সেদিনও বৃষ্টি ছিল
ধরণীর বুকে কিছু আলোকিত মানুষ থাকে, যাদের আলোর ছোয়ায় অন্যরা আলোকিত হয়, যাদের ঈমানের সৌন্দর্য দেখে তার চারপাশের মানুষগুলো অনুপ্রাণিত হয়। তাদের তাকওয়া ও খোদাভীতি দেখে অন্যরা তাদের মতো হবার স্বপ্ন দেখে।
তেমনি এক মহিয়ষী নারীর গল্প তুলে ধরা হয়েছে এই উপন্যাসে। যার ঈমান ও আমলের সৌন্দর্য ছিল অতুলনীয়। যার চেষ্টা ও দু’আর মাধ্যমে দ্বীনহীন একটা পরিবার পেয়েছে দিনের আলো।
আমরা একটু চেষ্টা করলেই পারি, প্রতিদিন কম করে হলেও একজনকে নামাজের দাওয়াত দিতে। এতে আমাদের টাকা খরচ হবে না, খুব বেশি কষ্ট করতে হবে না। সুন্দর ভাষায় একটু বুঝিয়ে বললেই যথেষ্ট।
আমার দাওয়াত ও চেষ্টার উসিলায় যদি একজন মানুষের কপালে হেদায়েত নসিব হয়, একজন মানুষ নামাজি হয়, তাহলে তার দ্বারা কেয়ামত পর্যন্ত যত ভালো কাজ হবে, তার একটা নেকির অংশ আমার আমলনামায় যোগ হতে থাকবে।
একটু চোখ বুঝে ভাবুন তো সামান্য কষ্টের বিনিময়ে এ কত বড় পাওয়া!
আপনার জায়গা থেকে আপনিও হয়ে যান এমন উদ্যোগী। যার চেষ্টায় দ্বীনহীন অন্ধকার সমাজটা দ্বীনের আলোয় আলোকিত হবে
কি! হবেন না? এমন উদ্যোগী!
-
-
hotপ্রদীপ্ত কুটির
লেখক : আরিফুল ইসলামপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন192 ৳125 ৳মাহির আর লাফিজা। ভার্সিটিতে পড়াবস্থায় দুজনের ...
-
save offইশকুল অব লাভ
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার500 ৳390 ৳কিছু মানুষের জীবনগল্প আমাদের মতো আটপৌড়ে ...
-
hotশেষ পর্যন্তও
লেখক : সানজিদা সিদ্দিকী কথাপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন170 ৳124 ৳মিতুর বেশ ঘুম পাচ্ছে। কিন্তু ঘুমানো ...
-
hotবউনামা
লেখক : আসিফ মাহমুদপ্রকাশনী : বাংলার প্রকাশন340 ৳255 ৳গজগজ করতে করতে বাবা বললেন, ‘মেয়ে ...
-
hotনুসাইবা
লেখক : আবদুল্লাহ বিন মুহাম্মাদপ্রকাশনী : নিয়ন পাবলিকেশন240 ৳178 ৳পশ্চিমা বিশ্বের দুর্গন্ধ মিশ্রিত নারীনীতির নাম নারীবাদ। যার কবলে পরে ঈমান হারা হচ্ছে শত-শত নারী ও পুরুষ। আল্লাহর দেওয়া বিধানের বাহিরে তাদের চাওয়া দুনিয়ার খাহেশাত পূরণে ব্যক্তিগত স্বাধীনতা। অথচ আল্লাহর বিধানের বাহিরে আদৌ কোনো স্বাধীনতা নেই। যা আছে কেবলই তা ক্ষতিকর—মনুষ্য সভ্যতার জন্য। আর সে ক্ষতিকর বস্তু থেকে মানুষকে এক আল্লাহর পথের আহ্বানই নুসাইবাদের কাজ। সে নুসাইবারা—যারা নুসাইবা বিনতে কাব রাদিআল্লাহু আনহার উত্তরসূরি। ...
