পরকালের প্রস্তুতি
অনুবাদ : হাসান মাসরুর
দুনিয়া, ক্ষণিকের সফর…। এর থেকে বিদায় অনিবার্য; তবুও এর জন্য মানুষের কত কী আয়োজন! চাহিদার শেষ নেই, ইতি নেই স্বপ্নের। নিজের ঝোলা ভর্তির জন্য মানুষের কত যে ঘাম ঝরছে! কেউ ঝরাচ্ছে রক্ত! সবাই তো এ কথা বিশ্বাস করে, প্রত্যেকেই আস্বাদন করবে মৃত্যুর স্বাদ। সবকিছু ছেড়েই যেতে হবে ওপারে। তবুও মানুষ ব্যস্ত এপারের ভোগবিলাসের উপায়-উপকরণ নিয়ে। ওপারের পাথেয় জোগাড়ের সময় কই!
.
হে দুনিয়ার মোহে আচ্ছন্ন মানুষ! এবার একটু ক্ষান্ত হও। তোমার দুনিয়ার পুঁজি তো দিনদিনই সমৃদ্ধ হচ্ছে। কিন্তু পরকালের পুঁজির খবর কী? তা কি বরাবরই উপেক্ষিত থাকবে!? আর কত সময় নষ্ট করবে পার্থিব ভোগবিলাসের পেছনে? তবে কখন তোমার সময় হবে পরকালের প্রস্তুতি গ্রহণের!?
সৌভাগ্যবান ও তাওফীকপ্রাপ্ত বান্দা তো তারাই, যারা জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে পরকালের জন্য পাথেয় সংগ্রহ করে। পিঁপড়া যেমন শীতকালের দুর্ভোগ থেকে বাঁচার জন্য গ্রীষ্মকালেই খাবার ও পাথেয় সংগ্রহ করে রাখে। মুমিন বান্দাও ঠিক তেমনি পরকালের কঠিন দুর্ভোগ থেকে বাঁচার উদ্দেশ্যে দুনিয়াতে থাকতেই আল্লাহর আনুগত্য ও ইবাদতের মাধ্যমে নেক আমল সংগ্রহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন-
بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا – وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ
“বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।” (সূরা আ’লা: ১৬-১৭)
পরকালের প্রস্তুতির গুরুত্ব, পদ্ধতি সহও ইত্যাদি উপদেশ মালায় সাজানো বক্ষ্যমাণ গ্রন্থটি
-
-
save offমৃত্যু থেকে কিয়ামাত
লেখক : ইমাম বায়হাকীপ্রকাশনী : মাকতাবাতুল বায়ান265 ৳180 ৳কুরআনে পরকালের বিস্তারিত বিবরণ আছে; তবে ...
-
save offজীবনের ওপারে
প্রকাশনী : রুহামা পাবলিকেশন534 ৳395 ৳অনুবাদক: মুফতি তারেকুজ্জামান পৃষ্ঠা সংখ্যা: ৪০৮ ধরণ: হার্ড ...
-
hotওপারেতে সর্বসুখ: জান্নাতের মনোমুগ্ধকর বর্ণনা
লেখক : আরিফুল ইসলামপ্রকাশনী : সমকালীন প্রকাশন172 ৳120 ৳ক্ষণিকের এ দুনিয়ায় সুখী হবার জন্য ...
-
save offঅন্তিম মুহূর্ত
লেখক : আবদুল মালিক আল কাসিমপ্রকাশনী : রুহামা পাবলিকেশন115 ৳80 ৳অনুবাদ : আব্দুল্লাহ ইউসুফ বইটির পৃষ্ঠা সংখ্যা ...
-
hotমৃত্যুর ওপারে: অনন্তের পথে
লেখক : ইমাম কুরতুবী (রহঃ)প্রকাশনী : মুহাম্মদ পাবলিকেশন430 ৳301 ৳অনুবাদ : আবদুন নুর সিরাজি সম্পাদনা : ...
