সাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ
অনুবাদ: সিফাত-ঈ-মুহাম্মদ
সম্পাদনা: ডা. শামসুল আরেফীন
পৃষ্ঠা সংখ্যা: ২৭২ পৃষ্ঠা
সাইকোলজি, মানব মনের ব্যবচ্ছেদ, মানসিক চিকিৎসা—আধুনিক সমাজে বেশ ভালোভাবে গেঁড়ে বসেছে। পশ্চিমা দেশে তো সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা। সাইকাইট্রিস্টদেরও কদর বাড়ছে। মুসলিম সমাজে আত্মশুদ্ধি, অন্তরের পরিচর্যা বিষয়ক প্রচুর বইপত্র, ওয়াজ নসিহত এর চল থাকলেও আধুনিক শিক্ষিত সমাজ বস্তুবাদের কাছে এভাবে বন্দী হয়ে আছে, তাদের লেভেলে আলোচনা না হলে তারা শুনতে বা পড়তে প্রস্তুত নয়। সেজন্য তারা পয়সা খরচ করে মোটিভেশনাল স্পিচ শুনবে, দামী দামী সব বিদেশি বই পড়বে, সেক্যুলার নানান তত্ত্ব কপচাবে, কারণ তাদের ধারণা আধুনিক এসব বিষয় “ইসলামে” নেই। আসলেই কি তাই?
.
অথচ আমাদের নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “…মনে রেখো, শরীরের ভেতরে এক টুকরো মাংসপিণ্ড আছে, যখন এটা ভালো থাকে, সমস্ত শরীর ভালো থাকে; যখন এটা আক্রান্ত হয়, সমস্ত শরীর আক্রান্ত হয়। আর সেটা হলো ক্বলব।” (মুসলিম, হাদিস নং ১৩৩)
.
মানুষের যে মনটা স্বয়ং আল্লাহ বানালেন, সেই মনের জন্য, সেই অন্তরের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ—তার খোঁজ আমরা করে বেড়াচ্ছি অন্য কোথাও, অন্য কারো কাছে! কাড়ি কাড়ি টাকা ঢালছি মানসিকভাবে ভালো থাকতে, সুখে থাকতে! অদ্ভুত না?
.
ড. আইশা হামদান আগের জীবনে অমুসলিম ছিলেন। পরে তিনি মুসলিম হন এবং ইসলামের উপরও পড়াশোনা করেন। তাঁর মূল পড়াশোনা ক্লিনিক্যাল সাইকোলজির উপর। আমেরিকা, আরব আমিরাত, সৌদি আরবে এই বিষয়ের উপর দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। সাইকোলজির উপর নিজের সেক্যুলার পড়াশোনা এবং পরবর্তীতে ইসলামের ছায়ায় এসে ইসলামের পড়াশোনা শেষে তিনি নিজের এমন অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন যা সেক্যুলার সাইকোলজির পড়াশোনা তাকে দিতে পারেনি। তিনি জানতে পেরেছেন ইসলাম যেভাবে মানবমনকে ব্যাখ্যা করেছে, বাস্তবিকভাবে আর কোনো শাস্ত্র সেটা পারেনি। পরবর্তীতে এই বিষয়ের উপর তিনি লিখেছেন একটা অসামান্য বই “Psychology from Islamic Perspective”. আমাদের আলোচ্য বইটি সেই অসাধারণ বইটিরই বাংলা অনুবাদ—”সাইকোলজি: ইসলামি দৃষ্টিকোণ”।
-
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotশিকড়ের সন্ধানে
লেখক : হামিদা মুবাশ্বেরাপ্রকাশনী : সমকালীন প্রকাশন430 ৳314 ৳পৃষ্ঠা সংখ্যা: ২৯৬ টি কভার: পেপার ব্যাক ‘Know ...
