মেন্যু
shobuj patar bon

সবুজ পাতার বন

অনুবাদক: সীরাত টিম  পৃষ্ঠা সংখ্যা: ১৬০ পৃষ্ঠা  সবুজ পাতার বন। বই রিভিও এবং কিছু কথা... . যদি এককথায় বলতে বলা হয় এই বইটি কোন বিষয়ের উপর লেখা তাহলে উত্তর দেওয়া সম্ভব নয়। উত্তরটা কয়েক... আরো পড়ুন
পরিমাণ

169  225 (25% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন
Get it on Google Play

4 রিভিউ এবং রেটিং - সবুজ পাতার বন

4.5
Based on 4 reviews
5 star
50%
4 star
50%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    ফারজানা আশরাফী:

    কথা মানুষের মনের ওপর ভীষণ শক্তিশালী একটি প্রভাব বিস্তারক। সামান্য একটি উত্তম নসিহত একজন মানুষের মনে যে ভালোলাগার বীজ অঙ্কুরিত করে এক সময় তা তার পুরো মনন জুড়ে শিকড়,কাণ্ড,ডাল-পালা বিস্তার করে মহীরুহে পরিণত হতে পারে।

    আমাদের রাসূল সা.- কে আল্লাহ চমৎকার একটি গুণ দিয়েছিলেন, জাওয়ামি আল-কালাম—- অল্প কথায় গভীর ভাব ব্যক্ত করার ক্ষমতা। আমাদের এ যুগে রাসূলের (সা.) সেই গুণটি যারা সংরক্ষণ করছেন তাদেরই একজন শাইখ আবদুল আযীয আত-তারিফী। শায়খের কথা গুলো কুরআনের ভাষায় যেন সূরা ইব্রাহীমের সেই একেকেটি বৃক্ষ, সুদৃঢ় যার মূল, আকাশ ছোঁয়া তার শাখা-প্রশাখা….

    ” পবিত্র বাক্য হলো পবিত্র বৃক্ষের মতন। তার শিকড় মজবুত এবং শাখা আকাশে উত্থিত।”( সূরা ইবরাহীম, ১৪: ২৪)

    তাঁর গভীর ভাবপূর্ণ অথচ সংক্ষিপ্ত এবং দৃঢ় বক্তব্য পাঠকের হৃদয়ে নিনাদ তোলে। দ্বীনি ইলমকে কিছু আচার-অনুষ্ঠান আর ব্যক্তিগত আমলে বাক্সবন্দী করে ফেলা উম্মাহকে বাক্সের বাইরে চিন্তা করতে শেখায়। শায়খের সেই হৃদয় সঞ্জীবনী কথা মালারই সংকলন ‘সবুজ পাতার বন’। বইটি শায়খের বিভিন্ন সময়ে করা টুইটার পোস্টের বাংলা অনুবাদ।

    বাস্তব জীবনে আকিদার বাস্তবায়ন, উম্মাহর দুর্দশা,লাঞ্চনা,অপদস্থতার কারণ অন্বেষণ, সেকুলারিজম থেকে পাশ্চত্যের লিবারেলিজম, আলেমদের মানহাজ থেকে সাধারণের ধ্যান ধারণা, পশ্চিমা মডারেট ইসলামের মুখোশ উন্মোচন সবখানেই শায়খের কলম বিচরণ করে দৃঢ় প্রত্যয়ে। তাঁর সেই হৃদয়ে শিহরণ জাগানো এবং ঈমাণে স্ফুলিঙ্গ জ্বালানো কথামালা গুলোকে বিষয় ভিত্তিক শিরোনামে একত্রিত করা হয়েছে এই বইয়ে।

