মেন্যু
porokal

পরকাল-Life After Life

প্রকাশনী : হুদহুদ প্রকাশন
মৃত্যুর পর আমাদের গন্তব্য কোথায়? আমরা কবরে যাব, অতঃপর পুনরুত্থিত হব, হাশর কায়েম হবে, আল্লাহর কাছে আমাদের কৃতকর্মের জবাব দিতে হবে… ইত্যাদি। কিন্তু জ্ঞানশূন্য বস্তুবাদী নাস্তিক সম্প্রদায়ের অপযুক্তির বেড়াজালে আবদ্ধ... আরো পড়ুন

Out of stock

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

3 রিভিউ এবং রেটিং - পরকাল-Life After Life

5.0
Based on 3 reviews
5 star
100%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    codeoflife:

    #ওয়াফিলাইফ_পাঠকের_ভালো_লাগা_সেপ্টেম্বর_২০২০

    *বইঃ পরকাল
    *লেখকঃড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী
    *অনুবাদকঃমাওলানা মুহাম্মদ আবদুল আলীম
    *প্রকাশনীঃ হুদহুদ প্রকাশন
    ______________

    মায়ের পেটে বাচ্চা অনেক খুশি থাকে।সে মনে করে, আঁধারের এই কুন্ডলীই আমার চিরস্থায়ী ঘর।তার মোটেও ধারণা থাকে না যে,তাকে এমন এক জগতে যেতে হবে, যেখানে সূর্য চমকায়;কলকলিয়ে নদী বয় এবং বাগ বাগিচায় বিভিন্ন প্রকার ফুল ফল হাসে।

    দুনিয়ার নাদান মানুষেরও একই দশা। তারা দুনিয়াকেউ সবকিছু মনে করে।দুনিয়ার এই জীবনের পর যে কবরের পেটে আশ্র‍য় নিতে হবে,সেখান থেকে উঠে হাশরের ময়দানে দাঁড়াতে হবে,তারপর স্থায়ী ঠিকানা জান্নাত বা জাহান্নামে যেতে হবে- মায়ের পেটে শিশুর মত, তারা এসব কথা বুঝতে চায় না।

    কিন্তু মায়ের গর্ভ ছেড়ে শিশুকে একসময় দুনিয়ার কোলে হাযির হতে হয়;মানুষকেও তেমনই একদিন কবরের কোলে গিয়ে হাযির হতে হয়।পরের ঘাঁটিগুলোতেও উপস্থিত না হয়ে কোনো উপায় নেই।
    __________

    ড.মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী মৃত্যু,কবর,হাশর,হিসাব, কেসাস,পুলসিরা, জান্নাত-জাহান্নাম সম্পর্কে যেসব তথ্য কুরআন হাদিসে পাওয়া যায়,সেগুলোকে তিনি একত্র করেছেন অত্যন্ত সুবিন্যস্তভাবে।গ্রন্থটির নাম দিয়েছেন “আল-আলামুল আখীর”। আর হুদহুদ প্রকাশনী এই বইটির বাংলা অনুবাদ করে খুব ভালো একটা কাজ করেছে।
    ___________

    ৪৯৬ পৃষ্ঠার এই বইটি সম্পুর্ন colour print,দেখলেই মন জুড়িয়ে যায়।লেখক শুরু করেছেন পরকালকে কেন বিশ্বাস করা উচিৎ তা নিয়ে।মৃত্যু হচ্ছে ছোট কিয়ামত,যা আমরা অনেকেই জানতাম না।এই বইয়ে তিনি অধ্যায় ভিত্তিক আলোচনা করেছেন,যার কারণে খুব সহজেই পরকাল সম্পর্কে জানা যায়। প্রতিটি বর্ননায় কাল্পনিক ছবি থাকায় বুঝতে আরো সুবিধা হয়েছে।আর এই বইটির অনুবাদও আলহামদুলিল্লাহ অসাধারণ।
    _________

    সর্বোপরি এই বইটিকে পরকাল সম্বন্ধে একটি প্রামাণ্য গ্রন্থ বলা যেতে পারে।একবার হলেও প্রত্যেক জ্ঞানপিপাসু মুসলমানদের এই বইটি পড়ে দেখা উচিৎ বলে আমি মনে করি।

    🔥রিভিউ লেখকঃঃAbdullah Mohammad

    6 out of 7 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    আব্দুর রহমান:

    একদিন এই মহাবিশ্ব ধ্বংস হবে। কিয়ামত সংঘটিত হবে। এটি একটি অবশ্যম্ভাবী বিষয়। এর সাথে সাথেই শুরু হবে মানুষের পরকালীন বারযাখী জীবন। আর তাইতো রাসূল (স:) এক পরকাল সম্পর্কিত সেসব বাণীগুলোর এক অনবদ্য সংকলন হুদহুদ পাবলিকেশনের এই “পরকাল” বইটি। বইটি লিখেছেন বর্তমান সময়ের প্রখ্যাত লেখক আব্দুর রহমান আরিফী।
    .
    ➤ সার-সংক্ষেপঃ-
    বইয়ের শুরুতে লেখক পরকাল কী, এবং কেন পরকালের উপর বিশ্বাস স্থাপন করবো এ সম্পর্কে বেশ ফলপ্রসূ আলোচনা স্থান পেয়েছে। এরপর পর্যায়ক্রমে মৃত্যু, বারযাখ এর জীবন, কবর, শিঙ্গায় ফুক, পুনরুত্থান, মীযান, আমলনামা বিতরণ, হাউজে কাউসার, পুলসিরাত ইত্যাদির বর্ণনা দেয় হয়েছে।
    এছাড়াও বইয়ের জান্নাত ও জাহান্নামের বর্ণনা এবং জাহান্নাম থেকে মুক্তির লাভের জন্য বেশকিছু আমলের বর্ণনা দেয়া হয়েছে।
    .
    ➤ বইটির কিছু বৈশিষ্ট্যঃ-
    ১। সকলের বুঝার উপযোগী করে লেখা হয়েছে।
    ২। সম্পূর্ণ বইটি কালার প্রিন্ট।
    ৩। প্রতিটি বিষয় অত্যন্ত সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে।
    ৪। বইতে পরকাল সম্পর্কে কেবলমাত্র বিশুদ্ধ বর্ণনা গুলোই স্থান পেয়েছে।
    ৫। প্রতিটি বর্ণনায় সেগুলোর কাল্পনিক ছবির মাধ্যমে প্রতিবেদন তৈরি করা হয়েছে।
    .
    ➤ ব্যক্তিগত অনূভুতিঃ-
    বইটি পড়ার পর পরকাল সম্পর্কে এটি একটি প্রামাণ্য গ্রন্থ বলে মনে হয়েছে। বইয়ের পরকালীন জীবন সম্পর্কে সহজ সরল বর্ণনা পড়ে যেকোনো পাঠক মুগ্ধ হবেন বলে আমার বিশ্বাস। যারা পরকাল সম্পর্কে জানতে আগ্রহী এবং সহজ সাবলীল ও তথ্যমূলক বই পড়তে চান  তারা এই বইটি একবার হলেও পড়ুন।
    ,
    3 out of 3 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    MIR ABUBAKOR SIDDIQUE:

    I am running after luxurious life, career etc. My conscience was not awakening me about my life after death. After reading this book, I have found myself as a wretched man who is indifferent to Allah. May My Allah Pardon me. Now I am trying heart & soul to remember Him at least five times a day regularly.
    5 out of 6 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top