মুক্ত বাতাসের খোঁজে
রিভিউ লেখক : Nabil Zawad
.
পর্নোগ্রাফি…. ইতস্তত বোধ করবেন না, এদিক ওদিক তাকিয়ে স্ক্রল ডাউন করে চলে যাবেন না। নিজেরই ক্ষতি করবেন। তো যা বলছিলাম, বইটা লিখা পর্নোগ্রাফি নিয়ে, পর্নাসক্তি নিয়ে। সাইবার ক্রাইম, ধর্ষণ, হত্যা, সমকামিতা, অজাচার, মানব পাচার, পরিবার ভাঙন,মাদকাসক্তি – এমন হাজারো বীভৎস গল্পের মূল হোতা এই মরনব্যাধি কীভাবে আমাদের উসখুস করা নিষ্পাপ চেহারাগুলোকে চুপেচুপে স্রেফ গিলে ফেলছে তা নিয়ে লিখা, ব্যক্তি-পরিবার-সমাজ কীভাবে এই নীল দুনিয়ার ক্ষুধার্ত লালসার লুপে পড়ে অক্সিজেনের অভাবে হাঁসফাঁস করে ডুবে মরছে তা নিয়ে লিখা। এ মৃত্যু মানসিক মৃত্যু, শারীরিক মৃত্যু। কষ্টহীন মৃত্যু হলেও হত, নাহ এ তীব্র যন্ত্রণা দিয়ে যায়। এতটুকু লেখা বইটার ১২৫ পৃষ্ঠা ব্যাপী ‘অনিবার্য যত ক্ষয়’ অধ্যায়টা উঁকি মেরে দেখানো অনেকটা। ‘‘সামান্য বিনোদন’’, ‘‘এটা একটা আর্ট’’, ‘‘আমি তো কারো ক্ষতি করছি না, বরং নিজেকে সংযত রাখছি অন্য কারোর সাথে এমন না করে’’- ভদ্র মুখোশের আড়ালে এইসব অজুহাত যে সমাজে কত পশু তৈরি করেছে, করে চলছে এর সামান্য ধারনা পাবেন এই অধ্যায়ে।
আমি পাঠক সমাজকে সাবধান করে দিচ্ছি, অনেক লিখাই হজম করতে কষ্ট হবে, দুনিয়ার কদর্য রূপ সম্পর্কে খুব কমই সচেতন, খুব কমই সতর্ক আমরা এটা নতুন করে উপলব্ধি করবেন এই বইয়ে। বইটা পড়া শুরু করে মাঝপথে এসে দম বন্ধ হয়ে আসছে বলে মনে হলেও প্লিজ চলে যাবেন না। আপনি মুখ লুকালেও সত্য কখনো বদলাবে না, সব সমস্যা আপনাআপনি ঠিক হয়ে যাবে না। তাহলে কী করবেন? বইটার পরের ১০৬ পেজ ধরে লিখা ‘বৃত্তের বাইরে’ অধ্যায়টি ভালোভাবে পড়ুন, মনোযোগ দিয়ে। লেখক খুব যত্ন নিয়ে ভেঙে ভেঙে আলোচনা করেছেন কীভাবে এই অন্ধকার, স্যাঁতসেঁতে, নোংরা, গ্লানিময় জীবন থেকে বের হয়ে আসা যায়। এটা সবার জানা খুব দরকার। আপনি নিজে বা আপনার পরিবারের সন্তান/ ভাই/ বোন হয়তো এই মরণব্যাধিতে আসক্ত কিংবা আপনার স্বামী বা স্ত্রী! কীভাবে সামলাবেন পরিস্থিতি? কীভাবে নিজে বের হয়ে আসবেন? এসবের উত্তর দেয়া আছে এখানে। প্রয়োজন শুধু মনের জেদ আর আপ্রাণ চেষ্টা করে যাওয়া। বইয়ের একদম শেষের লেখাটা (‘মুক্ত বাতাসের খোঁজে’) অনেক অনুপ্রেরণা দিবে।
-
-
hotঘুরে দাঁড়াও
লেখক : ওয়ায়েল ইব্রাহিমপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন310 ৳226 ৳ঘুরে দাঁড়াও বইটি পর্ন-আসক্তি থেকে মুক্তিলাভের ...
