প্রবৃত্তির দাসত্ব
অনুবাদক : আবদুন নুর সিরাজি
সম্পাদনা : সালমান মোহাম্মদ
পৃষ্ঠা : ১১২
বইয়ের ধরন : পেপার ব্যাক
প্রবৃত্তির দাসত্ব করতে করতে পাপে ভরেছে চিত্ত
হারিয়েছি পথ, কোন নায়ে রাখব পা
কোন পথে গেলে পাবো মুক্তির দেখা
স্রষ্টার সৃষ্টির সেরা হয়েও হারিয়েছি মনুষ্যত্ব।
হ্যাঁ কবি দাউদুল ইসলাম যথার্থই বলেছেন। মনের খেয়াল খুশি মত চলাই প্রবৃত্তির দাসত্ব। পৃথিবীর সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশে মুগ্ধতা এবং নিরর্থক কাজ-কর্মের প্রতি আসক্তি তৈরির মাধ্যমে প্রবৃত্তি মানুষকে প্রতারিত করে থাকে। প্রবৃত্তির মুখাপেক্ষী হলে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকে না। নিয়ম-কানুন, ধর্ম-কর্ম বলতে কোনো কিছুর অস্তিত্ব প্রবৃত্তিপূজারির মধ্যে অবশিষ্ট থাকে না। এজন্য প্রবৃত্তির দাসত্ব মানুষের বড় শত্রু।
বুসতি রহ. বলেন, ‘প্রবৃত্তিকে তোমার অধীন করো, অন্যথায় প্রবৃত্তিই তোমাকে তার অধীন করে ফেলবে।’
কুপ্রবৃত্তির অনুসরণ কল্যাণকে বাধাগ্রস্থ করে, বিবেককে করে প্রান্তিকতার শিকার। কেননা, তা প্রসব করে নোংরা চরিত্র, প্রকাশ করে লাঞ্ছনাদায়ক কর্মকাণ্ড, মানবতার আচ্ছাদনকে করে কলঙ্কিত এবং অনিষ্টতার প্রবেশদারকে করে অবারিত।
প্রবৃত্তি মানুষের সবচেয়ে বড় শত্রু। যত শত্রুর বিরুদ্ধে মানুষকে সংগ্রাম করতে হয়, যুদ্ধ করতে হয়, তার মধ্যে প্রবৃত্তি সবচেয়ে কঠিন শত্রুযার বিরুদ্ধে যুদ্ধ করা অপরিহার্য দায়িত্ব। কিন্তু কীভাবে করবেন সে যুদ্ধ? আরবের পাঠকনন্দিত লেখক শাইখ সালেহ-আল মুনাজ্জিদ ইতিবাউল হাওয়া ও শাহওয়াত গ্রন্থদ্বয়ে তুলে ধরেছেন সে যুদ্ধের বিভিন্ন কৌশল। সুতরাং প্রবৃত্তির সুষ্ঠু পরিচালনার জন্য পড়ুন-প্রবৃত্তির দাসত্ব।
- ৫৯৯ টাকা অর্ডারে ১টি ফ্রি আমল চেকলিষ্ট।
- ৮৯৯ টাকা অর্ডারে ১টি ফ্রি বই।
-
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন315 ৳214 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotমনের ওপর লাগাম
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন156 ৳115 ৳বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে ...
-
hotএবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন330 ৳224 ৳প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে ...
-
hotটাইম ম্যানেজমেন্ট
লেখক : Ismail Kamdarপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন228 ৳160 ৳ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের ...
-
featureম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারিপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স275 ৳ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotএপিটাফ
লেখক : সাজিদ ইসলামপ্রকাশনী : বুকমার্ক পাবলিকেশন200 ৳150 ৳ধরণ: লেকচার সংকলণ পৃষ্ঠা: ১৪৪ কভার: পেপার ব্যাক উস্তাদ ...
-
hotযে আফসোস রয়েই যাবে
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন288 ৳213 ৳একটি অফার! ধরুন, আপনাকে পঞ্চাশ হাজার টাকা ...
-
hotতিনিই আমার রব
লেখক : শাইখ আলী জাবির আল ফাইফীপ্রকাশনী : সমকালীন প্রকাশন272 ৳185 ৳অনুবাদক: আব্দুল্লাহ মজুমদার সম্পাদনা: আকরাম হোসাইন সহ-সম্পাদনা: আব্দুল্লাহ ...