    গ্রীষ্মের কাঠফাটা রৌদ্রতপ্ত জমিনে এক পশলা বৃষ্টি যেমন প্রাণের সঞ্চার করে, শায়খ আত-তারিফীর বিশ্বাস দীপ্ত কথামালা তেমনিভাবে আমাদের দুর্বল ঈমানকে সঞ্জীবিত করে।
    বইয়ে উদ্ধৃত শায়খের মালফুজাত গুলো যেন ছোটবেলার প্রথম পাঠের সেই ‘একের ভেতর ছয় ‘। কখনো তাওহীদের পাঠ দেয়ার মাধ্যমে ফিতনার ঝড়ো হাওয়ায় টলটলায়মান আমাদের বিশ্বাসকে দৃঢ় করে। পরক্ষণেই আবার রুহ্ – এর অসুখের নিদান দেয়। নেক আমলের দ্বারা ইবাদাত ও আত্মশুদ্ধি কে বেগবান করার রসদও মজুদ আছে এতে।
    শায়খের সতর্কবাণী আমাদেরকে চিনিয়ে দেবে তথাকথিত উন্নত সভ্যতার দাবীদারদের বিষাক্ত ফাঁদকে। কখনো মনে করিয়ে দেবে, দুনিয়াতে আমারদের দ্বায়িত্ব সম্পর্কে।
    তাঁর শাসন, সমালোচনা, আদরের ঢঙে দেয়া নানা উপদেশ আমাদের ভুল গুলো শুধরে সামনে এগিয়ে যাওয়ার পাথেয় হবে।

    অক্সিজেন যেমন এক নি:শ্বাসে সব টেনে নেয়া যায়না, ‘সবুজ পাতার বন’ ও এক বসায় পড়ে ফেলার বই নয়। একটু একটু করে পড়বেন আর নিজেকে ভালো মুসলিম হতে উজ্জীবিত করবেন।

    সীরাত পাবলিকেশন থেকে প্রকাশিত বইটির সম্পাদনা, ভাষারীতি সংশোধন ও বিন্যাস করেছেন সাজিদ ইসলাম। শারঈ সম্পাদনা এবং পৃষ্ঠাসজ্জায় আছেন শাইখ মুনীরুল ইসলাম ইবনু যাকির। প্রচ্ছদ এঁকেছেন আনিকা তুবা।

    4 out of 4 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 4 out of 5

    Sheikh Md. Yasin Arafath:

    (শুরু করছি) পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। যিনি আমাকে সৃষ্টি করেছেন ও শিক্ষা দিয়েছেন। এবং দরূদ ও সালাম প্রেরণ করছি প্রিয়নবী হযরত মুহাম্মদ ﷺ এর নামে।

    মহান আল্লাহ সুবহানাহু তা’য়ালা
    পবিত্র কুরআনে বলেছেন,
    ❝তুমি মানুষকে তোমার প্রতিপালকের
    পথে আহ্বান কর হিকমত ও সদুপদেশ দ্বারা❞
    [ সূরা আন-নাহল ১৬ঃ১২৫ ]

    আর উক্ত আয়াতটির প্রতিফলন আমরা শাইখ আব্দুল আযীয আত তারিফী এর বক্তব্যতে বুঝতে পারি। যা ❛সবুজ পাতার বন❜ এই অসাধারন বইটি পরিলক্ষিত হয়। তাঁর কথাগুলো অত্যন্ত হিকমতপূর্ন এবং তিনি সদুপদেশ দ্বারাই দ্বীনের পথে আহবান করেছেন। তিনি বইটিতে যথেষ্ট কুরআন-সুন্নাহর রেফারেন্স দিয়ে উপস্থাপন করেছেন অতি সংক্ষিপ্ত কথাই। আর এর জন্য লাগে হিকমত ও প্রজ্ঞা যা শাইখের মধ্যে রয়েছে।

