সেদিনও বৃষ্টি ছিল
ধরণীর বুকে কিছু আলোকিত মানুষ থাকে, যাদের আলোর ছোয়ায় অন্যরা আলোকিত হয়, যাদের ঈমানের সৌন্দর্য দেখে তার চারপাশের মানুষগুলো অনুপ্রাণিত হয়। তাদের তাকওয়া ও খোদাভীতি দেখে অন্যরা তাদের মতো হবার স্বপ্ন দেখে।
তেমনি এক মহিয়ষী নারীর গল্প তুলে ধরা হয়েছে এই উপন্যাসে। যার ঈমান ও আমলের সৌন্দর্য ছিল অতুলনীয়। যার চেষ্টা ও দু’আর মাধ্যমে দ্বীনহীন একটা পরিবার পেয়েছে দিনের আলো।
আমরা একটু চেষ্টা করলেই পারি, প্রতিদিন কম করে হলেও একজনকে নামাজের দাওয়াত দিতে। এতে আমাদের টাকা খরচ হবে না, খুব বেশি কষ্ট করতে হবে না। সুন্দর ভাষায় একটু বুঝিয়ে বললেই যথেষ্ট।
আমার দাওয়াত ও চেষ্টার উসিলায় যদি একজন মানুষের কপালে হেদায়েত নসিব হয়, একজন মানুষ নামাজি হয়, তাহলে তার দ্বারা কেয়ামত পর্যন্ত যত ভালো কাজ হবে, তার একটা নেকির অংশ আমার আমলনামায় যোগ হতে থাকবে।
একটু চোখ বুঝে ভাবুন তো সামান্য কষ্টের বিনিময়ে এ কত বড় পাওয়া!
আপনার জায়গা থেকে আপনিও হয়ে যান এমন উদ্যোগী। যার চেষ্টায় দ্বীনহীন অন্ধকার সমাজটা দ্বীনের আলোয় আলোকিত হবে
কি! হবেন না? এমন উদ্যোগী!
-
-
save offইশকুল অব লাভ
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার480 ৳278 ৳কিছু মানুষের জীবনগল্প আমাদের মতো আটপৌড়ে ...
-
hotশেষ পর্যন্তও
লেখক : সানজিদা সিদ্দিকী কথাপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন170 ৳126 ৳মিতুর বেশ ঘুম পাচ্ছে। কিন্তু ঘুমানো ...
-
hotনুসাইবা
লেখক : আবদুল্লাহ বিন মুহাম্মাদপ্রকাশনী : নিয়ন পাবলিকেশন240 ৳178 ৳পশ্চিমা বিশ্বের দুর্গন্ধ মিশ্রিত নারীনীতির নাম নারীবাদ। যার কবলে পরে ঈমান হারা হচ্ছে শত-শত নারী ও পুরুষ। আল্লাহর দেওয়া বিধানের বাহিরে তাদের চাওয়া দুনিয়ার খাহেশাত পূরণে ব্যক্তিগত স্বাধীনতা। অথচ আল্লাহর বিধানের বাহিরে আদৌ কোনো স্বাধীনতা নেই। যা আছে কেবলই তা ক্ষতিকর—মনুষ্য সভ্যতার জন্য। আর সে ক্ষতিকর বস্তু থেকে মানুষকে এক আল্লাহর পথের আহ্বানই নুসাইবাদের কাজ। সে নুসাইবারা—যারা নুসাইবা বিনতে কাব রাদিআল্লাহু আনহার উত্তরসূরি। ...
