কুরআনি গল্পগুচ্ছ
শিশুদের মন অতি নির্মল। আর সেই নির্মল মনে সুপারম্যান-ব্যাটম্যানদের গল্প পড়ে গড়ে ওঠে মিথ্যের কাচমহল। সত্য, বাস্তবতা ও সময়ের পদভারে যে কাচমহলটি চূর্ণবিচূর্ণ হয় মানসিক পরিপক্কতার সাথে সাথেই। অতিমানবদের কাছ থেকে আক্রান্ত শহর ও বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার যে শিক্ষা তারা নেয়, অচিরেই তা অলীক কল্পনা ও অসম্ভব বলে মনে হয়। কৈশোরের গণ্ডি পেরুনোর আগেই শিশুরা জেনে যায়, মানুষের যেমন কোনো সুপার পাওয়ার নেই, তেমনি সুপারম্যানরাও শুধুই মিথ্যে কল্পনা! কিন্তু আসলে তো তা নয়। পৃথিবীতে স্পাইডারম্যান-ব্যাটম্যানরা কখনো ছিল না সত্য; তাই বলে কোনো সুপারম্যান ছিলেন না তা সত্য নয়। আল্লাহ রব্বুল আলামীন যুগে যুগে পাঠিয়েছেন নবী-রাসূল ও উলামা। তাঁদের দিয়েছেন ‘ঈমান’ নামের সুপার পাওয়ার। এর মাধ্যমে তারা সংশোধন করতেন জগতের যাবতীয় অন্যায়। পূর্ববর্তী সে সব মহামানবের মধ্যে রব্বে কারীম রেখেছেন আমাদের জন্য অসাধারণ সব উদাহরণ। আর তাই ‘কুরআনি গল্পগুচ্ছ’ বলছে অবিশ্বাসীদের পরিচয়সহ অহংকার, অবিশ্বাস, অবাধ্যতার পরিণাম। ‘কুরআনি গল্পগুচ্ছ’ বলছে সবর-শোকর, তাকওয়া-তাওবা ইত্যাদি আঁকড়ে ধরে বিশ্বাসীদের সুপারহিরো হয়ে ওঠার গল্প। আমরা চাই আমাদের শিশুরা ভবিষ্যতে হয়ে উঠুক এমন সুপার পাওয়ার প্রাপ্তদের একজন। ‘কুরআনি গল্পগুচ্ছ’ পড়ে উজ্জীবিত হোক শিশুদের মন।
- ৫৯৯ টাকা অর্ডারে ১টি ফ্রি আমল চেকলিষ্ট।
- ৮৯৯ টাকা অর্ডারে ১টি ফ্রি বই।
-
-
hotছোটদের ঈমান সিরিজ
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন960 ৳710 ৳বই: ৬টি পৃষ্ঠা: প্রতি বইয়ে ৩৬ পৃষ্ঠা গল্প: ...
-
এসো জান্নাতের গল্প শুনি
লেখক : তানবীর হাসান বিন আব্দুর রফিকপ্রকাশনী : পরিশুদ্ধি প্রকাশন105 ৳সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া পৃষ্ঠা: ...
-
শিশু আকিদা (১-১০ খন্ড)
লেখক : মাওলানা আবু তাহের মেসবাহপ্রকাশনী : দারুল কলম250 ৳শিশু আকিদা ১ - আল্লাহ শিশু আকিদা ...
-
গল্পে গল্পে আল কুরআন সিরিজ খন্ড (১-৫)
লেখক : মুহাম্মদ শামীমুল বারীপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স450 ৳অভিভাবকগণ, আপনার শিশু নিশ্চয়ই গল্প শোনার ...
-
শিশু সীরাত খণ্ড (১ -১০)
লেখক : মাওলানা আবু তাহের মেসবাহপ্রকাশনী : দারুল কলম350 ৳মাওলানা আবু তাহের মিছবাহ লিখিত এই ...
