প্রদীপ্ত কুটির
মাহির আর লাফিজা। ভার্সিটিতে পড়াবস্থায় দুজনের বিয়ে হয়। বিয়ের আগে দুজনের মধ্যে পরিচয় ছিল না। এই সমাজ ভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েদের প্রেমের বৈধতা দিলেও একই বয়সে বিয়ের কথা উঠলে নানাজন নানান অজুহাত নিয়ে হাজির হয়। শুধুমাত্র দ্বীনের খাতিরে এই বয়সে বিয়ে করতে গেলে যে মানসিক দৃঢ়তার প্রয়োজন, তা সবার থাকে না। সৌভাগ্যের বিষয় মাহির-লাফিজা দুজনের মা-বাবার এই মানসিক শক্তি ছিল।
বইয়ের গল্প শুরু হয় সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে মাহির-লাফিজার বিয়ের
মাধ্যমে। বিয়ের গল্পের মাধ্যমে বইটি শুরু হলেও বইটি বিয়ে, দাম্পত্য জীবনের সুন্নাত নিয়ে নয়; বইটি মূলত আমাদের প্রাত্যহিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত অনুসরণ করা নিয়ে। আরও যথার্থভাবে বললে, সুন্নাত মনে করিয়ে দেওয়া নিয়ে। দীর্ঘদিন ধরে কিছু সুন্নাত অনুসরণ না করার দরুন ছোটবেলার মা-বাবার শেখানো শিক্ষায় মরিচা ধরে। বিয়ের পর মাহির-লাফিজা তাদের জীবনের মরিচাগুলো পরিস্কার করা শুরু করে।
মাহির যখন অভ্যাসবশত এমন একটা কাজ করতে যায় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামের শেখানোর বিপরীত (হারাম), তখন লাফিজা আদুরে গলায় মাহিরকে স্মরণ করিয়ে দেয়। একইভাবে লাফিজাও যখন ভুলবশত কোনো কাজ করে ফেলে, যেটা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন, তখন মাহির স্ত্রীকে সংশোধন করিয়ে দেয়। সুন্নাতে উদ্ভাসিত মাহির-লাফিজার ঘরের নাম আমরা দিয়েছি ‘প্রদীপ্ত কুটির’।
-
-
hotকুরআন থেকে নেওয়া জীবনের পাঠ
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন330 ৳241 ৳এককথায়— কুরআন কীভাবে আমাদের জীবনের কথা ...
-
আসমান
লেখক : লতিফুল ইসলাম শিবলীপ্রকাশনী : কেন্দ্রবিন্দু100 ৳আমেরিকার কুখ্যাত কারাগার গুয়ানতানামো বে থেকে ...
-
hotজীবন যেখানে যেমন
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন275 ৳201 ৳আরিফ আজাদের নতুন বই 'জীবন যেখানে ...
-
hotগল্পগুলো অন্যরকম
লেখক : সিহিন্তা শরীফা, আনিকা তুবা, আফিফা আবেদিন সাওদা, আরমান ইবন সোলাইমান, আরিফ আজাদ, আরিফ আবদাল চৌধুরী, আরিফুল ইসলাম, আলী আবদুল্লাহ, জাকারিয়া মাসুদ, নুসরাত জাহান, মাহমুদুর রহমান, যাইনাব আল-গাযি, শারিন সফি, শিহাব আহমেদ তুহিন, শেখ আসিফ, সাদিয়া হোসাইন, সানজিদা সিদ্দীক কথাপ্রকাশনী : সমকালীন প্রকাশন350 ৳255 ৳জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ ...
-
save offফেরা ২
লেখক : বিনতু আদিলপ্রকাশনী : সমকালীন প্রকাশন190 ৳139 ৳জাগতিক নিয়মে, সব পাখি নীড়ে ফেরে। ...
-
save offদুজন দুজনার
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার240 ৳120 ৳এক ছাদের নিচে একত্রে অনেক বছর ...
-
hotআই লাভ ইউ
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার280 ৳140 ৳বাজারে অশ্লীল প্রেম আর রগরগে বর্ণনার ...
-
save offজীবন জাগার গল্প ১৩ঃ ওগো শুনছো
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার260 ৳130 ৳বইটি পড়লে অবিবাহিতদের মনে হবে এখনি ...
-
hotআই লাভ কুরআন
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার600 ৳420 ৳প্রতিটি মুমিনই কুরআন কারীমকে ভালোবাসে। সবাই ...
