সালাহউদ্দীন আইয়ুবী
আমাদের চারপাশে ইসলামের বিধিবিধান মেনে চলার চেষ্টা করেন এমন অনেক মুসলিম রয়েছেন, কিন্তু মুসলিম হিসেবে যে স্বকীয়তা বা নিজস্ব পরিচয় রয়েছে তা অধিকাংশের মাঝে অনুপস্থিত। রকস্টার বা ফুটবল খেলোয়াড়ের সাথে একজন গড়পড়তা মুসলিমের যতটা সাদৃশ্য দেখা যায় ততটা একজন সাহাবীর সাথে দেখা যায় না। এই যুগের যুবকেরা দ্বীনের পূণর্জগারণকারীদের সম্পর্কে যতটা না জানে তার চেয়ে অনেক বেশী জানে নেশাগ্রস্থ, নির্লজ্জ, অর্থলোভী খেলোয়াড়দের সম্পর্কে।
সালাহ-উদ্দীন আয়ুবী রহ. এমনি এক কালজয়ী ব্যক্তিত্ব, মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছেন এক মহাবীর হয়ে। অথচ তাঁর নাম আমাদের শিক্ষিত যুবক যুবতীরা জানে না।
তাঁর জন্মের সময়কালটা যেন আমাদের মতই ছিল, সালতানাতের বহিরাগত শত্রুদের বে-দখল, অভ্যন্তরীণ শত্রুদের চক্রান্ত, সমাজে নেশা-বেহায়পনা ছয়লাভ..কী ছিল না? এমন পরিস্থিতে উনি মনস্তাত্ত্বিকভাবে পঙ্গু হয়ে পড়া জাতিকে টেনে তুলেন, জয় করেন দীর্ঘদিন ইয়াহুদীদের হাতে দখল থাকা জেরুজালেম, পবিত্র করেন নবিদের শহর শাম।
তাই এবার সেই মহান নেতার ঈমানদীপ্ত জীবনী জানা যাক।
অনুবাদ : আশিক আরমান নিলয়
সম্পাদনা : সাজিদ ইসলাম
Out of stock
-
-
hotশিকড়ের সন্ধানে
লেখক : হামিদা মুবাশ্বেরাপ্রকাশনী : সমকালীন প্রকাশন430 ৳292 ৳পৃষ্ঠা সংখ্যা: ২৯৬ টি কভার: পেপার ব্যাক ‘Know ...
-
hotইসলামের ইতিহাস (নববী যুগ থেকে বর্তমান)
প্রকাশনী : মাকতাবাতুল আসলাফ470 ৳343 ৳অনুবাদক: কাজী আবুল কালাম সিদ্দীক সম্পাদক: মীযান ...
-
hotভারতবর্ষে মুসলিম শাসন : হাজার বছরের ইতিহাস
প্রকাশনী : মাকতাবাতুল ইসলাম770 ৳447 ৳ভাষান্তর : মুহাম্মাদুল্লাহ ইয়াহইয়া অতিরিক্ত টীকা সংযোজন ...
-
save offইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা
লেখক : হেদায়াতুল্লাহ মেহমান্দপ্রকাশনী : রুহামা পাবলিকেশন414 ৳306 ৳'ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা' বইটি মূলত ...
-
hotঅবাধ্যতার ইতিহাস
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : সমকালীন প্রকাশন385 ৳262 ৳যেভাবে আর যে কারণে ধ্বংস হয়েছে ...
-
hotসীরাত বিশ্বকোষ (১১ খণ্ড)
প্রকাশনী : মাকতাবাতুল আযহার11,000 ৳5,940 ৳মোট খণ্ড ১১ এবং পৃষ্ঠাসংখ্যা : ...
-
save offলস্ট ইসলামিক হিস্ট্রি (ইসলামের হারানো ইতিহাস) (পেপার ব্যাক)
লেখক : ফিরাস আল খতিবপ্রকাশনী : প্রচ্ছদ প্রকাশন260 ৳190 ৳অনুবাদক: আলী আহমাদ মাবরুর পৃষ্ঠা: ২৮৬ লস্ট ইসলামিক ...
