শয়তানের বিরুদ্ধে লড়াই
চারপাশের শত্রুরা শারীরিক ও আর্থিক ক্ষতিসাধনের উদ্দেশ্যে জাল বিছিয়ে রাখলেও, শয়তান কিন্তু আমাদের ঈমান হরণের উদ্দেশ্যে জাল বিছিয়ে রাখে। এদিকে আমরা, সেই জালে আটকে পড়ে খুইয়ে ফেলি ঈমানের মতো উৎকৃষ্ট বস্তু। অতঃপর, গুনাহের চাদর গায়ে দিয়ে, ধাবিত হই শয়তানের বাগানে।
বনি আদমের প্রকাশ্য শত্রু — ‘শয়তান’ । এই শত্রুর দ্বারাই আমরা সবচে’ বেশি ক্ষতিগ্রস্ত। গুনাহের যতগুলো দরজা, তা শয়তানের দ্বারাই উন্মোচিত হয়। আর তাছাড়া, শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু, তা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন । আল্লাহ তাআলা বলেন,
إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوًّا ۚ
“শয়তান তোমাদের শত্রু; অতএব তাকে শত্রু রূপেই গ্রহণ কর”। সূরা ফাতির- ৬
শয়তান আমাদের পথভ্রষ্ট করার নিমিত্তে উৎপেতে বসে থাকে। সবসময় তার চক্রান্তের জাল বিছিয়ে রাখে। আমরাও তার ধোঁকায় পড়ে, ডুবে যাই পাপের সমুদ্রে। জড়িয়ে পড়ি, অশ্লীল ও অসামাজিক কর্মকাণ্ডে।
পাপকাজ থেকে বিরত থাকতে, গুনাহ থেকে ফিরে আসতে, নেককাজে সর্বদা নিয়োজিত থাকতে—শয়তানের কবল থেকে নিরাপদ থাকা জরুরী। এদিকে শয়তানের কবল থেকে তখনই নিরাপদ থাকা সম্ভব—যখন শয়তানের বিরুদ্ধে পরিপূর্ণভাবে দক্ষ হাতে লড়াই চালিয়ে যাবেন। আর উক্ত লড়াইয়ে তখনই টিকে থাকতে পারবেন, যখন শয়তান সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ হবে। যেমন: তার উদ্দেশ্য, তার কর্মকাণ্ড, তার চক্রান্ত, তার পরিকল্পনা, তার পাতা ফাঁদ, তার ধোঁকা— এ-সব কিছু সম্বন্ধের পূর্ণ জ্ঞান লাভ করা । এগুলো জানা ব্যতীত, শয়তানের বিরুদ্ধে লড়াই সম্ভব নয়।
আলহামদুলিল্লাহ, ‘শয়তানের বিরুদ্ধে লড়াই’ বইটি -তে ধারাবাহিকভাবে শয়তানের ইতিবৃত্ত, শয়তানের কুটকৌশল, শয়তানের ধোঁকা, শয়তানের কর্মপদ্ধতি, শয়তানের চক্রান্ত, শয়তানের পাতা ফাঁদ ও সর্বশেষ শয়তান থেকে বেঁচে থাকার বেশ কিছু দিক নির্দেশনা সুবিন্যাস্তভাবে বর্ণনা করা হয়েছে। আশা করি পাঠক, তা অধ্যায়ণ করে শয়তানের ইতিবৃত্ত, তার পাতা ফাঁদ, তার কুটকৌশল, তার চক্রান্ত সম্বন্ধে জানতে পারবেন এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারবেন, ইন শা আল্লাহ।
-
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন335 ৳234 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotমনের ওপর লাগাম
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন173 ৳128 ৳বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে ...
-
hotএবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন340 ৳238 ৳প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে ...
