মেন্যু
siratun nobi sw 1-3

সিরাতুন নবি সা. (১-৩ খণ্ড পূর্ণ)

কভার : হার্ড কভার, সংস্করণ : New Edition, 2022
অনুবাদক টিম : নুরুযযামান নাহিদ, আবদুর রশীদ তারাপাশী, মহিউদ্দিন কাসেমী সম্পাদনা টিম : আবদুর রশীদ তারাপাশী, আহসান ইলিয়াস, সালমান মোহাম্মদ ,আবুল কালাম আজাদ পৃষ্ঠাসংখ্যা: ১৬০০ (ফাইনাল সেটিংয়ে অল্প বেশকম হতে পারে) কাগজ: ৮০... আরো পড়ুন

Out of stock

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

14 রিভিউ এবং রেটিং - সিরাতুন নবি সা. (১-৩ খণ্ড পূর্ণ)

4.9
Based on 14 reviews
5 star
92%
4 star
7%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    afiemonn:

    #কালান্তর_ওয়াফিলাইফ_রিভিউ_প্রতিযোগিতা

    নবীজি হযরত মুহাম্মদ (সাঃ), যেই নাম প্রত্যেক মুসলিম-মুসলিমার অন্তরের প্রশান্তি, ইতিহাসের পাতায় যেই নাম সমান ভাবে বিচরন করছে ১৪০০ বছর ধরে, শত সহস্র প্রচেষ্টার পরও যেই নামের সাথে লাগানো যায় নি একটু কালো দাগ, হয়নো মলিন ঘোলাটে.. কি আছে এই নামে?

    আসলে নামটা যে মানব ইতিহাসের সর্বকালের সর্বশেষ্ঠ মানব, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার প্রেরিত সর্বশেষ রাসূল, মুসলিম-অমুসলিম নির্বিশেষে সকল মানুষের সর্বোত্তম জীবনাদর্শ নবী মুহাম্মদ (সাঃ) এর। তার সম্পর্কে আমরা মুসলিম কতটুকুই বা জানি?

    বাংলাদেশি মুসলিমদের জন্য বাংলা ভাষায় অসংখ্য সিরাত গ্রন্থ রচিত হয়েছে। আমাদের প্রানের চেয়ে প্রিয় রাসূল (সাঃ) কে জানার জন্য কালজয়ী সব সিরাত গ্রন্থ যেমন- আর রাহিকুল মাখতুম, সিরাত ইবনে হিসাম ইত্যাদি বাংলা ভাষায় বহু বার অনুবাদিত ও প্রকাশিত হয়েছে। কিন্তু এই গ্রন্থগুলোর কলেবর একটু ছোট হবার কারনে আমাদের কাছে অজানা রয়ে গেছে নবীজি (সাঃ) এর জীবনের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। আবার বড় কলেবরের গ্রন্থ পড়তে গিয়ে অনেকেই ধৈর্য্য হারিয়ে ফেলে। ফলাফল হল সিরাত ইতিহাস পাঠের যে মূল উদ্দেশ্য, নবীজি (সাঃ) এর জীবনি থেকে শিক্ষা গ্রহন করে নিজেকে সাজানো, তাতে আমরা সফলতা পাইনি।

    এই সমস্যার সমাধান যে এভাবে হয়ে যাবে ভাবি নি। বিশিষ্ট ইতিহাস গবেষক, ফকিহ, রাজনীতিবিদ ড. আলি মুহাম্মাদ সাল্লাবি স্যার এর গ্রন্থ আস-সিরাতুন নাবাবিয়্যাহ আরজু ওয়াকায়ি ওয়া তাহলিলু আহদাস এর অনুবাদ গ্রন্থ সিরাতুন নবি (সাঃ) যা কালান্তর প্রকাশনি থেকে প্রকাশিত হয়েছে। ৩ খন্ডের কলেবরে বইটি করেছে বাংলা ভাষাভাষী দের জন্য সিরাত সংক্রান্ত সকল সমস্যার সমাধান।

    বইটির বৈশিষ্ট্যসমূহ-

    ১. নবীজি (সাঃ) এর জন্মপূর্ব বিশ্বের দূর্বিষহ অবস্থা থেকে শুরু করে নবীজি (সাঃ) এর মৃত্যু পর্যন্ত বিস্তারিত সকল বর্ননা উঠে এসেছে এই বইটিতে।

    ২. বইটি ড. আলি মুহাম্মাদ সাল্লাবি স্যার এর শত সহস্র সিরাত গবেষনার ফল। সুদূর অতিত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যত ধরনের সিরাত গ্রন্থ রচিত হয়েছে বলা যায় এই বইটি ওই সমস্ত গ্রন্থের মূল নির্যাস, যা বইটির রেফারেন্স দেখলে ধারনা করা যায়।

    ৩. সিরাত পাঠের মূল বিষয় হল শিক্ষা, যা এই বইটিতে লেখক খুবই সুন্দর করে বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য করে ব্যাখ্যা করেছেন। মুসলিম উম্মাহর জন্য এই শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আর বর্তমান পরিস্থিতির আলোকে এর গুরুত্বের কথা আলাদা করে বলার প্রয়োজন নেই।

    ৪. যারা ড. আলি মুহাম্মদ সাল্লাবি স্যার এর লেখা আগে পড়েছেন তারা খুব ভালো করেই তার লেখনি সম্পর্কে জানেন। উনি পাঠককে একদম টাইম মেশিনের মত অতিতে নিয়ে যায়। অনুবাদক বৃন্দ তার লেখার ভাব ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন, যা আপনি বইটি পড়লেই বুঝতে পারবেন। হারিয়ে যাবেন অতিতে।

