মেন্যু
productive muslim

প্রোডাক্টিভ মুসলিম

পৃষ্ঠা : 256, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2020
আইএসবিএন : 9789848254547
‘প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই। বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে—আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ট আলোচনার আসর। এতে আছে স্রষ্টার দেওয়া অমূল্য উপহার—আমাদের মেধা সময় ও শক্তিকে কাজে... আরো পড়ুন
পরিমাণ

280 

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

16 রিভিউ এবং রেটিং - প্রোডাক্টিভ মুসলিম

4.9
Based on 16 reviews
5 star
87%
4 star
12%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    আয়েশা মিতু:

    #বই_রিভিউ
    মুভমেন্ট পাবলিকেশন্স

    আসসালামু আলাইকুম ওরাহ মাতুল্লাহি ও বারা কাতুহু।
    আমি যখন বইটির অধ‍্যায়ের নাম গুলো পড়েছি সত‍্যি আমার কাছে অন‍্য রকম ভালো লাগা শুরু হয়েছে। কখন জানতে পারব অধ‍্যায়ের বিস্তারিত কথা গুলো। আস্তে আস্তে বই টি পড়তে শুরু করেছি যত পড়ি ততই ভালো লাগে। ততই মুগ্ধ হয়ে যাই। প্রতিটি অধ‍্যায়ের প্রতিটা লেখা সাথে মনোমুগ্ধকর । আমাদের সকলের জীবনের একটা সুনির্দিষ্ট গন্তব্য রয়েছে মৃত্যু। মানুষ ভুল পথে চলে যায় অন্ধকার জীবনে চলে যায়। যেখানে রয়েছে হা হা কার। মানুষ তাদের জীবনে ভুল পথ অনুসরন করে চলার কারনে তাদের জীবনে ফিতনা, ফাসাদ,বিপর্যয় বিপদের মুখোমুখি হতে হয়।আবার সঠিক পথে অনুসরন করে জীবনকে শোভিত পুষ্পিত করে তোলে। বইটি তে একজন পাঠক কে এই বিষয় পরিচয় করিয়ে দেওয়ার মত করে সম্মানিত লেখক বই টি লিখেছেন। কিভাবে আপনার সময়কে আখিরাতের জন‍্য ব‍্যয় করবেন বইটি তে সম্মানিত লেখক সুন্দর ও সাবলীল ভাবে তুলে ধরেছেন।বই টিতে ইসলামিক আকিদা সমকালিন ও প্রাচিন ভ্রান্তির সন্নিবেশে জীবনের এমন কিছু মৌলিক প্রশ্ন নিয়ে কাজ করা হয়েছে। একজন মুসলিমের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মৌলিক থেকে শুরু করে শান্তির ধর্মের অনেক মূল‍্যবান দিক গুলো তুলে ধরেছেন সেকুলিজম ফ‍্যামিনিজম নারীবাদ ইত‍্যাদি। প্র‍্যাক্টিসিং মুসলিম বইটি তে একজন মুসলিম কিভাবে একজন প্র‍্যাক্টিসিং মুসলিম এর জীবন বানাবে সেই দিক গলো তুলে ধরা হয়েছে।
    ✍️একনজরে সূচিপত্র –
    লেখক বইটিকে ১৪ টি অধ্যায়ে সজ্জিত করেছেন।

    ✍️ জীবন
    ✍️ পাথেয়
    ✍️ তাওহীদ
    ✍️ রিসালাত
    ✍️ কিতাব
    ✍️ তাকদির
    ✍️ ফেরেশতা
    ✍️ আখিরাত
    ✍️ ইবাদাত
    ✍️ সালাত
    ✍️ সিয়াম
    ✍️ যাকাত
    ✍️ হজ্জ
    ✍️ নারীবাদ ও ইসলাম