-
save offমহাপ্রলয়
প্রকাশনী : হুদহুদ প্রকাশন600 ৳300 ৳অনুবাদ: উমাইর লুৎফর রহমান পৃষ্ঠা: ২৯২ (রঙিন ছবি) কিয়ামত ...
-
save offকেয়ামত
লেখক : মাওলানা শাহ রফীউদ্দীন (রহঃ), শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী (রহ:), হযরত মাওলানা মুফতি মুহাম্মাদ শফিপ্রকাশনী : মাকতাবাতুল ইসলাম590 ৳283 ৳রাসূল ﷺ পৃথিবীতে আগমন করে আবার ...
-
hotওপারের সুখগুলো
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : পথিক প্রকাশন300 ৳144 ৳অনুবাদ: সাইফুল্লাহ আল মাহমুদ একদিন স্বল্পকালীন এই ...
-
save offদুনিয়া এক ধূসর মরীচিকা
লেখক : আবদুল মালিক আল কাসিমপ্রকাশনী : রুহামা পাবলিকেশন150 ৳111 ৳অনুবাদ : আব্দুল্লাহ ইউসুফ ভাষা সম্পাদনা : ...
-
hotজাহান্নাম : দুঃখের কারাগার
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : পথিক প্রকাশন300 ৳144 ৳অনুবাদ: আম্মার মাহমুদ সম্পাদনা : সাইফুল্লাহ আল ...
-
Habiba Sultana – :
বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী (সূরা আ’লা: ১৬-১৭)।
কোথাও সফর করার পূর্বে আমরা নানারকম পরিকল্পনা করে থাকি।কোন যানবাহনের মাধ্যমে আমরা আমাদের কাঙ্খিত গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো,কোনটা আমাদের জন্য সুবিধাজনক হবে,সফরে বের হওয়ার জন্য সময় নির্ধারণ ইত্যাদি পরিকল্পনা সফরের জন্য করে থাকি।কিন্তু সেই অনন্তকাল পরকালের সফরের জন্য আমাদের প্রস্তুতি কেমন? আমরা কীভাবে আমাদের কাঙ্খিত গন্তব্যস্থল জান্নাতে পৌঁছাতে পারবো সেই নিয়ে আমাদের পরিকল্পনা কতটুকু? এই বিষয়ের ওপর শাইখ খালিদ আল-হুসাইনান রহ. রচনা করেছেন “কাইফা তুখাত্তিতু লি- আখিরাতিক” বইটি।বাংলা অনুবাদে নামকরণ করা হয়েছে “পরকালের প্রস্তুতি”।
বইটি কেন পড়া উচিত:
দুনিয়া ক্ষণিকের সফর।কিন্তু পরকাল অনন্তকালের সফর।তবুও এই দুনিয়ার জন্য আমাদের কত আয়োজন! একদিন সব মায়া ত্যাগ করে যেতে হবে ওপারে।কিন্তু আমরা এপারের ভোগবিলাসের উপায়-উপকরণ নিয়ে ব্যস্ত।ওপারের চিন্তা-ফিকির করার সময় কই?ওপারের এই চিন্তা-ফিকির নিজের মধ্যে আনার জন্যই বইটি পড়া উচিত।
বই পর্যালোচনা:
“পরকালের প্রস্তুতি” বইটিতে লেখক পরকালের প্রস্তুতি গ্রহণের উপায়গুলো বাতলে দিয়েছেন।সহিহ হাদিস থেকে বাছাইকৃত কিছু ফযিলতপূর্ণ আমলগুলো লেখক বইটিতে তুলে ধরেছেন।বইটি যখন একজন পাঠক পড়বেন তখন পরকাল নিয়ে একটু চিন্তা-ফিকির করার আগ্রহ জন্মাবে।বইটি পড়ার মাধ্যমে পাঠক পরকালের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জেনে তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবেন।সর্বোপরি,বইটি পাঠকের জন্য পরকালের প্রস্তুতি গ্রহণে গাইডলাইন হিসেবে কাজ করবে।
পছন্দনীয় দিক:
“পরকালের প্রস্তুতি” বইটিতে লেখক বইয়ের কোথাও কোথাও পরকালের প্রস্তুতিস্বরূপ আমলের প্রতি আগ্রহ বৃদ্ধি,আল্লাহর পরিচয় জানার জন্য সহায়ক কিছু কিতাব পড়া এবং বয়ান শোনার পরামর্শ দিয়েছেন।যেটা আমি এর আগে আমার পড়া কোনো বইয়ে দেখিনি।তাছাড়া সালাফে-সালেহীনদের অযীফা,বিখ্যাত ইমামদের থেকে কিছু বক্তব্য লেখক বইটিতে তুলে ধরেছেন।এককথায়,পরকালের প্রস্তুতি গ্রহণে বইটি আমার কাছে একটি গাইডলাইনের মতো।
Sultana Razia – :
বই: পরকালের প্রস্তুতি
লেখক: শাইখ খালিদ আল-হুসাইনান রহ.