-
kamrun Nahar – :
তাহলে সকাল,যদি না খুলে তাহলে পরকাল। আমাদের এই মানবজীবন টা খুবই স্বল্প। আমাদের উচিত এই স্বল্প সময়টুকু আল্লাহর কাজে ব্যয় করা।সবচেয়ে ভালো হয় নিজে দ্বীনের পথে চলার পাশাপাশি, অন্যকেও দ্বীনের পথে চলার জন্য নসীহা দেওয়া।আপনার নসীহার জন্য যদি কেউ হেদায়েত প্রাপ্ত হয়,তাহলে তার সকল নেক কাজের একাংশ সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে।হয়তো এমনও হতে পারে,হাশরের ময়দানে এই সওয়াবগুলো আপনার মিজানের পাল্লা ভারী করবে।ছোট্ট একটা কাজের বিনিময়ে আপনার আমলনামার পরিমাণ হয়ে যাবে বিশাল। আমাদের আশেপাশে আমরা এমন অনেক মানুষকে দেখতে পাই,যারা দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।যাদের নসীহা পথভ্রষ্ট ব্যক্তিদের দ্বীনের পথে ফিরার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে।এমনই এক মহীয়সী নারীর গল্প নিয়ে আয়ান প্রকাশনী নিয়ে এসেছে হুজাইফা শামীম ত্বহা রচিত ‘সেদিনও বৃষ্টি ছিলো’ অসাধারণ একটি বই। এই মহীয়সী নারীর পরশে এসে পথভ্রষ্ট এক পরিবার দ্বীনের ছোঁয়া পেয়েছে।
পিডিএফ পর্যালোচনা:
——————————–
১২ পৃষ্ঠার শর্ট পিডিএফে বইটির খুব অল্প অংশ তুলে ধরা হয়েছে।বইটির কয়েক পৃষ্ঠা পড়ার মাধ্যমে বুঝতে পেরেছি যে,এটি একটি উপন্যাস। বইটিতে যেহেতু একটি উপন্যাস সংযোজন করা হয়েছে,তাই এখানে কোনো সূচিপত্র ছিলোনা।
পিডিএফ পাঠ অনুভূতি:
——————————–
শর্ট পিডিএফে গল্পের খুব সামান্য অংশই পড়তে পেরেছি। বাকিটা পড়ার জন্য মনটা কেমন বেকুল হয়ে উঠছে বারবার। মা শা আল্লাহ, খুব সুন্দর করে উপন্যাসটি উপস্থাপন করা হয়েছে।উপন্যাসে এমন একজন নারীর কথা তুলে ধরা হয়েছে,যার পরশে এসে একটা দ্বীনহীন পরিবার দ্বীনের ছোঁয়া পেয়েছে।যার দ্বীনের পরশপাথরের ছোঁয়ায় পথভ্রষ্ট পরিবারটি পেয়েছে ইসলামের আলো। যুগে যুগে এমন অনেক মানুষ এসেছে,যারা নিজেও দ্বীনের পথে চলেছে,অন্যকেও দ্বীন আঁকড়ে ধরার অনুপ্রেরণা দিয়েছে।তাদের সংস্পর্শে এসে পথভ্রষ্ট মানুষরা দ্বীনের আলোয় আলোকিত হয়েছে। আলহামদুলিল্লাহ,আমার অনেক ভালো লেগেছে বইটি। এছাড়াও বইয়ের প্রচ্ছদটিও ছিলো দৃষ্টিনন্দন।
বইটি কাদের পড়া উচিত:
———————————–
বইটি তাদের পড়া উচিত,যারা প্রতিনিয়ত দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সমাজের কাছে হেনস্তার শিকার হয়ে ভেঙ্গে পড়েছে,যারা দ্বীনের দাওয়াত দিতে ভয় পাচ্ছে,মানুষের কটু কথা যাদের মনকে ভেঙ্গে দিচ্ছে প্রতিনিয়ত। এসব মানুষের জন্য বইটি অনুপ্রেরণাস্বরূপ।এছাড়াও,যারা দ্বীনের পথে ফিরবো ফিরবো বলে,এখনো ফিরে আসতে পারছেনা,বইটি তাদের মনে আশার আলো যোগাবে ইন শা আল্লাহ। আশা করি, সকল স্তরের মানুষের অনেক উপকারে আসতে পারে বইটি