    ✍মৃত ব‍্যক্তির জন‍্য শুধু মাত্র তিনটি হাদিয়া যাবে
    নিজের আমল দ্বিনদার সন্তানের আমলের সওয়াব পৃথিবীতে কোনো ভালো কাজ করলে তার সওয়াব। এই তিন প্রকার আমল ছাড়া কিছুই যাবে না। বিস্তারিত জানতে বইটি পড়ুন।
    ✍ যাকাত কেনো দিব? যাকাত না দিলে কি কঠিন কোনো গুনাহ হবে? যাকাত না দিলে কি জাহান্নামে যেতে হবে?
    ✍ কিভাবে আল্লাহর একজন প্রিয় মুমিন বান্দা হতে পারবেন কিভাবে আলোর পথে ফিরে আসবেন। ইহকালে কিভাবে জীবন যাপন করতে হবে কিভাবে আল্লাহর প্রিয় বান্দা মুমিন ব‍্যাক্তি হয়ে মৃত‍্যু বরন করতে হবে। বাস্তব জীবনে কিভাবে জীবন যাপন করবে তেমন কিছু কথা আছে বইটিতে।
    ✍ নব প্রজন্মের ছেলে মেয়েরা কিভাবে আলোর পথে থাকবে অন্ধকার পথে যেনো যেতে না পারে বইটি তে তা তুলে ধরা হয়েছে।
    ✍ জীবনে চলার পথে দুইটি পথ রয়েছে আলো অন্ধকার কিভাবে তারা সঠিক পথ বেচেঁ নিবে কিভাবে অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরে আসবে হেদায়েতের পথে ফিরে আসবে।
    ✍ মহান আল্লাহ তায়ালা ভাল মন্দ উভয়ই সৃষ্টি করেছেন কিন্তু কেবল ভালো জিনিসের প্রশংসা নেন কিন্তু খারাপটার নেন না কেন? আবার ভালো মন্দ সৃষ্টি করার কারনই কি?
    ✍ এ জীবন শেষ জিবন নয়, বরং মৃত‍্যুর পরই অনন্তকালের জীবন শুরু হবে, যাকে আখেরাত বা পরকাল বলা হয় আর যে জীবনে সুখ দূঃখ নির্ধারন হবে এ জীবনের কৃত কর্মের উপর ভিত্তি করে,এটা বিশ্বাস করা।বইটিতে তুলে ধরা হয়েছে।
    ♦বইটি কেনো পড়বেন♦
    ✍ আপনি দুনিয়ার মোহে পরে আছেন অন্ধকার জীবনে পরে আছেন দ্বিনের পথে ফিরতে পারছেন না আলোর সন্ধান খুজে পাইতেছেন না। দ্বিনের পথে ফিরে এসেও আবার অন্ধকার পথে চলে যান। তাহলে এই বইটি আপনার জন‍্য।
    ✍আপনি অন‍্যের সুখ দেখে প্রাপ্তি দেখে নিজের অপ্রাপ্তি জন‍্য হীনমন‍্যতায় ভোগেন এবং জীবনে হতাশা ও দুর্দশায় ভরিয়ে দেন। এই গুলো থেকে আপনি ফিরতে চান কিন্তু ফিরতে পারেন না তাহলে এই বইটি আপনার জন‍্য।
    ✍ এই বইটি আপনার জন‍্য যদি আপনি ভাবেন আল্লাহ্ অমুককে এত বেশি ধন সম্পদ দিয়েছে আমাকে দেন না কেনো। হিংসা মারাত্মক গুনাহ। আপনি এই হিংসা থেকে ফিরতে চান ফিরতে পারছেন না। তাহলে এই বইটি আপনার জন‍্য।
    ✍ আপনি দুঃখে কষ্টে আছেন। একের পর এক এক বিপদ আপনার আসছে। সহ‍্য করতে পারছেন না। আল্লাহ কেনো আমাদের দুঃখ কষ্ট দেন। তাহলে এই বইটি আপনার জন‍্য।
    ✍ ঘৃনা করা হলো কুফর। আপনি কাউকে ঘৃনা করে। যেনে বা না যেনে করেন। যদি জানেন ঘৃনা কুফর তারপর ও এই ঘৃনা থেকে ফিরতে পারছেন না তাহলে এই বইটি আপনার জন‍্য।
    ✍ বিদাত কি? বা বিদাত থেকে শত চেষ্টা করে ও ফিরতে পারছেন না। আপনি নামাজ রোযা করেন পর্দা করেন আল্লাহর রহমতে সকল আমল করার চেষ্টা করেন। কিন্তু বিদাত থেকে ফিরতে পারছেন না। তাহলে আল্লাহ্ আপনার কোনো ইবাদতই কবুল করবেন না।আল্লাহ্ সবাই কে ক্ষমা করলেও শিরক ও বিদাত কারিকে ক্ষমা করবেন না। যদি এই পথ থেকে ফিরে আসতে চান তাহলে এই বইটি আপনার জন‍্য।
    ✍ আপনি পর্দা করতে চাচ্ছেন কিন্তু পারছেন না। লোকে কি বলবে মানুষ কি বাজে কথা বলবে। আপনি মানুষের কথা কিভাবে ইগনোর করে পর্দা করবেন তা এই বইটিতে সম্মানিত লেখক তা তুলে ধরেছেন। তাহলে এই বইটি আপনার জন‍্য।
    ✍ আপনি আল্লাহর কাছে প্রিয় হতে চাচ্ছেন কিন্তু পারছেন না। তাহলে এই বইটি আপনার জন‍্য।

