মেন্যু
iman vonger karon

ঈমান ভঙ্গের কারণ

ইমাম মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব (রহঃ)-এর "নাওয়াকিদুল ইসলাম। যেখানে তিনি বলেছেন এমন দশটি বিষয় যার কারণে একজন মুসলিমের ঈমান নষ্ট হয়ে যায়। আর সেই ১০টি কারণ সবিস্তারে ব্যাখ্যা করেছেন শাইখ... আরো পড়ুন
পরিমাণ

125  167 (25% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন
Get it on Google Play

9 রিভিউ এবং রেটিং - ঈমান ভঙ্গের কারণ

4.7
Based on 9 reviews
5 star
66%
4 star
33%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    জুবায়ের রশীদ তামিম:

    আলহামদুলিল্লাহ। বর্তামন সময়ের বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় বইটির প্রয়োজনীয়তা অপরিসীম। ঈমান আনার পর একজন মুসলমানের জানা ফরজ যে কি করলে তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে।

    ঈমান আনার পর একজন মুসলমানের কাজ-কর্ম,চিন্তা-চেতনা, নীতি-আদর্শ, বিশ্বাস কেমন হবে কোন গ্রহন করা যাবে আর কোনটা পরিত্যাগ করতে হবে, কাকে সমর্থন করা যাবে আর কাকে সমর্থন করা যাবে না এগুলো জানতে জবে। নয়তো ঈমানের মতো মহান দৌলত খোয়াতে হবে।
    বইটার প্রয়োজনীয়তা বিবেচনায় ৫ এ ৫ পাওয়ার হক রাখে।

    Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    আব্দুল্লাহ সাকিব:

    বইটি চমৎকার গুরুত্বপূর্ণ একটি বই। এই বইটি পড়ার সময় প্রতিটি লাইন আপনাকে ধরিয়ে দিবে,বলে দিবে আপনি আসলেই ইমানদার কিনা,আপনার ইমান এখনো আছে কিনা,আপনার ইমান কতটা মজবুত,আপনি ইমানকে কতটা অবহেলা করেন বা কতটা গুরুত্ব দেন। আমি আপনি না জেনে জীবনে কতইনা পাপ করে ফেলি,কত শিরকী,কুফরী করেছি মনের অজান্তেই। এই বইটা সেসব ভুল ধরিয়ে দিবে। দেখিয়ে দিবে আমরা কতটা বেখবর ইমানের ব্যাপারে।

    বইটি আপনার আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। বার বার পড়তে ইচ্ছে হবে আপনার। অসম্ভব ভালো লেগেছে বইটি।
    আমাদের সকলের উচিত, বইটি পড়ে ইমান বিষয়ক সব জেনে ইমান রক্ষার শক্ত এক রক্ষাকবচ তৈরা করা।

    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    Mst Halima Akter:

    বই পর্যালোচনাঃ
    ঈমানের অনেক শাখা রয়েছে। তেমনি ঈমান ভঙ্গের কারণও হয়তো দশে সীমাবদ্ধ থাকবেনা। যুগে যুগে কারণগুলোতে হয়ত সামান্য ভিন্নতা আসতে পারে, তবে মূল কনসেপ্ট অনাদি ও অবিকৃতই থাকবে।

    শায়খ সুলায়মান বিন উলওয়ান যে শরাহ (ব্যাখ্যাগ্রন্থ) লিখেছেন তা সংক্ষিপ্ত। যাতে সাধারণ মানুষ অল্প কথায় মূল ভাব বুঝে নিতে পারে। তবে প্রয়োজনীয় স্থানগুলোতে তিনি বিস্তারিত আলোচনা করেছেন।

    বইতে ঈমান ভঙ্গের দশটি কারণ সংক্ষেপে আলোচনা করা হয়েছে।যথাঃ
    1)আল্লাহর সাথে শিরক করা।
    2️)বান্দা ও আল্লাহর মাঝে মাধ্যম বানানো, তাদেরকে ডাকা, তাদের কাছে দুয়া করা, তাদের উপর আস্থা রাখা।
    3️)মুশরিকদের কাফির মনে না করা, তাদের কুফরির ব্যাপারে সন্দেহ করা কিংবা তাদের ধর্মকে সঠিক মনে করা।
    4️)রাসূলের ﷺ আনীত দ্বীন ব্যাতীত অন্য জীবন ব্যবস্থা বা আইনকে উত্তম মনে করা, প্রাধান্য দেয়া; অন্য মতকে অধিক পরিপূর্ণ মনে করা কিংবা তালাশ করা।
    5️)দ্বীন ইসলামের কোন বিষয়ে বিদ্বেষ রাখা যদিওবা নিজে সে আমল করে।
    6️)দ্বীনের কোন বিষয় নিয়ে ঠাট্টা করা।
    7️)অর্জন বা বর্জনের জন্য যাদু করা। যাদুর উপর খুশী থাকা।
    8️)মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সহায়তা করা।
    9️)কাউকে শরীয়তের ঊর্ধ্বে ভাবা।
    1️0️)দ্বীন থেকে মুখ ফিরানো, দ্বীন শিক্ষা না করা ও তাঁর উপর আমল না করা।

    দ্বীনের এমন বিষয় থেকে মুখ ফিরানো যেসব বিষয় দ্বারা একজন মানুষের মুসলমানিত্ব বজায় থাকে। ফরয বিষয়ে মুখ ফিরানো বুঝানো হয়েছে, ওয়াজিব মুস্তাহাব নয়।

    বইটির কিছু বিস্ময়কর দিকঃ
    বইটি পড়ে এমন কিছু বিষয় জেনেছি যা আগে জানতাম না বা ভাসা ভাসা জানতাম। কিছু জিনিস জেনে অবাক হয়েছি।যেমনঃ

    গণতন্ত্র কেন আলাদা একটি দ্বীন, ইসলামের সাথে গণতন্ত্রের কী কী পার্থক্য আছে তা নিয়ে সুন্দর দশটি পয়েন্ট আলোচনা করা হয়েছে বইয়ের টীকাতে।

    শুধু তাই নয়, মিল্লাতে ইবরাহীম নিয়েও আলোচনা এসেছে। বাদ যায়নি ন্যাশনালিজম বা সেকুলারিজম নিয়েও আলোচনা।

    উপসংহারঃ
    অসাধারণ একটি বই। আমাদের সবার পড়া উচিত। আলেমদের এ নিয়ে বেশি বেশি কথা বলা উচিত। আর সাধারণ মানুষ যারা দ্বীন নিয়ে উদাসীন, তাদের ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে ভাবা উচিত। দশম কারণের ব্যাখ্যায় সুন্দর একটি কথা বলা হয়েছে।

    Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    Shorif Uddin:

    বইটার পেইজ অনেক ভালো এবং একজন মুমিনের কাছে ঈমান ভঙ্গের কারণ জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ঈমান ছাড়া আল্লাহর দরবারে কোন আমল গ্রহণ করা হবে না।
    3 out of 3 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top