-
আকাশের ওপারে আকাশ
লেখক : লস্ট মডেস্টি ব্লগপ্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন280 ৳একটা অদ্ভুত সমস্যার মধ্যে আছি আমরা। সমাজ ...
-
save offনজরের হেফাজত : সফলতার হাতিয়ার
লেখক : ড. শাইখ মাহমুদ মিসরিপ্রকাশনী : মুহাম্মদ পাবলিকেশন130 ৳95 ৳অনুবাদ : আল-আমিন ফেরদৌস ইমাম ইবনুল কাইয়িম ...
-
save offদৃষ্টি শয়তানের বিষাক্ত তীর
লেখক : আবদুল মালিক আল কাসিমপ্রকাশনী : রুহামা পাবলিকেশন112 ৳83 ৳অনুবাদ ও সম্পাদনা : হাসান মাসরুর পৃষ্ঠা ...
-
মুক্তি সম্ভব
লেখক : মোঃ সাদেক হোসেন মিনহাজপ্রকাশনী : সপ্তশীষ প্রকাশন150 ৳প্রথম যেদিন পর্ন দেখেছিলেন, হয়ত ভেবেছিলেন—এটা ...
-
hotআসক্তি থেকে মুক্তির যাত্রা (প্যাকেজ)
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, ওয়ায়েল ইব্রাহিম, মুহাম্মাদ হোসাইন, মোঃ সাদেক হোসেন মিনহাজ, লস্ট মডেস্টি ব্লগ847 ৳720 ৳বলতে না পারা আসক্তিতে শেষ হয়ে ...
-
hotডিপ্রেশন : কারণ ও প্রতিকার
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদপ্রকাশনী : ইহসান পাবলিকেশন204 ৳138 ৳নিঃসন্দেহে দুনিয়ার যে কোনো দুশ্চিন্তা, বিষণ্ণতা ...
-
save offমুক্ত বাতাসের খোঁজে, আকাশের ওপারে আকাশ (প্যাকেজ)
লেখক : লস্ট মডেস্টি ব্লগপ্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন510 ৳500 ৳একটা অদ্ভুত সমস্যার মধ্যে আছি আমরা। সমাজ ...
-
নীল বিষ
লেখক : গার্ডিয়ান টিমপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স150 ৳আমি আবিদ। কাজ করি তরুণদের নিয়ে। ...
-
muhammadabrar2522005 – :
পর্নোগ্রাফি ১৩ বছরের একটা ছেলেকে ধর্ষকে পরিণত করেছে। সেই সাথে একটি নিস্পাপ বাচ্চার জীবনটা তছনছ করে দিয়েছে। ধর্ষক ছেলেটি তো এতদিনে মনে হয় ছাড়া পেয়ে গিয়েছে, আরও কতগুলো মেয়ের জীবন নষ্ট করবে কে জানে। এরকম অহরহ ঘটনা প্রতিনিয়ত ঘটছে। কে দায়ী এর পেছনে?
উত্তরটা আপনার অজানা নয়। যেখানে পর্নোগ্রাফি সবকিছুই ধ্বংস করে দিচ্ছে সেখানে আমাদের সমাজ পর্নোগ্রাফি নিয়ে কথা বলাকে ট্যাবু করে রেখেছে। মানুষকে পর্নোগ্রাফির বিরুদ্ধে সচেতন করা তো দূরে থাক, সমাজপতিরা পর্নোগ্রাফি নিয়ে মুখ খুলতেই নারাজ। অধিকাংশ মানুষ এটাও জানত না যে পর্নোগ্রাফি তাদের জীবনটা কীভাবে শেষ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ কিছু ভাইয়দের অসীম মেহনতের বদৌলতে আজ সমাজে পর্নোগ্রাফির বিরুদ্ধে জোরদার আওয়াজ উঠেছে।
মুক্ত বাতাসের খোঁজে বইটি বাংলাদেশের সর্বপ্রথম বই যা পর্নোগ্রাফির বিরুদ্ধে আওয়াজ তুলেছে। লস্টমডেস্টির ভাইদের হাড়ভাঙ্গা খাটুনির পর এই বইটি প্রকাশের মুখ দেখে। বের হওয়ার সঙ্গে সঙ্গে বইটি চারদিকে আলোড়ন তুলে। যুবসমাজ সচেতন হতে শুরু করে পর্নোগ্রাফির বিরুদ্ধে। হাজার হাজার পথহারা যুবক এই বইটির বদৌলতে পর্নোগ্রাফির ভয়াল থাবা থেকে মুক্তি পায়। যুবসমাজের জন্য বইটি অক্সিজেনরূপে কাজকরে। বইটির ব্যাপারে যতই বলব ততই কম হবে। এই বইটি বাংলাদেশের হাজার হাজার তরুণ-তরুণীদেরকে দিয়েছে ‘মুক্ত বাতাসের খোঁজ’
আপনি পর্ন-আসক্ত হন আর নাই হন, আর আপনার জন্য এই বইটি পড়া জরুরি। প্রতিটি মানুষের জন্যই এই বইটি পড়া আবশ্যক। আমি হলফ করে বলতে পারি, বইটি আপনার চিন্তাজগতে বিপ্লব সৃষ্টি করবে। আপনার বড্ড উপকার করবে এই বইটি। একবার পড়েই দেখুন না, ইনশাআল্লাহ হতাশ হবেন না।
Sabiha Jannat – :
◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍
∎ বইটি কী নিয়ে লেখা?
