প্রভুর ডাকে সাড়া দাও
মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদাতের জন্য। আল্লাহ তাআলা বলেন, ‘আমি মানব ও জিন-জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদাত বা দাসত্ব করার জন্য।’ [সুরা জারিয়াত, আয়াত : ৫২।] আর মানুষের এ দাসত্বের মনোভাব ফুটে ওঠে দোয়ার মধ্যে দিয়ে। তাই তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দোয়াই হলো ইবাদাতের মগজ বা মূল।’ [সহিহুল বুখারি, হাদিস : ৪১৪।] আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা না করে জাগতিক উপায়-উপকরণ ও জড়বস্তুর দিকে দু-হাত সম্প্রসারিত করে দিই। যার ফলে আল্লাহর প্রতি আমাদের আস্থা-ভালোবাসার ঘাটতি দেখা যায়। এ থেকে আমাদের ফিরে আসা উচিত। আমাদের উচিত পার্থিব জীবনে কোনো বস্তুর প্রয়োজনে প্রথমেই প্রিয় নবির শিখিয়ে দেয়া সালাতুল হাজাত পড়ে কাঙ্ক্ষিত বস্তু অনুসন্ধানে বেরিয়ে পড়া। ‘দোয়ার শক্তি অপরিসীম; কেবল দোয়াই পারে তাকদির বা ভাগ্য-লিখনকে বদলে দিতে।’ [সুনানুত তিরমিজি, হাদিস : ২১৩৯।] প্রিয় পাঠক! বইটির একটি বিশেষ দিক হলো, এখানে প্রতিটি দোয়া ও জিকির প্রেক্ষাপট সহকারে অনুবাদ করা হয়েছে। দোয়ার মর্মকথা ও প্রকারভেদ, দোয়ার মাহাত্ম্য, দোয়া কবুলের সময়, স্থান, শর্ত ও দোয়া কবুল না হওয়ার কারণ ইত্যাদি সকল বিষয়ে উদ্ধৃতিসহ বিশদভাবে আলোকপাত করা হয়েছে। প্রতিটি মানুষের উচিত জীবনকে সুশোভিত করা। আর তা তখনই হবে, যখন রাসুলের জীবনাদর্শকে অনুসরণ করবে।
-
-
সকাল-সন্ধ্যার দুআ ও যিক্র ( দুআর বই, দুআ কার্ড একত্রে)
লেখক : শায়খ আহমাদুল্লাহপ্রকাশনী : আস-সুন্নাহ ফাউন্ডেশন পাবলিকেশন্স33 ৳পকেট সাইজের এই পুস্তিকায় সকাল-সন্ধ্যার বিভিন্ন ...
-
hotরাহে বেলায়াত
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স550 ৳385 ৳আল্লাহ কুরআনে বলেন, "তোমরা আমার যিকির ...
-
save offকুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন
প্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স70 ৳50 ৳অনুবাদ: হাফেয মাহমুদুল হাসান পৃষ্ঠা ৯৭ পকেট সাইজ ...
-
hotআস-সুন্নাহ প্যাকেজ (৩টি বই একত্রে)
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স1,290 ৳903 ৳উস্তাদ মুহাম্মাদ হুবলস বলেন, "আমরা রসূল ...
-
featureঘর সাজান দুআ দিয়ে (দুআ স্টিকার)
প্রকাশনী : মাকতাবাতুল বায়ান75 ৳সংখ্যা: ১০ টি দুআ স্টিকার (১০ ...
-
hotশব্দার্থে হিসনুল মুসলিম (পকেট সাইজ)
লেখক : সাঈদ ইবনে আলী আল কাহতানীপ্রকাশনী : দারুস সালাম বাংলাদেশ150 ৳87 ৳আল্লাহ কুরআনে বলেন, "তোমরা আমাকে স্মরণ ...
-
save offহিসনুল মুসলিম- যিকর, দো‘আ, চিকিৎসা
লেখক : সাঈদ ইবনে আলী আল কাহতানীপ্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স180 ৳128 ৳কুরআন-সুন্নাহ থেকে সংগৃহীত যিকর ও দো‘আ ...
-
hotবান্দার ডাকে আল্লাহর সাড়া
লেখক : সাঈদ ইবনে আলী আল কাহতানীপ্রকাশনী : মাকতাবাতুল বায়ান500 ৳365 ৳দুআ, যিকর ও রুকইয়ার উপরে বিশ্বে ...