-
hotএকমুঠো ভালোবাসা
লেখক : ইলয়াস হায়দারপ্রকাশনী : অশ্রু প্রকাশন136 ৳109 ৳রাতই প্রিয়তমা।’ আসলেই। রাত না থাকলে, আমাদের বুকের দীর্ঘশ্বাসগুলো কোথায় আড়াল করতাম?! দিনের আলোয় হাসিখুশি থাকা মানুষটাই, রাতের আঁধারে কী যে নিঃসঙ্গতায় দগ্ধ হয়— রাত জানে, আর জানেন রাতের যিনি স্রষ্টা, তিনি। কুরআনে তাই তো তিনি বলেছেন— ওয়া জা‘আলনাল লাইলা লিবাসা। আর রাতকে আমি আবরণ বানিয়েছি। বিছানা ছেড়ে উঠার সময়েই ঘুম ভেঙে যায় সুরাইয়ার। কিন্তু ঘুমের বাহানায় পড়ে থাকে সে। আড়চোখে দেখছিলো স্বামীর অস্থিরতা। সন্ধ্যা থেকেই স্বামীর মনখারাপ লক্ষ করেছে। কী গো, তোমাকে এতো মনমরা দেখাচ্ছে কেন? খাবারের টেবিলে বসে প্রশ্নটা করেছিলো। ফাহাদ উত্তর দেয় নি। তারপর আর প্রশ্ন করে নি সুরাইয়া। খেয়েদেয়ে শোবার সময় আবার জিজ্ঞেস করলো— কী হয়েছে তোমার, বলো না প্লিজ! তোমার মনখারাপ দেখলে আমার ভালো লাগে বলো? বলো না কী হয়েছে। আচ্ছা আমি কোনো অপরাধ করেছি? নাকি কেউ তোমাকে কিছু বলেছে? কারো সাথে তো তোমার সামান্য ঝগড়াও হয় না। তাহলে কী হতে পারে, কী হতে পারে? ভাবতে ভাবতে সুরাইয়া আবার জিজ্ঞেস করে— আচ্ছা তোমার কাপড়গুলো ইস্ত্রি করতে ভুলে গিয়েছিলাম। সেজন্য রাগ করেছো? ফাহাদ কেমন নিরামিষভাবে, শীতল গলায় বলে— ঘুমাও তো। তুমিও ভালো করেই জানো, এসবের জন্য আমি কখনো মনখারাপ করি না। একটু পেরেশানি। দুয়া করো শুধু। : না, আমাকে শুনতেই হবে। উঁহু হু হু... অভিমান ঝরে পড়ে সুরাইয়ার কণ্ঠে। : উফফ, জেদ করো না তো সুরাইয়া। ঝাঁজ মিশিয়ে উত্তর দেয় ফাহাদ। সুরাইয়ার খুব কান্না পায়। প্রিয় মানুষটার মন খারাপ, তার কি ভালো লাগে? এতো চেষ্টা করেও কারণটা জানতে পারলাম না। ফাহাদ এমন কেন? কষ্টের বা অপ্রীতিকর কিছুই ...
-
hotশান্তি একটি ফুলের নাম
লেখক : সালমা বিনতে শামসপ্রকাশনী : নবপ্রকাশ140 ৳105 ৳কোনো এক রমজান মাস। হঠাৎ করে ...
-
hotযাপিত দিনের গান
লেখক : সানজিদা সিদ্দিকী কথাপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন170 ৳127 ৳আমি একবার উড়ে যাওয়া চড়ুইয়ের বুক ...
-
save offসেদিনও বসন্ত ছিলো
লেখক : রশীদ জামীলপ্রকাশনী : কালান্তর প্রকাশনী180 ৳133 ৳মানুষ স্বপ্ন দেখে। একসময় সেটা ভুলেও ...
