সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন (রাযিয়াল্লাহু আনহুম) ১ম এবং ২য় খণ্ড
আব্দুল্লাহ ইবনে মুবারককে (রহঃ) যখন উনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতো, আপনি আমাদের সাথে সময় না কাটিয়ে একা একা থাকেন কেন? জবাবে ইবনে মুবারক বলতেন, আমি তো সাহাবীদের সাথে থাকি? যখন জিজ্ঞেস করা হতো কিভাবে তিনি বলতেন, আমি সাহাবীদের জীবনী পড়ি!’
যখন কারো ঈমান দুর্বল হয়ে পড়ে, গুনাহে লিপ্ত হয়ে পড়ে, যখন আল্লাহর ইবাদতে কোন জোস থাকে না তখনও উলামারা সাজেস্ট করেন সাহাবী, তাবেঈদের জীবনী অধ্যয়নের।
.
সাহাবী, তাবেঈদের ঈমানদীপ্ত জীবনী রচনায় যেকজন লেখক প্রসিদ্ধি লাভ করেছেন তাদের একজন ড. আব্দুর রহমান রাফাত পাশা (রহঃ)।
মুসলিম বিশ্বে সাড়া জাগানো লেখক ড. আবদুর রহমান রাফাত পাশা লিখিত এবং মাও. মাসউদুর রহমান অনূদিত বই। সাহাবাদের তাজা ঈমানের আসরে বসে ঈমান তাজা করার মত একটা কিতাব।
২ খণ্ডে সমাপ্ত। প্রত্যেক খণ্ডে ৫৪ জন সাহাবির জীবনি উল্লেখ করা হয়েছে।
১ম খণ্ডের পৃষ্ঠা সংখ্যা ৬৯৬
২য় খণ্ডের পৃষ্ঠা সংখ্যা ৬০৭
-
-
hotজীবন যদি হতো নারী সাহাবীর মত
লেখক : ড. হানান লাশিনপ্রকাশনী : সমকালীন প্রকাশন186 ৳121 ৳অনুবাদ: আব্দুল্লাহ মজুমদার সম্পাদনা: উস্তায আবুল হাসানাত ...
-
hotপ্রিয়তমা
লেখক : সালাহউদ্দীন জাহাঙ্গীরপ্রকাশনী : নবপ্রকাশ415 ৳311 ৳আয়েশার সঙ্গে রাসুল মুহাম্মদের (সা.) দাম্পত্যজীবন ...
-
hotগল্পে আঁকা মহীয়সী খাদিজা
লেখক : ইয়াহইয়া ইউসুফ নদভীপ্রকাশনী : রাহনুমা প্রকাশনী360 ৳198 ৳পৃষ্ঠা: ২২৪ কভার: হার্ড কভার খাদিজা বেরিয়ে এলেন ...
-
hotসীরাতে আয়েশা রাযিআল্লাহু আনহা
লেখক : সাইয়েদ সুলাইমান নদভী রহ:প্রকাশনী : রাহনুমা প্রকাশনী600 ৳330 ৳লেখক: সাইয়্যেদ সুলাইমান নদভী রহ. অনুবাদক: মাওলানা ...
-
save offনারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন
প্রকাশনী : রাহনুমা প্রকাশনী160 ৳88 ৳পৃষ্ঠা: ৮৬ নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন' মুসলিম ...
-
hotতারা ঝলমল
লেখক : আরিফুল ইসলামপ্রকাশনী : সন্দীপন প্রকাশন320 ৳234 ৳নিরীক্ষণ: মাওলানা আসাদ আফরোজ সাহাবীরা হলেন নববী ...
-
hotফাতেমাতুয যাহরা গল্প ও ইতিহাস
প্রকাশনী : রাহনুমা প্রকাশনী360 ৳198 ৳লেখক: আব্বাস মাহমুদ আল আক্কাদ , ...
-
hotউম্মুল মুমিনিন (অখণ্ড)
লেখক : ড. ইয়াসির ক্বাদিপ্রকাশনী : প্রচ্ছদ প্রকাশন460 ৳345 ৳অনুবাদক : আলী আহমাদ মাবরুর ও ...
-
save offখলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব ( দুই খণ্ড একত্রে)
লেখক : ড. আলী মুহাম্মদ সাল্লাবীপ্রকাশনী : কালান্তর প্রকাশনী1,000 ৳700 ৳তাঁর জন্ম ও বাল্যকাল সম্বন্ধে তেমন ...
-
mahmudul.hasaan03 – :
.