    আল্লাহ তাআলা বলেন-‘তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের (চরিত্রের) মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ।’ (সুরা আহযাব : আয়াত ২১)

    তাই নিজের জীবনকে রাসূল (সাঃ) এর প্রদত্ত শিক্ষার আলোকে সাজানোর কোনো জুরি নেই। আর আমাদের রাসূল (সাঃ) এর জীবনি থেকে পরিপূর্ন শিক্ষা অর্জনের জন্য এই বইটি অনবদ্য হয়ে থাকবে।

    6 out of 7 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 4 out of 5

    maruflimon33:

    অনেক উপকারী এবং দলিল সম্মৃধ বই।
    তবে অনুবাদকের লেখনশৈলি কিছুটা দুর্বল হওয়ায় মাঝে মাঝে একটু মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
    3 out of 5 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    aslamhossain2499:

    যা নিয়ে এই বইঃ-
    হযরত মুহাম্মদ (ﷺ) ছিলেন দুনিয়ার সর্বকালের শ্রেষ্ঠ মানুষ। যার উপর নাযিল করেছেন মহিমান্বিত আল কুরআন। তার জীবনের প্রতিটি ক্ষেত্রেই মুসলমানদের জন্য  রয়েছে অনুকরণীয় আদর্শ। সেই আদর্শ সামনে রেখেই বিশ্বজুড়ে প্রতিনিয়ত রাসূল (ﷺ) এর জীবনী নিয়ে বিভিন্ন সীরাত রচিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় রচিত অন্যতম একটি সীরাত হলো কালান্তর প্রকাশনী কতৃক প্রকাশিত তিন খন্ডের “সিরাতুন নবি”। বইটির মূল লেখক ড. আলি মুহাম্মদ সাল্লাবি। বাংলায় অনুবাদ করেছেন নুরুযযামান নাহিদ, আবদুর রশীদ তারাপাশী, মহিউদ্দিন কাসেমী প্রমুখ।

    খুব সংক্ষেপে বই পরিচিতিঃ-
    তিন খন্ডে প্রায় ১৬০০ পৃষ্ঠার সুদীর্ঘ এই সীরাতটিকে লেখক ড. আলি মুহাম্মদ সাল্লাবি ৭৭ অধ্যায়ে সুবিন্যস্ত করে আলোচনা করেছেন। প্রতি অধ্যায়কে আবার অসংখ্য পরিচ্ছেদ ও পর্বে ভাগ করা হয়েছে।
    বর্ণনা দেয়া হয়েছে রাসূল (স:) এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সময়ের। যেমন জন্ম, বেড়ে ওঠা,  নবুয়ত লাভ, মদিনায় হিজরত, যুদ্ধ, সন্ধি, মক্কা বিজয়, ওফাত ইত্যাদি।
    সেই সাথে লেখক প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করেছেন এবং তুলে এনেছেন সীরাত থেকে শিক্ষণীয় দিক।

    কেন পড়বেন এই সীরাতঃ-
    সর্বকালের সবশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ (স) কে নিয়ে যতই পড়া হোক না কেন, সকলের মনে হয় আরো পড়ি। আর এই সীরাত যেহেতু রাসূল (স:) কে নিয়ে অধুক তথ্যবহুল ও নির্ভরযোগ্য তথ্যসূত্রের আলোকে সাজানো তাই এই সীরাতেও পাঠক অন্যরকম স্বাদ পাবেন।
    আর এই সীরাত আপনি আরো একটি কারণে পড়বেন যে এই বইয়ের বিশেষত্ব  ড. আলি মুহাম্মদ সাল্লাবি। আর সাল্লাবি যে বই লিখেন তা এমনিতেই মূল্যবান হয়ে ওঠে। কেননা তার ঘটনার বর্ণনা, তথ্য, তথ্যের বিশ্লেষণ, ইতিহাসের ভেতর থেকে শিক্ষণীয় দিকে তুলে ধরা সবদিক দিয়েই সাল্লাবি অনন্য।

    আমার অনূভুতিঃ-
     ব্যক্তিগত অনূভুতি যদি বলতে হয় তাহলে বলবো বইটি রাসূল (ﷺ) এর সীরাত হিসেবে এককথায় অন্যন্য। রাসূল (স:) জীবনী থেকে  অনেক অজানা ঘটনা এবং সেখান থেকে শিক্ষণীয় বিভিন্ন দিক জানতে পেরেছি। প্রচ্ছদ, কভার, বাইন্ডিংও যথেষ্ট ভালো হয়েছে।
    সব মিলিয়ে এই সীরাতকে বলা যায় রাসূল (স:) এর কর্মময় জীবন সংক্রান্ত এক বিশুদ্ধ, প্রামাণ্য ও সহজবোধ্য সংকলন। তাই সকলের প্রতি অনুরোধ সীরাতটি একবার হলেও পড়ুন।

    3 out of 7 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    MD ARIFUL HASNAT:

    Alhamdulillah
    I like your website because of your good qualty collection of books.
    Allah apnader ato vhalo kajer uttom protidan dan koruk.
    Ami amar moner bhitor theke apnader jonno dowa kori.
    2 out of 2 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 5 out of 5

    কামরুজ্জামান:

    আলহামদুলিল্লাহ,,,
    অসাধারণ লেখনি,পড়লে শুধু পড়তে মন চায়,,,,
    মনে হয় যেনো,১৪০০ বছর আগে চলে গেছি,রাসুল সা.এর সঙ্গি হয়ে তার নির্দেশনা অবলীলায় গলধকরন করছি,,,,
    হায় আফসোস যদি তার দেখা পেতাম!
    সবার জীবনে একবার হলেও তার জীবনী পড়া উচিৎ।
    5 out of 7 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top