মেন্যু
shoytaner fad

শয়তানের ফাঁদ

অনুবাদক : মুহাম্মাদ সাইফুল্লাহ
সম্পাদক : আবদুল্লাহ আল মাসউদ
পৃষ্ঠা : 30, কভার : পেপার ব্যাক
ভাষা : বাংলা
শয়তানের সাথে আমাদের বিরোধটা সেই সূচনালগ্ন থেকেই। কীভাবে আদম-সন্তানকে বিভ্রান্ত করা যায়, এটাই ওর মূল মিশন। ওর ফন্দিফিকির কেবল আমাদের ঘিরেই। শয়তান কখনোই এক পদ্ধতিতে সবাইকে ধোঁকা দেয় না। অবস্থা... আরো পড়ুন
পরিমাণ

29  40 (27% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

7 রিভিউ এবং রেটিং - শয়তানের ফাঁদ

5.0
Based on 7 reviews
5 star
100%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
0%
Showing 7 of 7 reviews (5 star). See all 7 reviews
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    দ্বীন মুহাম্মাদ:

    “আব্দুল্লাহ কুরআন তেলাওয়াত করছে। ১ পারা শেষ হতে আর মাত্র ২ পৃষ্ঠা বাকি। এদিকে আসরের জামাআতেরও সময় হয়ে গিয়েছে। সে ভাবলো, পৃষ্ঠা দুইটা পড়েই উঠি। ততক্ষণে জামাআত আরম্ভ হয়ে গেল।”

    উপর্যুক্ত অনুগল্পটিতে আব্দুল্লাহর বর্ণিত অবস্থা মূলত নেক সুরতে শয়তানের ধোঁকা বৈ কিচ্ছু নয়। শয়তানের একটা প্রধান কাজ হচ্ছে, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রেখে অধিক মর্তবা সংবলিত কাজ থেকে আমাদেরকে দূরে রাখা।

    কে এই শয়তান? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহর আদেশের বিপরীতে অহংকার প্রদর্শন করে পেয়েছে ‘আর রজীম’ খেতাব(!)। এর ফাঁদে পা দিয়েই জান্নাত থেকে বের হতে হয়েছে আমাদের আদি পিতামাতা আদম-হাওয়া (আ:) কে।

    সদাসর্বদা আমাদের চতুর্দিক থেকে আক্রমণ করে যায় এ শয়তান। এর রয়েছে চতুর্মুখী প্রবেশপথ, রয়েছে নানাবিধ কর্মপন্থা। শয়তানকে জানতে, এর ফাঁদ চিনতে এবং এর থেকে নিজেকে হেফাজত করতে নুসুস পাবলিকেশন থেকে আমরা পেয়েছি “শয়তানের ফাঁদ” শীর্ষক বইটি।
    .

    • কী আছে বইটিতে :

    ছোট্ট একটি বই। পুস্তিকা বলাই শ্রেয়। পুস্তিকাটি আমাদেরকে জানাবে শয়তানের পরিচয়, শয়তান সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদাহ। বইটিতে পাবেন শয়তানের কর্মপদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, যেখানে ইমাম ইবনুল কাইয়্যিম (রহি:) এর বরাত দিয়ে কারো মাঝে অনুপ্রবেশ করে তাকে দাওয়াত দেওয়ার জন্য শয়তানের ছয়টি পদক্ষেপ আলোচিত হয়েছে।

    বইটিতে আরো রয়েছে শয়তানের প্রবেশপথ সম্পর্কে বাহুল্যবর্জিত আলোচনা। এখানে এমন কিছু প্রবেশপথ উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে সচরাচর আমরা শয়তানের ওয়াসওয়াসার স্বীকার হই। শয়তান তার কার্যক্রম পরিচালনার জন্য যাদেরকে ব্যবহার করে, যারা শয়তানের সহযোগী-কর্মী, সংক্ষেপে তাদেরকেও চিনিয়ে দিয়েছে এ বইটি।

    শয়তানের ফাঁদ আমাদের সামনে স্পষ্ট করে দিয়ে বইটির শেষের দিকে সেই ফাঁদ থেকে কীভাবে আমরা হেফাজতে থাকতে পারি, সে সম্পর্কেও রয়েছে নাতিদীর্ঘ জ্ঞানগর্ভ বর্ণনা।
    .