    আল্লাহর রাসূল ﷺ কে একটা চমৎকার গুণ দেওয়া হয়েছিল -জাওয়ামি আল-কালিম -অর্থাৎ অল্প কথায় গভীর ভাব ব্যক্ত করার ক্ষমতা। যারা ইলমের সাথে প্রজ্ঞার মিশেলে ইলমের গভীর থেকে গভীরে গিয়ে মণি মুক্তা আহরণ করে তা ছড়িয়ে দিতে পারেন। যাদের মুখনিঃসৃত বাক্যগুলো শ্রোতার অন্তরে গিয়ে আঘাত করে, চিন্তার জগতে আলোড়ন তুলে দেয়। আমাদের এ যুগে রাসূলের সেই গুণটি যারা সংরক্ষণ করেছেন তাঁদেরই একজন শাইখ আব্দুল আযীয আত তারিফী।

    বইটির নাম হলো ❛সবুজ পাতার বন❜। বইটির নাম থেকেও উপলব্ধি করা যায় এর শিক্ষা। কারন বইটিতে একটি সবুজ বনের সাথে তুলনা করা হলে- বইটির মূল টপিক গুলো হলো সেই বনের গাছপালা এবং এই টপিকগুলোর মধ্যে যেসকল খন্ডাংশ বিষয়গুলো মার্ক করে আলোচিত হয়েছে সেগুলো হলো গাছপালার শাখা-প্রশাখা, কান্ড, সবুজ পাতা। আর এই সবুজ পাতা থেকে আমরা O২ গ্রহন করে বেঁচে থাকি সেক্ষেত্রে বইটি থেকে আমরা যা শিখবো তথা অর্জন করবো সেগুলো প্রতিটি ব্যক্তির জন্য অতি গুরুত্বপূর্ণ। আর তা আমাদের উপলব্ধি করতে হবে এবং তা গ্রহন করবো। কারণ বনের গাছপালা থেকে যদি ফল গ্রহন করতে পারি তবেই আত্মতৃপ্তি মিলবে।

    আকীদার বুনিয়াদি বিষয় থেকে শুরু করে আত্মশুদ্ধি, শাসক-শাসিতের প্রতি নসিহত, আলেমের মানহাজ থেকে শুরু করে সাধারণ মানুষের ধ্যান ধারণা, উম্মাহর দুর্দশা, পশ্চিমা আগ্রাসন, মডারেট ইসলামের মিথ্যে খোলস সব বিষয়েই প্রিয় শাইখের হৃদয় জাগানিয়া এবং শিহরণ জাগানো বাক্যের গাঁথনি যেন এই বাগানের একটি সুবজ পাতা। যা বইটির পাতায় পাতায় পরিলক্ষিত হয়।

    যদি এককথায় বলতে বলা হয় এই বইটি কোন বিষয়ের উপর লেখা তাহলে উত্তর দেওয়া সম্ভব নয়। উত্তরটা কয়েক ধাপে দিতে হবে। এটা মূলত আরব আলেম শাইখ আবদুল আযীয আত তারিফীর মালফুজাত নিয়ে। মালফুজাতগুলো তিনি আরবীতে টুইট করতেন। সেগুলো কিছু ভাই ইংরেজীতে অনুবাদ করে প্রচার করতেন। সেখান থেকেই কিছু নির্বাচিত মালফুজাত অনুবাদ করে সাজানো হয়েছে ❛সবুজ পাতার বন❜। বইয়ের নামের কনসেপ্টটা নেওয়া হয়েছে সূরা ইবরাহীমের ২৪ আর ২৭ নং আয়াত থেকে।

    বইটির সূচিপত্র দেখলে দেখতে পাবেন বিক্ষিপ্ত বক্তব্যগুলোকে মোট ৭ টি অধ্যায়ে ভাগ করা হয়েছে এবং প্রতিটি অধ্যায়ে আবার প্রতিটি বিষয়ের হেডিং মার্ক করে স্বল্প কথায় উপস্থাপন করা হয়েছে।
    বইটির মোট ৭ টা অধ্যায় হলো-

    ১। বিশ্বাসের ভিত্তি।
    ২। সত্য মিথ্যার চিরন্তন দ্বন্দ্ব।
    ৩। ইবাদাত ও আত্মশুদ্ধি।
    ৪। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ।
    ৫। চিন্তার স্বাধীনতা নয়, নফসের শিকল।
    ৬। অন্তরের ব্যধিসমূহ।
    ৭। মূল্যবান উপদেশ।