বইয়ের বিষয়বস্তু: পরকাল ও জান্নাত-জাহান্নাম
প্রকাশনী: রুহামা পাবলিকেশন
ক. নিজস্বকথন:
‘পরকাল’ বলতে আমরা মৃত্যুর পরের জীবনটা কেই বুঝি। আর ইহকাল হল এখন কার দিন গুলো,দুনিয়াবি দিন। যেখানে আমরা সবাই কেবল মুসাফির। মুসাফির কখনো ইহকালকে প্রাধান্য দেয় না,বরং পরকালের চিন্তায় ইহকাল কে গুটিয়ে আল্লাহর সন্তুষ্টিতে,তার রবের ইবাদতে মগ্ন থাকে। ইবাদত শুধু কি নামাজ,রোজা,হজ্জ,যাকাতের মধ্যেই সীমাবদ্ধ? উঁহু ইবাদত আমার রবের বিধিবিধান মেনে চলার মাধ্যমেই পূর্ণতা পায়।
.
খ. বইয়ের রিভিউ:
যারা অনেক অনেক গাড়ি-বাড়ি,প্রাসাদ-অট্টলিকার মালিক তাদের জন্য আখিরাতের ব্যাপারে চিন্তার সময় কম। তারা তো দুনিয়ার ভোগের ব্যাপারে মগ্ন। আখিরাতের পাথেয় গুছিয়ে নেয়ার জন্য প্রস্তুতি কেই বা নিচ্ছে? প্রস্তুতি কিভাবেই নিবে যদি না নিজেকে সব থেকে মুক্ত না করে। বেশি করে ইবাদত করার মাধ্যমেই জান্নাত পাওয়া সহজ। একটি ইবাদতের মধ্যে ঝুকে থাকলে চলবে না,ছোট বড় সব ধরণের ইবাদতে সামিল হওয়া চাই। মুমিন তো সেই যে আল্লাহর সকল মজলিসে হাজির হয়। কুরআনুল কারীল তেলওয়াত করা,তাদ্দাবুরে সময় বের করা,শরীয় জ্ঞানার্জন,মাসনুন যিকির,সুন্নাহ পালন,সীরাহ পাঠ,দুআ ইস্তেগফার ইত্যাদি চালিয়ে যাওয়ার ব্যাপারে এখানে উদ্ভুদ্ধ করা হয়েছে।
.
গ. ভাল ও মন্দ লাগা:
এমনি তে সব দিক ঠিক ই ছিল,কোথাও তেমন সমস্যা হয় নি।
.
ঘ. ইতিকথা:
দুনিয়া আর কয়দিনের? একটু একটু করে নাহয় প্রস্তুতি গ্রহণ শুরু করি সবাই! হোম কোয়ারেন্টাইনের সময় টা সঠিক ভাবে কাজে লাগাই পরকালের জন্য ইন-শা-আল্লাহ।
sultana.razia5264 – :