-
hotটাইম ম্যানেজমেন্ট
লেখক : ইসমাইল কামদারপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন228 ৳166 ৳ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotনফসের বিরুদ্ধে লড়াই
লেখক : মাহমুদ বিন নূরপ্রকাশনী : রাইয়ান প্রকাশন220 ৳161 ৳কতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি ...
-
hotএপিটাফ
লেখক : সাজিদ ইসলামপ্রকাশনী : বুকমার্ক পাবলিকেশন228 ৳171 ৳ধরণ: লেকচার সংকলণ পৃষ্ঠা: ১৪৪ কভার: পেপার ব্যাক উস্তাদ ...
-
featureম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারিপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স300 ৳ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত ...
-
Asma tuz johora nishi – :
বইয়ের অনেক গুলো অনুচ্ছেদ চোখের সামনে বাধাই করে রাখার মত। যেন বারবার চোখে পরে আর মনে- মগজে গেথে যায়!
*পাঠক হিসেবে আমার এই বইরেটিং- ৯.৫/১০
.৫ বাদ কারন পড়তে গিয়ে মাঝে একটু একঘেয়েমি লাগছিল। জানিনা সেটাও সেই শয়তানের ওয়াসওয়াসা কিনা!!
jakaria.jaman.leon – :
Tanha Tonu – :
শয়তানের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে হলে তার সম্পর্কে জানতে হবে, তার উদ্দেশ্য,প্ররোচনা, কাজের কৌশল সবকিছু জানতে হবে। এ সবকিছুর সুবিন্যস্ত একটি রূপ লেখক মাহমুদ বিন নূরের লেখা “শয়তানের বিরুদ্ধে লড়াই” বইটি।
শয়তানের আকার-আকৃতি, উদ্দেশ্য,মুমিনের নিকট তার আগমন, সব ধরণের চক্রান্ত-প্ররোচনা,শয়তানের ফাঁদে পড়ে নিজের অজান্তেই ইমান হারিয়ে ফেলা,স্মার্টফোন, গান,নারী,হতাশা ইত্যাদিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে শয়তানের আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া থেকে শুরু করে শয়তানের সব চক্রান্ত নষ্ট করে দেওয়ার কৌশল, শয়তানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার ট্রিকস ইত্যাদির সমন্বয়ে সুসজ্জিত করা হয়েছে “শয়তানের বিরুদ্ধে লড়াই” বইটি।
শয়তান কীভাবে আমাদের নিকট আগমন করে, কোন সময় বেশি ওয়াসওয়াসা দেয়, কীভাবে একজন মুমিন ব্যক্তিকে নিজের ফাঁদে ফেলার জন্য অক্লান্ত পরিশ্রম করে, ইমানদারের পরিচ্ছন্ন হৃদয়কে কোন কৌশলে নোংরার ভাগাড়ে পরিণত করে, কীভাবে কুফর-শিরকে লিপ্ত করে, রবের আনুগত্যে বাঁধা প্রদান করে, মানুষের মাঝে কীভাবে ফিতনা ছড়ায় ও পাপকে সুশোভিত করে তোলে সবকিছুর আদ্যোপান্ত ব্যাখ্যা করেছেন লেখক পাঁচটি অধ্যায়ে বিভক্ত এই বইটিতে।