    যদি প্রতিটি অধ্যায়ের বিষয়গুলো সংক্ষিপ্তাকারেও বলতে যায় তাহলে বলে শেষ করতে পারবো না। তাই দ্বীনি ভাই-বোনদের বইটি পড়ার অনুরোধ রইলো। তাহলে বইটি পড়ার মাধ্যমে প্রশান্তি পাবেন যেমন প্রশান্তি পান সবুজ নিরিবিলি বনে ন্যাচার উপভোগ করে। প্রতিটি নিঃশ্বাসে যেমন স্বস্তি পান তেমনি বইটির প্রতিটিও বক্তব্যতেও সেই অনুভবটাই অনুভূত করবেন।
    সর্বশেষ যে অধ্যায়টা আছে অর্থাৎ ‘মহামূল্যবান উপদেশ’ সেই অধ্যায়টির শাইখের প্রতিটি উপদেশগুলো গ্রহন করবেন অবশ্যই আপনার জীবনের অনেক উপকারে আসবে। তাছাড়াও বইটির প্রতিটি অধ্যায়ই আমার কাছে বেস্ট। আমি বইটি পড়তে সবাইকে অনুরোধ করবো। একটিবার পড়েই দেখেন না বইটি। তদুপরি বইটির প্রতিটি পৃষ্ঠায় শাইখের তীক্ষ্ণ জ্ঞান, হিকমাহ ও প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়।

    মহান আল্লাহ তা’য়ালা বলেন-
    ❝তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা প্রদান করা হয়, তাকে নিশ্চয় প্রভূত কল্যাণ দান করা হয়। বস্তুতঃ শুধু জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে থাকে।❞
    [ সূরা আল-বাকারাহ ২ঃ২৬৯ ]

    শাইখের সংক্ষিপ্ত পরিচিতিঃ
    শাইখ রিয়াদের ইমাম মুহাম্মাদ বিন সা’উদ ইউনিভার্সিটির শারি’আহ কলেজ থেকে গ্র্যাজুয়েট করেন। কর্মজীবনে তিনি প্রথমে মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্সের গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সেন্টার ফর রিসার্চ স্টাডিজের গবেষণা পরিচালক ও তারপর একই প্রতিষ্ঠানের ইসলামী গবেষকের দায়িত্ব পালন করেন।
    শাইখ প্রতিদিন গড়ে ১৩-১৪ ঘণ্টা পড়ালেখা করেন এবং প্রতিদিন ৩০ থেকে ৫০টি হাদীস মুখস্থ করতেন।
    [ বিস্তারিত শাইখ পরিচিতি বইটির ১৫৬-১৫৭ পৃষ্ঠায় পাবেন ]

    Shajid Islam ভাইয়ের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা রইলো যে, ভাই এত সুন্দরভাবে বইটির অধ্যায়ভিত্তিক বিন্যাস, সম্পাদনা এবং ভাষারীতি ভুল থাকলে সেগুলো সংশোধন করে দিয়েছেন।

    অবশেষে সকলকে উদার্ত আহবান জানাবো একটিবার হলেও বইটি পড়ার জন্য। ইন-শা-আল্লাহ বইটি আপনার অনেক উপকারে আসবে। আর বইটিকে মোটিভেশনাল বই বললেও ভুল হবেনা। প্রতিটি ব্যক্তিরই বইটি পড়া উচিত!