    ♦প্রিয় বই থেকে কিছু বেদনাময় উক্তি♦
    ✍ জাহান্নামে প্রথম প্রবেশ করবে, এমন তিন ব‍্যক্তির একজন হচ্ছে, যে আল্লাহর হক(যাকাত)প্রদান করেনা।
    ✍ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক করা। আল্লাহর সঙ্গে শরিক সাব‍্যস্তকারীর জন‍্য আল্লাহ্ জান্নাত হারাম করে দিয়েছেন।
    ✍ যে ব‍্যক্তি তার নিজের ও আল্লাহর মাজখানে কাউকে মাধ‍্যম বা উসিলা হিসেবে গ্রহন করে তাদের কাছে দুআ করে, সর্বসম্মতিক্রমে সে ও কাপের হয়ে যায়।
    ✍ আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া,কোনো গুরুত্ব প্রদান না করা,দ্বীন শিক্ষা গ্রহন না করা, শিক্ষা না থাকলেও সে অনুযায়ী আমল না করা
    ✍ কাফের মুনাফিকদের পক্ষপাতিত্ব করা এবং মুসলিমদের বিরুদ্ধে তাদের সাহায্য সহযোগিতা করা।
    ✍ ইসলামের কোনো কোনো বিধি বিধানের প্রতি যদি কেউ সামান্যতম অসন্তোষ কিংবা ঘৃনা পোষন করে তবে সেও নিঃসন্দেহ কাপের হয়ে যাবে, এমনকি যদি সে নিজে তা পালন করে তবুও।
    ইত‍্যাদি।
    ♦পাঠক অনুভূতি♦
    একজন মানুষ কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে।কিভাবে অন্ধকার পথ থেকে ফিরে আসতে পারবে। কিভাবে সত‍্য মিথ‍্যাকে যাচাই বাচাই করতে পারবে। কিভাবে বিপদের সময় ধৈর্য ধারন করবে। আল্লাহ্ একের পর এক দূঃখ কষ্ট দিলে মনের আশা গুলো পুরন না হওয়ার কারন কী? কিভাবে সত‍্যকে নিজের মাজে আনবে অন‍্যকে কিভাবে সত‍্যের পথে ফিরিয়ে আনবে। এই তরুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে ভুল পথে না যায়।
    কিভাবে ভুল পথ থেকে সরে আসবে। কিভাবে আল্লাহর প্রিয় মুমিন বান্দা হতে পারবে। প্রিয় সম্মানিত লেখক বিষয় গুলো তুলে ধরেছেন।

    আলহামদুলিল্লাহ্ বইটি পড়তে পারছি।সত‍্যি অসাধারন অতুলনীয় একটা বই। বই টি যে পড়ে সে বুজতে পারে কতটা উপকারি একটি বই। বইটা প্রতিটা ঘরে ঘরে থাকা উচিত প্রতিটা মানুষের কাছে থাকা উচিত। শুধু পরকালের জন‍্য নয় বই টি ইহকালের জন‍্য ও বই টি। সব কাজে আল্লাহর উপর ভরসা রাখতে হবে।
    সম্মানিত লেখকের জন‍্য দোয়া রইল । আগামী দিনে যেনো লেখক আমাদেরকে লেখকের এমন সুন্দর বই উপহার দিন পড়ার জন‍্য। নতুন কোনো বই নিয়ে যেনো আমাদের মাজে আবার ফিরে আসতে পারেন। জাযাকাল্লাহ্ খয়রন প্রিয় সম্মানিত লেখক।
    ✍️ একনজরে বইটি ✍️