-
hotহাদীস শিখি ইউশার সাথে
লেখক : মাদরাসাতুল ইলমপ্রকাশনী : ফিউচার উম্মাহ বিডি105 ৳ – 135 ৳সম্পাদনা ও সহযোগিতা: শাইখ ইসমাইল হোসেন ...
-
আমি হতে চাই সিরিজ (৬টি বই)
লেখক : ড. উম্মে বুশরা সুমনাপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স510 ৳পৃষ্ঠা: প্রতি খণ্ডে ২৪ পৃষ্ঠা করে কাগজের ...
-
hotচার বন্ধুর সমুদ্র অভিযান
লেখক : আলী আবদুল্লাহপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন200 ৳148 ৳ইশকুলের এক বাচ্চাকে পর্ণ দেখা অবস্থায় ...
-
hotছোটদের সাহাবি সিরিজ (১ম থেকে ৫ম খণ্ড)
লেখক : সালাহউদ্দীন জাহাঙ্গীরপ্রকাশনী : নবপ্রকাশ800 ৳600 ৳পশ্চিমা ও হিন্দু সংস্কৃতির প্রভাবে আমাদের ...
-
মোঃ শফিউল আলম – :
জান্নাতুল ফেরদৌস – :
Fatema-Tus-Zohura – :
Azmin Akther Eva – :
কিন্তু এই বইটি, এর বিপরিত,আশা করি আপনার সন্তানের কল্যাণ বয়ে আনবে, ইনশাআল্লাহ।
শিশুদের মন অতি নির্মল। আর সেই নির্মল মনে সুপারম্যান-ব্যাটম্যানদের গল্প পড়ে গড়ে ওঠে মিথ্যের কাচমহল। সত্য, বাস্তবতা ও সময়ের পদভারে যে কাচমহলটি চূর্ণবিচূর্ণ হয় মানসিক পরিপক্কতার সাথে সাথেই। অতিমানবদের কাছ থেকে আক্রান্ত শহর ও বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার যে শিক্ষা তারা নেয়, অচিরেই তা অলীক কল্পনা ও অসম্ভব বলে মনে হয়। কৈশোরের গণ্ডি পেরুনোর আগেই শিশুরা জেনে যায়, মানুষের যেমন কোনো সুপার পাওয়ার নেই, তেমনি সুপারম্যানরাও শুধুই মিথ্যে কল্পনা!
কিন্তু আসলে তো তা নয়। পৃথিবীতে স্পাইডারম্যান-ব্যাটম্যানরা কখনো ছিল না সত্য; তাই বলে কোনো সুপারম্যান ছিলেন না তা সত্য নয়। আল্লাহ রব্বুল আলামীন যুগে যুগে পাঠিয়েছেন নবী-রাসূল ও উলামা। তাঁদের দিয়েছেন ‘ঈমান’ নামের সুপার পাওয়ার। এর মাধ্যমে তারা সংশোধন করতেন জগতের যাবতীয় অন্যায়। পূর্ববর্তী সে সব মহামানবের মধ্যে রব্বে কারীম রেখেছেন আমাদের জন্য অসাধারণ সব উদাহরণ। আর তাই ‘কুরআনি গল্পগুচ্ছ’ বলছে অবিশ্বাসীদের পরিচয়সহ অহংকার, অবিশ্বাস, অবাধ্যতার পরিণাম। ‘কুরআনি গল্পগুচ্ছ’ বলছে সবর-শোকর, তাকওয়া-তাওবা ইত্যাদি আঁকড়ে ধরে বিশ্বাসীদের সুপারহিরো হয়ে ওঠার গল্প। আমরা চাই আমাদের শিশুরা ভবিষ্যতে হয়ে উঠুক এমন সুপার পাওয়ার প্রাপ্তদের একজন। ‘কুরআনি গল্পগুচ্ছ’ পড়ে উজ্জীবিত হোক শিশুদের মন।