-
উম্মে আয়মান – :
“সেদিন ও বৃষ্টি ছিলো” নামটি পড়তেই মনের অজান্তে বইয়ের উপর একরাশ মুগ্ধতা ভর করছে।এই ব্যথাতুর মন একটি বার পরম যত্নে ছুঁয়ে দিতে চাচ্ছে বইটিকে। বৃষ্টি কার না ভালো লাগে! মহান রব তার রহম দ্বারা শিক্ত করতে হঠাৎ হঠাৎ রহমতের বারী বর্ষণ করেন অবনীর বুকে।পুরো জমীন তার রহমতের প্লাবনে ভেসে ঈমানের ভেলায় চড়ে তার নিকট ফিরে আসেন।তওবা করেন অতীতের পাপের জন্য।রব তো প্রতিস্রুতি দিয়েছেন,বান্দা যদি পাহাড় সম পাপ করার পরেও ফিরে আসে তার দিকে, অনুতাপের অশ্রু সজল চোখে ক্ষমা চাই তিনি ক্ষমা করে দিবেন।তাহলে আর দেরি কিসের! আসুন ফিরে আসুন। আপনার পালনকর্তার, সৃষ্টিকর্তা, রিজিকদাতার রহমতের ছায়ায়।
🌸শর্ট পিডিএফ পড়ে অনুভূতি:
___________________________________
সামান্য ১২ পৃষ্ঠা পড়ার পর মন টা অস্থিরতা আর বিষাদে ছেয়ে গেছে।এ বিষাদ অস্থিরতা সেই মানুষটির জন্য যার অকাঠ্য আত্মত্যাগ, পরিশ্রম আর সবরের ফল। ইচ্ছে করে হাতের কাছে বইটা পেলে এক নিঃশ্বাসে শেষ করে দিতাম।এত সুন্দর লিখনী! “সে দিন ও বৃষ্টি ছিলো” একটি উপন্যাস।তবে,এটা ইসলামীক উপন্যাস।এই উপন্যাস মানুষের কামভাব জাগায় না বরং ঈমানের সুপ্ত মৃষ্ট পথের সন্ধান দেয়।প্রতিটি লাইনে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে। হেদায়াতের মশাল হাতে আত্মত্যাগী ফাতেমা কঠোর সাধনা করে যাচ্ছেন।
আমাদের এই সমাজে কখনো কখনো নিজের ইচ্ছেকে দাফন করতে হয় নিজের হাতে। ঠিক তেমনই একটি চিত্র তুলে ধরেছেন লেখক। আকরাম সিকদার এর প্রথম স্ত্রী জোবাইদা তার নির্যাতনে আত্মহুতির পথ বেঁচে নেই।রেখে যায় তিন সন্তান মিলি,ইভান,নাঈম। আকরাম সিকদার অঢেল সম্পত্তির মালিক হওয়ার বাবার বয়সের নামধারী মুসলিমকে বিয়ে করতে ফাতেমা বাধ্য হয়।ফাতেমা গরীব ঘরের সন্তান। গরীবের কি ইচ্ছে,শখ,আহ্লাদ থাকতে আছে?তাই নিজের ঈমানী চাওয়া পরহেজগার কোনো মানুষকে তার জীবন সঙ্গী করে পাওয়া হয়নি।তবে,সে কঠোর সাধনা করে যাচ্ছেন যাতে আকরাম সিকদারকে ভুলের পথ থেকে সঠিক পথের সন্ধান দিতে পারেন।
🌸পরিশেষে:
_________________
এই বইটি সকল পাঠকের হৃদয় নাড়িয়ে দিবে।ঈমানী স্পৃহা জাগিয়ে তুলবে। সমাজের নামধারী মুসলিমকে কিভাবে দ্বীনের পথে ফিরিয়ে আনতে হবে, তার গাইডলাইন হিসেবে কাজ করবে। সকল পাঠকের প্রতি আহ্বান থাকবে যেনো এই বইটি সংগ্রহ করে। জীবন জাগার উপন্যাস।
[email protected] – :
হ্যা, নাম শুনেই হয়তো বুঝতে পেরেছেন এটি একটি উপন্যাস হবে৷ কিছু উপন্যাস মানুষকে ভুল পথে নিয়ে যায় আর কিছু উপন্যাস মানুষকে সঠিক পথের দিকে চালিত করে। “সেদিনও বৃষ্টি ছিলো” উপন্যাসটিও মানুষকে সঠিক পথে চালিত করার জন্য অনন্য একটি উপন্যাস।
