাহ পাবলিকেশন্স
গায়ের দামঃ ৫০ টাকা
পৃষ্ঠা সংখ্যাঃ ৮০
বইটি কেন পড়বেন?
অনেক প্রচলিত জাল হাদীস, বানোয়াট আমলের ভীড়ে সহীহ আমলের বই পড়তে চাইলে এই বইটি পড়া আবশ্যক। ছোট ছোট দোয়া, দৈনন্দিন ওযীফার সমাহার এই বইটি। দলীল দিয়ে, সুন্দরভাবে বুঝিয়ে খুব আবেগের সাথে লেখা বইটি সবার ঘরেই থাকা উচিৎ। প্রতিদিনের আমলের একটি দিকনির্দেশনা হিসাবে কাজে লাগবে এই অসাধারন কর্মটি
কি কি আছে বইয়ের ভিতর?
প্রথমেই বেসিক কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে। তাযকিয়া, বেলায়েত, ইবাদাত, ফরয নফল ইত্যাদি। অবহেলিত কিছু ফরয ও হারামের কথা লেখক মন একরিয়ে দিয়েছেন। আত্মশুদ্ধির বিষয়ে বিস্তারিত এসেছে এর পর। ২য় পরিচ্ছেদ মূলত ওযীফা নিয়েই। সাধারন নেক আমলের কিছু ওযীফা বর্ননা করে তার গুরুত্ব বোঝানো হয়েছে। নামাজের ওযীফা, রোযার, ইলমের দাওয়াতের ওযীফা ও খিদমাতে খালক মানে সৃষ্টির সেবার ওযীফা দিয়েই সাজানো হয়েছে ঐ পরিচ্ছেদ।
৩য় পরিচ্ছেদে এসেছে যিকরের ওযীফা। ফযিলত বর্ননা করে প্রত্যেকটি যিকরের ওযীফার অসাধারন বর্ননা হৃদয় কাড়ে। ৫ ওয়াক্ত নামাজের পরের ওযীফা, দরুদের ওযীফা এছাড়া মাসনুন কয়েকটি দোয়া অর্থসহ তুলে ধরা হয়েছে এখানে।
৪র্থ পরিচ্ছেদ মূলত ভালোবাসা, সাহচর্য ও মাজলিস বিষয়ে। আল্লাহর জন্য ভালোবাসা ও সাহচর্য নিবেদন করতে হবে এবং এর ফযিলত সহজ, প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী ভাষায় বর্ননা করে অনুপ্রাণিত করা হয়েছে।
সবশেষে যিকিরের মাজলিসের কিছু মাসনুন, সহীস জিকিরের বিবরন এসেছে যা করা যেতে পারে নিয়মিতভাবে।
বই সম্পর্কে মতামতঃ
সহীহ ওযীফার জন্য এই বইটা অসাধারন। বেশ ভালো লেগেছে। কলেবর খুব বড় না হওয়ায় সহজের হাতের কাছে রাখা যায়, বহন করে বিভিন্ন জায়গায় নেয়াও যায়। মুরুব্বীদের জন্য এই বইটা খুবই ভাল, তারা এই ধরনের বই বেশি পছন্দ করেন। গিফট হিসাবেও এই ছোট অথচ গুরুত্বপূর্ন বইটি খুব ভাল।
রেটিংঃ ৮/১০