    বই : প্র্যাক্টিসিং মুসলিম
    লেখক : নাদিউজ্জামান রিজভী
    সম্পাদনা : শায়খ ইমদাদুল হক
    বানান ও ভাষা সম্পাদনা : মিশকাত আহমাদ
    প্রচ্ছদ : আবদুল্লাহ মারুফ রুসাফি
    পৃষ্ঠা সংখ্যা : ৩০৪
    প্রথম প্রকাশ কাল : জানুয়ারি ২০২১
    মুদ্রিত মূল্য : ৩৬১ টাকা
    প্রকাশনায় : মুভমেন্ট পাবলিকেশন্স!

    10 out of 11 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    Maymuna Pinky:

    প্রোডাক্টিভ মুসলিম বইটি পড়লে ইনশাআল্লাহ প্রোডাক্টিভিটি বাড়বে
    12 out of 13 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    Anisul islam opy:

    এক সময় সব চাইতে বেশি প্রোডাক্টিভ জাতি ছিল মুসলিমরা। কিন্তু আমাদের সময়কে , আমাদের কাজকে ,আমাদের ডেইলি লাইফটাকে হেলায় ধোলাই অপ্রয়োজনে ব্যাবহার করে আজ আমরা হয়েছি সব চাইতে বেশি প্রোডাক্টিভিটি হীন জাতি। কিন্তু আমাদের জন্য প্রোডাক্টিভিটি ছিল অনেক টাই ফরজ এর মত অর্থাৎ আমরা হতে বাধ্য। কিন্তু আজ আমরা আল্লাহর সাজানো নীয়মের বাইরে, রসূলের পালিত নিয়মের বাইরে জীবন যাপন করে যারা প্রোডাক্টিভিটি হীন হলে পড়েছি বইটির তাদের জন্য।

    বইয়ের বিষয়বস্তু:
    “””””””””””””””””””””””””””
    বইটি সাধারণত আমরা মুসলিম র যাতে আবার সেই প্রোডাক্টিভ হয়ে উঠতে পারি তার জন্য বড় একটা গাইড। আমরা কিভাবে আমাদের প্রোডাক্টিভিটি ফিরে পেতে পারি তাই আলোচনা হয়েছে বইটিতে। বইটি সাধারণত আত্ম উন্নয়ন মূলক বই। তবে মোটিভেশন ও রয়েছে বরপুর। আমরা আমাদের সময়কে কাজে লাগিয়ে ,আমাদের মেধা কে কাজে লাগিয়ে কিভাবে সর্বোচ্চ প্রোডাক্টিভ হতে উঠতে পারি তার ই পথ দেখিয়েছেন বইটিতে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ গুলো আবার জেগে উঠেছে বইটিতে, যা আমাদের মৃত্যু পরেও কিভাবে প্রোডাক্টিভ হতে পারবো তা স্পষ্ট করে দেই

    বইটিতে শিক্ষা গুলো :
    ‘******************””
    •ইসলামী জীবন পদ্ধতি কিভাবে প্রোডাক্টিভিটি নিশ্চিত করে ?
    •ঘরের বাহিরে সামাজিক ভাবে কিভাবে প্রোডাক্টিভ হওয়া যায়?
    •কিভাবে আমরা ঘুম ,পুষ্টি,ফিটনেস ব্যবস্থাপনা করতে পারি?
    •বয়স্ সন্ধিক্ষণে কিভাবে আমরা নিজের ফোকাস ধরে রাখবো?
    •কিভাবে আমরা সময়ের সদ্মব্যাবহার করব?
    •কিভাবে আমরা আমাদের সময় কে আখেরাতের জন্য বিনিয়োগ করবো?

