সালাত নবীজির শেষ আদেশ
অনুবাদক : শাফায়েত উল্লাহ
শারঈ নিরীক্ষণ : মাওলানা আব্দুল্লাহ আল হাসান
পৃষ্ঠা: ৮০
দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবী ﷺ-কে কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছিল, তা আমাদের সবারই জানা আছে। তাঁর ওপর অপবাদ দেওয়া হয়েছিল, আঘাত করা হয়েছিল তাঁর সম্মানে। তারা তাঁকে মিথ্যাবাদী, জাদুকর বলেছিল। সালাত আদায়ের সময় কাফিররা উটের নাড়িভুঁড়ি চাপিয়ে দিয়েছিল তাঁর পিঠে। তারা তাঁকে শ্বাসরুদ্ধ করতে চেয়েছিল কা’বার পাশে।
একদিন যখন নবী ﷺ কা’বার পাশে ছিলেন, উকবা তাঁর গলার পাশে চাদর জড়িয়ে তাঁকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করেছিল। এত ত্যাগ, এত কষ্টের পর তিনি ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন—যাতে দুনিয়ায় আমরা সুন্দর জীবন নিয়ে বসবাস করতে পারি এবং পরে তাঁর সাথে মিলিত হতে পারি জান্নাতে। এই বার্তা পৌঁছে দেওয়ার কারণে তায়েফে তাঁর ওপর নিক্ষেপ করা হয়েছিল পাথর, এমনি জুতোও! এই দ্বীন পৌঁছে দেওয়ার জন্য নবী ﷺ এত কষ্ট করেছেন। আর এই দ্বীনের খুঁটি হলো সালাত। যখন সালাত বিনষ্ট হবে, তখন দ্বীনের ভিত্তিও দুর্বল হয়ে পড়বে।
দুঃখের বিষয় হলো, আজকের অনেক মুসলিমই সালাত আদায় করে না। একেবারেই সালাতের ব্যাপারে উদাসীন তারা। সালাতের গুরুত্ব, মহত্ত্ব ও তাৎপর্য নিয়ে খুব সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা করেছেন শাইখ আহমাদ মূসা জিবরীল। তাঁর সেই লেকচারের বাংলা অনুবাদ নিয়ে “সালাত : নবীজির শেষ নির্দেশ”
-
-
save offফজর আর করব না কাজা (হার্ড কভার)
লেখক : ড. রাগিব সারজানীপ্রকাশনী : মাকতাবাতুল হাসান350 ৳175 ৳অনুবাদ- আবু মুসআব ওসমান পৃষ্ঠা সংখ্যা- ১৯২ বাধাই- ...
-
save offকিয়ামুল লাইল
লেখক : শাইখ আহমাদ মুসা জিবরিলপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন47 ৳35 ৳কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ সালাতের উপর ...
-
hotমনের মতো সালাত
লেখক : ড. খালিদ আবু শাদিপ্রকাশনী : সন্দীপন প্রকাশন275 ৳203 ৳সালাত কোনো সাধারণ আয়োজন বা আনুষ্ঠানিকতা ...
-
save offসালাত জেনে বুঝে পড়ুন
প্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স54 ৳39 ৳ISBN 978984927755 প্রথম প্রকাশ: ২০১৮ পৃষ্ঠা: ৯৬ এতে রয়েছে ...
-
save offযেভাবে নামায পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স30 ৳23 ৳ইবাদতের ক্ষেত্রে শুদ্ধতা বিচারে যা উত্তম ...
-
save offসালাত, দুআ ও যিকর
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স240 ৳168 ৳‘সালাত, দু’আ ও যিকর’ বইটির লেখক ...
-
save offহাইয়া আলাস সালাহ
প্রকাশনী : সমকালীন প্রকাশন175 ৳122 ৳ভাষান্তর: শাইখ মুহাম্মাদ সাইফুল্লাহ মুরতাযা ব্যক্তিগতভাবে সালাত ...
-
hotহৃদয়জুড়ানো সালাত
লেখক : শাইখ মিশারি আল-খাররাজপ্রকাশনী : সমকালীন প্রকাশন110 ৳77 ৳খুশুখুযু হলো সালাতের প্রাণ। খুশুখুযুহীন সালাত ...
-
nazmul_ku56 – :
lightspreads – :
লেখক : শাইখ আহমাদ মুসা জিবরিল
প্রকাশনী : নুসুস পাবলিকেশন
গায়ের দাম ১৪০
পৃষ্ঠা ১৮০
বইটি কেন পড়বেন?