-
hotমাযহাব অতীত, বর্তমান ও ভবিষ্যত
লেখক : ড.আবু আমিনাহ বিলাল ফিলিপসপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন333 ৳ – 400 ৳মাযহাবঃ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বইটিতে ...
-
hotনবীজির পাঠশালা ﷺ
লেখক : ড. আদহাম আশ শারকাবিপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ415 ৳303 ৳অনুবাদক – মুজাহিদুল ইসলাম মাইমুন সম্পাদনা – ...
-
featureমুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (চার খণ্ড)
লেখক : ড. রাগিব সারজানীপ্রকাশনী : মাকতাবাতুল হাসান1,450 ৳অনুবাদক : আবদুস সাত্তার আইনী (১ম, ...
-
tpssaddam9 – :
মিশরের প্রখ্যাত জ্ঞানালয় আল-আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শাইখ আব্দুল্লাহ নাসিহ উলওয়ান (রহ.)। শাইখ জন্মগ্রহণ করেন ১৯২৮ ঈসায়ী সনে, বর্তমান রক্তস্নাত স্টেট সিরিয়ার দামাস্কাসে। পিএইচডি পরবর্তী তিনি সৌদি আরবের কিং আব্দুল আযীয বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। শাইখ সুনিপুণ সাধনায় রচনা করেন প্রায় ত্রিশটিরও অধিক কিতাব। যেগুলো একাধিক ভাষায় অনূদিত হয়েছে। তাঁর বিখ্যাত কিতাবসমূহের মধ্যে রয়েছে ‘তারবিয়াত আল আওলাদ ফিল ইসলাম, আত-তাকাফুল আল ইজতিমায়ি ফিল ইসলাম, ফাযায়িল আস-সিয়াম ওয়া আহকামুহ, হুকুম আততামিন ফিল ইসলাম….. ইত্যাদি’। এই মহান আলেম মৃত্যুবরণ করেন ২৯ আগস্ট ১৯৮৭।
প্রাসঙ্গিক কথা
শাইখ আব্দুল্লাহ নাসিহ উলওয়ান কিতাবখানা উৎসর্গ করেছেন মুসলিম উম্মাহর মায়েদের প্রতি। লিখে দিয়েছেন, ‘তারা যেন অন্তত আর একজন সালাহউদ্দীন আইয়ুবীর জন্ম দিতে পারে।’ হ্যাঁ, কোনো মুসলিম ভূখণ্ডের ওপর জুলুমিয়্যাতের বার্তা পেলে যাঁর আকাঙ্ক্ষা করি, যাঁর হুবহু অথবা কাছাকাছি ফটোকপি আমরা আশা করি। যিনি এই জাঁদরেল যুগের ত্রাস থেকে আমাদের রক্ষা করতে পারবেন বলে আমাদের ধারণা।
বহুগুণে গুণান্বিত সফল যোদ্ধা ও সংস্কারক সুলতান সালাহউদ্দীন আইয়ুবীর জীবনালেখ্যটি শাইখ আব্দুল্লাহ নাসিহ উলওয়ান (রহ.) মলাটবদ্ধ করেন সত্তরের দশকে। মূলত এটি একটি সালাহউদ্দীন আইয়ুবীর কৃতিত্বপূর্ণ জীবনের ফ্লো-চার্ট। কিতাবখানা ভাষান্তর করে বাঙালি পাঠকের হাতে তুলে দেন প্রতিশ্রুতিশীল অনুবাদক আশিক আরমান নিলয়।
কিতাবখানার আলোচ্যবিষয়