    রেটিংঃ ০৯/১০

    4 out of 4 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    abdur0rahman99:

    আল্লাহর রাসূল (সাঃ) কে একটা চমৎকার গুন দেওয়া হয়েছিল — জাওয়ামি আল-কালাম  তথা অল্প কথায় গভীর ভাব ব্যক্ত করার ক্ষমতা। বর্তমান যুগে রাসূলের উত্তরাধিকারীদের মাঝে খুব অল্প কজন আলিমদের মাঝে আমরা এই গুনটি দেখা যায় ,তাদের মাঝে একজন হলেন শাইখ আব্দুল আজিজ আত -তারিফী।
    জীবন গড়ার কথামালা বইটি শায়খ আব্দুল আযীয আত তারিফী (হাফিযাহুল্লাহ) এর বিভিন্ন সময়ে বলা কিংবা লেখা মূল্যবান কিছু বাণীর সংকলন। এসব বানী থেকেই কিছু নির্বাচিত বাণী সীরাত টিম কতৃক অনুবাদ করে সাজানো হয়েছে ‘সবুজ পাতার বন’ বইটি।

    সার-সংক্ষেপঃ-
    সীরাত টিমের অভিজ্ঞ অনুবাদকগণ বইটিকে সাতটি অধ্যায়ে বিভক্ত করে আলোচনা করেছেন। অধ্যায়গুলো হলো-
    ১। বিশ্বাসের ভিত্তি
    ২। সত্য মিথ্যার চিরন্তন দ্বন্দ্ব
    ৩। ইবাদাত ও আত্মশুদ্ধি
    ৪। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ
    ৫। অন্তরের ব্যাধিসমূহ
    ৬। চিন্তার স্বাধীনতা নয়, নফসের শিকল
    ৭। মূল্যবান উপদেশ
    প্রতিটি অধ্যায়ে উঠে এসেছে শাইখ আব্দুল আযীয আত-তারিফীর হৃদয়ে শিহরন জাগানো কথামালা। প্রতিটি বাণী ছোট ছোট আকারে দেয়া হয়েছে। শায়খ কথাগুলো এমনভাবে ব্যক্ত করেছেন যে মনে হবে প্রতিটি কথা আমাকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে।
    .
    ব্যক্তিগত অনূভুতিঃ-
    বইটি যথেষ্ট সহজ ও সাবলীল ভাবে অনুবাদ করা হয়েছে। পড়ে মনে হয় না এটা কোন অনুবাদ গ্রন্থ বরং অভিজ্ঞ কোন লেখকের মৌলিক লেখা বলেই মনে হয়েছে। বইয়ের পাতায় পাতায় রয়েছে শায়খের
    মুসলিমদের উম্মাহর সমস্যা, যুলুম, উম্মাহর পরাজয়ের কারণ, কি করা উচিত, এছাড়াও ইমান, আমল, নিয়ত, তাকওয়া ইত্যাদি নানা বিষয়ে জীবনঘনিষ্ঠ দিকনির্দেশনা। যা আপনার অন্তরে এনে দেবে অনাবিল প্রশান্তি।
    তবে বইয়ের শেষে লেখকের ছবি দেয়া আছে। এরকম একটি ইসলামিক বইতে ছবি দেয়ার বিষয়টি আমার কাছে ভালো লাগেনি।
    সবমিলিয়ে বইট খুবই ভালো এবং উপকারি। তাই সকলের প্রতি অনুরোধ ‘ সবুজ পাতার বন’ বইটি পড়ুন এবং সেই সাথে বইতে প্রাপ্ত দিকনির্দেশনা গুলো বাস্তব জীবনে প্রতিফলন ঘটান। গঠন করুন সুখী সমৃদ্ধ জীবন।
    .
    পরিশেষে সীরাত অনুবাদক টিমকে ধন্যবাদ জানাই শায়খের বিভিন্ন সময়ে বলা কথাগুলো অনুবাদ করে বই আকারে পাঠকের হাতে পৌঁছে দেয়ার জন্য। আল্লাহ তায়ালা আমাদের এই বই থেকে সর্বোচ্চ উপকৃত হওয়ার তাওফিক দান করুন।

    2 out of 3 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 4 out of 5

    Amatullah:

    বিপথগামী উম্মাহকে সঠিক পথের দিশা দেয়ার পাশাপাশি, বইটি থেকে শেখার অনেককিছু আছে।
    3 out of 3 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No