উপন্যাসটি যা নিয়ে :
দুনিয়ার জীবন ক্ষনস্থায়ী। চিরস্থায়ীতো আখিরাতের জীবন। কিন্তু কয়জন এ কথাটা মন থেকে বুঝতে পারে? অতি অল্প! আর অধিকাংশই দুনিয়ার রং তামাশায় মত্ত হয়ে পড়ে। সেই অল্পসংখ্যক বুঝদার মানুষের মধ্যে আবার কেউ কেউ অধিকাংশ দুনিয়ামুখী মানুষের জন্য হৃদয়ে ব্যাথা অনুভব করেন। সেই ব্যাথা থেকেই তাঁরা বেঁছে নেন দাওয়াতের ময়দান। কুরআন ও হাদিসের আলোকে তাঁরা মানুষের মধ্যে দ্বীনের আলো ছড়িয়ে দেন। তাদের এই দাওয়াতের ফলে সঠিক পথ প্রাপ্ত হয় অগণিত মানুষ।
“সেদিনও বৃষ্টি ছিলো” উপন্যাসে এমনই একজন দায়ী মুসলিমের কাহিনী বর্ণিত হয়েছে। তিনি একজন নারী। তাঁর দাওয়াতের ফলে সঠিক পথ প্রাপ্ত হয় পুরো একটি পরিবার।
কিভাবে?
সেটা জানার জন্যই মন বারবার উতলা হয়ে উঠছে। বইটি কখন প্রকাশিত হবে, আর কখন পড়বো!
আমি আরো মনে করি সেই পাঠকদের হৃদয়ও উতলা হয়ে উঠেছে যারা এই প্রিভিউটি পড়ছেন।
ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের মনেবাসনা পূর্ণ হবে। আয়ান প্রকাশন খুব দ্রুতই বইটি প্রকাশ করবে। যায় লেখক হুজাইফা শামীম ত্বহা। পিডিএফ পড়েই বুঝতে পেরেছি তিনি একজন সু-সাহিত্যিক। তাঁর লেখা আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। আর আয়ান প্রকাশন সবসময় সেরা লেখাগুলোই বাঁছাই করে।
বইটি কাদের জন্য :
বইটি তাদের জন্য যারা উম্মাহর প্রতি হৃদয়ে ব্যাথা অনুভব করেন। যারা দাওয়াত দেওয়ার পদ্ধতি তালাশ করেন। যারা মানুষের মাঝে দাওয়াতের কাজ করেন।
বইটি তাদের জন্যও যারা দুনিয়ার রং-তামাশায় মত্ত হয়ে আছেন। আল্লাহকে ভুলে গিয়ে গায়রুল্লাহকে নিয়ে পড়ে আছেন।
বইটি তাদের জন্যও যারা অন্ধকারকে পেছনে ফেলে আলোর দিকে যেতে আগ্রহী। যারা আলোর সন্ধানী। যারা সত্য গ্রহণ করতে ইচ্ছুক।
arifbdeshok – :
সেদিনও বৃষ্টি ছিল কিন্তু বৃষ্টিটা ছিল একটু ভিন্ন, এক টুকরো শান্তির পরশ। সেদিনও বৃষ্টি ছিল একটি উপন্যাসের বই। কিন্তু শুধু উপন্যাস না, ইসলামি উপন্যাস। স্বভাবতই যেকোন পাঠককেই বেশি টানে গল্প – কাহিনী যা পাঠকের হৃদয়ে দ্রুত এবং গভীর দাগ কাটতে সক্ষম। তাই ইসলামি গল্পও হতে পারে এক নতুন প্রয়াস। পাঠকের হৃদয়ে গভীর দাগ কাটবে শুধু সেজন্যও নয় বরং নতুন ইসলামি পাঠক তৈরীতেই ইসলামি উপন্যাস কাজ করবে। ফলে যারা ছাইপাঁশ গল্প পড়ত, তারাও পেতে পারে এক নতুন দিগন্তের ছোঁয়া। এ বিষয়টিকে কেন্দ্র করেই আয়ান প্রকাশনের ভিন্ন আয়োজন উপন্যাস – সেদিনও বৃষ্টি ছিল।