কিতাবখানা সালাহউদ্দীন আইয়ুবীর (রহ.) জীবনী। বারোটি অধ্যায়ে ভাগ করে তাঁর জীবনের নানাধিক আলোচনা করা হয়েছে। পাশাপাশি রয়েছে অল্পবিস্তর ব্যাখ্যা-বিশ্লেষণ ও বিজয়ের কারণ অনুসন্ধানের মতো ফিরিস্তি।
আমার অনুভূতি
প্রিয় সালাহউদ্দীন আইয়ুবীর জীবনী নিয়ে অধ্যয়ন করা আমার জন্য প্রথম কিতাব এটি। কিতাবখানার সহজবোধ্যতা এবং ভাষান্তরে অনুবাদকের মুন্সিয়ানা আমাকে পুলকিত করেছে। কিতাবখানার মান, আলোচ্যসূচী, প্রচ্ছদ, উৎসর্গপত্র প্রতিটি দারুণ।
কিতাবখানা কেন পড়বেন:
১. পড়তে ধৈর্যচ্যুতি হবে না।
২. অনুবাদকের মুন্সিয়ানা ভালো হওয়ায় অনুবাদ বেশ সাবলীল ও সহজবোধ্য হয়েছে, ফলে পড়ার সময় কিতাবখানা টেনে নিতে পারে।
৩. ক্রুসেডারদের বিরুদ্ধে সালাহউদ্দীন আইয়ুবী বিজয় কেন হয়েছে, আর এখন আমরা কেন ব্যর্থ হচ্ছি- এ বিষয়ে ধারণা পাবেন।
৪. সর্বশেষ বলবো, কিতাবখানা এমন এক ব্যক্তিকে নিয়ে যিনি শত শত বছর ধরে আমাদের আইডল। যাকে পড়া ও জানা আমার, আপনার, সকলের উচিত।
mr.tahmid – :
অনুবাদ ছিল চমৎকার। মূল বইতে লেখক মাঝে মাঝে বিভিন্ন কবির কাব্য এনেছিলেন। সেসব কবিতার লাইনের ভাবানুবাদ এত্ত সুন্দর হয়েছে যা চমকে যাওয়ার মত। বিশেষত আরবী কোন বইয়ের ইংরেজী অনুবাদ থেকে বাংলায় অনুবাদ করার পরেও অনুবাদক ছন্দমিলের ব্যাপারে এত সাযুজ্য বজায় রাখা হয়েছে যে অবাক হতে হয়। অনুবাদকের ভাষাজ্ঞানের মুন্সিয়ানার তারিফ করতেই হচ্ছে।
বইয়ের প্রথম অর্ধেক পড়ে হতাশ হয়েছি। সালাহউদ্দিন আইয়ুবি (রহ) এর জীবনী অত্যন্ত দ্রুতলয়ে এগিয়েছে। অতি সংক্ষিপ্ত আকারে বাহুল্য পরিহার করে সালাহউদ্দিন আইয়ুবি (রহ) এর জীবনীর মূল সারাংশটুকু তুলে আনা হয়েছে। মানে, এ বইয়ে ধারাবাহিকভাবে সালাহউদ্দিন (রহ) এর জীবনী আলোচনা করা হয় নি। বরং, সালাহউদ্দিনের জীবন থেকে শিক্ষা নিয়ে কীভাবে বায়তুল আকসাকে ইহুদিবাদের করালগ্রাস থেকে মুক্ত করা যায়- সেটিই ছিল এ বইয়ের মূল উপজীব্য বিষয়।
এ বইয়ের প্রাণ হল বইয়ের দ্বিতীয়াংশ। এখানে লেখক সালাহউদ্দিন আইয়ুবির বিজয়ের কারণগুলো তুলে এনেছেন সংক্ষিপ্ত কলেবরে, পয়েন্ট বাই পয়েন্ট।
মূল বইটি প্রকাশ হয়েছিল ১৯৭৪ সালে।তখন আরব-ইসরাইল যুদ্ধ চলছিল। লেখক বর্তমান মুসলিমদের পরাজয়ের কারণ ও বিজয়ের প্রভাবকগুলো আলোচনা করেছেন।
এছাড়া সালাহউদ্দিন আইয়ুবির চারিত্রিক গুণাবলী, সংস্কার কাজসমূহ ও সমালোচনার জবাবও লেখক এ বইয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।