    পাঠক অনুভুতি:
    ^^^^^^^^^^^^^^^
    বইটির হার্ড কভার, প্রচ্ছদ সব ছিল অসাধারণ।প্রত্যেক টপিক শেষে চার্ট এর মাধ্যমে তুলে ধরে টপিক টা বোঝতে সহজ করে দিয়েছে। বইয়ের বিষয় গুলো পড়ে বোঝতে পেরেছি কত খানি ভুল থেকে গেছে কাজে ।কত ভুল রয়েছে আমার মধ্যে।কতটা প্রোডাক্টিভিটি হীন আমি। বইয়ের ভিতরের অল্প কয়েক্টা ভুল কারা কোনো সমস্যা পাই নি। লেখক পরিচিতি,অনুবাদক পরিচিতি তুলে ধরেছে যা আশানুরূপ ছিল।

    পরামর্শ:
    °°°°°°°°°°
    আমার পরামর্শ থাকবে বইটি পড়েন। অবশ্যই পড়েন। কারণ আমরা এখন অনেক খানিই প্রোডাক্টিভিটি হীন । যা আমাদের জন্য বিফল ছাড়া কিছুই নয়।এসব সমস্যা ঠিক না করলে আমরা সফল হয়েও ব্যার্থ থেকে যাবো।বইটি সময় দিয়ে পরবেন। আস্তে আস্তে পরবেন। নোট করবেন। নিজের মাঝে গেঁথে নিবেন ইন সা আল্লাহ

    9 out of 11 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    M. Hasan Sifat:

    Accounting-এর একজন ছাত্রকে বিবেচনা করা হয় একটা মেশিনের মত করে । ক্যালকুলেটর, টাকার হিসেব, ছক টানা আর অজস্র সূত্র মুখস্ত করে একটা ৪ বছরের একঘেঁয়ে জীবন কাটাতে হয় । মানুষের আত্না,দ্বীন এবং জীবনের প্রকৃত উদ্দেশ্যকে উপেক্ষা করে যাওয়া হয় এখানে । তাই, প্রোডাক্টিভিটি কি জিনিস তা ভুলতেই বসেছিলাম প্রায় । দ্বীনকে বোঝার পর থেকে অগোছালো সময়গুলো গোছালো হয়ে উঠেছিলো, সময়গুলো আরো প্রোডাক্টিভ হয়ে উঠেছিল । আজকের রিভিউ সেই প্রোডাক্টিভিটিকে কেন্দ্র করে মোহাম্মদ ফারিসের লেখা আন্তর্জাতিক বেস্ট সেলার বই – “প্রোডাক্টিভ মুসলিম” বইটিকে নিয়ে । লেখক ইংল্যান্ডের একজন প্রোডাক্টিভিটি বিশেষজ্ঞ ।

    ❖ বইয়ের বিষয়বস্তু—
    ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
    বইটি একটি পার্সোনাল ডেভলপমেন্টের বই । বইটি শুরু থেকে শেষ পর্যন্ত, সম্পূর্ণই ব্যবহারিক—ওয়ার্কবুক । বইটি মোটিভেশনাল কোনো বই নয়, তবে মোটিভেটেড হওয়ার মতো অনেক কিছুই পাবেন এতে ।

    এতে আছে—আমাদের মেধা, সময় ও শ্রমকে কাজে লাগিয়ে ব্যক্তিজীবন ও ক্যারিয়ার গঠনের বাস্তবধর্মী কিছু কর্মকৌশল । বইটিতে মোট ৯ টি অধ্যায় আছে । এতে বিভিন্ন ধরনের প্রোডাক্টিভিটি নিয়ে আলোচনা করা হয়েছে । যেমনঃ– স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি, ফিজিক্যাল প্রোডাক্টিভিটি, সোশ্যাল প্রোডাক্টিভিটি, রমাদান প্রোডাক্টিভিটি এবং মৃত্যু পরবর্তী প্রোডাক্টিভিটি । মৃত্যুর পরেও একজন মানুষ কিভাবে প্রোডাক্টিভ থাকবে তা নিয়ে বলা হয়েছে । উপস্থাপন করা হয়েছে- আল্লাহর রাসূলের দৈনন্দিন জীবনের প্রতিষ্ঠিত সুন্নাহ্ গুলোকে । বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে—আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ঠ সব আলোচনা । লেখক কুরআন থেকে শুরু করে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং ব্যবসায়িক কর্মকৌশলের অসাধারণ সব তথ্য ও অভিজ্ঞতা তুলে ধরেছেন বইটিতে ।