-
Ruponti Shahrin – :
হযরত সাওরি রহ. এর ভাষায়-
‘হে প্রাণ তুমি তাওবা করো, কেননা মৃত্যু সমাগত,
প্রবৃত্তির বিপরীত করো, কেননা সে ফিতনার সূচনাপত্র।’
কিন্তু প্রবৃত্তি কী? শৈশব থেকে মৃত্যু পর্যন্ত প্রবৃত্তি কীভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে? দুনিয়ার প্রতি মোহ দূর করে কল্যাণময় আখিরাতের জন্য কী নসীহা? প্রবৃত্তির ক্ষতিকর দিক, চিকিৎসা ও বিরোধিতার উপকারিতার মত গুরুত্বপুর্ণ প্রশ্নের সাবলীল উত্তর পেতে অনবদ্য একটি গ্রন্থ।
ফাতিমা মৌ ফ্লাভিকা – :
সম্মানিত শাইখ সালেহ আল মুয়াজ্জিন ইত্তিবাউল হাওয়া ও শাহওয়াত গ্রন্থদ্বয়ের মধ্যে তুলে ধরছেন প্রবৃত্তির দাসত্বের কারণসমূহ এবং এর বিরুদ্ধে যুদ্ধ করার চমৎকার কিছু কৌশল,
অনুবাদক আব্দুর নূর সিরাজী বইটির নাম দিয়েছেন “প্রবৃত্তির দাসত্ব ”
চমৎকার এই বইটি পড়ে প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করার জন্য ঈমানী শক্তি উজ্জীবিত হয়ে উঠবে এবং নফসের খেয়ালখুশি থেকে নিজেকে সংযম রাখায় আত্নপ্রত্যায় জেগে উঠবে ইন শা আল্লাহ।
Fuad farhan – :
বেড়া পাল্টানো গেলেও বুকমহলের নফসের তো আর বদল হয় না; এতে বরং সংশোধনী আনতে হয়। তাই এই অনিবার্য সংশোধনীর বার্তা দিতেই সালিহ আল মুনাজ্জিদ হাফি. রচনা করেছেন ‘প্রবৃত্তির দাসত্ব’ গ্রন্থটি।
এতে তিনি বলেছেন নফসের অধীন হলে ক্ষতির কথা, শিখিয়েছেন নফসের উপর শাসন চালানোর পন্থা, জানিয়েছেন নফসের চিকিৎসা-পদ্ধতি ও উপকরণ। মুক্তোঝরা যেন প্রতিটি পাতা! অনেক উপকৃত হয়েছি। অনুবাদও বেশ ঝরঝরে সুখপাঠ্য। বাইন্ডিং ভেতরের পাতা বেশ মানসম্মত।
সোহেল রানা – :
আব্দুর রহমান – :
সুতরাং নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে আনতে হলে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা অপরিহার্য। তাইতো প্রবৃত্তি সম্পর্কে বিভিন্ন খুটিনাটি দিক দিয়ে শায়খ সালিহ আল মুনাজ্জিদ রহিমাহুল্লাহ রচনা করেছেন “ইত্তিবাউল হাওয়া” ও “শাহাওয়াত” নামে দুটি মূল্যবান গ্রন্থ।
বিজ্ঞ অনুবাদক আবদুন নূর সিরাজী কতৃক বাংলায় অনুবাদের পর যার নাম দেয়া হয়েছে “প্রবৃত্তির দাসত্ব”।
.
➤ সার-সংক্ষেপ:-
বইটি লেখক দুটি অধ্যায়ে বিভক্ত করে আলোচনা করেছেন। যথা-
⏺প্রথম অধ্যায়: প্রবৃত্তি-
বইয়ের শুরুতে প্রবৃত্তি কি এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। মূলত প্রবৃত্তি হলো স্বভাবের অনুকূল জিনিসের প্রতি আকর্ষণ। এই আকর্ষণ মানুষের অস্তিত্ব টিকে থাকার প্রয়োজনে সৃষ্টি করা হয়েছে। এরপর লেখক প্রবৃত্তির অনুসরণের উপকরণ ও প্রবৃত্তির অনুসরণের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আলোচনা করেছেন। অধ্যায়ের শেষে প্রবৃত্তির বিরোধীতার উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে
⏺দ্বিতীয় অধ্যায়: কামনা-
কামনা হলো সামাজিকভাবে নারী-পুরুষের পরস্পরের প্রতি বিশেষ প্রকারের অনূভুতি, পরস্পরের প্রতি বিশেষ ধরণের আকর্ষণ। আর এই কামনা সৃষ্টির ফলেই মানুষ বিভিন্ন হারাম ও অশ্লীল কাজে জড়িয়ে পড়ে। আর এই কামনার অভিশপ্ত ছোবল থেকে কিভাবে মুক্তি পাবো এবং কিভাবে এর চিকিৎসা করাবো সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে এত বিধিনিষেধ থাকার পরেও অনেকেই মনের কামনার তাড়না থেকে পবিত্র থেকেছেন আবার অনেকেরই কামনার তাড়নায় পদস্খলন ঘটেছে এমন কিছু মানুষের বর্ণনা দেয়া হয়েছে বইয়ের শেষে।
.
➤ ব্যক্তিগত অনূভুতিঃ-
ব্যক্তিগত অনূভুতি যদি বলতেই হয় তাহলে বলবো বইটি এককথায় অসাধারন। সংক্ষিপ্ত পরিসরে প্রবৃত্তি ও কামনা সম্পর্কে বেশ ফলপ্রসূ আলোচনা উঠে এসেছে। সকল দ্বীনদার মু’মিনের জন্য এই বই অসাধারণ ও অনবদ্য একটি রচনা হবে বলে আশা করি।