#বইটি_কেন_পড়বেনঃ
আমরা কি চাইব না, আমাদের সন্তানরাও ভবিষ্যতে হয়ে উঠুক সুপার পাওয়ার-প্রাপ্তদের একজন। আমরা কি চাইব না, আমাদের শিশুদের মনে গড়ে উঠুক সত্যের রাজমহল। মিথ্যের কাচমহল পরিণত বয়সে চূর্ণবিচূর্ণ হলেও সত্যের রাজমহল টিকে থাকবে চিরকাল। কিন্তু তাদের তো জানতে হবে কারা ছিলেন অতীতের সুপারস্টার, কী ছিলো তাঁদের কাজ। কারা ছিল অতীতের ভিলেন, আর কী হয়েছিল তাদের পরিণতি। শিখতে হবে কী করে একজন সুপারম্যান হয়ে ওঠা যায়। তাই শৈশবেই তাদেরকে বলে দিতে হবে পৃথিবী সৃষ্টির রহস্য ও প্রকৃত সুপারম্যানদের গল্প।
এই বই পাঠ করে তারা এমন কিছু সত্য ঘটনা জানতে পারবে এবং আমরা আশা করি, আল্লাহ চাইলে তারাও একদিন হয়ে উঠবে সত্যিকারের মহামানব।
এ গ্রন্থে রয়েছে শিশু-কিশোরদের জন্য সত্যিকার সুপারস্টারদের কাহিনী, কোরআন থেকে চয়িত সত্য গল্প আর নবী-রাসুলদের জীবনের আশ্চর্য সব ঘটনা।
#ভালো_লাগাঃ
আকর্ষণীয় ডিজাইনে চাররঙা ঝকঝকে আর্ট পেপারে ছাপা। ভেতরের ডিজাইন নয়ন জুড়িয়ে দেওয়ার মতো। এ বই শিশুতোষ ইসলামি বইয়ের শূন্যতা অনেকটাই পূরণ করবে বলে আমাদের বিশ্বাস।
Montasir Mamun – :
– সৃষ্টির শুরু থেকে গল্প বলা শুরু করে তিনি আদম ও হাওয়া (আ) এর ঘটনা বর্ননা করেছেন। দুই ছেলে হাবিল আর কাবিলের ঘটনা খুব সুন্দরভাবে বাচ্চাদের উপযোগী করে তুলে ধরেছেন।
– নূহ (আ) এর দাওয়াত দেয়ার কাহিনী ও মহাপ্লাবনের ঘটনা এসেছে পরের পর্বে।
– ইবরাহীম (আ) এর একত্ববাদ এর দীপ্ত কাহিনী ফুটে উঠেছে আগুনের বাগিচা গল্পে।
– অলৌকিক কূপ গল্পে বিবি হাজেরা এর তার বাচ্চাকে নিয়ে কষ্টের বিবরন দেয়া হয়েছে।
গল্পে।
– এছাড়া আরো লিখেছেন নবী ইসমাঈল (আ) এর সাহসী জীবনের কথা। কুরবানী হবার কথা জেনেও তিনি ছিলেন সত্যের পথে অবিচল।
গল্পে।
– লূত (আ) এর কওমের ধ্বংস হয়ে যাওয়ার কাহিনী বর্ননা করেছেন বিলীন হওয়া জনপদ গল্পে।
– নবী ইউসুফের (আ) এর অনিন্দ্য সুন্দর জীবনকাহিনির শুরু থেকে শেষ গল্পের আকারে লিখে গেছেন বেশ আকর্ষনীয়ভাবে যা কাহিনীকে আরো সাবলীল ও জীবন্ত করে তুলেছে।
পর্যালোচনাঃ বইটি মূলত ছোটদের জন্য লেখা। ভাষা আরেকটু সহজ হলে বাচ্চারা আরো ভালভাবে বুঝতে পারবে।