সভ্যতার এপিঠ ওপিঠ
সম্পাদক: সালমান মোহাম্মদ
পৃষ্ঠা: ১৬০
কভার: হার্ডকভার
ইসলামি সভ্যতার ভিত্তি হলো লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, অর্থাৎ জীবনের সবকিছুর হুকুম আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যেসব হুকুম-আহকাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন।
পক্ষান্তরে পাশ্চাত্য সভ্যতার ভিত্তি হলো, সেক্যুলারিজম, ডারউইনিজম, মেটেরিয়ালিজম ইত্যাদি। তাই ইসলামি সভ্যতার সম্পূর্ণ বিপরীত হলো পাশ্চাত্য সভ্যতা। এদের মধ্যে সমন্বয়ের বা সমঝোতার কোনো উপায় নেই। সুতরাং উভয় সভ্যতার কৃষ্টি-কালচারে বিরাট পার্থক্য থাকাই স্বাভাবিক।
ব্যক্তিগত জীবনে, পারিবারিক কাঠামোতে, নারী ও পুরুষের সম্পর্কের ক্ষেত্রে বৈধ ও অবৈধের বিধান সম্পর্কে, আনন্দ-বিনোদন উপভোগের ধরনের ব্যাপারে বিস্তর পার্থক্য রয়েছে। আশা করি এ পার্থক্যগুলোর জট খুলবে এই গ্রন্থের মাধ্যমে। বইটিতে মূলত আলোচনা করা হয়েছে পাশ্চাত্য সভ্যতা-সংস্কৃতি ও ইসলামি সভ্যতা-সংস্কৃতির পরিচয়, পার্থক্য ও অবস্থান নিয়ে।
-
-
save offবাইবেল কুরআন ও বিজ্ঞান
লেখক : ড. মরিস বুকাইলিপ্রকাশনী : দারুস সালাম বাংলাদেশ400 ৳232 ৳১৯৮১ সালের কথা। ফরাসি প্রেসিডেন্ট ফ্যান্সিসকো ...
-
save offকুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন
প্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স70 ৳50 ৳অনুবাদ: হাফেয মাহমুদুল হাসান পৃষ্ঠা ৯৭ পকেট সাইজ ...
-
hotকুররাতু আইয়ুন যে জীবন জুড়ায় নয়ন
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ175 ৳128 ৳এই লেখা শুধুমাত্র যারা ইসলাম অনুযায়ী ...
-
featureচিন্তাপরাধ
লেখক : আসিফ আদনানপ্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন190 ৳পৃষ্ঠা - ১৯২ 'যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার ...
-
hotপ্যারেন্টিং
প্রকাশনী : ইনস্টিটিউট অব ফ্যামিলি ডেভেলপমেন্ট250 ৳187 ৳আমাদের দেশে কোনো কোনো পিতা-মাতা সন্তানের ...
-
hotনবীজির সংসার ﷺ
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ267 ৳195 ৳অনুবাদ: আয়াতুল্লাহ নেওয়াজ পৃষ্ঠা: ১৬৭ হার্ড কভার নবীজি! আমাদের ...
-
hotকুররাতু আইয়ুন ২ (যে জীবন জুড়ায় মনন)
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ247 ৳180 ৳ডা. শামসুল আরেফীনের পেশা চিকিৎসা। কিন্তু ...
-
বিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর
লেখক : মির্জা ইয়াওয়ার বেইগপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন94 ৳বিয়ের মতো অনবদ্য একটি আশীর্বাদ দুঃসহ ...
-
hotলাভ ক্যান্ডি (হার্ডকভার)
লেখক : জাফর বিপিপ্রকাশনী : নিয়ন পাবলিকেশন300 ৳222 ৳পৃষ্ঠা ১৭৬ কভার: হার্ড কভার একজন স্বামী কী ...
-
featureভালোবাসার চাদর
লেখক : ড.আবু আমিনাহ বিলাল ফিলিপসপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন195 ৳একটি গল্প শুনেছিলাম। দাম্পত্য অশান্তির তিক্ত ...
-
a.m.m.tamim – :
আব্দুর রহমান – :
এর বিপরীতে রয়েছে মুসলিম সভ্যতা। ইসলামের আবির্ভাবের মধ্য দিয়ে যার উৎপত্তি। ইসলাম এমন এক সমৃদ্ধ সংস্কৃতি ও সমাজব্যবস্থা মানুষকে উপহার দিয়েছে যেখানে জন্ম থেকে মৃত্য পর্যন্ত সকল ক্ষেত্রে করণীয়-বর্জনীয় কর্মসমূহ আলোচিত হয়েছে।
এরপরেও বর্তমান প্রজন্মের দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা পাশ্চাত্য সভ্যতার মূল্যবোধ ও সংস্কৃতিকে আকড়ে রাখতে বদ্ধপরিকর। কিন্তু এভাবে তো চলতে দেয়া যায় না। তাই পাশ্চাত্য সভ্যতার ইতিহাস ও সংস্কৃতির স্বরুপ তুলে ধরার পাশাপাশি গৌরবময় ইসলামি সভ্যতাকে পরিচয় করিয়ে দিতে প্রখ্যাত লেখক মুহাম্মদ আব্দুল্লাহ খান রচনা করেছেন এক ভিন্নধর্মী বই। যার নাম “সভ্যতার এপিঠ ওপিঠ”।
.