নামাজ বিষয়ে মোটিভেশনমূলক বইয়ের মধ্যে এই বইটি একদম প্রথম কাতারের। নামাজ যে কত উপকারিতা নিয়ে আসে, কত খারাপ কিছু থেকে বিরত রাখে এবং আযাব থেকে দূরে রাখে তা জানা যায় বই থেকে। একজন বেনামাযীর জন্য এই বইটি পারফেক্ট। নামাযীর জন্যও এক নিমিষেই পরে ফেলার মত বই কারন এটি তার নামাজকে আরো সুন্দর করবে, ভালোবাসা বাড়াবে।
বইয়ের মূলকথাঃ
শুরুতেই আশা, ভরসা, সুন্দর, সহজ বিষয় দিয়ে এগুনো হয়েছে। নামাজের উপকার, পুরস্কার এবং গুরুত্ব বর্ননার মাধ্যমে এই বিষয়ের প্রতি উৎসাহী করে তোলা হয়েছে। অনেক উৎসাহ দেয়ার মাধ্যমে নামাজের প্রতি মনোযোগি হওয়ার নানা কৌশল বর্ননা করে অনিয়মিত ও বেনামাযীদের প্রতি মোটিভেশন আছে এই অধ্যায়ের পাতায় পাতায়।
এরপর নামাজ চালিয়ে যাওয়া ও সময় মতই তা খুশু খুযু সহকারে পরার উপদেশ দেয়া আছে। এটাই বইয়ের ২য় বিষয়
এরপর সতর্কতামূলক বর্ননা এসেছে একে একে। ভয়, কষ্ট, আযাব, নানা বিপদ ইত্যাদি বর্ননা করে নামাজের প্রতি ফিরে আসার জন্য অনুপ্রেরণা দান করে পদে পদে উপদেশ দেয়া হয়েছে একজন পরম শুভাকাঙ্খীর মত সুরে। বার বার নিবেদন করা হয়েছে ভালোর পথে, কল্যানের পথে এসে এর অসাধারন সব উপকারিতা গ্রহণ করতে।
৪র্থ থেকে ৬ষ্ঠ অধ্যায়ে সালাত সম্পর্কে সলফে সালেহীনদের বেশ কিছু বক্তব্য উঠে এসেছে যা এই বিশ্বাসকে আরো দৃড় ও সংকল্পকে মজবুত করে তুলতে পারে। সালাত নিয়ে তাদের অনুভূতি, কর্মকান্ড ও চিন্তাভাবনা আমাদের আজও ভাবায়, প্রেরনার বাতিঘর হিসাবে কাজ করে। সব শেষে নামাজ কেন মানুষ পড়ে না তার কয়েকটি কারন বের করা হয়েছে যেন এ থেকে আমরা দূরে থাকতে পারি
অনুভূতিঃ
সালাত নিয়ে পড়া অন্যতম সেরা বই। এত সুন্দর করে বড় ভাইয়ের মত করে বোঝানোর ঢং এ লেখা বইটি পড়ে সত্যি অনেক উপকার পেয়েছি। প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষের এই বইটি পড়া উচিৎ। নামাজ নিয়ে এক মাস্টারপিস বই বলা যায় একে।
বই এর গঠন সম্পর্কে ঃ
ছোট কলেবরের বইটি এক বসাতেই শেষ করা সম্ভব। বইয়ের কাগজ, ছাপা ও বাইন্ডিং এর মান ভালো হওয়ায় পড়ে প্রশান্তি পাওয়া গেছে।
রেটিং ১০/১০
ATM Jafar – :
আমরা যারা সালাতের ব্যাপারে উদাসীন তাদের এই বইটি অবশ্যই পড়া উচিৎ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।
ধন্যবাদ
Nusrat Lubna – :
” দিনটি ছিলো সোমবার ৷ এ দিনেই রাসূল (সঃ) দুনিয়া ছেড়ে রবের কাছে চলে যান ৷ ইন্তেকালর পূর্ব-মুহূর্তে তিনি আমাদের জন্য কী উপদেশ দিয়েছিলেন, জানতে চান ? আনাস (রাঃ) বলেছেন, নবী সর্বশেষ যে উপদেশ দিয়েছিলেন তা হলো —— সালাত,সালাত ৷ ”
____________________________________
★★★[ রিভিউ ও বিষয়বস্তু ]
আজকাল অনেক মুসলিমের মুখেই শোনা যায় ‘আরে ভাই আমি নামায পড়ি না তো কি হয়েছে আমি তো কোনো খারাপ কাজ করছি না ৷ ‘
আচ্ছা যারা সালাত? করে তাদের মধ্যে কে উত্তম ? আপনি নাকি শয়তান?
ইবলিশ তো কেবল একটি সাজদা করতে অস্বীকৃতি জানিয়েছলো ৷ তার অবস্থান এখন কতই না নিকৃষ্ট ৷ আর যারা বছরের পর বছর সালাত আদায় করছে না , কেমন হবে তার অবস্থান ? আখিরাতে তাদের জন্য কোন শাস্তি অপেক্ষা করছে ?