সাহাবায়ে কেরাম বলতে আমরা বুঝি আবু বকর, উমর, উসমান, আলী, আবু হুরায়রা, বিলাল, আনাস, খালিদ (রাদিয়াল্লাহু আনহু)— এরকম ১০-১২ জন সাহাবীর বাইরে বাকিদের ব্যাপারে তেমন জানি না। সাহাবীদের আলোচনায় ঘুরেফিরে শুধু উনাদের আলোচনাই আসে। কিন্তু এছাড়াও যে রয়েছে অসংখ্য নাম না জানা সাহাবী, যাদের সাথে পরিচয় করিয়ে দিবে বক্ষ্যমাণ গ্রন্থটি। এটি সাহাবীদের কোনো জীবনীগ্রন্থ নয়; সাহাবীর জন্মসন কবে, বাবার নাম, দাদার নাম, বংশপরিচয় এগুলো নিয়ে আলোচনা না করে সরাসরি চলে গেছে ‘টু দ্যা পয়েন্টে’ অর্থাৎ তাদের ঈমানের উপর দৃঢ়তা, দুনিয়া ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত, রাসূলের (স) প্রতি মহব্বত, সাহসিকতার সাথে লড়াই, ত্যাগ-তিতিক্ষার করুণাময় ঘটনাবলী, দ্বীনের স্বার্থে স্বীয় জীবন বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ না করার কাহিনী, পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার সুমহান নিদর্শনসহ জীবনের এমনসব চমকপ্রদ স্বকীয় বৈশিষ্ট্য আলোচিত হয়েছে, যা পাঠকের ঈমানী চেতনাকে উজ্জ্বীবিত করবে। প্রত্যেক সাহাবীর পুরো জীবনের বাছাই করা ঘটনাগুলো ধারাবাহিকভাবে উঠে এসেছে। প্রত্যেক ঘটনা শুরুতে দেওয়া হয়েছে উক্ত সাহাবী সম্পর্কে ক্ষুদে-বার্তা। পাপের ঘুনে ধরা সেই জাহেল সমাজের আষ্টেপৃষ্ঠে আবদ্ধ জাতিকে নৈতিকতা ও আধ্যাত্মিকতার শীর্ষে তুলে কীভাবে কলুষমুক্ত পরশ পাথরে পরিণত করা হয়েছিল তার সুস্পষ্ট চিত্রাঙ্কন হয়েছে। একেকজন সাহাবীর জীবন এক ধরনের স্বকীয় বৈশিষ্ট্যে মহিমান্বিত আর তাদেরই স্বপ্নীল জীবনের সরল প্রবাহচিত্র অঙ্কিত হয়েছে বইটির পাতায় পাতায়।
.
প্রতিটি ঘটনার প্রানবন্ত আলোচনা মেলে ধরবে সাহাবীদের সাফল্যভরা জীবনের নিখুঁত মানচিত্র। শব্দের গাঁথুনি দিয়ে ঘটনাগুলোকে বাস্তবিক রূপ দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তাদের ঈমানী তেজ দেখে কেবল বিস্মিত হওয়া আর নিজেও তাদের মতো হওয়ার স্বপ্ন বুনতে শুরু করা ছাড়া উপায় থাকবে না, ইনশাআল্লাহ। সুগঠিত ভাষাশৈলী, অভিনব উপস্থাপনা এবং ভাবনাঋদ্ধ বিষয়বৈচিত্র্য চুম্বকের মতো আকর্ষণ করবে তাদের ব্যাপারে আরো জানতে। কত সময় ধরে যে বইয়ে বুদ হয়ে থাকবেন টেরই পাবেন না। উপরন্তু রয়েছে নির্ভরযোগ্য তথ্যসূত্রও। প্রতিটি ঘটনার হৃদয়গ্রাহী চিত্রায়ন গাফেল হৃদয়কে নমনীয়তায় পূর্ণ করে তাদেরই আদর্শে নিজেদের গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে।
redwannabil116 – :
#বইটি_আমাদের_কেন_পড়া_দরকার?
ইসলামের প্রারম্ভে যারা ইসলামের পতাকা উঁচিয়ে তুলেছিলেন, যাদের অক্লান্ত পরিশ্রমে ইসলাম আজ সারা বিশ্বে প্রতিষ্ঠিত, যারা পদে পদে সয়েছেন লাঞ্চনা, দুঃখ-কষ্ট তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু আনহুম)। তারাই আামাদের আমাদের পূর্বসূরি, তারাই আামাদের গর্বের বিষয়। তারাই ছিলেন ইসলামমের প্রথম সৈনিক, তারাই ছিলেন প্রকৃত ঈমানদার। যদি আমরা নিজেদের ঈমানকে পাকাপোক্ত করতে চাই তাহলে সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের জীবনী জানার বিকল্প নেই। আর জানার জন্য প্রয়োজন বিশুদ্ধ দলিলভিত্তিক কোন বই। ‘সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন’ এমনই একটি বই।
#বইটি_যেভাবে_সাজানোঃ