-
hotগল্পগুলো অন্যরকম
লেখক : সিহিন্তা শরীফা, আনিকা তুবা, আফিফা আবেদিন সাওদা, আরমান ইবন সোলাইমান, আরিফ আজাদ, আরিফ আবদাল চৌধুরী, আরিফুল ইসলাম, আলী আবদুল্লাহ, জাকারিয়া মাসুদ, নুসরাত জাহান, মাহমুদুর রহমান, যাইনাব আল-গাযি, শারিন সফি, শিহাব আহমেদ তুহিন, শেখ আসিফ, সাদিয়া হোসাইন, সানজিদা সিদ্দীক কথাপ্রকাশনী : সমকালীন প্রকাশন350 ৳245 ৳জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ ...
-
hotহিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব
লেখক : ইফতেখার সিফাতপ্রকাশনী : নাশাত220 ৳154 ৳সম্পাদক : মুহাম্মাদ আফসারুদ্দীন পৃষ্ঠাসংখ্যা : ১৬০ বাঁধাই ...
-
save offশয়তান যেভাবে ধোঁকা দেয় (তালবিসে ইবলিস)
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : দারুল আরকাম700 ৳350 ৳ভাষান্তর : মুফতি আবু সাআদ পৃষ্ঠা : ৪৮০ দ্বিতীয় ...
-
hotজিন ও শয়তানের জগৎ
লেখক : ড. উমার সুলায়মান আল আশকারপ্রকাশনী : সীরাত পাবলিকেশন280 ৳210 ৳জিন, শয়তান—এই দুটো বিষয় নিয়ে আমাদের ...
-
hotতিনিই আমার রব (২য় খণ্ড)
লেখক : শাইখ ড. রাতিব আন-নাবুলুসিপ্রকাশনী : সমকালীন প্রকাশন260 ৳182 ৳সম্পাদনা : উস্তায আবুল হাসানাত কাসিম, ...
-
hotনবীজির পদাঙ্ক অনুসরণ
লেখক : ইমাম ইবনু রজব হাম্বলি (রহঃ)প্রকাশনী : সীরাত পাবলিকেশন250 ৳187 ৳অনুবাদ ও সম্পাদনাঃ সীরাত অনুবাদক টিম পৃষ্ঠাঃ ...
-
hotকিতাবুল ফিতান (১ম খণ্ড)
লেখক : ইমাম নুআইম ইবনে হাম্মাদপ্রকাশনী : পথিক প্রকাশন640 ৳320 ৳বর্তমান যুগটি ফিতনার। যেন অন্ধকার রাতের ...
-
Foysal – :
Anisul islam opy – :
বইটির বিষয়বস্তু—
°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বইটি সাধারণ ডক্টর আইশা হামদান এর লেখা সাইকোলজি – from Islamic perspective বই থেকে অনুবাদ করা হয়েছে।বইটি থেকে আমরা বোঝতে পারবো সাইকোলজি কি?সাইকোলজিকাল দিক দিয়ে এক স্রষ্টার প্রতি বিশ্বাস। মনোবিজ্ঞান সম্পর্কে বিজ্ঞান কি বলে এবং ইসলাম কি বলে?কিভাবে ফিতরাত,আখিরাত,আকিদা,ঈমান,নফস,অন্তর,ক্বলব, নিয়ত ,কিভাবে সাইকোলজির সঙ্গে সম্পৃক্ত। মুমিন মুনাফিকের ব্যাক্তিত্বের মধ্যে মানসিক পার্থক্য,অদৃশ্য জীন শয়তানের সাথে সাইকোলজির সম্পর্ক, পশ্চিমারা কিভাবে সাইকোলজি কে বিকৃত করেছে,মোটিভেশন এর কাজ মানসিক সমস্যায়,আবেগ এর প্রভাব ও সমাধান,জীবনের উত্তাণ পতনে কিভাবে ঠিকে থাক যায়,কিভাবে শান্তিময় নির্মল জীবন উপভোগ করা যায় আরো নানা সমস্যা উল্ল্যেখ ,সমাধান, এবং পরিষ্কার ভাবে তুলে ধরেছেন আমাদের মাঝে এই বইটির মাধ্যমে। যা প্রত্যেক মানুষের জন্য প্রকৃত ট্রিটমেন্ট সাইকোলজিক্যাল সকল সমস্যার জন্য।