    • কেন পড়বেন বইটি :

    সংক্ষেপে শয়তান এবং তার কর্মপন্থা সম্পর্কে জানতে বইটি আপনার প্রয়োজন হবে। সংক্ষিপ্ত দালিলিক আলোচনায় খুব কার্যকরীভাবে আপনার ভেতরে বইটির প্রভাব পড়বে। ইনশাআল্লাহ। কুরআনের ভাষ্যমতে আমাদের প্রকাশ্য শত্রু, তার প্রবেশপথ এবং তার কবল থেকে রক্ষা পাওয়ার উপায় জানা আপনার-আমার জন্য একান্ত জরুরি। তাই আমি আপনাকে বইটি পড়তে পরামর্শ দিচ্ছি।
    .

    • পাঠান্তে মূল্যায়ন :

    প্রকাশনা জগতে নুসুস নবীন। তবে ইতোমধ্যেই সাড়াজাগানো কিছু কাজ আমাদেরকে উপহার দিয়েছে এ নবীন প্রকাশনীটি। তারই ধারাবাহিকতায় ড. আব্দুল্লাহ আল খাতির রহিমাহুল্লাহ এর এ রিসালাহটিও নুসুস থেকে আমাদের জন্য অসাধারণ একটি উপহার।

    বইটির প্রচ্ছদ চমৎকার, প্রকাশনীও বিশ্বস্ত, আলোচ্য বিষয়ও বেশ জরুরি এবং সময়োপযোগী। সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও দলিলপত্রের উল্লেখ বইটিকে দিয়েছে এক অনন্য মান।
    .

                   

    2 out of 2 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    Hasnain Islam Emon:

    ◉ বিসমিল্লাহির রহমানির রহীম।

    শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। যার লক্ষ্যই আজীবন আমাদের ক্ষতি করা,আমাদেরকে পথভ্রষ্ট করা। শয়তানের সাথে যুদ্ধে বিজয়ী হওয়ার পথও মহান রব আল্লাহ তা’আলা কুরআন এবং নবীজী (সঃ) এর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন।শয়তানের শক্তি নিশ্চয়ই আমার রবের চেয়ে বেশি নয়।
    আল্লাহ তা’আলা বলেন,
    ❝ বলো,আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে,মানুষের মালিকের কাছে,মানুষের ইলাহের কাছে,জিন ও মানুষ জাতির মধ্য থেকে মানুষের অন্তরে যে কিনা ওয়াসওয়াসা প্রক্ষেপন করে- এমন ওয়াসওয়াসা দানজারী খান্নাসের অনিষ্ট থেকে ❞।
    (সূরা নাসঃ ১-৬)

    ♦বইটিতে যা যা রয়েছেঃ

    শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান প্রতিনিয়ত আমাদের নানাভাবে ধোঁকা দিয়েই চলেছে। এই বই থেকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবো। সেগুলো হলো- শয়তানের পরিচয়, শয়তানের বিষয়ে আমাদের আকিদা,শয়তানের বংশ,শয়তানের কর্মপদ্ধতি, শয়তানের প্রবেশপথ এবং সর্বশেষ শয়তানের ধোঁকা থেকে বাঁচার কিছু প্রতিকার।
    এই বইটিতে এসব বিষয়ে বিস্তারিত আলেচনা রয়েছে। ❛ নুসুস পাবলিকেশন্স ❜
    এর এই বইটি আমাদের সকলের পড়া অত্যন্ত জরুরি।

    বইটি মূল লেখক- শাইখ ড. আবদুল্লাহ আল খাতির রহিমাহুল্লাহ। বইটির অনুবাদ করেছেন মুহম্মদ সাইফুল্লাহ।সম্পাদনা করেছেন আবদুল্লাহ আল মাসউদ।