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
-কি লাভ ওপথে হেঁটে?যে পথে হাঁটতে গেলে জাহান্নামের পথটা আরও স্পষ্ট হয়ে ওঠে আর জান্নাতের পথটা আরও ঘোলাটে,আরও ঝাপসা থেকে ঝাপসাতর হয়ে যায়…নীল অন্ধকারে নিজের অস্তিত্ব, নিজের সুখ গুলো হাড়িয়ে যায় চিরকালের জন্য,
এসময় প্রয়োজন এমন একজন অভিভাবকের যে আপনাকে হাতটা ধরে নিয়ে আসবে নীল অন্ধকার হতে আলোতে,প্রাণভরে নিঃশ্বাস নিতে পারবেন মুক্ত বাতাসে,শান্তি পাবেন খুব,যা এতদিন পাননি। মনে হবে,,,,নাহ,এখনো দেরি হয়নি খুব বেশি,আরেকটু সামনে,আরেকটু সামনে হাটতে হবে,পথটা সহজ হবে না,কিন্তু অসম্ভব ও না… আমাকে পারতেই হবে,আমি পারব,ঈন শা আল্লাহ!
এমন ই এক নীল “দানব” নিয়ে বইটি, যা বর্তমান সমাজের আনাচে কানাচে গ্রাস করে নিচ্ছে হাজার হাজার প্রাণকে কিন্তু কেউ মুখফুটে কিছু বলতে পারছে না,সাহায্য চাইতে পারছে না, ইচ্ছে করছে মরে যেতে,কিন্তু সেই আর্তনাদ কেউ শুনছে না….
এই নীল দানবের নাম- ❝পর্ণগ্রাফি ও হস্তমৈথুন❞
∎ কী কী পাবেন বইতে?
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
– পর্ণাশক্তি থেকে বাচার গাইডলাইন,অনুপ্রেরণা, উৎসাহ।
– যারা এ অন্ধকার পথে হেঁটে শেষ করে দিয়েছে নিজেদের জীবন তাদের কিছু সত্যিকারের গল্প ও হাহাকার।
– পর্ণ ও হস্তমৈথুন কেন ক্ষতিকর এর ইসলামিক ও বৈজ্ঞানিক দিক ও এর আলোকে ভরপুর স্ট্যাটিস্টিক্স।
∎ কাদের পড়তে সাজেস্ট করবো?
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
– নিজে এ দমবন্ধ করা পরিবেশ থেকে বের হয়ে আসতে অবশ্যই পড়বেন,পথ খুঁজে পাবেন ঈন শা আল্লাহ!
– আপনি আসক্ত না হলেও পড়বেন নিজের সঙ্গী, ভাই,বোন,সন্তানকে এ পথ থেকে বেড় করে আনতে,এ বইতে এই পথগুলো ও বলে দেয়া আছে।
∎ বেস্ট পার্ট কী?