-
Mst Halima Akter – :
দোয়া শব্দের অর্থ আল্লাহকে ডাকা, কিছু চাওয়া, প্রার্থনা করা।বিনয়ের সঙ্গে মহান আল্লাহর কাছে কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও অপকার থেকে বেঁচে থাকার জন্য প্রার্থনা করাই হল দোয়া।এই দোয়াকে আল্লাহ ইবাদত হিসেবে অভিহীত করেছেন এবং সাহায্য লাভের মাধ্যম বানিয়েছেন। তাইতো কুরআন ও হাদীসে মহানবী ﷺ এর মাধ্যমে মানুষকে দোয়ার বিষয়ে নির্দেশ দিয়েছেন।আল্লাহ বলেন,তোমরা আমাকে ডাক,আমি তোমাদের ডাকে সাড়া দিব,যারা আমার ইবাদতে অহংকার করে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হবে।[সুরা মু’মিন আয়াত-৬০]
বইটির প্রয়োজনীয়তাঃ
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত রাসূলুল্লাহ ﷺ এরশাদ করেন,‘মুসলমান যখন অন্য কোন মুসলমানের জন্য দোআ করে,যার মধ্যে কোনরূপ গোনাহ বা আত্মীয়তা ছিন্ন করার কথা থাকে না,আল্লাহ তাআলা উক্ত দোআর বিনিময়ে তাকে তিনটির যেকোন একটি দান করে থাকেন।
(১) তার দোআ দ্রুত কবুল করেন অথবা
(২) তার প্রতিদান আখেরাতে প্রদান করার জন্য রেখে দেন অথবা
(৩) তার থেকে অনুরূপ আরেকটি কষ্ট দূর করে দেন। একথা শুনে সাহাবীগণ উৎসাহিত হয়ে বললেনতাহলে আমরা বেশী বেশী দোআ করব। রাসূলুল্লাহ ﷺ বললেন, আল্লাহ তার চাইতে আরও বেশী দোআ কবুলকারী। [আহমাদ, হাকেম, মিশকাত হা/২২৫৯ ‘দো‘আ সমূহ’ অধ্যায়-৯।]
বইটি কাদের পড়া উচিতঃ
আমার বান্দারা যখন তোমার কাছে আমার বিষয়ে জিজ্ঞেস করে, তখন বলে দাও যে, আমি তাদের অতীব নিকটবর্তী। আমি আহবানকারীর আহবানে সাড়া দিয়ে থাকি,যখন সে আমাকে আহবান করে।অতএব তারা যেন আমার আদেশ সমূহ পালন করে এবং আমার প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করে। যাতে তারা সুপথ প্রাপ্ত হয়।
[সূরা বাকারাহ,আয়াত ১৮৬]
আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা পথভ্রষ্ট হয়ে,মুক্তির পথ খুঁজে পায়না।দিশেহারা হয়ে ভূল পন্থায় মুক্তি লাভ করতে চায়। তারা হয়তো জানেনা সকল সমস্যা হতে মুক্তিলাভের একমাত্র পন্থা হচ্ছে প্রভূর সাকে সাড়া দেওয়া।আর প্রভূর ডাকে সাড়া দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে দোয়া। বইটি পড়ার মাধ্যমে পথভুলা ব্যক্তিরা দোয়ার গুরুত্ব ও দোয়া কবুলের শর্ত সম্পর্কে জানতে পারবে এবং তদানুযায়ী রবের নিকট চাইবে। ইন শা আল্লাহ তারা তাদের সমস্যার সমাধান পেয়ে যাবে।
ব্যক্তিগত অনুভূতিঃ
ব্যক্তিগতভাবে বইটি আমার অনেক ভালো লেগেছে,আলহামদুলিল্লাহ। দোয়ার স্বরূপ ও দোয়া সম্পর্কে বিস্তারিত লেখনি নিয়ে খুব কম বই দেখা যায়। বইটিতে দোয়ার ফজিলত,দোয়া কবুলের শর্তাবলি ইত্যাদি বিশদভাবে আলোচনা করা হয়েছে,যা আমার অনেক ভালো লেগেছে। পাশাপাশি দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব দোয়া এখানে উল্লেখ করা হয়েছে,যা প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
মো: সাব্বীর আহম্মেদ – :
salma akther – :
দৈনন্দিন জীবনের জন্য চমৎকার একটি দোয়ার বই “প্রভুর ডাকে সাড়া দাও” আমার মতে সবার কাছে বইটি রাখা প্রয়োজন।কেননা প্রয়োজনের সময় আমরা অনেক দোয়া সহজে খুঁজে পাইনা। বইটিতে সহজে দোয়া গুলো পাওয়া যাবে ইনশাআল্লাহ।
মুহাম্মদ রুবেল মিয়া – :
– সুনানে জামে তিরমিযি, হাদীস নং : ৩৩৭১
আমরা দৈনন্দিন জীবনে কতো কাজ ইতো করি। আমাদের কাজগুলো আমাদের প্রয়োজনেই করতে হয়। কিন্তু আমরা কি জানি, আমাদের প্রয়োজনের সেই কাজগুলোও হয়ে উঠতে পারে ইবাদাত! এরজন্য শুধু একটি দুআ পড়াই যথেষ্ট, যে দুআ পড়তে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উৎসাহিত করেছেন।
দৈনন্দিন চলার পথে আমাদের দ্বারা কতো গুনাহের কাজ সংগঠিত হয়। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, মস্তিষ্কের গুনাহ, জিহ্বার গুনাহ ইত্যাদি। এতো গুনাহ যে করি এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি জানি?