    ♦ পাঠ-প্রতিক্রিয়াঃ

    শুরুতেই ধন্যবাদ জানাই ❛ নুসুস পাবলিকেশন্স ❜ কে, এতো চমৎকার বই পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।
    শয়তান জিন-জাতির অন্তর্ভুক্ত। নবীজী বলেন,
    ❛ তোমাদের সবার সাথেই জিন ও ফেরেশতাদের মধ্যে একজন করে সার্বক্ষণিক সঙ্গী নিজেকে করা হয়েছে ❜। দুনিয়ার জীবনে মানুষকে বিপথে নেওয়ার জন্য শয়তানের অনুসারী এবং বংশধররা অব্যাহতভাবে চেষ্টা করছে। শয়তান বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে একটু একটু করে আমাদেরকে দ্বীন ইসলামের পথ থেকে বিচ্যুত করছে।

    ◈শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে আমাদেরকে যা যা করতে হবে বলে মনে করছি- আল্লাহর প্রতি ঈমানকে দৃঢ় করা,সঠিক উৎস থেকে শরয়ী ইলম অর্জন করা,ইখলাসের সাথে দ্বীন পালন, মহান আল্লাহর যিকির করা এবং শয়তানের হাত থেকে পানাহ চাওয়া।

    ♦বইটি কেনো পড়বেনঃ

    শয়তান নিয়মিত আমাদের দ্বারা শিরক,কুফর, বিদআত,রিয়াহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, নাফারমানি,আমানতের খিয়ানত,চোখের যিনা, কম গুরুত্বপূর্ন কাজে ব্যস্ত রাখা,ইসলামি কোনো কোনো বিষয়কে বেশি/কম গুরুত্বপূর্ণ মনে করা,মুসলিমদের মাঝে বিশৃঙ্খলা ও মন্দ ধারনা পোষন করা। এভাবে নানারকম ভাবে প্রতিনিয়ত শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে মহান রবের পথ থেকে আমাদের বিচ্যুত করে। এই বইটি আমাদের সকলকে শয়তানের ধোকা থেকে সতর্ক হতে সাহায্য করবে বলে আমার ধারনা।
    যেকোনে বয়সী মানুষ এই বইটি পড়তে পারেন।
    তাই আমি বলবো,জীবনে অন্তত একবারের জন্য হলেও বইটি পড়ুন,আশা করছি উপকৃত হবেন।

    ♦এক নজরে বইটি সম্পর্কেঃ

    বইঃ ❛শয়তানের ফাঁদ❜
    লেখকঃ আব্দুল্লাহ আল খাতির
    প্রকাশনীঃ নুসুস পাবলিকেশন
    বিষয়ঃ ইসলামী জ্ঞান চর্চা, ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
    অনুবাদকঃ মুহাম্মাদ সাইফুল্লাহ
    পৃষ্ঠাঃ ৩০ (পেপার ব্যাক)
    মূল্যঃ ২৮ টাকা (৩০% ছাড়ে)

    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    Montasir Mamun:

    আমরা আমাদের শত্রুর প্রতি সবসময়েই এলার্ট থাকি। আমাদের চিরশত্রু, সবারই কমন যে শত্রু সে হলো শয়তান। শয়তানের মোকাবেলা করতে যে বিষয়গুলো প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো শয়তান সম্পর্কে জানা। এই জানার সাথে সাথে শয়তানের বৈশিষ্ট্য, তার ফাঁদ, কর্মপদ্ধতি ইত্যাদি জানা থাকলে সহজেই নিজেকে শয়তান থেকে দূরে রাখা যাবে ইনশা আল্লাহ। সেই কাজটিই সহজ করে দিবে এই বই।

    # বইয়ের মূল কথাঃ
    শুরুতেই শয়তানের পরিচয় সুন্দর ও স্বচ্ছভাবে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে শয়তানের কুটচাল সম্পর্কে অবহিত হওয়া যাবে। শয়তান খুবই ধীরে ধীরে কৌশলে মানুষের উপর প্রভাব বিস্তার করতে থাকে এবং সে বার বার ফিরে আসে, কুমন্ত্রণা দেয়। যার কাছে সে সুরতে গেলে তাকে কুপোকাত করা যাবে সেই সুরতেই শয়তান তার কাছে যায়। শয়তানের নানা রকম ফন্দি ফিকির ও তার থেকে বাঁচার উপায় বর্নিত হয়েছে এই সুন্দর, সাবলীল বইতে।