আর যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছে ইখলাসের সাথে তাদের জন্য জান্নাতে আল্লাহ্র কোন পুরস্কার অপেক্ষা করছে ? জানতে হলে বইটি আপনাকে পড়তে হবে ৷
সম্পূর্ণ বইটিতে আলোচনা করা হয়েছে ছয়টি পয়েনকে কেন্দ্র করে ৷ প্রথম পয়েন্টে আলোচনা করা হয়েছে সালাতের উপকার, পুরস্কার, গুরুত্ব নিয়ে, দ্বিতীয় পয়েন্টে সময়মতো সালাত নিয়ে, তৃতীয় পয়েন্টে সালাত আদায় না করার পরিণাম নিয়ে ,চতুর্থ পয়েন্টে সালফে সালেহীনের কিছু মন্তব্য, পঞ্চম পয়েন্টে সালাতকে সালহে সালেহীন কেমন মর্যাদা সম্পন্ন বিচার করতেন, ছয় নাম্বার পয়েন্টে আলোচনা করা হয়েছে কেন মানুষ সালাত আদায় করে না ৷
“অতীতের ব্যাপারে অনুশোচনা এখনই সালাত আদায় শুরু করুন ৷ দেখবেন আল্লাহ আপনার অতীতের সমস্ত গোনাহ নেকি দ্বারা পূর্ণ করে দিবেন ৷ ”
____________________________________
★★★[ বইটি কাদের জন্যঃ ]
যারা সালাত আদায় করে না এবং যারা সালাত আদায় করে , দু-দলের জন্যই ৷
____________________________________
বই : সালাত নবীজির শেষ আদেশ
লেখক : শাইখ আহমাদ মূসা জিবরীল
অনুবাদ : শাফায়েত উল্লাহ
সম্পাদনা : আব্দুল্লাহ আল হাসান
প্রকাশনী : নুসুস পাবলিকেশন
জনরা : নামায ও দোয়া-দরুদ ৷
প্রচ্ছদ মূল্য : ১৪০
পৃষ্ঠা : ৮০
Khaleda Binte Muhammad Selim – :
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
শর্বর নিশীথে রবের সামনে সাজদায় অবনত হয়েও কেমন যেন মন জায়নামাজে নেই!দাড়িয়ে আছেন ঠায় কিন্তু মন ভাবছে অন্যকিছু।এমনটা আমাদের প্রায় সবার সাথেই হয়ে থাকে।নামাজে মন বসে না,প্রভুর ভয়ে কাঁদতে পারি না,শয়তান ওয়াসওয়াসা দেয়।ততক্ষণ আমরা সালাতে মনোযোগী হতে পারবো না, যতক্ষণ না আমরা সালাতের মহত্ত্ব উপলব্ধি করি।সালাত আদায় করা মানেই যে সবকিছু পেয়ে বসেছেন এমনটা নয়,মনোযোগেরও একটা ব্যাপার আছে।
ইবাদতের সাথে লৌকিকতার সংমিশ্রণ থাকা এবং ইখলাসের কমতি থাকার কারনে আমরা সালাতে অতৃপ্তি খুঁজে পাই না।
আল্লাহর রাসূল (সা:)বলেন, ______
“নিশ্চয়ই আল্লাহ্ তোমাদের চেহারা-সুরত ও ধন-সম্পদের প্রতি লক্ষ করেন না।বরং তিনি দেখেন তোমাদের অন্তর ও আমলসমূহ।”
__________(সহীহ মুসলিম-২৫৬৪)
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
■অনুভূতি:সংক্ষিপ্ত পরিসরের এই বইটিতে নামাজ ও নামাজের গুরুত্ব নিয়ে এত বিস্তর আলোচনা হয়েছে যা পাঠকদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।লেখক তার নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে বইটিতে অল্প কথায় অধিক ফলপ্রসূ জ্ঞান শেখাতে।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
■পাঠ্যসূচি:বইটিতে আলোচিত হয়েছে তথাকথিত সময়ের অন্যতম আলোচ্য বিষয় মানুষ কেন সালাত আদায় করে না?।এছাড়া সালাতের উপকার, পুরস্কার, গুরুত্ব,সালাতের তারহীব,সালাফদের বক্তব্য, ইত্যাদি।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
■বইটি যারা পড়বেন:সালাতে হেলা করেন যারা,মনোযোগী হতে পারেন না,যারা নিয়মিত সালাত আদায় করেন না তাদের জন্য বইটি অসাধারণ কার্যকর।
বই:সালাত নবিজির শেষ উপদেশ
লেখক:শাইখ আহমাদ মুসা জিবরীল
অনুবাদক:শাফায়েত উল্লাহ
প্রকাশনী:নুফুস পাবলিকেশন
পৃষ্ঠা:৮০
মূল্য:৯৮