-
Zannatul Ferdahus – :
আল্লাহ পবিত্র কুরআনে বলেন:
“এবং উপদেশ দিতে থাক,কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে।” (সূরা যারিয়াত ৫১:৫৫)
যৌবনে এই মনে করিয়ে দেওয়ার কাজটা যদি কোনো প্রিয় সঙ্গী করেন,তাহলে কেমন হয়?
এই বইতে অবহেলার দরুন ভুলে যাওয়া সুন্নাতগুলো স্বামী তার স্ত্রীকে মনে করিয়ে দেয়,স্ত্রী তার স্বামীকে মনে করিয়ে দেয়।
Montasir Mamun – :
লেখক : আরিফুল ইসলাম
প্রকাশনী : সমর্পণ প্রকাশন
গায়ের দামঃ ১৯২ টাকা
পৃষ্ঠা সংখ্যাঃ ১২৮
বইটি কেন ভাল লেগেছে?
দাম্পত্য জীবনে ইসলামের অনুশীলনের গল্পগুলো পড়ে খুব ভালো লেগেছে। গল্পের স্বামী স্ত্রী যেভাবে ইসলামকে মানতে, নানা সুন্নাহ চালু ও বজায় রাখতে একে অপরকে সাহায্য করেছে তা সত্যি অতুলনীয়। বিয়ে যে দ্বীনকে পূর্ন করে তার একটা প্রমান এই বই থেকে পাওয়া যায়।
কি আছে বইতে?
বইয়ের স্বামী স্ত্রী দুজনেই স্টুডেন্ট। এটা বেশ ভাল লেগেছে। আর্লি ম্যারেজকে এখানে সাপোর্ট করে প্রমোট করা হয়েছে যা খুবই যুক্তিসংগত। দুজন তাদের ইসলামী চাল চলন, স্বভাব বজায় রাখে এবং নানা কাজে তো বটেই এমনকি দ্বীনের লাইনে, আখিরাতে একসাথে থাকার নিয়তে সাহায্য করে। জীবনের নানা ঘাত প্রতিঘাত, ছোট খাট সমস্যা, প্রতিদিনকার আয়োজনে সাথী হয়ে ইসলামী কালচার মেনে চলতে থাকে। সংসার হয়ে ওঠে সুখের স্থান, এক টুকরা জান্নাত, দুনিয়াতেই!
বিয়ের শুরু থেকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনার, জার্নি বাই বাস যেমন আছে তেমনি আছে এক কাপে দুজন চা খাওয়া, এলার্ম, মিস, সুগন্ধিকথন এর মত মজার রোমান্টিক ঘটনা। এছাড়াও আছে শেয়ার, পানির ঝাপটা, শুক্রবারের রুটিন ইত্যাদি অসাধারন সব নামের অনুগল্প যা অন্যকে সুন্নাত ও ইসলামী পন্থা মনে করিয়ে দেয়া ও অভ্যাসে পরিনত করার জন্য উৎসাহ দান এর প্রতিচ্ছবি। এভাবেই এগিয়েছে বইয়ের বিভিন্ন গল্প ঘটনাগুলো।
দুনিয়ার এই জীবনে যেমন একসাথে রোমান্টিকতায় থাকার ও আখিরাতেও সঙ্গী হবার আশা জাগানিয়া এই বইটির জন্য সংশ্লিষ্ট সকলের জন্য মন থেকে দোয়া রইলো।
কাদের বেশি ভাল লাগবে?