    ❖ বইটি থেকে যা জানতে পারবেন—
    ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔­▔
    —ইসলামি জীবন-পদ্ধতি কীভাবে প্রোডাক্টিভিটিকে নিশ্চিত করে ?
    —কীভাবে আপনি ঘুম, পুষ্টি ও ফিটনেস ব্যবস্থাপনা নিশ্চিত করবেন ?
    —ঘরের বাহিরে সামাজিকভাবে আপনি কীভাবে প্রোডাক্টিভ হবেন ?
    —বয়স-সন্ধিক্ষণে কীভাবে আপনি নিজের ফোকাস ধরে রাখবেন ?
    —কীভাবে আপনার প্রোডাক্টিভিটির অভ্যাস ও রুটিন তৈরি করবেন ?
    —কীভাবে আপনার সময়ের সদ্ব্যবহার করবেন ?
    —কীভাবে আপনার সময়কে আখিরাতের জন্য বিনিয়োগ করবেন ?

    ❖ বইটি যাদের জন্য—
    ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
    যদি মনে করেন, সময়ে বরকত পাচ্ছেন না, সময়কে সঠিকভাবে ব্যবহার না করার ফলে কোনো সফলতাই আসছে না তাহলে এই বইটা আপনার জন্য ।

    এ ধারনা যদি আপনার মনে থেকে থাকে যে- “এই বিশ্বায়নের যুগে-এত ব্যস্ততার মাঝে কুরআন-হাদিস অনুসারে আমাদের ব্যক্তি জীবনের রুটিন মিলানো সম্ভব না”, তাহলে এই বইটা আপনার জন্য ।

    আপনি যদি চান দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ সুন্দরভাবে সম্পন্ন করার মাধ্যমে জীবনকে সার্থক করতে এবং একই সাথে নিজেকে একজন ভাল মুসলিম হিসেবে গড়ে তুলতে, তবে এই বইটি হবে আপনার জন্য একটি আদর্শ গাইডলাইন ।

    শিক্ষার্থী ও চাকুরীজিবিদের জন্য এই বইটার গুরুত্ব আলাদা করে বলার অপেক্ষা রাখে না ।

    ❖ পাঠ্যানুভূতি—
    ▔▔▔▔▔▔▔▔▔▔▔
    বইয়ে প্রতিটি অধ্যায়ের শেষে ফ্লোচার্টের মাধ্যমে মূল বিষয়গুলো তুলে ধরা হয়েছে । যার কারনে সহজেই বিষয়গুলো বুঝতে সাহায্য করেছে । মনে হয়েছে হাত ধরে ধরে টিচার পড়াচ্ছেন । প্রতিটি টিপসকে নিজের জন্য একেকটি মাইলফলক মনে হয়েছে । কিছু টাইপিং মিস্টেক ছিল । বইটি হার্ডকভার হওয়ায় পড়তে ভাল লেগেছে । তাছাড়া প্রচ্ছদ, বাঁধাই, পৃষ্ঠামান, সাজসজ্জাও পাঠক হৃদয়কে সন্তুষ্ট করেছে ।
    – 
    ❖ শেষ কথা—
    ▔▔▔▔▔▔▔▔▔
    প্রিয় পাঠকদের প্রতি পরামর্শ থাকবে– ৩/৪ দিনে বইটি শেষ করার চেয়ে মাসব্যাপী সময় নিয়ে পড়ুন । নোট করুন । বারবার পড়ুন । ইন শা আল্লাহ্, জীবন বদলের একটি প্রকল্প হিসেবে কাজ করবে বইটি ।
    ==============================
    .
    বইটি অনুবাদ করেছে—মোহাম্মদ মিরাজ ও হামিদ সিরাজি ।
    প্রচ্ছদ মূল্য—৩৬৫ টাকা ।
    পৃষ্ঠা সংখ্যা–২৫৬ টাকা ।
    5 out of 8 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 4 out of 5

    kredoy239:

    একদা এক সময় স্বপ্নের মত এক জাতি ছিল।
    যুদ্ধ-সমরাস্ত্র, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, জ্ঞান-বিজ্ঞান,
    সর্ব ক্ষেত্রেই ছিল তাদের জয়জয়কার। রোম, মিশর, স্পেন, ইতালী অটোম্যান, আধুনিক ইউরোপের,
    প্রাচীন ভারতের, মধ্যপ্রাচ্য, আরব সকল স্থানে ছিল যাদের শ্রেষ্ঠত্ব।