▔▔▔▔▔▔▔▔▔
যারা এ অদৃশ্য মহামারী তে আক্রান্ত, যে রোগ আছে কিন্তু চিকিৎসা পাব কোথায় তা আমাদের জানা নেই,তাদের সব প্রশ্ন এবং হতাশার উত্তর স্পষ্ট করে দেবে,শিখে যাবেন অনেক টেকনিকও।
∎ কিছু সমালোচনা–
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
বইতে ভাইদের উদ্দেশ্য করে কথাগুলো বলা,আমার দেখা এমন অনেক বোনেরাও আছে যাদের জন্য কিছু বিশেষ নাসিহাহ-র প্রয়োজন ছিল।
∎ মন্তব্য
▔▔▔▔▔
বইটা কিনবেন,নিজে এ ব্যধিতে আক্রান্ত না হলেও কিনবেন,ডেস্কের এমন জায়গায় রাখবেন যাতে সবার চোখে পরে। হতে পারে আপনার ঘরেই এমন কেউ আছে যে অনেক প্রশ্নের উত্তর খুঁজছে আর দিনে দিনে ধুকে ধুকে মরছে,আপনি হয়তো জানেন না তার খবর। তার হাতে বইটা পরলে পাল্টে যাবে তার জীবনও, আল্লাহ চাইলে…
বই এর লিংক-https://www.wafilife.com/shop/books/recovery-from-addiction/
আব্দুর রহমান – :
বইটির সম্পাদনা করেছেন আসিফ আদনান। এবং শারঈ সম্পাদনা করেছেন মুনিরুল ইসলাম ইবনু জাকির। যারা ইতোমধ্যে স্ব স্ব অঙ্গনে বই লেখা ও সম্পাদনার জন্য বেশ সমাদৃত।
এক্ষনে আমি বইটি সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করবো। ইনশাআল্লাহ-
# বইটি কাদের জন্য ও কি পাবেন? #
(১) আপনি যদি পর্ণোগ্রাফির ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বিজ্ঞানভিত্তিক ও রেফারেন্স সহ জানতে চান তাহলে বইটি আপনার জন্য।
(২) যদি আপনি এগুলোতে আসক্ত হয়ে থাকেন এবং এর ভয়ংকর ছোবল থেকে মুক্ত হতে চান তবে বইটি আপনাকে অবশ্যই পড়তে হবে। পর্ণোগ্রাফিময় অন্ধকার জীবন থেকে নিষ্পত্তি লাভ করতে বইটি আপনাকে অনুপ্রেরণা যোগাবে ।
(৩) যদি আপনার স্বামী/স্ত্রী, সন্তান, সমাজের কেউ, বা কোন আপনজন পর্ণ আসক্ত হয়ে থাকে আর আপনি তাদেরকে এর থেকে ফেরাতে চান তাহলে কি কি উপায়ে ফেরানো যায় তার টিপস গুলো জানতে হলে বইটি পড়ুন।
,
# ব্যক্তিগত অনূভুতিঃ- #
বইয়ের কভার, প্রচ্ছদ, বাইন্ডিং, ও ভিতরের পাতা মাশাআল্লাহ অনেক সুন্দর। দামের দিক থেকেও সাশ্রয়ী। ব্যক্তিগত অনূভুতি যদি বলতে হয় তাহলে বলবো বইটি এককথায় অসাধারন। বইয়ের প্রতিটি পাতায় রয়েছে লেখকগণের কঠোর পরিশ্রমের ছোয়া।
বইটি পড়ার পর বুঝতে পেরেছি সমাজে পর্ণগ্রাফির ভয়াবহতা ও ক্ষতিকর দিক আসলেই অনেক । অথচ আমরা এই পর্ণোগ্রাফিকেই হেলাফেলা মনে করছি ।
বই এর বিষয়সমূহ যে ধারায় বর্ণনা করা হয়েছে তা গল্পও নয় আবার প্রবন্ধও নয়। বরং গল্পের আকারে শুরু হয়ে প্রবন্ধ তে রুপ নিয়েছে। এরপর সেই প্রবন্ধে যোগ হয়েছে অসংখ্য তথ্য, উপাত্ত ও রেফারেন্স। বই এর ভাষাশৈলী ও শব্দচয়ন দেখে মনে হয় এ যেন একজন দক্ষ সাহিত্যিকের লেখা। সুখপাঠ্য গদ্য ও অভিনব উপস্থাপন কৌশল পাঠককে আকৃষ্ট করে রাখবে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত।