দম্পতিদের এই বইটি খুবই ভাল লাগবে। তবে যারা এখনো বিয়ে করেননি তাদেরকে অল্প বয়সেই বিয়ে করার জন্য উৎসাহ যোগাবে এই বই। মনে হবে এমন সুন্দর রিলেশন, এমন প্রশান্তিময় জীবন যাপন করতে। যেহেতু আমি বিবাহিত তাই বইটি আমার অসাধারন লেগেছে। সুতরাং বিবাহিত, অবিবাহিত সবার জন্যই এই কাগজের গাইডবুকটি বেশ কাজের। নব দম্পতিদের জন্য গিফট হিসাবে পারফেক্ট, প্রতিটি বাসায় থাকার যোগ্য এই বই।
রেটিংঃ ৮/১০
Mohammad Junayed – :
দোয়া রইল তাদের জন্য যাদের মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ গুলো সম্পর্কে জানতে এবং গুরুত্ব উপলব্ধি করতে পেরেছি। আল্লাহ উনাদের সহায় হোক।
আমিন
হাফিজুর রহমান সালেহী – :
আব্দুর রহমান – :
সার-সংক্ষেপ:-
বইয়ের প্রধান চরিত্র মাহির ও লাফিজা। তারা দুজনেই ভার্সিটিতে পড়ে। এই বয়সে এসে ছেলে মেয়েরা যখন প্রেম করতে ব্যস্ত তখনই উভয় পরিবারের পারস্পরিক প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয় মাহির ও লাফিজার। তাদের মাঝেও প্রেম হয় তবে তা বিয়ের পর। হালাল প্রেম। এখানে মাহির ও লাফিজার ভালোবাসার মুহুর্ত অসাধারন ও অশ্লীলতা বর্জিত। তারা সমাজের স্রোতের বিপরীতে রাসূল (স:) এর সুন্নাহর আলোকে নিজেদের জীবন সাজাতে ততপর। জীবনের দৈনন্দিন রুটিন আর শত ব্যস্ততার ম মাঝেও রাসূল (স:) এর সুন্নাত মেনে চলতে প্রাণপণে চেষ্টা করে। রাসূল (স:) এর সুন্নাত পালনের কথা স্বামী ভুলে গেলে স্ত্রীকে স্বরণ করিয়ে দেয়। আবার স্ত্রী ভূলে গেলে স্বামীকে মনে করিয়ে দেয়। কোন গুরুত্বপূর্ণ কাজে তারা একে অপরকে সাপোর্ট দেয়। আহা! তাদের সংসার
কত সুখের। এ যেন দুনিয়াতেই জান্নাতের আবহ।এভাবেই এগিয়ে চলে তাদের সংসার জীবনের গল্প।
,
আমাদের বর্তমান সমাজের পরিবার ব্যবস্থায় এত ভাঙন , স্বামী-স্ত্রীর মাঝে অমিল, অশান্তি। এর প্রধান কারন হলো আমরা আল্লাহর নির্দেশ ও রাসূল (স:) এর সুন্নাত অনুযায়ী নিজেদের পরিচালনা করতে পারি না। প্রদীপ্ত কুটির বইটি হতে পারে এই অশান্ত পারিবারিক জীবনে শান্তির উৎস,। এবং রাসুল (স) এর সুন্নাতের অনুসরণের ক্ষেত্রে অন্যতম ভুমিকা পালনকারী ।
.
প্রদীপ্ত কুটির বইটিতে রয়েছে 26 টি গল্প। যেগুলো মাহির ও লাফিজা বিবাহিত জীবন কে ঘিরে আবর্তিত। প্রতিটি গল্পেই ফুটে উঠেছে জীবনের প্রতি ক্ষেত্রে রাসূল (স:) সুন্নাত অনুসরণের অপরিহার্যতা, গুরুত্ব ও উপকারিতা।
.
বইটি কাদের জন্য:-
(1) ব্যাচেলরগনের বিয়ের অগ্রীম প্রিপারেশনের জন্য বইটি সংগ্রহ করা উচিত।
(2) আর বিবাহিত ভাইয়া আপুরা বই বইটি থেকে সব চাইতে বেশি উপকৃত হবে। বইয়ের সুন্নাহ অনুসারে চললে দাম্পত্য জীবন হয়ে উঠবে আরো মধুময়। জানা যাবে একটি সুন্নতি সাংসারিক জীবন সম্পর্কে।
(3) সর্বপরি গল্পের মাধ্যমে রাসূল (স:) এর বেশকিছু সুন্নাহ সম্পর্কে জানা যাবে।
.
অনুভূতি:-
প্রদীপ্ত কুটির বইটি আমার হৃদয় ছুয়ে গেছে । বিবাহিত জীবনে, ইসলামী শরিয়ত অনুসরণের মাধ্যমে যে, এত বেশি রোমান্টিকতার আনা যায়, তা এই বইটি না পড়লে মনে হয় জানা হতো না। অপরিসীম মুগ্ধতা নিয়ে পড়েছি। বইটি লেখার ধরন খুবই সহজ ও সাবলীল। যা আমাকে শেষ পর্যন্ত মোহিত করে রাখে।
.
শেষ কথা:-
পরিশেষে আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন এত সুন্দর একটি বই লেখার জন্য লেখক কে তার লেখার দ্বারা কেয়ামতের পূর্ব পর্যন্ত কথা বলার তৌফিক দান করেন । সেই সাথে আল্লাহ যেন পাঠক,প্রকাশক, সম্পাদক সহ সকলকে রাসূল (স:) এর সুন্নাত অনুযায়ী জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। (আমিন)