    # উপলব্ধিঃ
    শয়তান নিয়ে একটি পূর্নাংগ, সমসাময়িক সময়ের সাথে সামঞ্জস্যপূর্ন বই বলে মনে হয়েছে এটিকে। নিজের আত্মশুদ্ধির যেমন দরকার তেমনি নিজের প্রকাশ্য শত্রু সম্পর্কেও জ্ঞান রাখা বিজ্ঞতার পরিচায়ক। এটি তাই শত্রুর মোকাবেলায় একটা গাইডবুক হিসাবে কাজ করবে যা সাথে রাখা যায়, যে কাউকে পড়তে দেয়া যায়, ঘরের মধ্যে রেখে পরিবারকে সুরক্ষিত রাখার উদ্যোগ নেয়া যায়।

    মানুষ কত ধরনের কোর্স করে বিভিন্ন জিনিস শিখতে। শয়তানের বিরুদ্ধে আমাদের বিজয়ী হতে এই বইটি হতে পারে একটি উৎকৃষ্ট কোর্স গাইড। ইনশা আল্লাহ।

    # বইয়ের উপযোগীতাঃ
    শয়তানের নানা চক্রান্ত বোঝার জন্য খুবই কৌশলী হওয়া প্রয়োজন যা এই বইটি আমাকে আপনাকে অনেক ক্ষেত্রে এগিয়ে রাখবে। শয়তান সম্পর্কে কুরআন, হাদীসের নানা রেফারেন্স, জ্ঞান, সালাফদের চিন্তাধারা ও কৌশল তার বিরুদ্ধে বিজয়ী হতে সাহস যোগাবে, অনুপ্রাণিত করবে। শয়তান যেভাবে আমাদের প্রতি পদক্ষেপের সামনে ওৎ পেতে থাকে তাতে তাকে সমীহ করে চলাই বুদ্ধিমানের কাজ আর এই কাজে সহায়ক হিসাবে এই বইটির নাম প্রথম সারিতেই থাকবে বলে আমার বিশ্বাস।

    বইয়ের প্রচ্ছদটা খুবই আকর্ষনীয় হয়েছে। দেখলেই পড়ার আগ্রহ জন্মে।

    সব শেষে এই বই সংশ্লিষ্ট সকলের জন্য মন থেকে দোয়া। এটি যেন তাদের নাযাতের ওসীলা হয়। আল্লাহ যেন আমাদের সকলকে শয়তানের চক্রান্ত থেকে বেঁচে তার উপর বিজয়ী হবার তৌফিক দান করুন। আমীন।

    বই : শয়তানের ফাঁদ
    লেখক : ড. আব্দুল্লাহ আল খাতির
    অনুবাদক : মুহাম্মাদ সাইফুল্লাহ
    প্রচ্ছদ-মূল্য : ৪০ টাকা

    Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    Mahira:

    সৃষ্টির সূচনালগ্ন থেকে মানুষকে বিভ্রান্ত করে, তার শ্রেষ্ঠত্বের আসনচ্যুত করার সর্বাত্মক চেষ্টা করে চলেছে ‘শয়তান’। মানুষকে বিপথগামী করতে, সে ফাঁদ পেতে চলে বহুজনে, বহুভাবে,বহুরূপে, প্রতিনিয়তই। প্রত্যেকের অবস্থাভেদে ব্যবস্থা নিয়ে, শয়তান ভিন্ন ভিন্ন রূপে, তার সুনিপুণ কৌশলের জাল বিস্তার করে। আলেমের কাছে যায় ইলমের বাতায়নে, মূর্খের কাছে অজ্ঞতার হালতে।