উপন্যাসটি একটি নিত্য সমাজের চিত্র যারা ইসলাম থেকে দূরে, তারা মুসলিম হলেও নামে মুসলিম, ইসলাম তারা মানে যতটুকু তাদের ইচ্ছা। এমন এক পরিবার আকরাম সিকদারের পরিবার। তার প্রথম স্ত্রী মারা গেছেন। তার তিন ছেলেমেয়ে – মিলি, ইভান, রিশা। আকরাম সাহেব করেছেন দ্বিতীয় বিয়ে, স্ত্রী ফাতেমা। এ ফাতেমার হাত ধরেই সম্ভবত পুরো পরিবারে ছেয়ে যাবে ইসলাম। যা পুরো উপন্যাস পড়লেই জানা সম্ভব হবে।
তাই আমাদের উচিত যেনতেন উপন্যাস বাদ দিয়ে ইসলামি উপন্যাস পড়া যা আমাদেরকে ইসলাম থেকে দূরে না নিয়ে বরং আরো নিকটে আনতে সক্ষম হবে। সেদিনও বৃষ্টি ছিল বইটি তেমনই এক উপন্যাস।
উম্মে আয়মান লিনা – :
🌸শর্ট পিডিএফ পড়ে অনুভূতি:
___________________________________
সামান্য ১২ পৃষ্ঠা পড়ার পর মন টা অস্থিরতা আর বিষাদে ছেয়ে গেছে।এ বিষাদ অস্থিরতা সেই মানুষটির জন্য যার অকাঠ্য আত্মত্যাগ, পরিশ্রম আর সবরের ফল। ইচ্ছে করে হাতের কাছে বইটা পেলে এক নিঃশ্বাসে শেষ করে দিতাম।এত সুন্দর লিখনী! “সে দিন ও বৃষ্টি ছিলো” একটি উপন্যাস।তবে,এটা ইসলামীক উপন্যাস।এই উপন্যাস মানুষের কামভাব জাগায় না বরং ঈমানের সুপ্ত মৃষ্ট পথের সন্ধান দেয়।প্রতিটি লাইনে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে। হেদায়াতের মশাল হাতে আত্মত্যাগী ফাতেমা কঠোর সাধনা করে যাচ্ছেন।
আমাদের এই সমাজে কখনো কখনো নিজের ইচ্ছেকে দাফন করতে হয় নিজের হাতে। ঠিক তেমনই একটি চিত্র তুলে ধরেছেন লেখক। আকরাম সিকদার এর প্রথম স্ত্রী জোবাইদা তার নির্যাতনে আত্মহুতির পথ বেঁচে নেই।রেখে যায় তিন সন্তান মিলি,ইভান,নাঈম। আকরাম সিকদার অঢেল সম্পত্তির মালিক হওয়ার বাবার বয়সের নামধারী মুসলিমকে বিয়ে করতে ফাতেমা বাধ্য হয়।ফাতেমা গরীব ঘরের সন্তান। গরীবের কি ইচ্ছে,শখ,আহ্লাদ থাকতে আছে?তাই নিজের ঈমানী চাওয়া পরহেজগার কোনো মানুষকে তার জীবন সঙ্গী করে পাওয়া হয়নি।তবে,সে কঠোর সাধনা করে যাচ্ছেন যাতে আকরাম সিকদারকে ভুলের পথ থেকে সঠিক পথের সন্ধান দিতে পারেন।
🌸পরিশেষে:
_________________
এই বইটি সকল পাঠকের হৃদয় নাড়িয়ে দিবে।ঈমানী স্পৃহা জাগিয়ে তুলবে। সমাজের নামধারী মুসলিমকে কিভাবে দ্বীনের পথে ফিরিয়ে আনতে হবে, তার গাইডলাইন হিসেবে কাজ করবে। সকল পাঠকের প্রতি আহ্বান থাকবে যেনো এই বইটি সংগ্রহ করে। জীবন জাগার উপন্যাস।
kamrun Nahar – :