পাঠ্যানুভূতি—
°°°°°°°°°°°°°°°°°°
আলহামদুলিল্লাহ্ বইটি পড়ে অনেক কিছু জানতে পেরেছি যা ধারণার বাইরে ছিল। সাইকোলজি নিয়ে পড়ার অনেকদিনের ইচ্ছে ছিল ।বইটি দেখার পর আরো ইচ্ছে বেড়ে যায় কারণ এর সাথে যুক্ত হয়েছে ইসলাম তাহলে তো পড়তেই হয়। বইটি অনুবাদ ছিল অনেক সুন্দর ও সহজ বোধগম্য। বইটিতে তত্ত্বে ভরপুর তাই মনোযোগ ধরে রাখতে হইয়েছে যা অনেক কঠিন ছিল আমার জন্য ।বইটিতে লেখিকা সাইকোলজি র ২ দিক ই উল্লেখ করেছেন পশ্চিমা ও ইসলাম যা অনেক ভালো লেগেছে।কারণ এই বইয়ে সব কিছু সাইকোলজি রিলেটেড।
বই সম্পর্কে মতামত
~~~~~~~~~~~~~~
বইটি সকলকে পড়ার অনুরোধ রইলো। কারণ আমাদের সব দিক দিয়ে জানা প্রয়োজন অল্প সল্প।বইটি যেহেতু তত্ত্বে ভরপুর তাই অনেক কিছু অর্জন করতে পারবেন আশা করি। আর একটি বিষয় বইটি এক বার পরে রেখে দেওয়ার বই নই বারবার পরে ঝালায় করে নেওয়ার বই।
muhammadjunayed23 – :
অভিজ্ঞতা কিংবা পর্যবেক্ষণলব্ধ জ্ঞান মানবসত্তা এবং মনের ব্যাখ্যায় যথেষ্ট নয়। বস্তুগত বিজ্ঞান মানব প্রকৃতির সার্বিক তত্ত্ব প্রদানে অক্ষম। সমসাময়িক মনোবিজ্ঞানে মানবসত্তার গুরুত্বপূর্ণ অংশ আত্মাকে (soul) উপেক্ষা করা হয়েছে। লেখক ড. আইশা হামদান একাডেমিক সাইকোলজির সীমাবদ্ধতা এবং মন, মনোবিজ্ঞান ও মনোচিকিৎসায় ইসলামের নিজস্ব পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। ইসলাম অন্তর বা রূহ কে কিভাবে দেখে, অন্তর এবং আত্মা নিয়ন্ত্রণে আমাদের ভূমিকা কতটুকু কিংবা আমাদের পারিপার্শ্বিকতা আমাদের মনস্তত্ত্বের উপর কতখানি প্রভাব রাখে তিনি তার রূপরেখা আমাদের সামনে তুলে ধরেছেন।
সৃষ্টি সম্পর্কে সৃষ্টিকর্তা ব্যাতিত অধিক জ্ঞান আর কেউ রাখেনা। আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করার সাথে সাথে তার জীবনযাপনের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন প্রদান করেছেন। এই গাইডলাইন (ইসলাম) শুধু পরকালের কল্যাণের ব্যাপারে আলোকপাত করেনা, ইহকালের কল্যাণের ব্যাপারেও জোর দেয়। আমাদের মানসিক সুস্বাস্থ্যের যাবতীয় নির্দেশিকা রয়েছে আল্লাহ পাকের কালাম আর রাসুলের সুন্নাতে। আল্লাহ্র হুকুম পালন মানবজীবনে দৈহিক এবং আধ্যাত্মিকভাবে কি প্রভাব রাখে তাই এই বইয়ের উপজীব্য বিষয়।