    [বই সম্পর্কেঃ ]
    ব্যক্তিজীবনের প্রতিটা স্টেপে শয়তানের অতি সুচারুরূপের একেকটা মাস্টারপ্ল্যানের শিকারে কুপোকাৎ হয় মানবসত্তা। ব্যাপারটা এমন যে, ‘প্ল্যান এ’ ফেল করলে ‘প্ল্যান বি’ এর কার্যক্রম শুরু। ক্লান্তি নেই, অবকাশ নেই। সদলবলে মানুষকে বিপথে নিয়ে যাওয়াই তার একমাত্র অঙ্গীকার। চিরন্তন প্রতিশ্রুতি।

    শয়তানের চক্রান্ত কিংবা প্রতিরক্ষার পদ্ধতি সম্পর্কে জানানোর নির্দেশনা স্বরূপ “শয়তানের ফাঁদ” বইটি বাঙলার পাঠকদের সামনে তুলে ধরেছে, ‘নুসুস পাবলিকেশন’।

    [বিষয়বস্তুঃ]
    এককথায় বলতে গেলে, বইটি শয়তান নিয়ে যত কথা, যত প্রশ্নের উত্তর। শয়তানের পরিচয়, শয়তানের বংশ ও কর্মপদ্ধতি, শয়তান সম্পর্কে আমাদের আকীদাহ, শয়তানের চক্রান্ত থেকে উত্তরণের উপায় ইত্যাদি নিয়েই বইটির বর্ধন। ধাপে ধাপে শয়তানের রণকৌশল উদঘাটন করা হয়েছে। শয়তানের প্রবেশপথ, শয়তানের সহযোগী কারা, তা চিনিয়ে দেবার চেষ্টা করা হয়েছে।
    কুরআনের আয়াত আর হাদিস সমৃদ্ধ বেশ গোছালো প্রত্যেক’টা আলোচনা। ফুডনোটে রেফারেন্স দেওয়া রয়েছে। মোটের উপর, সংক্ষিপ্ত কলেবরে শয়তানের আগাগোড়া জানতে এই বইটা বেস্ট অপশান।

    [পাঠ্য অভিমতঃ]
    ধ্রুবসত্য একটা কথা হলো, শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে অবহিত না থাকলে, অতি সহজেই যে কেউ শত্রুর ষড়যন্ত্রের শিকার হবে। এজন্যই আমাদের স্বঘোষিত শত্রুর সম্পর্কে আদ্যোপান্ত জানাটা জরুরী। ভীষণ রকমের জরুরী।
    কিন্তু মানুষ তার এই স্বঘোষিত সুস্পষ্ট শত্রুর বিষয়ে অচেতন, অসতর্ক এবং গাফেল। আর এই গাফেলতি কাটাতে এবং শয়তানের নানামুখী চক্রান্ত সম্পর্কে সচেতনতা তৈরি ও শয়তানের চক্রান্ত মোকাবিলা করার জন্যই বইটি পাঠকদের সহায়তা করবে। ইনশাআল্লাহ।

    Was this review helpful to you?
    Yes
    No
  5. 5 out of 5

    কামরুননাহার মীম:

    সৃষ্টিলগ্ন থেকেই আদম সন্তানদের কুমন্ত্রণা দিয়ে পথভ্রষ্ট করার এক প্রতিযোগিতায় চলেছে শয়তানের। বিভিন্ন কৌশলি পন্থায় সে ও তার অনুসারীরা এই কুমন্ত্রণার কাজ করছে। একজন মুসলিম হিসেবে শয়তান সম্পর্কে জ্ঞান রাখা আমাদের আক্বীদার মৌলিক বিষয়। প্রকাশ্য এই শত্রু আল্লাহ সুবহানা তায়ালার কাছ থেকে মানুষের ক্ষতি করার ক্ষমতা নিয়ে এসেছে। অভিশপ্ত এই শয়তান কিয়ামত পর্যন্ত মুমিন কে চতুর্দিক থেকে কুমন্ত্রণা দিতে থাকবে। শয়তান এক গভীর ষড়যন্ত্রকারী। চৌকশ শয়তান ও তার সঙ্গীরা মুমিনদেরকে প্রতিনিয়ত জান্নাতের দ্বার থেকে সরিয়ে জাহান্নামে তাদের সঙ্গী হিসেবে নেওয়ার জন্য বিভিন্ন ফাঁদ পেতে চলেছে। আমাদের অনেকেরই অজানা শয়তানের এসব ফাঁদ সম্পর্কে। শয়তান সম্পর্কে ধারণা দিয়ে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে এই বইটি।