বইটির প্রত্যেক খন্ডে ৫৪ জন সাহাবীর জীবনী দেয়া আছে। বইটি লেখক নিজের মত করে লিখেছেন। অন্যসব সীরাত বইয়ের মত গতবাধা নিয়মে লেখা হয়নি বইটি। এই বইটির রয়েছে বিশেষ কিছু বিশেষত্ব। লেখক বিভিন্ন সীরাত বই থেকে জ্ঞান অর্জন করে সাহাবীদের জীবনে ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনা সাহিত্যের ভাষায় অসাধারণ মাধুর্য দিয়ে তুলে ধরেছেন, যা আমাদের ঈমানের পারদকে বাড়িয়ে তুলবে বহুগুন। লেখক একেকজন সাহাবীর জীবনী একেকভাবে, একেক জায়গা থেকে শুরু করেছন। ফলে করে সবার জীবনী একই ভাবে লেখা না থাকায় পাঠক একেক সাহাবীর জবনীতে একেক ধরনের স্বাদ পাবেন। কাহিনী গুলো বেশি বড় না হওয়ায় পাঠকের হাঁপিয়ে ওঠার সম্ভবনা নেই।
#বই_সম্বন্ধে_আমার_মন্তব্যঃ
সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন বইটি পড়ে আমি অন্য এক জগতে হারিয়ে গিয়েছিলাম। মন চাইছিল বইটি একবারে পড়ে উঠি। কিন্তু এত বড় বই কি একবারে পড়ে উঠা যায় বলেন! আমি প্রত্যেকটি সাহাবীর জীবন কাহিনী পড়ছিলাম আর নিজের অজান্তেই চোখ অশ্রুসিক্ত হয়ে আসছিল। বিশেষ করে যখন কাহিনীর শেষের দিকে মৃত্যুর কথা পড়ছিলাম তখন। বইটি পড় আমার মনে হয়েছে আমার ঈমানের পারদ বেড়ে গিয়েছে। নিজেকে সাহাবীদের অাদর্শে উজ্জীবিত করার ইচ্ছে তৈরি হয়। সর্বোপরি এটা এমন একটা বই যে বইয়ের স্বাদ অন্য কোন সীরাত বইতে পাওয়া যাবে না।
redwannabil116 – :
#বইঃ সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন (রাযিয়াল্লাহু আনহুম) ১ম এবং ২য় খণ্ড,
লেখক : ডক্টর আব্দুর রহমান রাফাত পাশা,
#প্রথমেঃ
ইসলামের প্রারম্ভে যারা ইসলামের পতাকা উঁচিয়ে তুলেছিলেন, যাদের অক্লান্ত পরিশ্রমে ইসলাম আজ সারা বিশ্বে প্রতিষ্ঠিত, যারা পদে পদে সয়েছেন লাঞ্চনা, দুঃখ-কষ্ট তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু আনহুম)। তারাই আামাদের আমাদের পূর্বসরি, তারাই আামাদের গর্বের বিষয়। তারাই ছিলেন ইসলামমের প্রথম সৈনিক, তারাই ছিলেন প্রকৃত ঈমানদার। যদি আমরা নিজেদের ঈমানকে পাকাপোক্ত করতে চাই তাহলে সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের জীবনী জানার বিকল্প নেই। আর জানার জন্য প্রয়োজন বিশুদ্ধ দলিলভিত্তিক কোন বই। ‘সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন’ এমনই একটি বই।
#বইটি_যেভাবে_সাজানোঃ
বইটির প্রত্যেক খন্ডে ৫৪ জন সাহাবীর জীবনী দেয়া আছে। বইটি লেখক নিজের মত করে লিখেছেন। অন্যসব সীরাত বইয়ের মত গতবাধা নিয়মে লেখা হয়নি বইটি। এই বইটির রয়েছে বিশেষ কিছু বিশেষত্ব। লেখক বিভিন্ন সীরাত বই থেকে জ্ঞান অর্জন করে সাহাবীদের জীবনে ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনা সাহিত্যের ভাষায় অসাধারণ মাধুর্য দিয়ে তুলে ধরেছেন, যা আমাদের ঈমানের পারদকে বাড়িয়ে তুলবে বহুগুন। লেখক একেকজন সাহাবীর জীবনী একেকভাবে, একেক জায়গা থেকে শুরু করেছন। ফলে করে সবার জীবনী একই ভাবে লেখা না থাকায় পাঠক একেক সাহাবীর জবনীতে একেক ধরনের স্বাদ পাবেন। কাহিনী গুলো বেশি বড় না হওয়ায় পাঠকের হাঁপিয়ে ওঠার সম্ভবনা নেই।
#বই_সম্বন্ধে_আমার_মন্তব্যঃ
সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন বইটি পড়ে আমি অন্য এক জগতে হারিয়ে গিয়েছিলাম। মন চাইছিল বইটি একবারে পড়ে উঠি। কিন্তু এত বড় বই কি একবারে পড়ে উঠা যায় বলেন! আমি প্রত্যেকটি সাহাবীর জীবন কাহিনী পড়ছিলাম আর নিজের অজান্তেই চোখ অশ্রুসিক্ত হয়ে আসছিল। বিশেষ করে যখন কাহিনীর শেষের দিকে মৃত্যুর কথা পড়ছিলাম তখন। বইটি পড় আমার মনে হয়েছে আমার ঈমানের পারদ বেড়ে গিয়েছে। নিজেকে সাহাবীদের অাদর্শে উজ্জীবিত করার ইচ্ছে তৈরি হয়। সর্বোপরি এটা এমন একটা বই যে বইয়ের স্বাদ অন্য কোন সীরাত বইতে পাওয়া যাবে না।
ফেরদৌস তুষার – :
Md.AbdullahBin Siraj – :