বইটি এক পৃষ্ঠা শেষ করে অপর পৃষ্ঠায় যাচ্ছিলাম আর অবাক হচ্ছিলাম। আমাদের জীবনের প্রতিটি কাজে শয়তান কীভাবে আধিপত্য বিস্তার করে সেসবকিছুর ব্যাখ্যা পড়ছিলাম আর মনে পড়ে যাচ্ছিলো, “এসব তো আমার সাথেও হয়। আমাকেও তো শয়তান এভাবেই ধোঁকায় ফেলে। তাহলে কীভাবে এই ধোঁকা থেকে পরিত্রাণ পাবো!” মানুষকে শয়তান যত ধরণের প্রক্রিয়ায় ধোঁকায় ফেলে সেগুলো যেমন বইটিতে আছে, একইভাবে এই ধোঁকা থেকে পরিত্রাণের উপায়ও বর্ণনা করা হয়েছে।
বই থেকে নেওয়া মনে গেঁথে যাওয়ার মতো একটা
অংশ —❝যেখানেই অশ্লীলতার ছড়াছড়ি, সেটাই মূলত হচ্ছে শয়তানের বাগান। যে বাগানের ফুল হচ্ছে ‘পাপ’। মালি হচ্ছে ‘শয়তান’। পর্যটক হচ্ছি আমরা। আমরাই শয়তানের বাগানে বিচরণ করি, অতঃপর পাপ নামক ফুল নিয়ে নীড়ে ফিরি। সাধারণ গাছের ফুল শুকিয়ে গেলেও, সেই ফুল কখনও শুকায় না; তার পাপড়ি ঝরে না-যতক্ষণ না তাওবা করা হয়।❞
সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বইয়ের লেখা, শব্দ চয়ন খুবই সহজ; নেই কোনো কাঠিন্যতা। যে কোনো বয়সের মানুষের জন্য উপযোগী একটি বই। পঞ্চম শ্রেণির একজন ছাত্র বা পঞ্চান্ন বছরেরও একজন বৃদ্ধও খুব সহজেই বুঝতে পারবে বইটির মূলভাব।
rsabbir125 – :
muhammad ashraful – :
রাতে ঘুমানোর সময় শয়তান মানুষের নাকের ডগায় আশ্রয় নেয় এবং ওজুর সময় তিনবার ভালোভাবে নাক পরিষ্কার করে নিলে শয়তান নাক থেকে পালিয়ে যায়- এমন তথ্য বইটা পড়ার আগে জানতাম না। এছাড়া বই থেকে পাওয়া আরো সুন্দর, সুন্দর পরামর্শগুলো হাদিস থেকে জানতে পেরে উপকৃত হলাম। সামনে জানা বিষয়ের দ্বারা আমলের প্রতিফলন ঘটানোর নিয়ত করলাম। আল্লাহ সহায় হউন, আমিন।
পুরো বইটা আমার কাছে এলার্ম ঘড়ির মতো মনে হয়েছে। এলার্ম ঘড়ি যেমন আপনাকে জেগে তুলতে সাহায্য করে, ঠিক অনুরূপ এ বইটা শয়তানের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য আপনাকে জেগে উঠতে সাহায্য করবে। বইটা আমাকে আপনাকে শয়তানের শতসহস্র অলিগলির সন্ধান দেয়ার পাশাপাশি সেসব কুপথ থেকে ফিরে আসার পথ হাতেকলমে দেখিয়ে দিবে। শয়তান আপনার অন্তরে প্রবেশের আগে কিভাবে তার মোকাবেলা করবেন তা লেখক কলম আর কালির আঁচড়ে বিস্তারিত আলোচনা করে গেছেন। একজন লেখকের লেখা তখনি সার্থক হবে যখন পাঠক তার পরামর্শ মোতাবেক আমল করে দুনিয়া ও আখিরাতের জন্য কামিয়াব হবে। এ বইটা সে আশা পূরণ করবে বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি ইনশাআল্লাহ।
লেখকের লেখার মান: লেখকের লেখার মান ভীষণ রকম পছন্দ হয়েছে। চিন্তার গভীরতা দেখে মুগ্ধ না হওয়ার উপায় নাই আলহামদুলিল্লাহ। শব্দ গাঁথুনি, বর্ণনার ধরণ, বাক্য গঠনে মুনশিয়ানার পরিচয় দেখিয়েছেন।
বইয়ের প্রচ্ছদ, কাগজের মান, ছাপা, বাঁধাই সবকিছু মানসম্মত ছিলো আলহামদুলিল্লাহ। প্রকাশনীর জন্য দুআ ও সালাম থাকলো।