    বইকথনঃ
    ********
    শয়তান মানুষকে আল্লাহর হুকুম পালনের পথ থেকে সরিয়ে ধ্বংসের পথে পরিচালিত করে। তার এই প্ররোচনার ফাঁদে ফেলে সে মানুষকে নিজের বশে আনে। শয়তান সবাইকে কখনোই এক পদ্ধতিতে ধোঁকা দেয়না। অবস্থা অনুপাতে বুঝে বুঝে টোপ ফেলে সে। এভাবে বিভিন্ন সুরত নিয়ে সে মানুষের কাছে আসে। শয়তানের বংশধর, তার কর্মপদ্ধতি কোন কোন রূপে সে আমাদের মধ্যে প্রবেশ করে আমাদেরকে পথভ্রষ্ট করে? তার এই কাজে সহযোগী আছে কী? আমাদের আক্বীদা কি হওয়া উচিত তার সম্পর্কে? শয়তানের এই ক্ষতির প্রতিকারের কোনো উপায় আছে কী? তাহলে তার প্রতিকার কীভাবে সম্ভব লেখক ড. আবদুল্লাহ আল খাতির “শয়তানের ফাঁদ” বইটিতে শয়তান সম্পর্কে আমাদের এরকম নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।

    বইটির প্রয়োজনীয়তাঃ
    ********************
    আদম সৃষ্টিলগ্ন থেকে যার সাথে আমাদের লড়াই চলছে, তার নানামুখী চক্রান্ত সম্পর্কে না জানলে লড়াইয়ে সফল হবো কি করে! শয়তানকে মোকাবিলা করতে হলে তাকে নিয়ে জানতে হবে, সচেতন হতে হবে। ঈমান ধরে রাখার এই যুদ্ধে কিভাবে ঈমান সংশয়ের মুখে পড়ছে তা জানতে হলে বইটি পড়তে হবে। ফিতনার এই দিনে বইটি পড়া জরুরি আমাদের জন্য।

    বইটি কাদের জন্যঃ
    *****************
    বইটি সকল মুসলিমের জন্যই উপযোগী৷ কারণ শয়তানের এই ওয়াসওয়াসার শিকার আমরা প্রত্যেকেই৷ মুমিন, আস্তিক, নাস্তিক সবার ক্ষেত্রেই শয়তান বিভিন্ন কৌশল অবলম্বন করে। সতর্কতার দ্বার উন্মোচিত করতে বইটি সহায়ক হবে ইন শা আল্লাহ।

    একগুচ্ছ অনুভূতিঃ
    *****************
    ২৩ পৃষ্ঠার এই বইটিতে লেখক আমাদের অজানা অনেক মূল্যবান তথ্য তুলে ধরেছেন। বইটি ছোট হওয়ায় যে কেওই বইটি পড়তে আগ্রহ হারিয়ে ফেলবে না। বইটি পড়ার সময় খেয়াল করলাম আমরা অজান্তেই শয়তানের এমন কূটকৌশলে জড়িয়ে পড়ছি। আর তাই বইটি আমাকে নতুন করে শয়তান সম্পর্কে জানতে সাহায্য করেছে।

    বইঃ শয়তানের ফাঁদ
    লেখকঃ ড. আবদুল্লাহ আল খাতির
    অনুবাদঃ মুহাম্মদ সাইফুল্লাহ
    পৃষ্ঠাঃ ২৩
    প্রচ্ছদমূল্যঃ ৪০৳
    পাবলিকেশনঃ নুসুস পাবলিকেশন

    Was this review helpful to you?
    Yes
    No
Top