➤ সার-সংক্ষেপ:-
বইটিকে প্রখ্যাত লেখক মুহাম্মদ আব্দুল্লাহ খান বইটিকে পাচটি পর্বে বিভক্ত করে আলোচনা করেছেন। এক্ষনে আমি বইয়ে দেয়া অধ্যায় গুলো সম্পর্কে সংক্ষেপে ধারণা দিতে চেষ্টা করবো, ইনশাআল্লাহ। যাতে বইটি সম্পর্কে পাঠক কিছুটা হলেও ধারণা লাভ করতে পারেন।
১। প্রথম পর্ব:-
এখানে লেখক শুরুতেই সভ্যতা কি সে সম্পর্কে আলোকপাত করেছেন। এছাড়াও সভ্যতা ও সংস্কৃতি যে এক বিষয় নয় এসম্পর্কেও আলোচনা এসেছে।
২। দ্বিতীয় পর্ব:-
এ অধ্যায়ে পশ্চিমা সভ্যতার কেন্দ্রবিন্দু ও উপমহাদেশে ইসলামি সভ্যতার বিপর্যয় কিভাবে হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে।
৩। তৃতীয় পর্ব:-
এখানে লেখক ইসলামি সভ্যতা ও পাশ্চাত্য সভ্যতার স্বরুপ তুলে ধরেছেন।
৪। চতুর্থ পর্ব:-
এখানে পাশ্চাত্য সভ্যতার উৎপত্তি ও ধ্বংসলীলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেই সাথে মুসলমানগণ কেন পাশ্চাত্য সভ্যতার অনুসারী সে সম্পর্কেও আলোচনা এসেছে।
৫। পঞ্চম পর্ব:-
এই অধ্যায়ে লেখক পাশ্চাত্য সংস্কৃতি ও ইসলামি সংস্কৃতি সম্পর্কে তুলনামূলক আলোচনা করেছেন।
.
➤ বইটি কেন পড়বেন:-
আপনি যদি পাশ্চাত্য সভ্যতা ও ইসলামি সভ্যতার সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে বইটি আপনার জন্যই। এছাড়াও বইতে পাবেন পাশ্চাত্য সভ্যতা কিভাবে মুসলমানদের উন্নয়ন ও অগ্রগতি তরান্বিত করার লক্ষ্যে নিরলসভাবে ভাবে কাজ করে যাচ্ছে। আরো জানতে পারবেন ইসলামি সংস্কৃতি সম্পর্কে কেননা ইসলামী সংস্কৃতি হলো এমন এক সংস্কৃতি যা কোন দেশ, ভাষা কিংবা বর্ণে সীমাবদ্ধ নয়।
.
➤ ব্যক্তিগত অনূভুতি:-
ব্যক্তিগত অনূভুতি যদি বলতে হয় তাহলে বলবো আমার পড়া অন্যতম সেরা একটি বই হলো “সভ্যতার এপিঠ ওপিঠ”। বইতে লেখক শুধুমাত্র পাশ্চাত্য সভ্যতার সমস্যাগুলো চিহ্নিত করেই থামেনি, বরং এর বিপরীতে ইসলামি সভ্যতার বিভিন্ন দিক সম্পর্কেও আলোচনা করেছেন। বইতে হয়তো খুব বেশি রেফারেন্স এর সমাহার নেই কিন্তু বইয়ের সহজ সরল বর্ণনা পড়ে যেকোনো পাঠক মুগ্ধ হবেন। তাই সকলের নিকট অনুরোধ বইটি একবার হলেও পড়ুন। সেই সাথে অন্যকেও পড়তে দিন। কেননা শুধুমাত্র আপনি একা নয় বস্তুবাদী পাশ্চাত্য সভ্যতার ভয়াল থাবায় জর্জরিত পুরো সমাজ। তাই এসবের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে রুখে দাড়ানোর চেষ্টা করুন। আর বেরিয়ে আসুন বস্তুবাদী সভ্যতার দাসত্বের শেকল থেকে।
.
➤ বইয়ের নেতিবাচক দিক:-
বইতে সমালোচনা করার মত তেমন কিছু নেই। প্রথম সংস্করণ হিসেবে বানান বিভ্রাট বা মুদ্রণত্রুটি খুব বেশি চোখে পড়েনি। এদিক থেকে প্রকাশনী প্রশংসা পাওয়ার যোগ্য। তবে বইয়ের কভারে বইটির নাম এক জায়গায় বইটির নাম সভ্যতার এপিঠ ওপিঠ না দিয়ে “সভ্যতার এপিট ওপিট” দেয়া হয়েছে।
.
➤ শেষ কথা:-
পরিশেষে বলতে হয় বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এত সুন্দর একটি বই লেখার আল্লাহ রাব্বুল আলামীন বইয়ের লেখক, প্রকাশক, পাঠক সহ সবাইকে কবুল করুন। দোয়া করি আল্লাহ লেখকের জ্ঞানের পরিধি বাড়িয়ে দ্বীনের পথে কবুল করুক।