তা হলো আল্লাহ তাআলার দরবারে দুআ করা। আমাদের রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দৈনিক একশতবার ইস্তেগফার পড়তেন।
এছাড়াও বিভিন্ন বিষয়ে, বিভিন্ন ক্ষেত্রে পবিত্র কুরআন ও হাদিস শরীফে অসংখ্য দুআ পাওয়া যায়। সেই দুআগুলো যদি আমরা মুখস্থ করে আমলে পরিণত করতে পারি তাহলে আমরা হবো সফলকামদের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ।
কিন্তু এতো এতো দুআ পবিত্র কুরআন ও হাদিস শরীফ থেকে খুঁজে খুঁজে বের করা আমাদের জন্য কঠিনই। আমাদের সেই সীমাবদ্ধতার কথা চিন্তা করেই আরবের বিখ্যাত দুইজন আলিম শাইখ সালিহ আল মুনাজ্জিদ হাফি. এবং শাইখ সাইদ ইবনু আলি আল কাহতানি রহ. মিলে সংকলন করেছেন দুআর এক ভান্ডার। যার নাম “প্রভুর ডাকে সাড়া দাও”।
বইটি যেমন :
বইটিতে বিভিন্ন বিষয়ে প্রায় দেড়শতোর উপরে দুআ সংকলন করা হয়েছে। যে দুআগুলো আমাদের জন্য খুবই দরকারী এবং খুবই উপকারী। দুআগুলো আমাদের সর্বদাই কাজে লাগবে। পবিত্র কুরআন এবং হাদিস শরীফ থেকে খুঁজে বের করে আমল করা যেমন কষ্টসাধ্য তেমনি সময়সাপেক্ষ। এজন্যই বইটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ যেনো যথা সময়ে সঠিক দুআটি আমরা সহজেই পেয়ে যাই।
এখন প্রশ্ন আসতে পারে দুআগুলো কতোটা সহিহ বা এগুলো আদৌ সঠিক কোনো জায়গা থেকে নেওয়া হয়েছে কিনা। সে কথা চিন্তা করেই প্রত্যেকটি দুআর সাথে রেফারেন্স যুক্ত করা হয়েছে। যেনো পাঠকমাত্রই তার সঠিকতা যাচাই করে দেখে নিতে পারেন। সেই সাথে সুন্দর বাচনভঙ্গি, সহজ এবং সরল ভাষা, সুদর্শন প্রচ্ছদ সব মিলিয়ে অসাধারণ একটি বই হবে ইনশাআল্লাহ।
বইটি আমাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ। এজন্য সবারই উচিত বইটি সাথে রাখা এবং সর্বদা এর উপর আমল করা।
arifbdeshok – :
দোয়া মুসলমানদের এক বিশাল হাতিয়ার। বলা হয় “সত্যিকারের দোয়া হলো মিসাইলের মতো। যদিও মিসাইল মিস হয়, কিন্তু দোয়া কখনো মিস হয় না।” তাই আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনে এ হাতিয়ার ব্যবহার করা। আমরা যত গুনাহই করি না কেন দোয়াই পারে আমাদের বাঁচাতে। এমনকি মূত্যুর আগ মুহুর্তেও গুনাহ যদি পাহাড়সমও হয়, তবুও ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন। যার বহু উদাহরণ কুরআন – হাদিসে বিদ্যমান।
এ বিষয়টিকে সামনে রেখেই আয়ান প্রকাশনের এ প্রকাশনা – প্রভুর ডাকে সাড়া দাও। বইটি শাইখ সালেহ আল মুনাজ্জিদ, সাঈদ ইবনু আলি আল কাহতানি নামক দুজন বিশ্বখ্যাত আলিমদের সমন্বয়ে লেখা বই। বইটিতে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় নানা দোয়া স্থান পেয়েছে। বইটির সূচিপত্র মোট ৭ পৃষ্ঠা যা থেকে ধারণা করা যায় কি পরিমাণ দোয়া এ সংক্ষিপ্ত বইতে সংকলন করা হয়েছে। আমরা যদি চলার পথে বইটি কাছে রাখি তবে বইটি আমাদের অনেক উপকারে আসবে আশা করি।