বইটির প্রথম অংশ পড়ার সময় পর্ণ আসক্ত যেকোনো মানুষ এর ভয়াবহতার কথা জেনে নীরবে কাঁদবেন। চক্ষুদ্বয় অশ্রুসিক্ত হয়ে গড়িয়ে পড়বে অশ্রুফোটা। ভেসে উঠবে চারিদিকে হতাশার প্রতিচ্ছবি। কিন্তু দ্বিতীয় অংশ পড়েই পাঠক দেখতে পাবেন আশার আলো। কারন এখানেই আলোচিত হয়েছে পর্ণ আসক্তি থেকে মুক্তির উপায় ও করণীয় সম্পর্কে। এ যেন বিভীষিকাময় অন্ধকার জীবনে এক পশলা বৃষ্টি, একটু মুক্ত বাতাসের সন্ধান ।
এমন খুব কম বই আছে যার প্রতিটি বাক্য ভালো লাগার, প্রতিটি পাতায় মিশে থাকে জ্ঞানের ছোয়া ও শিক্ষণীয় মেসেজ ” মুক্ত বাতাসের খোজে ” বইটি তার মধ্যে অন্যতম।
বইয়ের অনুচ্ছেদ্গুলো নামকরণ করার ক্ষেত্রেও লেখক যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। অনুচ্ছেদ গুলোর নামকরণ করেছেন আকর্ষণীয় শব্দ দ্বারা।”যেন অনুচ্ছেদের নাম দেখলেই পড়তে ইচ্ছা করে।
সব মিলিয়ে বইটি খুবই ভালো এবং উপকারী।
তবে বইটি ছোটদের জন্য পড়া উচিৎ নয়। কারণ বইতে এমন কিছু বিষয়ের আলোচনা আছে যা ছোটরা পড়লে হিতে বিপরীত হতে পারে। তাই বয়সন্ধিকাল থেকে শুরু করে সকল বয়সের মানুষ বইটি একবার হলেও পড়ুন আর বিচরন করুন মুক্ত বাতাসে। শুধুমাত্র আপনি একা নয় পর্ণোগ্রাফির ভয়াল থাবায় জর্জরিত পুরো সমাজ। তাই পর্ণোগ্রাফির বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে রুখে দাড়ানোর চেষ্টা করুন।
# সমালোচনাঃ- #
একটি বই প্রকাশের পিছনে লেখক, সম্পাদক ও প্রকাশকের অসংখ্য রাত জাগার ইতিহাস থাকে, বইটিকে নির্ভুল করার জন্য। বইটিকে পঠনোপযোগী করতে প্রকাশনী যথাসাধ্য চেষ্টা করেছেন। আল্লাহ তাদের খেদমত কবুল করুক। তারপরও কিছু ভুলভ্রান্তি থেকেই যায়। যা অনিচ্ছাকৃত। যেমন –
(১)বইয়ে কিছু মুদ্রণজনিত ত্রুটি চোখে পড়েছে। হয়তো এটা প্রথম সংস্করণ হওয়ার কারনেই । আশা করি পরবর্তী সংস্করণে এগুলো সংশোধন হয়ে যাবে।
(২) এত সুন্দর একটি বই অথচ তার কভার পেপারব্যাক। বইটি তো আর আমি একা নয় বরং আমার পরবর্তী প্রজন্মের জন্যও সমান গুরুত্বপূর্ণ। তাই বইটি হার্ডকভার হলে ভালো হতো।
(৩) বইয়ের লেখার ফন্ট সাইজ ছোট মনে হয়েছে। ফন্ট সাইজ আরেকটু বড় হলে পড়তে সুবিধা হতো।
# শেষ কথাঃ- #
পরিশেষে বলতে হয় বর্তমান সমাজের প্রেক্ষাপট অনুযায়ী পর্ণোগ্রাফি নিয়ে এত সুন্দর একটি বই পাঠকের হাতে পৌছে দেয়ার জন্য লেখক, প্রকাশক সহ সংশ্লিষ্ট সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দিন।
সেই সাথে দোয়া করি আল্লাহ যেন এই বইয়ের মাধ্যমে পর্ণ আসক্ত মানুষগুলোকে আসক্তি থেকে বাঁচার তাওফিক দান করেন।
সাব্বির – :
hasanmehedi852 – :