তাহলে সকাল,যদি না খুলে তাহলে পরকাল। আমাদের এই মানবজীবন টা খুবই স্বল্প। আমাদের উচিত এই স্বল্প সময়টুকু আল্লাহর কাজে ব্যয় করা।সবচেয়ে ভালো হয় নিজে দ্বীনের পথে চলার পাশাপাশি, অন্যকেও দ্বীনের পথে চলার জন্য নসীহা দেওয়া।আপনার নসীহার জন্য যদি কেউ হেদায়েত প্রাপ্ত হয়,তাহলে তার সকল নেক কাজের একাংশ সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে।হয়তো এমনও হতে পারে,হাশরের ময়দানে এই সওয়াবগুলো আপনার মিজানের পাল্লা ভারী করবে।ছোট্ট একটা কাজের বিনিময়ে আপনার আমলনামার পরিমাণ হয়ে যাবে বিশাল। আমাদের আশেপাশে আমরা এমন অনেক মানুষকে দেখতে পাই,যারা দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।যাদের নসীহা পথভ্রষ্ট ব্যক্তিদের দ্বীনের পথে ফিরার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে।এমনই এক মহীয়সী নারীর গল্প নিয়ে আয়ান প্রকাশনী নিয়ে এসেছে হুজাইফা শামীম ত্বহা রচিত ‘সেদিনও বৃষ্টি ছিলো’ অসাধারণ একটি বই। এই মহীয়সী নারীর পরশে এসে পথভ্রষ্ট এক পরিবার দ্বীনের ছোঁয়া পেয়েছে।
পিডিএফ পর্যালোচনা:
——————————–
১২ পৃষ্ঠার শর্ট পিডিএফে বইটির খুব অল্প অংশ তুলে ধরা হয়েছে।বইটির কয়েক পৃষ্ঠা পড়ার মাধ্যমে বুঝতে পেরেছি যে,এটি একটি উপন্যাস। বইটিতে যেহেতু একটি উপন্যাস সংযোজন করা হয়েছে,তাই এখানে কোনো সূচিপত্র ছিলোনা।
পিডিএফ পাঠ অনুভূতি:
——————————–
শর্ট পিডিএফে গল্পের খুব সামান্য অংশই পড়তে পেরেছি। বাকিটা পড়ার জন্য মনটা কেমন বেকুল হয়ে উঠছে বারবার। মা শা আল্লাহ, খুব সুন্দর করে উপন্যাসটি উপস্থাপন করা হয়েছে।উপন্যাসে এমন একজন নারীর কথা তুলে ধরা হয়েছে,যার পরশে এসে একটা দ্বীনহীন পরিবার দ্বীনের ছোঁয়া পেয়েছে।যার দ্বীনের পরশপাথরের ছোঁয়ায় পথভ্রষ্ট পরিবারটি পেয়েছে ইসলামের আলো। যুগে যুগে এমন অনেক মানুষ এসেছে,যারা নিজেও দ্বীনের পথে চলেছে,অন্যকেও দ্বীন আঁকড়ে ধরার অনুপ্রেরণা দিয়েছে।তাদের সংস্পর্শে এসে পথভ্রষ্ট মানুষরা দ্বীনের আলোয় আলোকিত হয়েছে। আলহামদুলিল্লাহ,আমার অনেক ভালো লেগেছে বইটি। এছাড়াও বইয়ের প্রচ্ছদটিও ছিলো দৃষ্টিনন্দন।
বইটি কাদের পড়া উচিত:
———————————–
বইটি তাদের পড়া উচিত,যারা প্রতিনিয়ত দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সমাজের কাছে হেনস্তার শিকার হয়ে ভেঙ্গে পড়েছে,যারা দ্বীনের দাওয়াত দিতে ভয় পাচ্ছে,মানুষের কটু কথা যাদের মনকে ভেঙ্গে দিচ্ছে প্রতিনিয়ত। এসব মানুষের জন্য বইটি অনুপ্রেরণাস্বরূপ।এছাড়াও,যারা দ্বীনের পথে ফিরবো ফিরবো বলে,এখনো ফিরে আসতে পারছেনা,বইটি তাদের মনে আশার আলো যোগাবে ইন শা আল্লাহ। আশা করি, সকল স্তরের মানুষের অনেক উপকারে আসতে পারে বইটি