    তারা হলেন মুসলিম, প্রোডাক্টিভ মুসলিম! তবে কালের পরিক্রমায় প্রোডাক্টিভিটি হারিয়ে সেই জাতি এখন
    সব থেকে অবহেলিত আর নির্যাতিত।

    মুসলমানরা প্রোডাক্টিভ জাতি। মুসলিমরা মুসলিম দাবিদার প্রত্যেকেই প্রোডাক্টিভ জীবনযাপন করতে বাধ্য। দুর্ভাগ্যজনকভাবে ইসলামি জীবন-পদ্ধতি ও রুটিনকে প্রোডাক্টিভিটির পথে বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু আল্লাহর বিধান, নবিজীর সুন্নত কখনো প্রোডাক্টিভিটি নষ্ট করতে পারে না। আর সেই প্রমাণই দিয়েছে “প্রোডাক্টিভ মুসলিম” বইটি।

    বইটি কী নিয়ে লেখা
    ▔▔▔▔▔▔▔▔▔
    ➨ বইটি একটি পরিপূর্ণ ইসলামিক আত্ম-উন্নয়নমূলক বই। পরিপূর্ণ আত্ম-উন্নয়নমূলক বলছি কারন বইটিতে লেখক শুধুমাত্র দ্বীনের পথে অনুপ্রানিত করেন নি বরং সেই পথের দিক নির্দেশনাও প্রদান করেছেন। খাদ্যাভ্যাস, ধর্ম, আচার ব্যবহার, অধ্যায়ন, পেশাজীবন থেকে শুরু করে ঘুম সবকিছু নিয়েই আলোচনা করা হয়েছে। এটিকে মূলত প্রতিদিনের জন্য একটা ম্যানুয়াল বই বলা যেতে পারে।
    বইটির শুরুর দিকেই মুসলিম উম্মাহর বর্তমান পিছিয়ে পরার কারন কী কী এবং পৃথিবীর জাগতিক জীবন সম্পর্কে তাদের ভুল ধারণাগুলো তুলে ধরা হয়েছে।

    কী কী পাবেন বইতে
    ▔▔▔▔▔▔▔▔
    ➨আপনি কিভাবে একইসাথে প্রোডাক্টিভ এবং ইসলামি জীবন যাপন করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে।

    ➨ দুনিয়া সময়টাকে কিভাবে বেষ্ট উপায়ে কাজে লাগিয়ে আখিরাতের জন্য কল্যাণকর কিছু করা যায় তা জানতে পারবেন।

    ➨ জীবনের লক্ষ্য এবং সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য যেসব কর্মকাণ্ড রয়েছে সেগুলোর একটা জীবন্ত উদাহরণ কিভাবে সেট করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে।

    ➨জাগতিক জীবনের বিভিন্ন দায়িত্ব কিভাবে Productive ভাবে পালন করব- তা নিয়ে বলা হয়েছে।

    ➨ইসলামের শাশ্বত শিক্ষা এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানের মিশেলে রচিত এই বইটিতে যে প্রোডাক্টিভ লাইফ-স্টাইলের মডেল তুলে ধরা হয়েছে, তা একজন মানুষকে পার্থিব জীবনের সাফল্যের শেকড় ছুঁয়ে দিয়ে নিজেকে পরকালীন জীবনের শিখরে পৌঁছে দিতে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে।

    ➨স্রষ্টার দেওয়া অমূল্য উপহার—আমাদের মেধা সময় ও শক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তিগঠন, ক্যারিয়ার উন্নয়ন এবং সামাজসেবামূলক কর্মোদ্যোগের মধ্য দিয়ে নিজেকে এক নতুন পৃথিবীর স্বপ্নদ্রষ্টা এবং একনিষ্ঠ কারিগর হিসেবে গড়ে তোলার বাস্তবধর্মী কর্মকৌশল।

    ➨ প্রত্যেকটি আলোচনার ব্যবহারিক জীবনে কার্যকরি পরিকল্পনা কী হবে, তা করে দেওয়া হয়েছে। যা পাঠক তার দৈনন্দিন জীবনে খুব সহজেই প্রয়োগ করতে পারবে।