প্রশান্তিময় জীবনযাপনে আধ্যাত্মিকতার বিশেষ ভূমিকা রয়েছে। ধার্মিক ব্যাক্তির মানসিক সুস্থতার উপর ধর্মের যে গভীর প্রভাব তা বিশদভাবে আলোচিত হয়েছে বইটিতে । আমাদের ধর্মীয় রীতিনীতি, আচার-ব্যাবহার আমদের মানসিক সুস্বাস্থ্যের উপর কিভাবে প্রভাব রাখে লেখক তা যুক্তির আলোকে তুলে ধরেছেন। দেহের সুস্থতার জন্য যেমন খাবার প্রয়োজন তেমনি ভাবে অন্তর ও আত্মার সুস্থতার জন্য রসদ প্রয়োজন। আত্মাকে পরিশুদ্ধ এবং প্রশান্ত রাখার ধাপগুলো পর্যায়ক্রমে আলোচিত হয়েছে বইটিতে। অন্তরের খোরাক, সুস্থ অন্তরের বৈশিষ্ট্য, অসুস্থ অন্তরের লক্ষণ এবং অসুস্থ অন্তরের প্রতিকার নিয়ে লেখক পরিশীলিত বক্তব্য তুলে ধরেছেন। পাপ কাজ আমাদের মানসিক স্বাস্থ্যের উপর কিধরণের প্রভাব ফেলে এবং দীর্ঘমেয়াদী তা মানসিকতার উপর যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে লেখক পর্যায়ক্রমে সে আলোচনা করেছেন। বর্তমান সময়ের মানুষের অন্যতম প্রধান সমস্যা মানসিক বিষণ্ণতার কারণ এবং আল্লাহ্র সাথে মানুষের সম্পর্ক এই বিষণ্ণতার উপর যে ইতবাচক প্রভাব তৈরি করে , লেখক তা তুলে ধরেছেন।
হতাশা, গ্লানি, অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা যাবতীয় মানসিক অসুস্থতা মানুষ খুব সহজেই আল্লাহ্র সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে সমাধান করতে পারে। সর্বপরি আল্লাহ্র আদেশ পালন শুধু পরকালের কল্যাণই নয় নিশ্চিত করবে ইহকালের সুস্থতা এবং সফলতা।
তাই ইসলামের আলোকে মানসিকতার উৎকর্ষ সাধন এবং সাইকোলজিকে একটু ভিন্ন আঙ্গিকে দেখতে বইটি অবশ্যই সুখপাঠ্য।
আল্লাহ্র সাথে মানুষের সম্পর্ক এই বিষণ্ণতার উপর যে ইতবাচক প্রভাব তৈরি করে , লেখক তা তুলে ধরেছেন।
হতাশা, গ্লানি, অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা যাবতীয় মানসিক অসুস্থতা মানুষ খুব সহজেই আল্লাহ্র সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে সমাধান করতে পারে। সর্বপরি আল্লাহ্র আদেশ পালন শুধু পরকালের কল্যাণই নয় নিশ্চিত করবে ইহকালের সুস্থতা এবং সফলতা।
তাই ইসলামের আলোকে মানসিকতার উৎকর্ষ সাধন এবং সাইকোলজিকে একটু ভিন্ন আঙ্গিকে দেখতে বইটি অবশ্যই সুখপাঠ্য।
ফাহিম মাসরুর – :
ফাহিম মাসরুর – :
আমার সকল প্রশ্নের উত্তর নিয়ে আল্লাহ ই যেন আমার সামনে উপস্থিত করলো “সাইকোলজিঃ ইসলামী দৃষ্টিকোণ ” বইটি। এই দুনিয়ায় আল্লাহর সকল বিধিনিষেধ কেন, কি কারনে, তার উপকারিতা মনোবিজ্ঞানের ভাষায় ধারনা পেয়ে যাবেন। ইনশাআল্লাহ