    ➨কিভাবে জীবন যাপন করে আমরা লক্ষ্য গুলো পূরণ করার মধ্য দিয়ে দুনিয়া এবং আখেরাতে সফলতা আনতে পারি সে বিষয়গুলো আলোচনা করা হয়েছে।

    বইটি কাদের জন্য
    ▔▔▔▔▔▔▔▔
    ➨ যদি মনে করেন, জীবনে কিছুই অর্জন করতে পারছেন না এবং এতে যদি হতাশাগ্রস্থ হয়ে পড়েন এবং অসহায় বোধ করেন- তাহলে এই বইটি আপনার জন্য।

    ➨ আপনার মধ্যে কিছু করে দেখানোর সম্ভাবনা রয়েছে, কিন্তু সময়কে সঠিকভাবে ব্যবহার না করার ফলে কিছুই করতে পারছেন না, তাহলে এই বইটি আপনার জন্য।

    ➨যদি মনে করেন, আপনার কাজ, পড়াশোনা, পরিবার, সামাজিক জীবন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব পালনে সময় মেলাতে পারছেন না, তাহলে এই বইটি আপনার জন্যই।

    ➨ যারা ইসলাম অনুযায়ী জীবন পরিচালনায় আগ্রহী কিন্তু নানাবিধ অজুহাত এসে আগ্রকে দমিয়ে ফেলে, বইটি তাদের জন্য।

    ➨ কোনোভাবেই জীবনের কোনো কাজে বরকত পাচ্ছেন না? তাহলে বইটি আপনার জন্য

    ➨যারা ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনতে চান, পাশাপাশি সামাজিক অবদান ভূমিকা রাখতে চান বইটি তাদের জন্য।

    ➨আপনি যদি চান দৈনন্দিন জিবনের প্রত্যেকটি কাজ সুন্দর ও সূচারু রুপে সম্পন্ন করার মাধ্যমে নিজের জিবনকে সার্থক করতে এবং একই সাথে নিজেকে একজন ভাল মুসলিম হিসেবে গড়ে তোলার মাধ্যমে মৃত্যুর পরে আখিরাতেও সফল হতে, তবে এই বইটি আপনার জন্য।

    বেস্ট পার্ট কী
    ▔▔▔▔▔▔
    ➨ প্রত্যেকটি অধ্যায়ের শেষে ফ্লোচার্টের মাধ্যমে মুল বিষয় (key point) গুলো তুলে ধরা হয়েছে। যার কারণে মূল বিষয়গুলোকে ছবির মাধ্যমে মনে রাখতে সুবিধা হবে।

    ➨ জাগতিক ও একইসাথে মৃত্যু পরবর্তি জীবনে আপনি কিভাবে সফল হবেন- তা নিয়ে বলা হয়েছে। এক্ষেত্রে আল্লাহর রাসুলের দৈনন্দিন জিবনের প্রতিষ্ঠিত সুন্নাহ গুলোকে আমাদের জন্য প্রয়োগযোগ্য করে উপস্থাপন করা হয়েছে।

    সমালোচনা:
    – বইটিতে সামান্য কিছু টাইপিং মিসটেক রয়েছে।
    – বইটি আরো আগে প্রকাশ করলে আমরা আরো আগে হতে আত্মউন্নয়ন করতে পারতাম।

    মন্তব্য
    ▔▔
    বইটি যদিও একটি অনুদিত বই, তবুও পড়ার সময় একবারের জন্যও বিরক্ত হই নি। মাশ-আল্লাহ অসাধারণ ভাবে অনুবাদ করা হয়েছে।

    এটি এমন কোনো বই নয় যা আপনি খুব দ্রুত পড়ে শেষ করে রেখে দেবেন। যদি সত্যিই বইটি থেকে কিছু শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে প্রয়োগ করতে চান তাহলে এই বইটি আপনাকে বার বার পড়তে হবে।
    এই বইটি পড়ে আমি মুগ্ধ। ইন শা আল্লাহ আমার ভবিষ্যৎ জীবন গঠনে বইটিকে একটি প্রভাবক হিসেবে কাজে লাগাবো।

    12 out of 13 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No